Text
*বাচিক শিল্পী - প্রিয় ( আওসাফ রাহমান/ Ausaf Ur Rahman )*
*দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে,*
*বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত*
দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে,
অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে,
মৃত্যু করে লুকোচুরি
সমস্ত পৃথিবী জুড়ি।
ভেসে যায় তারা সরে যায়
জীবনেরে করে যায়
ক্ষণিক বিদ্রূপ।
আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ।
তার পরে দাঁড়াও সম্মুখে,
বলো অকম্পিত বুকে
"তোরে নাহি করি ভয়,
এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়।
তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব, দেখ্।
শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক।"
মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে,
সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে,
পাপ যদি নাহি মরে যায়
আপনার প্রকাশ-লজ্জায়,
অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়,
তবে ঘরছাড়া সবে
অন্তরের কী আশ্বাস-রবে
মরিতে ছুটিছে শত শত
প্রভাত-আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো।
বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা
এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা।
স্বর্গ কি হবে না কেনা।
বিশ্বের ভাণ্ডারী শুধিবে না
এত ঋণ?
রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন।
নিদারুণ দুঃখরাতে
মৃত্যুঘাতে
মানুষ চূর্ণিল যবে নিজ মর্তসীমা
তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা?
( সংগৃহীত )
***No Copyright Infringement Intended. All songs played are owned by the original artists and being played for entertainment purposes only. Credit to all original artists..
Copyright disclaimer: Copyright is in the hands of lawful owners.....
For Entertainment/ Educational Purposes Only....
This Post Is For Fair Use,
Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
যদি কপিরাইট সম্পর্কিত কোনও সমস্যা থেকে থাকে তাহলে কপিরাইট স্ট্রাইক দেওার আগে আমাদের জানাবেন আমরা আবশই আমাদের এখন থেকে থেকে তা সরিয়ে দেব। ( [email protected], [email protected], [email protected] )
0 notes
Text
***প্রণাম কবিগুরু***
বুদ্ধির জোরে নয়, বিদ্যার জোরে নয়, সাধুত্বের গৌরবে নয়, যদি অনেক কাল বাঁশি বাজাইতে বাজাইতে তাঁহারই কোনো একটা সুরে আপনা দের হৃদয়ের সেই প্রীতিকে পাইয়া থাকি তবে আমি ধন্য হইয়াছি — তবে আমার আর সংকোচের কোনো কথা নাই ।
কেননা, আপনাকে দিবার বেলায় প্রীতির যেমন কোনো হিসাব থাকে না, তেমনি যে লোক ভাগ্যক্রমে তাহা পায় নিজের যোগ্যতার হিসাব লইয়া তাহারও কুষ্ঠিত হইবার কোনো প্রয়োজন নাই ।
যে মানুষ প্ৰেম দান করিতে পারে ক্ষমতা তাহারই — যে মানুষ প্রেম লাভ করে তাহার কেবল সৌভাগ্য ।।
আত্মপরিচয় ,প্রবন্ধ রবীন্দ্র-রচনাসমগ্র ।
( সংগ্রহীত )

1 note
·
View note