Don't wanna be here? Send us removal request.
Link
যে কারণে কবরে লাশ অক্ষত পাওয়া যায়!
এসব ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা হয়। লাশ পচা আর মাটির সাথে মিশে যাওয়া এক কথা নয়। মারা যাবার সঙ্গে সঙ্গে লাইসোজমের অটোফ্যাগি প্রক্রিয়ায় আমাদের দেহের ভেতর থেকেই পচতে শুরু করে। সুতরাং পচাটা স্বাভাবিক। কিন্তু লাশ ফ্রিজে রেখে দিলে সেক্ষেত্রে এই পচনের গতি অনেকাংশে কমে যায়। তাহলে কবরের মধ্যেই যদি ফ্রিজের পরিবেশ চলে আসে (যেমন বরফাচ্ছাদিত অঞ্চল, নিম্ন তাপমাত্রার রেজিয়ন) সেক্ষেত্রে বহু শতাব্দি লাশ অক্ষত থেকে যায়। পচেও না, মাটিতে মেশেও না। (উল্লেখ্য এ কারণে কিছু বরফাঞ্চলে ১০৩ বছর আগের স্প্যানিশ ফ্লু তে মারা যাওয়া মৃতদের কবরস্থান ব্যান করা হয়েছে, কেননা সেখানে এখনও মৃতদেহ অপচনশীল রয়েছে, যার ফলে স্প্যানিশ ফ্লু ভাইরাসও স��প্ত অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে।
1 note
·
View note