Text
অবনী তুই কেমনে সবকিসু স্বাভাবিক করতে চাইসস আমাকে এইভাবে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে? আচ্ছা তুই কোনটাকে ভ্যালু বলস কোনটাকে প্রায়োরিটি বলস আসলে কি তুই ভ্যালু আর প্রায়োরিটি মিনিং বুঝস? যদি সত্যিকার অর্থেই বুঝতি তাইলে এটলিস্ট এইটটা বলতি না যে আমি তোরে ভ্যালু দেইনা,প্রায়োরিটি দেইনা, তোরে আর কিভাবে ভ্যালু দিব বলবি? সারাদিন সারাক্ষন প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড তোরে নিয়ে ভাবি, এইটাকে কি ভ্যালু দেয়া বলেনা? দৈনিক আমার মা বোনরে তো একবার ও বলিনা খাইতে, এইটা করতে সেইটা করতে, মা বোনের কথা ও তো চিন্তায় আসে না সারাক্ষন তুই ঘুরস, এইটারে ভ্যালু বলেনা? তোর মেইন অভিযোগ আমার মনে তোর জন্য আলাদা জায়গা হয়নাই এখনো, এইটা কেমনে বলস তুই? তোর জায়গা যে কত উপরে সেইটা আমি জানি তোরে হাজার বুঝাইলে ও তুই বুঝস নাই বুঝবিনা, আমি আল্লাহর কসম করে বলসসিলাম আমার মা বোনের জায়গাটা যেখানে তোর জায়গাটা ঠিক সেইখানেই তোর ভ্যালুটা আমার লাইফে ঠিক আমার মা বাবা বোনের মত, তারা যেমন আপন, তুই ও আমারলাওফে তেমনি আপন, এই কথাটা আমি কুরান ছুয়ে বলতে পারব, কুরান ছুয়ে কেউ মিথ্যা বলেনা বলতে পারেনা অবনী, আমি মৃত্যুর ভয় করি, জাহান্নামের ভয় করি, আমি কুরান ছুয়ে মিথ্যা বলবনা, তোর জায়গাটা ঠিক আমার মা বোনের জায়গায়, এইবার তুই নিজেই ভাব একটু ঠান্ডা মাথায় তোর ভ্যালু টা কোঞ্জায়গায়, আর কোন ভ্যালু চাস তুই অবনী? প্রায়োরিটি কথা বললি, তোরে কি পরিমান প্রায়োরিটি আমি দেই আমি নিজেই জানি, তোরে প্রায় একটা কথা আমি বলি যে দয়া করে প্লিজ তুই আমার মনের ভিতর একটু ঢুকে দেখ তাইলে বুঝতে পারবি তোর জায়গাটা আসলে আমার লাউফে কত উচুতে দিয়ে রাখসি, আমি প্রায় বলি যে তুই যদি আমার মনের ভিতর ঢুকতেপারতি সারাজীবন আমাকে মাথায় তুলে রাখতি, অবনী আর কি প্রায়োরিটি চাস?
সকালে ঘুম থেকে উঠে তোর সাথে কথা সারাক্ষন ম্যসেজেইং অফিসে কাজ ফাকি দিয়ে বাদ দিয়ে তোর সাথে কথাবলি সারাক্ষন তোরে নিয়া ভাবি দোকানে থাকলে ও তোর সাথে কথা বলি, তোর জন্য তোরে সময় দেই সারাক্ষন, তোরে এত ভালবাসি, আমার বন্ধুবান্ধব আত্বীয়দের থেকে ও তোরে বড়করে দেখি, বন্ধুবান্ধব রেই সময় দেইনা, বন্ধুবান্ধব ই ছাইড়া দিসি বলা চলে, আর কি প্রায়োরিটি চাস তুই?
.তোর অভিযোগ টা হইলো মেইনলী কেয়ারিং আর শেয়ারিং এর
.
এই অভিযোগ টা কখন থেকে শুরু হইসে বলতে পারবি? যখন থেকে তুই আমাকে গাছাড়া ভাবতে ছিলি আমি যাই কিছু করি তোর কাছে গাছাড়া লাগতো আমি তিখনো আল্লাহর কসম করে বলসিলাম যে আমি আগের সুমনই আছি তাও তুই সেটা বিশ্বাস করতে চাস্নাই,
. আচ্ছা কোনটাকে কেয়ারিং বলস তুই? আমি প্রতিদিন সকালে জিগ্যেস করি খাইসস কিনা, খাবি কখন আগে খাইয়া নে, ক্লাসে গেসস কিনা, দুপুরে খাবি কখন খাইসস কিনা গোসল কখন করবি, মাথা ব্যাথা করলে ঐশুধ খাইতে বলি, এইটা করতে নলবলি ওইটা করতে বলি, তোর শরীর খারাপ লাগ্লে আমারো লাগে আমি একদিন এইটা বলসি যে তোর যদি জ্বর হয় আমারো সাথে সাথে জ্বর ফিল হয় এইটা একদম অনেষ্টলি বললাম, সেইটারে কি তুই কেয়ারিং মনে করস না? তুই বাসায় ল্যাট করে যাস অনেক সময় ক্যাম্পাস থেকে ওইযযে একদিন ক্যাট হয়ে গেল আমি চিল্লাইলাম কেন চিল্লাইলাম এইগুলারে কেয়ারিং মনে করস না? তোর লাইগা আমি নিজের লাইফস্টাইল চ্যাঞ্জ করলাম সিগারেট খাওয়া ছাইড়া দিলাম এইগুলারে কেয়ারিং বলেনা? শোন তোর মাথায় একটা জিনিস ঢুকসে এইগুলা আমি করি তুই যাতে অভিযোগ করতে না পারস জাস্ট আমার দায়িত্ব পালন করি, শোন এইখানেই তুই আমাকে সবচেয়ে বেশি ভুল বুঝসস কারন কথাটা আমি এইভাবে বলসি যে আমি তোরে এতটা ভালবাসি এতটা কেয়ার করি তোরে অভিযোগ করার ঝিগড়া করার স্কোপ ও দেইনা, তুই এইটারে পজিটিভলি না ভাইবা নেগেটিভ ভাবসস এইটা তুই ��ুল বুঝসস, তোর ভুল বুঝার শাস্তি আমি পাব কেন অবনী?
,আর শেয়ারিং এর ব্যাপার টা বলি, কোনটারে তুই শেয়ারিং বলস অবনী আমার লাইফটা আমার সম্পুর্ন অস্থিত্ব টাই তোরে তোরে শেয়ার করে দিলাম
,দৈনিক সকাল থেকে রাত কখন কি করি কি নিয়া বিজি থাকি কার সাথে থাকি প্রতিটা সময়ের কথা তোরে জানাই, বন্ধুবান্ধব ছোট ভাইগো সাথে এলাকার যখন যার সাথে অফিসে যখন যা করি দোকানে, রাতে চা খাওয়া, আমার প্রতিদিনের হাসি কান্না দু:খ অসুখ বিসুখ, যাবতীয় সবকিসু আমার মা বোন ফ্যামিলির সবকিসু তোরে বলি দৈনিক, কখন কি ঘটলো কার সাথে কি হইলো সবকিসুই তো শেয়ার করি তারপরে ও কেমনে বলস আমি কিছুই শেয়ার করিনা? অবনী ঠান্ডা মাথায় ভাবনা,
.
অবনী রিলেশনের শুরু থেকেই আমি বুঝি যে তোর এক্সপেকটেশন অনেক, আর দিনদিন সেটা অনেক বাড়সে আমাকে যত বেশি ভালবাসসস তত বেশি আমার প্রতি এক্সপেকটেশন আরো বাড়সে অবনী স্যাম কিন্তু আমার ও বাড়সে, আর আমি কিন্তু তোর এক্সপেকটেশন অপুর্ন রাখিনাই এইটা বলতে পারব, তোরে আমার সবটুকুই দিয়েয়ে দিসি অবনী, অবনী তোরে কতটা ভালবাসসি এইটা আমার থেকে তুই বেশি জানস বেশি বুঝবি নাইলে তুই আমাকে দিনের পর দিন বলতিনা সুমন তোকেই আমার লাগবে, সুমু তুই এমন কেন, এখন তুই বলবি এইটা আগে ছিল কিন্তু কিসুদিন ধরে নাই কিসুদিন ধরে আমি নাই, অবনী এইটাই তোর অনেক বড় ভুল ধারনা, তোরে আমি একদিন একটা কথা বলসিলাম, তুই না থাকা মানে তোর লাইফে আমি নাই এর মানে আমি নিজের বিপদ নিজে ডেকে আনা, তুই ছাড়া কই যাব আগুনে ঝাপ দিব জেনেশুনে? অবনী আমি আমার জায়গায় ঠিক আগের মতই আছে যেমন টা সেই ঝড়ের দিন ছিলাম যেমনিটা সেই প্রথম দেখায় ছিলাম আমি তোরে একটা কথা বলস��� অবনী যত দিন যায় তোর।প্রতি আমার ভালবাসা বাড়ে এইটা কমবেনা ভালবাসা বাড়বেই, অবনী তওরে আমি কসম কেট্র ওয়াদা করসি আমি চ্যাঞ্জ হবনা তাও তুই নিজে নিজেই ভাবস আমি চ্যাঞ্জ হইসি আমি নাই, তুই নিজে নিজে এইগুলা ভেবে আমাকে শাস্তি দিতেসস কেন?
.
ওকে এইবার আসি আমি যে বললাম মিথ্যা অভিনয় হেনতেন, আচ্ছা তোর কি মনে হয় এইসব কেন বলি আমি? আমার কি মনে চায়না আমার কি তোর প্রতি কোন অধিকার নাই আমার কি ইচ্ছা হয়না তুই সব ভুলবুঝা বাদ দিয়ে ভুল গুলো ভুলে গিয়ে আমাকে ফোন দিয়ে বলবি সুমন তোরে চিমটামু তোরে লাইত্থামু গুশামু আমার কি এইটাইচ্ছা হয়না? আর ওইগুলা বলসি এই কারনে কারন আমি তোর প্রতি এতটা ডিপেন্ডেবল হইসি এতোটা এডিক্টেড হইসি এইটার পিছনে তোর অবদান আছে তোর ওই ভালবাসার জন্যই আমি এত ডিপেন্ডেবল আর আমরা ওয়াদা করসি যে একজন আরেকজনলে ছেড়ে যাবনা, আর এইরকম সিচুয়েশন করে তো কখনোই না তাও তুই আমাকে ভুল বুঝে চলে যাইতেসস সেইজন্য এইগুলা বলি, কিরে ও এতদিন বলতো আমাকে ছাড়া থাকতে পারবেনা, তাইলে এখন কেমনে থাকে আমার সাথে নাকি কথা না বলে থাকতে পারবেনা আমাকে নআকিআকি ওর লাগবেই তাইলে ও এখন কোথায়? এতদ্দিন এইসব বলিতো এইসব ভালবাসার জন্যই তো ওর প্রতি আমার ভালবাসা আরো বাড়সে, এইজন্যই এইসব বলি যাতে তুই ফিরে আসস, অবনী আগে এই টাইপ কথা বলতাম তুই আমাকে বুঝতে পারতি কেন এইসব বলি আর এখন এউটা বুঝস না,
.
অবনী তোরে আমি বলসিলাম মনে আছে তুই আমার লাইফ থেকে যাইত্ব পারবিনা আমি তোকে বারবার ফিরাবো আমার সব ভালবাসা দিয়ে আর তুই তখন আমার ভালবাসা টা ফিরাইয়া দিতে পারবিনা আমার কাছে এসে পরবি, এইসব কথা তখন তোর অনেক লাগতো আর এখন বাস্তবে এসে যখন তোরে বারবার আমি ফিরাইতে চাইতাসি তখন কি প্রতিদান টা দিতেসস?
. আমার কান্নার কোন দাম দিতেসস? ওইদিন বললাম আমার অনেক জ্বর, কাশি সর্দি, তুই গআয়েআয়ে লাগাইলি না, আমি বললাম তোরে ছাড়া থাকতে পারবনা, কান্তাসিলাম তুই বললি তো আমি কি করব?
আমি বললাম অবনী আমার দম বন্ধ হইয়া যিয়াতাসে মারা যাব তুই বললি তো আমি কি করব? অথচ আগে যখন এইটা বলতাম তখন তুই বুঝতি দম বন্ধ হিয়ে যায় কেমনে কারন তোর ও এমন হইতো, তাইলে এই কয়দিনে কি হয়নাই? তুই আমার কান্নাটাকে এখন ভনিতা ভন্ডামি,মনে করতাসস আমার কসম গুলা ও তোর কাছে মিথ্যা মনে হইতাসে আচ্ছা তড় বিবেক কি বলে আমি এইসিব কাদতাসি কেন? ইচ্ছা করেই? ভিতর থেকে না আসলে কাদা যায় এইভাবে? আর এইগুলা তোর কাছে এখন সস্তা মনে হইল? তুই এইদকয়দিন আমার দিকে তাকাস নাই তাকাইলে অবশ্যই আমার ফলিংস আমার কান্নারে নাটিক ভন্ডামি মনে করতিনা, অবনী আমি ভাল নাই আমি স্বাভাবিক নাই, প্রতিটা মুহুর্ত আমি তোরে অনেক মিস করি, সারাক্ষন কাদি, অবনী তুই আমার হাসিটা কাইরা নিসস আমি হাস্তে পারিনা, অবনী আমি সারাক্ষন কাদি সারাক্ষন তোর কথা তোর ছবি মাথায়ভাসে ঘুমাতে পারিনা খাউতে পারিনা, আমি অনেক অসুস্থ, ঔশুধ ও খাইনা কিছুই ভাল্লাগেনা, জানস আমি নামাজ পরতাসি এই কয়দিনে আল্লাহর কাছে অনেক কানসি তোর জন্য, কিছুই চাইনাই তোরে চাইসি, প্রতিটা ক্ষনে ক্ষনে কান্তাসি আমার এই কআনআন্নাগুলা মিথ্যা না অবনী আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কুরান ছুয়ে বলব আমি তোরে আমার নিজের চাইতে ভালবাসি বেশি যতটা ভালবাসি আমি আমার মাকে আমার জন্মদাত্রী মাকে, আর কিভাবে বললে আর কি করলে আমার ভালবাসাটা বুঝবি তুই? অবনী আমি কানতাসি কেমনে আমাক্ব দেখস না তুই আমাকে দেখস না? আমার যেমন লাগতাসে তোর কি এমন লাগেনা? তোর কইই এমন ফিল হয়না আমরা না জমজ আমি না তোর বাচ্চা, আমি একদিন বলসি আমার পুরাটা তোর, সবকিসু তোরে দিয়ে দিসি এখন তুই তোর বাচ্চারে যত্ন করে আগলে রাখবি তোর বুকের মধ্যে নাকি গলা টিপে হত্যা করবি? অবনী বিশ্বাস কর আমি একটু ও ভালনাই এই কষ্টটা প্রিথিবীর সবচেয়ে মারাত্মক কষ্ট আমার আর সহ্য হয়না, অবনী আমি তোকে সারাজীবনের জন্য ভালবাসি আমার সব অক্সিজেন শেষ আমার অক্সিজেন দরকার আল্লাহহএ কসম আমার অক্সিজেন দরকার আর আমার অক্সিজেন হইলো তুই আমার অবনী তুই আমার শুধু আমার
3 notes
·
View notes
Text
এটা আমার লেখা 😱 😍
I believe যে সব খারাপের শেষ আছে। এই শেষের জন্য stepটা নিতে হয়। কি হবে বা আদৌ কিছু হবে কিনা জানিনা এখনই, মানুষের কাজ চেষ্টা করা,করে যাওয়া, আমি সেই সিস্টেমের বাইরের কেউনা,সো।।।। অন্তত ওই ব্যাপারটার মত নিজেকে এটা বলতে পারব যে, চেষ্টা করেছিলাম। #psychological #relational এই পেইন স্ট্রেস নেয়া যাচ্ছেনা, নেয়া উচিত না। পরমুহুরতে মনে হবে,নাহ আম ওকে, আই ক্যান হ্যান্ডেল দিস, মুড সুইং।।। কিন্তু না। এটা সব শেষ করে দিচ্ছে। পার্মানেন্ট সলিউশন বলে কিছু হয়না, যেটা হবে বা হয় তা হল, নিজেকে বলা আমি চেষ্টা করেছিলাম, এই চেষ্টা নামক প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার সময় অনেক কিছুই ঘটবে যেগুলো সমস্যাকে আস্তে আস্তে কিছুটা হলেও মিনিমাইজ করবে, পার্মানেন্ট বলে কিছু হয়না দুনিয়ায়, আজকে একটার সমাধান তো কাল আরেকটা নতুন আসে।পুরাটাই সিস্টেম আল্লাহর দেয়া। মানুষ এই সিস্টেমে বন্দি, নির্ভরশীল এবং এটার উপরই মানুষ এর ভালো থাকা ডিপেন্ডেন্ট।
1 note
·
View note
Text
I'll love my ME
today right now I am feeling partly lost. it is like, I am searching and finding some little piece of 'me' here and there and far away. I have caught only a little bit of them. hoping to find every piece of her and bring her back with full heart and conscious mind. you will be amazed to hear, that day I was drawning into some overwhelming thoughts. then I decided to pick her up from that dark black hole where she was feeling that her legs were trapped into the sticky mud and she was drawning. and these days I am feeling like I wish if I can fly away from all this worldly things. but I have to stay, until death. the only way out is to live with me, and live for me. expectations are killing me and I have to stop this. I will try my best to make me peaceful, calm, and towards Allah. when there is nobody for u, there is Allah, your creator, always, everywhere. Allah sometimes makes us alone so that we can remember ourselves that there are only HE and us. and where is this me? here. look at you. you do not need anyone to love you, you are enough for you.
3 notes
·
View notes
Text
after a long time, for the first time I wake up with a good heart yesterday. free from any thought. relaxing morning. followed by a night with love for people.
1 note
·
View note
Text
How to Find Direction in your Life
1. Keep a journal where you record all your different thoughts, feelings and ideas. Look for patterns and consistency – ideas that grab you and get stronger over time.
2. Explore new passions, interests and hobbies. Some of those will stick and intensify; others will slowly fade and disappear.
3. Step outside your comfort zone and try and break with your old routine. That will lead you in different directions, release creative thoughts, and spark some fresh ideas. 4. Talk to people to get different perspectives, and listen to their feedback, and points of view.
5. Have the self-confidence to listen to your heart, and work of developing your creativity.
6. Review your current goals – and how much they mean to you. Ask yourself: Do you still feel motivated, energised and inspired?
7. Surround yourself with people who are optimistic, positive, affirming, and who want the best for you. Also, it may help to widen your circle of friends as that helps to uncover different aspects of yourself.
2K notes
·
View notes
Text
The Secrets to a Better Relationship
1. Make sure you spend time alone together.
2. Appreciate each other, and express your gratitude. Don’t take them for granted – or you may regret it later!
3. Major on communicating openly and honestly (share and talk about everything).
4. Don’t let offenses and irritations become huge resentments – which build a wall between you.
5. Get a handle on your jealousy. Be open and confront it in a real and honest way.
6. Allow your partner to be a flawed human being. Don’t expect them to be perfect, or to please you all the time.
7. Show affection, and demonstrate you care.
8. Let go of your need to be seen as being right; and don’t be stubborn or demand your own way.
2K notes
·
View notes
Text
right timing to see!
I find it really interesting how we won’t apply the same considerations to ourselves as we do to strangers. You know when you feel like being nice so you randomly compliment someone in passing? Or you see someone do something embarrassing, and instead of judging them you assume they are having a bad day and hope they know it happens to everyone? Or tell your friend that they are working so hard and remind them to rest and take care of themself? Yeah, that stuff. You are worth that stuff too. Try it. Tell yourself you have a pretty smile out of the blue. Stop judging yourself so harshly. You deserve the love you give to others.
5K notes
·
View notes
Text
14feb2019
কোন একটা কারনে উনি ওকে আমার প্রতি সদয় হতে দিতে নারাজ। জানিনা কেন। ধারনা করছি হয়তো উনি তা পাননি উনার মানুশটার কাছ থেকে। একটা ক্ষোভ রয়ে গেসে। ব্যাপারটা সাইকোলজিক্যাল। আল্লাহ হেদায়েত করুন তাকে, এর বাইরে আমার কিছু ভাবার নেই এ ব্যাপারে। খারাপই লাগছে উনার জন্য। আল্লাহ উনাকে শান্তির পথ দেখান।
এছাড়া কিছু ব্যাপার আছে চমৎকার! সুন্দরভাবে অনুসরণ করার মত। টেকনিক গুলো। অনুকরণ না। নিজের মতই বলতে হবে। গান শুনলে প্রতিটা শব্দ যেমন ফিল করে শুনি বুঝি, তেমনি কথা বলতে প্রতিটা শব্দ নিজের কানকে শুনানো। এটা অনেকটা খেলার মত। কথা বলার মদ্ধেও এঞ্জয় করার বিষয় আছে। ভাবো, কথা বলছি, এক একটা শব্দ বের হচ্ছে আর ফিল করছি যেন কবিতা আব্রিত্তি করছি। প্রতিটা শব্দের ই আলাদা মিনিং আছে। কান পেতে শোনো। আর বেনিফিট হচ্ছে ২টা।
নিজে এঞ্জয় করে কথা বলছি, ক্লান্ত লাগছেনা, উলটা ভালো লাগছে, আগের মত কথা বলে বলে অহ আম ডান, আমি শেষ, আই নিড এ ব্রেক বলে হয়্রান হয়ে হয়ে পড়ছিনা।
যে শুনছে, যে বিমোহিত হয়ে যাচ্ছে, থেকে থেকে, অবাক হচ্ছে, তার আরো শুনতে ইচ্ছা করছে, সম্পর্ক বিল্ডাপ হচ্ছে, কমুনিকেশন ক্লিয়ার হচ্ছে।
এটার বড় প্রমান ছিল গতরাতের শেষ প্রহরটা। এভাবেই প্রান নিয়ে মিন করে করে কথা বলেছি, বলে নিজের রুমটায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ক্লান্ত মনে হয়নি, উলটে মনে হয়েছে এক্টাই কথা, keep talking, I'll keep you alive.
ঠিক করেছি এখন বলবনা, এরপর যা হবে আমি নিজে এক্ট করব জায়গায়, ইন্সট্যান্ট। পরে প্রয়োজন মনে হলে বলব, কিন্তু এখন টাইম নেয়া দরকার, ওকেও টাইম দেয়া দরকার, আমাকে বুঝার, কাছে নেয়ার। একটা আয়াত দেখলাম, ঘরে ফিরার পরে সমস্যার কথা বলা ঠিক না।
আল্লাহ যখন যে অবস্থায় রাখে ভালোর জন্য রাখে।
0 notes
Text
Okay
“Attention is the purest form of generosity.”
— Unknown
2K notes
·
View notes
Photo
fuck it 😫🔫🔫✈✈✈just eat and breath and read and sleep then wake up and again... continue

4K notes
·
View notes
Text
everyday! yes
“No matter how long you’ve travelled in the wrong direction, you can always turn around.”
— Unknown
3K notes
·
View notes
Text
“Don’t be afraid of being different. Be afraid of being the same as everyone else.”
— Unknown
1K notes
·
View notes
Text
“You deserve to be okay. You deserve to know that a day in which you can just barely get out of bed because you are sad, or sick, or simply not ready to see the outside is not the end of the world. You deserve to know that moments of weakness do not make you fundamentally weak, only fundamentally human, and that sometimes we’re not going to be effusively happy, and that is okay.”
— Chelsea Fagan
2K notes
·
View notes
Text
change? where?এটিটিউড চেনজ করে দেখ। এটাও নতুন কিছুর টারনিং পয়েন্ট হতে পারে। এটা চেঞ্জ করতেই ত এত ভয় তোমার।
সকালবেলাতে জটিল চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। যথেষ্টই জটিল। প্রথমে তো ডুবেই যাচ্ছিলাম, পরখনেই মনে হল, চিন্তাটা বেশ জটিল! ধুর! সরিয়ে রাখি।
মনে হচ্ছিল অদ্রিশ্য হয়ে যাই, এই নেভার এন্ডিং রুটিন থেকে যদি পালানো যেতো। কবে আসবে সেই দিন, যেদিন আল্লাহ ফেরেশতাকে বলবেন, যাও ওকে নিয়ে আসার সময় হয়েছে, ওকে জানিয়ে দাও। ওর নিজের জায়গায় আসার জন্য প্রস্তুত হতে বল। দুনিয়ায় ওর সময় শেষ।
মনে হচ্ছিল কাউকে বলি, বলতে গিয়ে মন বাধা দিল, বলল এগুলো যত ভারবালাইজ করবে তত মুখের নিয়ন্ত্রন ঠিক রাখা কঠিন হবে, কারন একবার উচ্চারণ করা কথা বারবার উচ্চারিত হয়ে যায়, ভুল করে হলেও।
মনে হল চলে যাব, আচ্ছা গেলাম। তারপর? গিয়ে শান্তি পাব?
নাহ, এটা ঠিক হচ্ছেনা। আমি এটা পছন্দ করছিনা। গভীরে না গেলাম। অনেক কিছুই বলা যেত, অসম্মান, প্লেস নাই, পারপাস কি? বলবনা, শুধু সিম্পলি একটা কথা বলব, একবার, বুঝিয়ে দেয়া দরকার যা করছে ঠিক করছেনা, এরপর কি করবে সেটা তার ব্যাপার। আমারটা আমি জানিয়ে রাখব।
0 notes
Text
“No matter how many mistakes you make, or how slow your progress, you’re still way ahead of everyone who isn’t trying.”
— Unknown
2K notes
·
View notes
Text
10th feb 2019
দেহভঙ্গির উপর অন্যের সাথে কমুনিকেশন, মুড, কনফিডেন্স এগুলো প্রায় পুরোপুরি সম্পর্কিত।
আজ আমি ঝগড়া করতে বড়ই ক্লান্ত 😆 খারাপ লাগা যে নেই তা না, তবে নিজেকে মাঝেমধ্যেইই দারুণ মাপের সব সহ্য করে নেয়া গন্ডার বোধ হচ্ছে! হেব্বি মাশা আল্লাহ। ফালতু কথা বাদ দি, আসল কথা হচ্ছে নিজকে বিজি রাখছি আজকে বিভিন্ন রকম কাজ দিয়ে।
নতুন ধরনের আর্টিকেল পড়েছি, নতুন শব্দ দেখে ভালোই লাগসে।
নিজের মত করে একটা বাচ্চাকে পড়িয়েছি। বহুদিন পরে আবার সেই কথাটার মানে খুঁজে পেয়েছিলাম। কাউকে কিছু সারভ করেই বেচে থাকার আনন্দ পাওয়া যায়। খুব সহজ এটা।
আবারো সেই আওয়াজ! কিপ গোয়িং ইন দ্যা স্টরম। অথবা, সিচুয়েশন সবসময় একইরকম থাকেনা। খারাপ সময়ের পরে ভালো সময় আসেই। জাস্ট ডু ইউর ওয়ার্ক।
0 notes