#itexperts
Explore tagged Tumblr posts
Text

কোর্স শেষে নিশ্চিত ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং ইনকাম।
কি অবিশ্বাস্য লাগছে? হুম প্রথমে একটু অবাক হওয়ার ই কথা। তবে এটাই সত্য যে যথেষ্ট পরিশ্রম, ইচ্ছা, ধৈর্য ও সময় নিয়ে লেগে থেকে আমাদের কোর্স সম্পন্ন করতে পারলে, অবশ্যই আপনিও ইনকাম পর্যন্ত যেতে পারবেন। ইনশাআল্লাহ।
আমরা ব্রাহ্মণবাড়িয়া আইটি আপনার শহরে নিয়ে এসেছি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে উপার্জনের জন্য উপযুক্ত কোর্স কারিকুলাম। চলুন কিভাবে আমাদের প্রতিষ্ঠান শিখায় এবং কাজ করে, সেটা প্রথমে জেনে নেই।
প্রথমে আসুন জেনে নেই- ফ্রিল্যান্সিং করতে আপনার কি কি প্রয়োজন।
যথাঃ-
(১) একটি কম্পিউটার বা ল্যাপটপ।
(২) উপযুক্ত ইন্টারনেট কানেকশন (WIFI হলে খুবই ভালো)।
(৩) যথেষ্ট সময় দেওয়ার সক্ষমতা।
(৪) পরিশ্রম করার আগ্রহ ও সক্ষমতা।
(৫) কোর্স ভেদে কোর্স ফি প্রদান।
(৬) যথেষ্ট ধৈর্য (আমরা ব্রাহ্মণবাড়িয়া আইটি মনে করি, এই ধৈর্য ই ফ্রিল্যান্সিং করার অন্যতম হাতিয়ার। অন্যদের কাছে অন্য কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে হতে পারে)। কারণ অনেক ছাত্রছাত্রী ই প্রথম ৫ টি দেওয়ার জন্য সক্ষম থাকেন, কিন্তু শুধুমাত্র ধৈর্যের অভাবে তারা এই সেক্টরে সফল হতে পারেন না। কারণ একটা বিষয়ে দক্ষতা অর্জন করে, উপার্জনের মাধ্যমে ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই যথেষ্ট ধৈর্য সহকারে কাজ করতে হয়।
আপনার যদি উপরের ৬টি বিষয় ক্লিয়ার থেকে থাকে, তাহলে আপনি আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আপনার জন্য উপযুক্ত কোর্সে ভর্তি হয়ে ক্যারিয়ার শুরু করতে পারেন। আমরা আপনাকে যথাযথ সাহায্য ও পরামর্শ প্রদান করবো।
★ প্রথমত আপনার যদি ইচ্ছা থাকে ২.৫ মাস, ৩ মাস বা ৪ মাসের কোনো একটা কোর্স করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়বো। তাহলে আমাদের এখানে ভর্তি হতে না আসা ই ভালো। কারণ ৩ মাস বা ৪ মাসে আপনি ফ্রিল্যান্সিংয়ের ইনকাম তো দূরের কথা আপনি কোনো কাজে এক্সপার্ট ই হতে পারবেন না। অর্থাৎ এই কয়েক মাসে আপনি শুধু কোনো কোর্সের শিখার ক্ষেত্রে বেসিক থেকে জাস্ট এডভান্স লেভেলে পা রাখতে পারবেন। ( আর এই ৩ থেকে ৪ মাসের কোর্সের বেসিক থেকে এডভান্সে যাওয়ার বিষয় গুলো আপনি YouTube বা online এর যেকোনো ফ্রি কোর্স দেখে নিজে নিজেই শিখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রতিষ্ঠানে এতো টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ই নেই)। আপনাকে হয়তো অনেকেই বলবে ৩ মাস বা ৪ মাসে কোর্স করে ফ্রিল্যান্সিং করা যায় মানে ইনকাম করা যায়। সেটা সম্পূর্ণ লোভ দেখানো কথা। (তবে হাজারে ১ বা ২ জন পেতে পারেন, যারা ৩ মাস বা ৪ মাস কোনো কোর্স করে দুই একটা কাজ পেয়েছেন। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন কেউ যদি ৩ মাস বা ৪ মাস কোর্স করে হাজারে ১ জনের লটারি ধরতে চায় সেটাও আলাদা বিবেচনা)।
একটি কোর্স ছাড়া আমাদের বাকি সব কোর্স ই মিনিমান ৯ মাসের। এখন ভাবতে পারেন, এতো সময় লাগে ফ্রিল্যান্সিং কোর্স করতে? হুম আসলেই এতো সময় লাগে। যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এখন সফল সবাই এতো দীর্ঘ সময় নিয়ে শিখেই এই পেশায় সফল হয়েছেন। (এজন্যই তো প্রথমেই বলেছিলাম, ফ্রিল্যান্সিং শিখার মূল হাতিয়ার হলো ধৈর্য। আপনি ধৈর্য নিয়ে একটি কাজে এক্সপার্ট হতে পারলে, অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে হবে, তা আমাদের কোর্স ইন্সট্রাক্টররা আপনাকে হাতে কলমে দেখিয়ে দিবেন।
তবে আপনাকে বিষয়গুলো ভালো করে বুঝতে হবে যে- দেশের সেরা সেরা আইটি ইন্সটিটিউট গুলোর কোর্স কারিকুলাম কেমন এবং এসব প্রতিষ্ঠান কত দিনে শিখায়।
আমরা কয়েকটা উদাহরণ দেই, আপনি Google এ সার্চ করে এইসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বা ফেইসবুক পেইজে SMS করে জেনে নিতে পারেন।
★ ঢাকার- Creative IT Institute. CodersTrust Bangladesh.
★ সিলেটের- Times IT, Freelancer Sahed Afridi, Freelancer Farjuk Ahmed.
এই কয়েকটা প্রতিষ্ঠানের খোঁজ নিলেই আপনি বুঝতে পারবেন, আসলেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হলে কতদিনের কোর্সে ভর্তি হতে হয়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো- আপনি এই কয়েকটা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সফলতার হার আর ব্রাহ্মণবাড়িয়ার অন্য সব প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সফলতার হার পর্যালোচনা করলেই বুঝতে পারবেন আসলেই আপনার কি করা উচিত।
(১) প্রথমত আমাদের কোর্স কারিকুলাম মিনিমাম ৯ মাসের (একটি কোর্স বাদে)। অর্থাৎ আমরা আপনাকে যথেষ্ট সময় নিয়ে শিখাবো, যেনো আপনি ইনকাম পর্যন্ত যেতে পারেন।
(২) আমাদের এই ৯ মাসের কোর্স শেষে আরো ৩ মাস থাকবে ইন্টেন্সিভ সাপোর্ট। অর্থাৎ মোটামুটি ১ বছর আপনাকে আমাদের এইখানে সময় দিতে হবে। (সাধারণ ভাবেই বুঝা যায় ১ টা বছর আপনি একটা কাজে লেগে থাকলে, আর যথাযথ গাইড লাইন পেলে, আপনি সফল হতে আর কি বাধা আছে?)।
(৩) আমাদের একটা ব্যাচে ২৫ থেকে ৩০ জন স্টুডেন্ট থাকে। এই স্টুডেন্টদের মধ্যে যাদের দক্ষতা, পরিশ্রম ও ধৈর্য যথাযথ থাকে। প্রতিটি কোর্স শেষে তাদেরকে নিয়ে আমাদের আইটি টিম গড়ে তোলা হয়।
এই আইটি টিমকে মূলত আমরা কাজ দিয়ে থাকি। এবং তারা এখানে বেতন ভিত্তিক বা মুনাফার অংশীদার ভিত্তিক চাকরি অর্থাৎ কাজ করে থাকেন। (অর্থাৎ ভালো করে দক্ষতার সহিত কোর্স সম্পন্ন করতে পারলে, আমাদের আইটি এজেন্সিতেই নিশ্চিত চাকরি)।
(৪) আমাদের স্টুডেন্টদেরকে শুধুমাত্র মার্কেটপ্লেস ভিত্তিক কাজ শিখায় না। কারণ মার্কেটপ্লেস আমাদের কাছে সেকেন্ড অপশন। অর্থাৎ স্টুডেন্টদের কাজ পাওয়ার স্থায়ী সমাধানের জন্য আমরা ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে জোর দিয়ে থাকি। এবং আমাদের কোর্স কারিকুলাম সেভাবেই সাজানো। যথাযথ ভাবে কোর্স করতে থাকলে, আশা করা যায় কোর্স চলাকালীন সময়েই অনেক স্টুডেন্ট ডিরেক্ট ক্লায়েন্ট পেয়ে থাকেন।
তাছাড়া আমরা সেকেন্ড অপশন হিসেবে মার্কেটপ্লেসে স্টুডেন্টদেরকে সফল হতে যথাযথ প্রশিক্ষণ দিয়ে থাকি। মার্কেটপ্লেস ভিত্তিক আমাদের আলাদা টিম রয়েছে, যারা মার্কেটপ্লেসে সফল হতে ইন্টেন্সিভ কেয়ার দিয়ে থাকেন।
(৫) আমাদের নিজস্ব আইটি এজেন্সি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ই প্রথম যে, ফ্রিল্যান্সিং কোর্স শিখানোর পাশাপাশি দেশে ও বিদেশে আমাদের নিজস্ব আইটি এজেন্সি রয়েছে। আমাদের স্টুডেন্টরা তাদের কোর্স শেষ করে নিজে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আমাদের নিজেদের এজেন্সিতেই চাকরির আবেদন করতে পারবে��। (আমাদের এজেন্সি অফিস- সিলেট, বাংলাদেশ। দুবাই, সংযুক্ত আরব আমিরাত)।
(৬) আমরা স্টুডেন্টদেরকে এমন ভাবে গাইডলাইন দিয়ে থাকি। যেনো স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি নিজেরা লোকালি নিজেদের বিভিন্ন বিজনেস সেটআপ করতে পারে।
এখন ভাবুন, আমরা স্টুডেন্টদেরকে যে কাজ গুলো শিখাবো এবং প্রোপার ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে যেসব দিক দিয়ে প্রশিক্ষণ দিবো, তা কি ৩ মাস বা ৪ মাসে সম্ভব?
অবশ্যই সম্ভব না। এজন্যই আমাদের কোর্স গুলো শিখাতে যথেষ্ট সময় নিয়ে থাকি। যা অন্তত ৯ মাস। কারণ আমরা জানি, স্টুডেন্টদেরকে প্রোপার ফ্রিল্যান্সার তথা এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে একটা দীর্ঘ সময়ের প্রশিক্ষণের প্রয়োজন। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রথম দেশের সেরা আইটি ট্রেনিং সেন্টার গুলোর মতো কার্যকরী আর্নিং কোর্স নিয়ে এসেছি।
তাই ৩ মাস বা ৪ মাসের কোর্সে ভর্তি না হয়ে, যথাযথ প্লান ও ধৈর্য নিয়ে আমাদের প্রোপার ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হলে অবশ্যই এখানে আপনি সফল হতে পারবেন।
★ প্রশ্ন জাগতে পারে- আমাদের শহরে তো অনেকেই ৪ মাসে কোর্স শিখায়। উনাদের ডিজাইনও তো দেখি। সুন্দর ই তো বানায়।
এখানে কথা হলো- আগেই উল্লেখ করেছি, অন্যরা কিভাবে ৪ মাসের মধ্যে শিখিয়ে নিতে পারে, সেটা তাদের বিবেচনা। তবে আমরা আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো- ৩ মাস বা ৪ মাসে যেকোনো কাজের টুলস সম্পর্কে ধারণা বা ব্যবহার শিখানো সম্ভব। অর্থাৎ আপনি এই অল্প সময়ে যেকোনো কাজের বেসিক কাজ ও টুলস সম্পর্কে ভালো ধারণা পেয়ে যেতে পারেন। এবং কপি ডিজাইন বা মোটামুটি লেভেলের ডিজাইনও করতে পারবেন। এটা আমরাও স্বীকার করি। কিন্তু কথা হলো- কোনো কাজের টুলস আর মোটামুটি ধারণা থাকলেই ফ্রিল্যান্সার হয়ে যায়? উত্তর হইলো- না একদম ই না। হওয়া যায় না।
(১) কাজ সম্পর্কে ভালোভাবে বুঝা।
(২) কাজের যাবতীয় টুলস সম্পর্কে এক্সপার্ট হওয়া।
(৩) ভালো ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারা।
(৪) নিজের পোর্টফোলিও উপযুক্ত ভাবে রেডি করা।
(৫) মার্কেটপ্লেস সম্পর্কে যাবতীয় রিসার্চ করা ও নিজের প্রোফাইল গুছানো।
(৬) ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার কৌশল রপ্ত করা।
(৭) কিভাবে নিজের সিভি ও কাভার লেটার সহ আবেদন করে চুক্তিভিত্তিক জব নেওয়া যায়, সেটা শিখা।
(৮) ডিরেক্ট ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেতে প্রোপার দক্ষতা অর্জন করা।
(৯) ভয়েস কলে ও ভিডিও কলে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলে কাজ নিতে হয় সেটা শিখা।
(১০) ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে শিখতে শুরু করা। (এখানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিখা না বলে কেনো শিখতে শুরু করা বলেছি? এর কারণ হলো- এটা বৃহৎ একটা বিষয়। এইটা আপনাকে কোর্স করিয়ে সম্পূর্ণ শিখিয়ে দেওয়া যাবে না। আমরা নিজেরাই বলি যে- ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কোনো নির্দির্ষ্ট কোর্স করে একদম সম্পূর্ণ ভাবে শিখা যায় না। আপনি যত সময় দিতে থাকবেন এবং এই বিষয়ে কাজ করতে থাকবেন, ততই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বিষয়ে আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন। আমরা আপনাকে এই বিষয়ে পথ দেখিয়ে দিবো যে কিভাবে আপনি দক্ষ হবেন। কারণ ৯ মাস কোর্স করা খুবই অল্প সময় এই সবগুলো বিষয় শিখার ক্ষেত্রে)।
আমাদের স্টুডেন্টরা যেনো বর্তমান প্রতিযোগিতা মূলক মার্কেটের সাথে খাপ খাইয়ে টিকতে পারে এবং নিশ্চিত উপার্জনের মাধ্যমে এই ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার বিল্ডআপের দিকে এগিয়ে যেতে পারে, আমরা সেভাবেই আমাদের কোর্স কারিকুলাম সাজিয়েছি। তাই যথেষ্ট সময় ও ধৈর্য নিয়ে আমাদের সাথে থেকে শিখতে পারলে, আপনি নিশ্চয় সফল হতে পারবেন।
★★ দ্বিতীয়ত- প্রথমেই হাজার হাজার ডলার ইনকাম হবে, এরকম চিন্তা মাথায় ই আনা যাবে না। কোর্স শেষ করার সাথে সাথে হাজার হাজার ডলার ইনকাম করবেন, এমন নিশ্চয়তা কেউ ই দিতে পারবে না।
তবে আমাদের সম্পূর্ণ কোর্স শেষে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন এটা নিশ্চিত করে বলা যায়। (মনে রাখতে হবে- এই সেক্টরটা হলো এমন যে- আপনি যত দিন যাবে, তত আপনার দক্ষতা বাড়বে এবং ইনকামও বাড়বে। একটা সময় হাজার হাজার ডলার ইনকাম হবে, তবে সেটা কোর্স শেষ হওয়ার সাথে সাথে নয়। বছর দুই এক লেগে থেকে দক্ষতা অর্জন করার পর ইনশাআল্লাহ)।
ধন্যবাদ।
#freelance#freelancing#itexperts#graphic design#digitalmarketing#social marketing#startup#bbit#bbit-brahmanbariait
2 notes
·
View notes
Text

Xceltek provides dentists with proven network security solutions to help them better protect their IT networks from hackers. We have a deep understanding of your industry and provide and implement the latest security and dental IT network solutions for dental practices.💻🦷 To know more about our service contact us. 📞 +1 888-585-8484 🌐 www.xceltek.com 📧 [email protected]
1 note
·
View note
Text
Get Social Media Marketing: Kickstart your journey with Voxtus Technologies and grow your business. Our Services:- Social Media Marketing SEO Services Meta Ads Campaing Responsive web Design Web Development
To know more about the Social Media Marketing services contact us at +91-8630235507, or mail us at [email protected] or visit www.voxtus.com
#digitalmarketing#marketing#seo#socialmediaMarketing#powerplatform#businesstransformation#productivity#analytics#automation#techtalent#itexperts#techteam#itprofessionals#hiringtech#techskills#techrecruitment#itconsulting#itservices#techinnovation#itleadership#techsolutions#DigitalTransformation
0 notes
Text
IT Companies Gurgaon for Freshers

Kicking Off Your Tech Career: A Fresher's Guide to IT Companies in Gurgaon
Gurgaon, often dubbed the "Millennium City," stands tall as a beacon for aspiring IT professionals in India. Its gleaming skyscrapers house a vibrant ecosystem of multinational corporations, innovative startups, and dynamic service providers, all hungry for fresh talent. If you're a recent graduate with a passion for technology, Gurgaon offers an unparalleled launchpad for your career.
But navigating this bustling landscape can feel overwhelming. Where do you start? What skills are in demand? And how do you make yourself stand out? This comprehensive guide will equip you with the knowledge and strategies to confidently step into Gurgaon's IT arena.
Why Gurgaon for Freshers?
Gurgaon's appeal for freshers isn't just hype; it's rooted in tangible advantages:
Abundance of Opportunities: The city boasts a high concentration of IT and IT-enabled services (ITES) companies. From global giants like Microsoft, Google, TCS, Infosys, Wipro, and HCLTech to burgeoning startups, the sheer volume of roles available means more chances for you to land your first job.
Diverse Tech Landscape: Whether your interest lies in software development, data science, cybersecurity, cloud computing, artificial intelligence, digital marketing, or IT support, Gurgaon has a sector for you. This diversity allows freshers to explore various domains and find their niche.
Learning and Growth Environment: Many IT companies in Gurgaon invest heavily in employee training and development. You'll find structured training programs, mentorship opportunities, and access to cutting-edge technologies that can accelerate your learning curve significantly.
Competitive Compensation: While fresher salaries can vary, Gurgaon generally offers competitive packages, especially for those with in-demand skills.
Networking Hub: Being at the heart of India's tech scene, Gurgaon provides ample opportunities to network with industry leaders, participate in tech meetups, and connect with like-minded professionals, which can be invaluable for long-term career growth.
Understanding the Demand: In-Demand Skills for Freshers
The IT landscape is ever-evolving, and staying abreast of the latest trends is crucial. For freshers, focusing on these in-demand skills will significantly boost your employability:
Programming Languages: Proficiency in at least one or two widely used programming languages is non-negotiable. Python, Java, JavaScript (with frameworks like React or Angular), C++, and C# are consistently sought after.
Data Structures and Algorithms (DSA): A strong grasp of DSA is fundamental for problem-solving and is often a key screening criterion in technical interviews, even for freshers.
Cloud Computing: Cloud platforms like AWS, Azure, and Google Cloud Platform are integral to modern IT infrastructure. Basic understanding and perhaps a certification in one of these can be a significant advantage.
Databases: Knowledge of SQL (for relational databases) and NoSQL databases (like MongoDB) is essential for roles involving data management.
Web Development Fundamentals: Even if you're not aiming for a purely web development role, understanding HTML, CSS, and basic JavaScript is beneficial.
Operating Systems: Familiarity with Linux and Windows environments.
Networking Basics: Understanding core networking concepts.
Soft Skills: Don't underestimate the power of soft skills. Communication, problem-solving, teamwork, adaptability, and a strong eagerness to learn are highly valued by employers.
Navigating the Job Search: A Step-by-Step Guide
Build a Strong Foundation:
Academics Matter: While not the only factor, good academic performance demonstrates your dedication and ability to grasp complex concepts.
Practical Experience is King: Internships, personal projects, and participation in hackathons or coding competitions are invaluable. They show initiative, practical application of skills, and a genuine interest in the field. Even a small, well-documented project can speak volumes.
Online Courses and Certifications: Bridge skill gaps and demonstrate your commitment to continuous learning. Platforms like Coursera, Udemy, edX, and NPTEL offer excellent IT courses.
Craft an Impressive Resume and Cover Letter:
Tailor it: Don't send a generic resume. Customize it for each job application, highlighting skills and experiences relevant to the specific role and company.
Quantify Achievements: Instead of just listing responsibilities, quantify your achievements where possible (e.g., "Improved system efficiency by 15%," "Contributed to a project that served 10,000 users").
Keywords: Use keywords from the job description to ensure your resume gets past initial automated screenings.
Proofread Meticulously: A resume with typos or grammatical errors sends a negative impression.
Optimize Your Online Presence:
LinkedIn Profile: Create a professional LinkedIn profile. Connect with recruiters and professionals in your target companies. Share relevant articles and engage in industry discussions.
GitHub/Portfolio: If you're a developer, a well-maintained GitHub profile showcasing your code and projects is a must-have. For designers or other creative roles, an online portfolio is crucial.
Target the Right Companies:
MNCs: Companies like TCS, Infosys, Wipro, HCLTech, Cognizant, and Accenture frequently have large fresher intake programs. They often provide structured training and diverse growth paths.
Product-Based Companies: Microsoft and Google have a significant presence in Gurgaon and offer exciting opportunities, though competition is usually higher.
Startups: Gurgaon's startup ecosystem is booming. While they might offer less structured training, they often provide faster growth, more responsibility, and exposure to a wider range of technologies. Look for startups in sectors like fintech, edtech, SaaS, and healthtech.
Mid-Sized IT Firms: Don't overlook mid-sized companies. They can offer a good balance of growth opportunities and a more hands-on experience.
Prepare for Interviews:
Technical Rounds: Brush up on your core technical concepts, programming languages, and DSA. Practice coding challenges on platforms like LeetCode or HackerRank.
Aptitude and Logical Reasoning: Many companies use these tests as an initial screening.
Behavioral Questions: Prepare answers to common behavioral questions that assess your problem-solving skills, teamwork, communication, and attitude.
Research the Company: Know about the company's work, values, and recent projects. This shows your genuine interest.
A Glimpse at the Landscape (and a company you might encounter):
While the major players are well-known, many smaller to mid-sized IT companies contribute significantly to Gurgaon's tech scene. These can often be excellent places for freshers to gain valuable initial experience. For example, you might come across companies like Rajmith. They are a digital web agency that focuses on web and app development, design, and branding services. Such companies, with their focus on specific tech solutions, can offer a more focused learning environment and direct exposure to client projects, which can be a different but equally valuable experience compared to larger organizations.
Key Takeaways for Freshers:
Be proactive: Don't wait for opportunities to come to you. Actively search, network, and apply.
Continuous Learning: The IT industry is constantly evolving. Embrace a mindset of lifelong learning.
Persistence is Key: The job search can be challenging. Don't get discouraged by rejections. Learn from each experience and keep pushing forward.
Network, Network, Network: Connect with people, attend industry events (even virtual ones), and leverage platforms like LinkedIn.
Showcase Your Passion: Let your enthusiasm for technology shine through in your applications and interviews.
Gurgaon's IT sector is a dynamic and rewarding place to kickstart your career. With the right preparation, a focused approach, and a commitment to continuous growth, you can carve out a successful and fulfilling journey in the world of technology. Good luck on your exciting adventure!
#Rajmith#techsolutions#gurgaontech#appdevelopmentgurgaon#mobileappexperts#appdevelopmentcompany#mobileappdevelopment#digitalinnovation#itexperts#softwarecompany#innovationintech#RajmithSolutions
0 notes
Text
💻🛠️ xervicompu.com is available!
A futuristic, brand-ready domain perfect for computer services, IT solutions, or tech retail. Crisp, compact, and crafted for digital credibility.
🔗 Grab it now: www.godaddy.com/en-uk/domainsearch/find?domainToCheck=xervicompu.com
0 notes
Text
Supercharge Your Projects with On-Demand Developers from Stamens Software!

Looking to build smarter, scale faster, and cut development costs by up to 50%?
Stamens Software offers on-demand development services crafted for businesses at every stage—from agile startups to global enterprises.
Whether you're developing complex enterprise systems or modernizing legacy platforms, our .NET specialists deliver secure, scalable, and high-performance solutions across web, desktop, and cloud.
🛠️ Why Partner with Stamens?
✅ Expertise in .NET-based enterprise solutions ✅ Transparent & flexible engagement model ✅ Free QA testing & project management ✅ Real-time collaboration & full code ownership ✅ Rapid deployment of skilled developers ✅ Microsoft-certified professionals ✅ Proven results across industries & geographies
🎯 From intelligent AI-powered platforms to custom ERP systems and cloud-native solutions, we bring your vision to life—efficiently and affordably.
Let’s build your next digital success story together. Contact us now for a free consultation!
🌐 www.stamenssoftware.com 📧 [email protected] 📍 B-33, 2nd Floor, Sector 6, Noida, UP, India - 201301 📞 +91 120 3500 847 🕘 Mon–Fri | 10 AM – 7 PM | 24x7 Online Support
#DotNetDevelopment#OnDemandDevelopers#EnterpriseSoftware#HireDotNetDevelopers#TechOutsourcing#SoftwareDevelopment#CloudSolutions#AIoD#CustomSoftware#StamensSoftware#DigitalTransformation#MicrosoftCertified#ITExperts#BuildWithExperts#SmartDevelopment
0 notes
Text
I.T. Professionals and Students! This is the perfect Notebook for YOU.
I ❤️ Love I.T. NOTEBOOK!
It's on Amazon
#ITProfessional#TechLife#ITCareer#TechIndustry#ITExperts#ITStudent#FutureITPro#TechStudent#ITMajor#StudyIT
0 notes
Text




🌐💡 Thrilled to have hosted an insightful and practical seminar on Cloud Computing with Prashant Kadhao, Director of PSK Technologies Pvt. Ltd. at Dr. Ambedkar Institute Of Management Studies And Research!
With over 100+ enthusiastic students from the BCCA Department, the session was packed with valuable knowledge, interactive discussions, and practical takeaways. 🚀
Grateful for the opportunity to inspire and empower future tech leaders! 💻✨
#CloudComputing#IndustryExpertTalk#PSKTechnologies#BCCA#DrAmbedkarInstitute#TechSeminar#FutureLeaders#KnowledgeSharing#InteractiveLearning#ITExperts#DigitalTransformation
0 notes
Text
A Comprehensive List of Reasons to Work with IT Experts
Read our latest blog to learn why businesses benefit from partnering with IT experts. We have explained ten key reasons, including cost savings, better security, and improved operations. We help businesses stay updated, reduce risks, and increase productivity. We highlight how expert support leads to better decision-making and long-term success. Understanding these benefits can help businesses achieve stable growth and efficient processes. Read the full blog to see why IT partnerships are valuable for businesses of all sizes.
0 notes
Text
Which OS needs more maintenance—Windows, Linux, or macOS? 🤔 This blog explores the key factors that affect OS maintenance, from updates and security patches to system stability. Learn how proper OS management enhances performance and reduces downtime. Whether you're an IT professional or a business owner, discover the best strategies to keep your OS running smoothly. Read now to make an informed decision! ⚙️💻
#OSManagement#WindowsVsLinux#TechSupport#ITServices#SimpleLogicIT#MakingITSimple#BusinessTech#ManagedIT#CloudComputing#SystemUpdates#ITExperts
0 notes
Text
Your business needs the best people, and you want to make sure the candidates you hire are the right fit for your organization.
#infinitycrewstaffing#infiniitycrew#infinitycrew#IT#ITJobs#ITSpecialist#ITExperts#ITstaffing#developers#ITServices#InformationTechnology#ITRecruiters#ITprofessionals#Engineering#manufacturing#Automative#Accounting#Recruiters#Recruiting#hiring#staffing#Recruitment#Employment#Canada#USA
1 note
·
View note
Text

We have IT solutions for all your needs. We have a dedicated team who will guide you and ensure everything is done on time and within budget. For any extra support, our clients also have access to a fully staffed and experienced IT team. 👨🏻💻 To know more about the services we provide, contact us. 📞 +1 888-585-8484 🌐 www.xceltek.com 📧 [email protected]
1 note
·
View note
Text
Identify search engines and keywords that drive traffic to your site. For PowerApps-related services, contact us at +91-8630235507 or visit our website at www.voxtus.com
#Powerapp#Powerappdevelopment#websitedevelopment#automation#digitalmarketing#marketing#seo#socialmediaMarketing#powerplatform#businesstransformation#productivity#analytics#techtalent#itexperts#techteam#itprofessionals#hiringtech#techskills#techrecruitment#itconsulting#itservices#techinnovation#itleadership#techsolutions
0 notes
Text
What to Expect When Working with an App Development Company

For most companies today, developing a mobile application is not just a fad—it's a tactic. Whether it's a new startup wanting to bring a new concept to the world or an existing business wanting to tap into mobile users, going with an app development company is usually the way forward. For those with little background on the subject, however, making a deal with one can be like entering unfamiliar grounds.
Knowing what to expect from such a partnership can go a long way in how well the process flows and how happy you end up being with the result. Here's a closer examination of what you can expect when working together with an app development team.
1. Initial Discovery and Requirement Gathering
The initial stage of collaboration with an app development company usually begins with a discovery session. This is where each party learns about the other—what your company does, what you want to accomplish through the app, and what issues you are attempting to address.
Be prepared to ask a lot of questions. This is not merely about what features you desire. It's also about knowing your audience, your business model, and your future vision. Rajmith, for example, starts its procedure by attempting to completely understand the business requirements and technical limitations prior to leaping into any development.
2. Budget, Timelines, and Scope
After the first discussion is complete, the second important discussion revolves around budget and timeline. The majority of app development projects don't have a sticker price. Rather, they are estimated on the basis of complexity, platform (iOS, Android, or both), third-party integrations, UI/UX design, and other factors.
Be ready to talk about budget early on. A good app development company will provide an initial estimate or proposal with the scope of work, phases of development, projected costs, and approximate delivery dates. Some projects might take 3 months; others can run over 9 or more. Being clear on deliverables avoids later misunderstandings.
3. Wireframes and Prototyping
Before a single line of code is written, you’ll likely go through wireframes or prototypes. These are essentially blueprints of the app—showing the layout, navigation, and structure. At this point, you’re not seeing visual design or real data, but rather the skeletal framework.
This is a very important stage where your feedback is extremely beneficial. If it doesn't feel natural or if you believe a user could become confused in the flow, now is the moment to mention it. Most teams will go back on wireframes based on comments before entering complete design.
4. Design and User Experience
Once wireframes are complete, it is the turn of the UI/UX designers. This is when your app's look and feel are brought together. From colors to fonts, icons, and animations, the design team ensures the interface matches your brand identity and what users expect.
It is worth noting that this stage is not only about aesthetics—it's also about usability. An uncluttered, simple-to-use layout can dramatically affect how people use your app. Rajmith, like many design-oriented teams, tends to employ tools such as Figma or Adobe XD to build high-fidelity mockups prior to development.
5. Development Process
When designs are accepted, the coding process starts. Development can usually be divided into back-end (server logic, database interactions, APIs) and front-end (user interface, screen transitions, animations). Certain groups use agile sprints, which entail releasing small segments of the app at a time to review and comment on.
At this point, communication is essential. A good app development company will regularly update you by email, meetings, or project management platforms like Jira or Trello. You'll probably witness builds (test copies of the app) that you can test on your own device in order to observe progress in action.
If your application is developing for Android, you might wish to delve deeper into what an Android app development company generally has to offer. This might be beneficial if you want a platform-specific experience or are going to release on Android first.
6. Testing and Quality Assurance
No app should be launched without adequate testing. This phase includes functional testing (does everything work?), usability testing (is it simple to use?), performance testing (does it load quickly?), and security testing (is user data secure?).
Bugs and glitches are common during testing, especially as new features are added. The goal is to find and fix them before your app reaches users. This process can be time-consuming but is essential to deliver a reliable product.
7. Deployment and Launch
Once various stages of testing and the final approval are completed, the app is ready to be launched. Deployment comprises releasing the app on stores such as the Google Play Store and Apple's App Store. Every store has its own review process, and at times, submissions are rejected due to policy breaches or incompleteness of information.
A seasoned team—such as Rajmith's—traditionally does this work for you, including designing app store listings, selecting meaningful keywords, and optimizing screenshots and descriptions.
8. Post-Launch Support and Updates
The journey does not stop once the app goes live. There will be user feedback, occasional bugs that make it through testing, or even requests for new features. Most companies have a maintenance plan or ongoing support agreement with their development partner.
This covers tracking app performance, debugging, keeping the app up to date with respect to OS updates, and adding new features from time to time. Having such a long-term relationship with your development partner keeps the app stable and in tune over a period of time.
Final Thoughts
Collaboration with an app development company is a mutual process that needs clear communication, honest expectations, and constant engagement from both ends. It's not merely about turning over an idea and receiving an app in return. It's more about creating a digital product that benefits actual users and fulfills your business objectives.
Whether you're collaborating with an in-house team or outsourcing to a firm like Rajmith, being aware of what to expect can allow you to prepare for every phase of the process. From conception to launch—and continuing after—your app's success relies as much on planning and collaboration as it does on code.
If you’re starting out with an Android-based project, choosing the right Android app development company can also be a smart move to ensure your app performs well on one of the most popular platforms in the world.
#techsolutions#gurgaontech#appdevelopmentgurgaon#mobileappexperts#appdevelopmentcompany#digitalinnovation#mobileappdevelopment#itexperts#softwarecompany#innovationintech
0 notes
Text

📣 Calling all small business owners! Are you tired of struggling with outdated technology and inefficient processes? Look no further, our IT solutions are here to help. 💻💡With our expertise, we can streamline your operations and boost your productivity. Let us take care of the technical side, so you can focus on growing your business. Trust us, your success is our top priority. 💼
0 notes
Text

Enhance Your Application’s Functionality with Expert API Services!
At Connect InfoSoft, we specialize in delivering Superb API solutions:
RESTful API Development/Integration
SOAP API Expertise
Custom API Development
Our team is dedicated to creating seamless, secure, and efficient integrations tailored to your business needs. Let’s make your software work smarter, not harder.
Get your FREE consultation today!
#connectinfosofttechnologies#connectinfosoft#api#apiintegration#apidevelopment#restfulapi#soapapi#customapi#expertapi#apiexperts#techsolutions#softwaredevelopment#webdevelopment#techservices#itconsulting#softwaresolutions#apisolutions#techsupport#techconsultants#itexperts#digitalsolutions#apidesign#apimanagement#softwareintegration#appdevelopment#customsolutions#apiproviders#usa#india#canada
1 note
·
View note