surerachowya-blog
surerachowya-blog
Untitled
1 post
Don't wanna be here? Send us removal request.
surerachowya-blog · 3 years ago
Text
surerachowya
ও চোখে কাজল এঁকো না না না....
কাজলেরই আড়ালে রূপ ঢেকে রেখোনা।
কাগজের ফুল সে তো কত সাজে সেজে থাকে
ও ফুলে গন্ধ কোন নেই, ও ফুলে ভালোবাসা নেই।
তুমি তো নও কাগজেরই
বাহারি সাজ আনো সে ফুল
তুমি তো আমারি চেনা!
সুবীর নন্দী
নিজেকে ঢেকে রেখো না.....
আকাশের চাঁদ সে তো জ্যোছনায় ভিজে থাকে
ও চাঁদের নিজের আলো নেই
ও চাঁদের নিজের ভাষা নেই
তুমি তো নও আকাশেরি 
Tumblr media
সাজানো ঐ রূপালী চাঁদ 
তুমি তো আমারি চেনা।
নিজেকে ঢেকে রেখো না....
1 note · View note