Tumgik
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগ একটি বৃহত্তর এবং   বঙ্গবন্ধুর  নিজ হাতে গড়া সংগঠন। প্রতিটি জেলার ন্যায় গত ১ লা জুন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের  পূর্নাঙ্গ কমিটি প্রকাশ পায়।  
সেখানে লক্ষ করলে দেখা যায় জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ একটি পদ পায় মিরাজুল ইসলাম মিরাজ।  পদ পাওয়ার পর পরই প্রমান সহ প্রকাশিত হয় মিরাজের বিয়ের তথ্য।
গোপন সূত্রে জানা যায় মিরাজ কেন্দ্রীয় ছাত্রলীগের কোন এক নেতার মাধ্যমে নবগঠিত কমিটিতে পদ পাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের। এটা নিয়ে  পদ নির্বাচিত অনেক নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি  হয়। 
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। বিবাহিত মিরাজুল ইসলাম মিরাজ। নিজেকে অবিবাহিত দাবী করে ছাত্রলীগে পোস্ট পেয়েছে। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু মেয়েদের সাথে অশ্লীল চ্যাট সহ অর্থ অফার করে সময় কাটানোর অভিযোগ পাওয়া গেছে।
কোন নেতাকর্মীই মেনে নিতে পারছে না ছাত্রলীগের নামে  এসব বিবাবহিত মিরাজের মতো লোকদের।  শুধু তাই নয় অনেকের অনেক কুরুচিপূর্ণ  কথার সম্মুখীন হতে হচ্ছে, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে এসব হাইব্রিড নব্য নেতাদের জন্য কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। 
0 notes
bdnewsinformation · 2 years
Link
শাহরিয়ার  শান্ত, জামালপুর জেলা প্রতিনিধিঃ প্রতিবারের মতো এবারও গরিবদের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ করেছেন আলোর দিশা নামের একটি সংগঠন। 'আলোর দিশা, একটি অরাজনৈতিক সংগঠন । জামালপুর জেলার এর বকশিগঞ্জ থানায় এর কার্যক্রম চালু রয়েছে, এই সংগঠনটি স্থাপন হয় ২০১৬ তে যার সভাপতি - শাহরিয়ার শান্ত, সহ-সভাপতি - জামিল হোসেন, ক্যাশিয়ার - আজমল শিকদার, সেক্রেটারি- রফিক ইসলাম। 
এছাড়াও সদস্যদের মধ্যে রয়েছে মোঃ রিয়াদ, সেহজাদ তালহা সোহান,   তানভীর,  আবু দারদা, আবু হুরাইরা,  লাবিব,  সাজিদ, শান্ত,  তৌহিদ, বাবু, রিসাদ,সুমন আরও অনেকই।
এ সংঘঠনের মূল কাজ হচ্ছে সেবা করা, তাদের স্লোগান  ' নিঃসার্থ সেবাই আমাদের অঙ্গীকার। 
এ সংঘঠনের সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই  বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, ২০১৬ সালে থেকে তারা নিঃসার্থ ভাবে সমাজের বিভিন্ন অঙ্গনে কাজ করে আসছে, কখনো তারা গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে, কখনো তারা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে, আবার কখনো নগদ টাকা দিয়ে।
তারা নিজ উদ্যোগে প্রকৃত দরিদ্র্যদের  খুঁজে বের করে ত্রাণ পৌঁছে দেয়, প্রতিবারের মত এবারও তারা ব��শ কিছু মানুষের হাতে ঈদের খাবার সামগ্রী পৌঁছাতে পেরেছে। তারা চায় ঈদের খুশি যেন সবার জন্য হয়,দরিদ্ররা ত্রাণ পেয়ে খুশি হয়, আর তারা ত্রাণ দিয়ে খুশি  হয়।  
0 notes
bdnewsinformation · 2 years
Link
সভ্য সমাজের  পতিতা
লেখকঃ রাজিবুল ইসলাম রাজিব
------------------------------------------------
দিনের আলোয় সামজীকতা।
 রাতের অন্ধকারে দেহ বিকায়।
 এর ই নাম কি নারী স্বাধীনতা।
মুখে  সমান অধিকার  এর কথা।
রাত হলেই হয়ে যায় পতিতা।
শরীর প্রদর্শন ই কি নারীর স্বাধীনতা।
দেহ দুলিয়ে যায় তো পতিতা।
 এখন তো সভ্য সমাজে হাজারো পতিতা।
কিছু বললেই মুখ দিয়ে বের হয়
 কোথায় গেলে পাবো নারী স্বাধীনতা।
 তোমার কাছে নারী  স্বাধীনতা মানেই নগ্নতা।
 সমাজ জুড়ে অস্লিলতা বেহায়াপনা।
 লজ্জা নাই বেহায়া বেশরম।
 কাপড় পরেও তুমি উলংগ।
দেহ প্রদর্শন ই তোমার স্বাধীনতা
আরে তুমি তো দেখছি সভ্য সমাজের পতিতা।
0 notes
bdnewsinformation · 2 years
Link
জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে প্রায় ৮০টি পরিবার সোমবার (২ মে) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর ও খেজুরতলা গ্রামের প্রায় ৮০টি পরিবার। সকাল ৮টায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওই গ্রামের আল-অমীন জামে মসজিদে রঘুনাথপুর ও খেজুরতলা দুই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন। 
জানা যায়, নামাজে আগত প্রায় ১০০ মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন মাওলানা কামরুজ্জামান। নামাজ শেষে সবাই যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন সে বিষয়ে মোনাজাত করা হয়। নামাজ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
0 notes
bdnewsinformation · 2 years
Link
তুষার হোসাইন, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠানের ২০১৭ সালের এস,এস,সি ব্যাচের ইফতার মাফফিল সম্পূর্ণ হয়েছে।
প্রতি বছরই রমজান মাস এলেই এই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা মিলে ইফতার মাহফিলর আয়োজন করে থাকে। এর মাধ্যমে বন্ধুত্বের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক পূনরায় মিলন মেলায় রূপ নেয়।
মাদারীপুরের এই প্রতিষ্ঠানের সুনাম  ধারাবাহিকতায় চলে আসছে।এই ইফতার মাহফিলের মাধ্যমে বন্ধুদের মাঝে একটি আনন্দের জোয়ার বয়ে যায়।
0 notes
bdnewsinformation · 2 years
Link
জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সদ্য বিদায়ী জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৭ এপ্রিল) তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি  করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন-২০০০ এর জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২ অনুযায়ী সংশোধিত এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেন বড় ছেলে। তার ছোট ভাই মো.মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান। 
উল্লেখ্য, ২০১৬ সালে দেশে প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। গত ৫ বছরে তিনি স্বচ্ছতা ও দক্ষতার সাথে পিরোজপুর জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন। হয়েছেন জননন্দিত জেলা পরিষদের চেয়ারম্যান।
0 notes
bdnewsinformation · 2 years
Link
জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে  পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. সাইদুর রহমান, পিপিএম -সেবা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সুযোগ্য অতিরিক্ত ডিআইজি (ডিআইজি ভারপ্রাপ্ত)  এ কে এম এহসান উল্লাহ্ মহোদয়। 
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ ও জেলা আ'লীগের সভাপতি , বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, স্থানীয় আ'লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ ও বিভিন্ন পেশাজীবী সংঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতার পূর্বে দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. নাজমুল হক কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন সার্ভি��� টেনিং সেন্টার, পিরোজপুর, শেখ জাহিদুল ইসলাম পিপিএম,পুলিশ সুপার, পিবিআই, পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খাইরুল হাসান, পিপিএম-সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীম, সহকারী পুলিশ রিয়াজ হোসেন,পিপিএম (নেছারাবাদ সার্কেল), ওসি ডিবি, এবং সকল থানার অফিসার  ইনচার্জ ও আরআই পুলিশ লাইন্স, পিরোজপুর প্রমুখ সবাই উক্ত ইফতার ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন।
0 notes
bdnewsinformation · 2 years
Link
আব্দুল্লাহ আল বিন শাওন, বিশেষ প্রতিনিধিঃ আজ সকাল ৯.৩০টার দিকে ঢাকা থেকে খুলনা ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের নিকট মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মাসুম ও আতিক নিহত হয়েছেন। মাসুম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আতিক শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন।
মাসুম ঘটনাস্থলেই নিহত হন এবং আতিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইদ যাত্রায় সকলে সচেতন হোন,যতটুকু পারেন মোটরসাইকেল বা ঝুকিপূর্ণ যান এড়িয়ে চলুন।সকলের যাত্রা নিরাপদ হোক।
0 notes
bdnewsinformation · 2 years
Link
খুশির ঈদুল ফিতর 
লেখকঃ কবি রিতুনুর 
======================
আজ সেজেছি রংবেরঙের সাজে
হাতের কংকন রিনিঝিনি বাজে,
তুমি আসবে ভালোবাসবে 
দেবে পড়িয়ে খোঁপায় বেলীফুল
এই ঈদে বাড়ি আসতে
করবে না তুমি ভুল।
তুমি এলে ঈদের উপহার 
সবার হাতে দেব তুলে,
নতুন কাপড়ে সাজাবো প্রতিবেশী
গরীব দুঃখীকে,
তাতে অন্তর যাবে ভরে।
হৃদয়ের কালীমা ধুয়ে মুছে
যাবে চিরদিনের জন্য সরে। 
মিঠাই মণ্ডা গোস্তো পোলাও রেঁধে, 
সবাইকে নিয়ে খাব।
তোমার হাতে হাত রেখে ঈদের দিন
বাড়ি বাড়ি যাবো।
একমাস সিয়াম সাধনার পড়ে,
এসেছে খুশির ঈদুল ফিতর
দুঃখ যেন না থাকে 
এবার কারোই মনের ভিতর.....
রমজানের ঐ রোজা শেষে 
এলো খুশির ঈদ এসো তুমি আমি 
সবাই মিলে গাই খুশির গীত........।।
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া পৌর শাখার পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া পৌর শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রুবেল।
তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।
‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।
তিনি আরও বলেন,‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’ ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।’
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সোহেল রানা বাবু ।
তিনি তার বার্তায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া জেলাসহ দেশবাসী সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।
তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।
এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।
তিনি আরও বলেন,‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’ ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।’
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া জেলাসহ দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া -০৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সাংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুস���িম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তায় কুষ্টিয়া -০৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সাংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর 'খুশির ঈদ'।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
কুষ্টিয়া -০৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সাংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ  কুষ্টিয়ার সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেছেন।
পরিশেষে বলেন, সবাইকে জানাই আমার প্ৰাণঢালা শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক। প্রত্যাশা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন।
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নলছিটি, ঝালকাঠিবাসীসহ দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ জয় বাংলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর আলম সরদার।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নলছিটি, ঝালকাঠিসহ সারা বাংলাদেশের সকল মানুষকে ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, এক মাস সিয়াম সাধনার শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করে ছিলেন।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ।এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।
আমরা যেনো সবাই সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের নামাজ আদায় করি, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি মাদার অফ হিউম্যানিটি খ্যাত জননেত্রী শেখ হাসিনার জন্য তাকে যেন আল্লাহ তায়ালা বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করেন ও তার হায়াত দীর্ঘজীবী হোক, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা। আমাদের প্রধান মন্ত্রী দেশরন্ত্র শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন, আমিন।
সেই সাথে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সর্বস্তর মানুষকে আমার ভালোবাসা সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নলছিটি, ঝালকাঠিবাসীসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলি। ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা সবার জন্য ঈদ মোবারক,পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ঈদ পালন করি।
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু। 
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ BD News.in পরিবারের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন তরুণ উদ্যোক্তা ও কুষ্টিয়ার কৃতিসন্তান BD News.in এর সম্পাদক ও প্রকাশক একরামুল হোসেন আকাশ। ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।
গতকাল রাতে তার নিজ অফিস কার্যালয় বসে, তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তায় পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান। এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। 
পরিশেষে তিনি তার প্রিয় শহর কুষ্টিয়াসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব যেন প্রতিটি ঘরে ঘরে জ্বলে উঠুক আনন্দের ঝলমলে হাওয়া বয়ে আনুক অনাবিল আনন্দঘন মুহূর্ত।
সবাইকে জানাই প্ৰাণঢালা শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক। প্রত্যাশা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন।
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ BD News.in পরিবারের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন তরুণ উদ্যোক্তা ও কুষ্টিয়ার কৃতিসন্তান BD News.in এর সম্পাদক ও প্রকাশক একরামুল হোসেন আকাশ। শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
গতকাল রাতে তার নিজ অফিস কার্যালয় বসে, তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তায় পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।
পবিত্র ঈদুল ফিতর সারা বিশ্বজাহানের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় ঈদ উৎসব। কেননা পুরো ৩০ টা দিন সিয়াম সাধনার মধ্য দিয়ে এই ঈদ উৎসব আর্জিত হয়। 
এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
পরিশেষে তিনি তার প্রিয় শহর কুষ্টিয়াসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব যেন প্রতিটি ঘরে ঘরে জ্বলে উঠুক আনন্দের ঝলমলে হাওয়া বয়ে আনুক অনাবিল আনন্দঘন মুহূর্ত।
সবাইকে জানাই BD News.in পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। প্রত্যাশা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন।
0 notes
bdnewsinformation · 2 years
Link
বিডি নিউজ ডেস্কঃ ভালোবাসা প্রকাশের অজুহাতে হাঁটু গেড়ে নত হতে হয় না বরং চোখের মাঝে চোখ রেখে বলতে হয় - ছোট্ট জীবনে আমার একটু সুখ চাই! তুমি কি আমার একটু সুখ হবে?
প্রেম করার অজুহাতে দামী রেষ্টুরেন্টে খাবার খাওয়াতে হয় না বরং পাশাপাশি হেঁটে বলতে হয় - তুমি কি আমার এক কাপ চা'য়ের সারাজীবনের ভাগীদার হবে?
জন্মদিনের অজুহাতে ডজনে ডজনে কাঁচের চুড়ি দিতে হয় না বরং কাঁচের মত স্বচ্ছ মনে বলে ফেলতে হয় - তোমার জন্ম না হলে এই জ���বনে আমার কি আর ভালোবাসাকে পাওয়া হতো?
বিশেষ দিবসে র‍্যাপিং পেপারে মোড়া উপহার সামগ্রী দিতে হয় না বরং প্রতিটি দিন সম্পর্কের বিশেষ যত্ন নিয়ে বলতে হয় - আমার কাছে আমি ছাড়া তোমাকে দেবার মত আর বিশেষ কিছুই নেই!
হীরের আংটি কিংবা হীরের নাকফুল নিয়ে বাগদত্তা বানাতে হয় না বরং বুনোফুল হাতে নিয়ে সরল মনে বলতে হয় - আমি তোমায় রাজপ্রাসাদ দিতে পারবো না তবে বুকের ভিতরের প্রাসাদে সারাজীবন তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবো!
বিয়ের নামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে হয় না বরং সাদামাটাভাবেই বিয়েটা সেরে বলতে হয় - ফটোগ্রাফারের ছবি নাই তো কি হয়েছে! ভালোবাসার ফ্রেমে বাঁধাই করবো আমাদের সংসার!
দিনের মধ্যে একশতবার ভালোবাসি বলতে হয় না বরং প্রতিমূহুর্তের প্রার্থনায় বলতে হয় - ভালো থাকুক আমার ভালোবাসা। ভালো থাকুক জগতের সবার ভালোবাসা!
লেখকঃ আরোহি ইসলাম। 
0 notes
bdnewsinformation · 2 years
Link
বন্যা খাতুন, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মুসলমানদের জন্য হিজরী বছরের নবম মাস, রমজান মাস, শান্তির মাস রমজান মাস, যে মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছিল, সে মাসে রোজা রাখা ফরজ। রমজান ছাড়া অন্য কোনো মাসে ফরজ রোজা নেই।
রোজা ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো- রোজাদারকে মুসলিম হতে হবে। অর্থাৎ কাফির, নাস্তিক কিংবা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের উপর রোজা ফরজ নয়। রমজান মাসে মনে এক আলাদা প্রশান্তি নিয়ে আসে।
 এছাড়াও অনেক কারণে রোজা ফরজ নয়। দশ প্রকার মানুষের ওপর রোজা পালন করা ফরজ নয়।  তারা হলেন-
১.অমুসলিম : ইসলাম গ্রহণের পূর্বে কাফিরের ওপর রোজা ফরজ নয় এবং তার জন্য ইসলাম গ্রহণের পর কাজা করাও জরুরি নয়।
২. অপ্রাপ্ত বয়স : অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের ওপর রোজা ফরজ নয়। কিন্তু অভ্যাস গড়ার জন্য তাদেরকে রোজা পালনের আদেশ করা যাবে। তারা রোজা রাখতে পারবেন।
৩. পাগল : প্রাপ্ত বয়স্ক পাগলের ওপর রোজা ফরজ নয়। এমনকি তার জন্য রোজা করিয়ে নেয়ারও প্রয়োজন নেই। অনুরূপ বিধান যার জ্ঞান লোপ পেয়েছে এবং যে অতি মাত্রায় মতিভ্রম হওয়ার কারণে ভালো-মন্দ তারতম্য করতে পারে না। তাদের ওপর রোজা রাখা ফরজ নয়।
৪. অশীতিপর বৃদ্ধ : বার্ধক্যে উপনীত এমন লোক যে ভালো-মন্দ পার্থক্য করতে পারে না, অতিমাত্রায় বার্ধক্যের কারণে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তাদের রোজা রাখা ফরজ নয়। 
৫. চির রোগী ও অক্ষমে: বিশেষত এমন বৃদ্ধ ব্যক্তি যে রোজা রাখতে শারীরিকভাবে সক্ষম নয়; অসুস্থতার কারণে কিছুক্ষণ পর পর ওষুধ গ্রহণ জরুরি, অন্যথায় অসুস্থতা বেড়ে ��াওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই। এরূপ ব্যক্তিদের ক্ষেত্রে ফিদইয়া দেয়া ওয়াজিব।
৬. মুসাফির : মুসাফিরের জন্য সফরে রোজা রাখা বা না রাখার এখতিয়ার আছে। তবে যদি সফরে রোজা না রাখে তাহলে পরে এসব রোজা কাযা করে নেবে। উল্লে­খ্য, মুসাফির ইচ্ছে করলে যতদিন সফরে থাকবে (উক্ত সফর স্থায়ী বা স্বল্পকালীন হোক) ততদিন রোজা ছাড়তে পারবে।
৭. রোগাক্রান্ত ব্যক্তি : অস্থায়ীভাবে রোগাক্রান্ত ব্যক্তির পক্ষে রোজা রাখা কঠিন হলে সুস্থ না হওয়া পর্যন্ত রোজা রাখবে না। আর রমজানেই সুস্থ হয়ে গেলে অবশিষ্ট রোজা তাকে অবশ্যই রাখতে হবে এবং যেসব রমজানের রোজা রাখতে সক্ষম হয়নি তা সুস্থ হওয়ার পর গাইরে রমজানে কাযা করে নেবে।
৮. ঋতুবতী মহিলা : হায়েজ তথা মাসিক ঋতুস্রাব অথবা নিফাস তথা সন্তান প্রসব জনিত স্রাব হলে উক্ত অবস্থায় রোজা না রেখে স্রাব চলে যাওয়ার পর কাযা করে নেবে।
৯. গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী : গর্ভধারণ বা দুগ্ধপান করানোর কারণে যদি তাদের প্রতি রোজা রাখা কঠিন হয় বা স্বীয় সন্তানের অনিষ্টের আশঙ্কা থাকে তবে রোজা না রেখে যখন আশঙ্কামুক্ত হবে তখন সুবিধামত সময়ে কাযা করে নেবে।
১০. দুর্ঘটনা কবলিত লোককে রক্ষাকারী নিরুপায় ব্যক্তি : এমন ব্যক্তি যে রোজা ছেড়ে দিতে বাধ্য, যেমন কোন ছোট বাচ্চা পানিতে ডুবে গেছে অথবা আগুনে পুড়ে যাচ্ছে তাকে মুক্ত করার জন্য রোজা ছেড়ে দিতে হলে ছেড়ে দেবে কিন্তু পরবর্তীতে তাকে কাজা করে নিতে হবে।
বিনা উজরে সিয়াম ভঙ্গ করলে তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রয়েছে। তা ছাড়া রমজান মাসে সকলের রোজা রাখা ফরজ কাজ। রমজান মাসে বেশি বেশি আল্লাহ ইবাদত পালন করি।
0 notes