Tumgik
#Allah'sAttributes
khutbahs · 2 years
Link
আমরা আল্লাহ্‌র রং গ্রহণ করেছি আমরা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি
আল্লাহ একমাত্র 'সত্য মাবুদ'। আল্লাহ্‌ ছাড়া কোনো 'সত্য ইলাহ' বা উপাস্য নেই। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তাঁর কর্মে, প্রভুত্বে-কর্তৃত্বে ও উপাস্যের যোগ্যতা-অধিকারে এক, অদ্বিতীয়, অংশীদারমুক্ত। আল্লাহ্‌র সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে আল্লাহ্ এক, একক, একমাত্র,  চুড়ান্ত, পরিপূর্ণ ও অনন্য। তাঁর কোনো সমতুল্য বা সমকক্ষ নেই। আল্লাহকে জানতে হবে তাঁর সুন্দরতম নাম ও পরিপূর্ণ গুণাবলী দ্বারা। আল্লাহ্‌ তায়ালা আসমানে আরশের ঊরধে (সকল সৃষ্টি্র উরধে) সমুন্নত আছেন। প্রকৃত রং তো হলো আল্লাহর দ্বীন ও মিল্লাতের রং; আমরা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি। এ দ্বীন যে গ্রহণ করে সে সর্ব প্রকার মলিনতা থেকে পবিত্র হয়ে যায়। ২. দ্বীনকে রং বলে এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, রং যেরূপ চোখে অনুভব করা যায়; অনুরূপ মুমিনের ঈমানেরও আলামত রয়েছে, যা তার অঙ্গ প্রত্যঙ্গ এবং সকল কাজ-কর্মে ফুটে উঠা উচিত। স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও। সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম। [02:131। আমরা আল্লাহর রং গ্রহণ করেছি। আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে? আমরা তাঁরই এবাদত করি।[02:138]। নিশ্চয় আল্লাহর নিরান্নব্বইটা নাম রয়েছে,যে ব্যক্তি তা ঈমান ও আমলের সাথে ডাকবে সে জান্নাতে প্রবেশ করবে।(সহীহ বুখারী-২৭৩৬)
https://www.youtube.com/watch?v=7C6l1NBhDAg
https://www.youtube.com/watch?v=ZmgttxgmCWY
https://www.youtube.com/watch?v=OvWDrK-aYCc
https://www.youtube.com/watch?v=AdWzJ7sli_k
0 notes