Don't wanna be here? Send us removal request.
Text
ফ্রান্সের কান শহরে আয়োজিত কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালের দ্বিতীয় সিজনে ‘বেস্ট ইন্ডিপেনডেন্ট ফিল্ম’ অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের নির্মাতা শাহাদাত রাসেলের এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘সিটি অব লাইট’। ২৫ জুলাই কান ওয়ার্ল্ড ফিল্ম ফ্যাস্টিভ্যালের অফিসিয়াল ওয়েবসাইটে পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটির প্রযোজক হিসেবে আছেন অর্নব দাস এবং জুনায়েদ আহমেদ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনের গুণী অভিনেত্রী মনিশা অর্চি। ২২ থেকে ৫৫ বছর বয়েসের ভিন্ন ভিন্ন কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটিতে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই সময়ের আলোচিত তরুণ অভিনেতা নাফিস আহমেদকে। সিনেমায় মনিশা অর্চির ছেলের চরিত্রে দেখা যাবে নাফিসকে।
২০১৯ সালে শ্যুটিং হওয়া এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাতা শাহাদাত রাসেলের সাথে অভিনেতা নাফিস আহমেদের এটি তৃতীয় কাজ। অবাক করার মতো বিষয় হলো তিনটি কাজই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা এবং নানা পুরস্কার জয় করেছে। ‘জনি’ নামের এক যুবকের চরিত্রে অভিনয় করা নাফিসের কাছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বেশ ভালো একটি অভিজ্ঞতা বলে জানান তিনি নিজেই। ‘সিটি অব লাইট’ চলচ্চিত্রে মনিশা অর্চি এবং নাফিস ছাড়া আরো অভিনয় করেছেন হাসনাত রিপন, ফাতেমা তুজ জোহরা ইভা সহ অনেকেই।
আরো পড়ুন: ‘সাইকো’র স্টাইলিশ ভিলেন ফারহান খান রিও নিজের অভিনীত চলচ্চিত্রের এমন প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নাফিস। তাকদীর, কাইজার, কালো প্রজাপতির মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করা নাফিস সামনে হাজির হচ্ছেন খিজির হায়াত খানের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা ‘ওরা ৭ জন’ সিনেমায়। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সুমিত নামের এক যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যে পোষ্টার এবং টিজারে নাফিসের ঝলক নজর কেড়েছে। এছাড়া হোসনি মোবারক রুমী'র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’তেও দেখা যাবে নাফিসকে। আরেকটি আনন্দের সংবাদ সবার সাথে শেয়ার করেছেন নাফিস আহমেদ। কানাডার টরন্টোতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে নাফিস আহমেদ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ছাড়পত্র'। টরোন্টো ফিল্ম ফোরাম আয়োজিত '৫ম টরোন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২'-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছিলো। জয়িতা, নওশাবা এবং নাফিস আহমেদকে নিয়ে এই স্বল্পদৈর্ঘ্যটির পরিচালনার দায়িত্বে ছিলেন অপরাজিতা সঙ্গীতা।
একজন সুঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা থেকে পরিশ্রম এবং নিজের দক্ষতার সমম্বয়ে বিনোদনের সকল মাধ্যমে কাজ করে যাচ্ছেন নাফিস। সামনের দিনে তার এই পরিশ্রম তাকে অভিনেতা হিসেবে নিয়ে যাবে এক স্বতন্ত্র জায়গায় এটাই কামনা।
0 notes
Text
নাম ঘোষণার সময় থেকেই মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত খিজির হায়াত খানের সিনেমা ‘ওরা সাতজন’ বেশ আলোচনায়। এরপরে শ্যুটিং সম্পন্ন হওয়া, প্রতিটা চরিত্রের লুক রিলিজ দেয়া থেকে শুরু করে নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোই সাড়া তুলেছে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির আকর্ষণীয় টিজার। টিজারে ১৯৭১ সালে ভিন্ন ভিন্ন পেশা আর সামাজিক অবস্থান থেকে দেশকে স্বাধীন করার ইচ্ছা এবং প্রত্যয় নিয়ে যুদ্ধে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প সিনেমা পর্দায় তুলে ধরা হয়েছে তারই ঝলক দেখানো হয়েছে।
এক মিনিট পয়ত্রিশ সেকেন্ডের টিজারে সিনেমার প্রধান গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে দেখা মিলেছে ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তুর্য, নাফিজ আহমেদ এবং খিজির হায়াত খানের। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে গুণী অভিনেত্রী জাকিয়া বারী মমকে। সিনেমাটি পরিচালনা এবং অভিনয়ের পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান নিজেই। সিলেটের জৈন্তা তে বেশ বিশাল পরিসরে সিনেমাটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ কিছুদিন আগেই ভারত থেকে করানো হয়েছে।
এই বছরেই মুক্তির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আজ সেন্সর বোর্ডে ছাড়পত্র পাবার জন্য জমা দেয়া ��য়েছে আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান খিজির হায়াত খান আমাদের নিজের ব্যক্তিজীবনের অনুভূতি এবং ভালো কিছু দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে৷
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সংগীতের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদীন আবির। এতে গান গেয়েছেন ব্যান্ড অসমাপ্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্বে মোহাম্মদ আরিফুজ্জামান। উল্লেখ্য ঈদুল আজহার দিনে সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ হয় ‘ওরা ৭ জন’-এর টিজার। এই বছরের মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের গল্পগাথা নিয়ে নির্মিত ‘ওরা ৭ জন’। শুভকামনা রইলো পুরো টিমের জন্য।
0 notes