mdkhyrul
mdkhyrul
Untitled
3 posts
Don't wanna be here? Send us removal request.
mdkhyrul · 1 month ago
Text
কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ❤️❤️❤️
১/. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।💕💕
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।❤️
৩./ মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে। 💕💕
৪/. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে 'মা' বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।❤️❤️❤️
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। 💕💕
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে❤️❤️
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। ৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!! *জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে❤️
Tumblr media
0 notes
mdkhyrul · 1 month ago
Text
একদিন এক অনিন্দ্যসুন্দরী নারী এক সাদাসিধে কৃষকের সামনে এসে বলল, “আমি তোমাকে বিয়ে করতে চাই।”
নারীর সৌন্দর্যে বিভোর কৃষক তখন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তাকে নিয়ে গেল রেজিস্ট্রির অফিসে।
রেজিস্ট্রার সেই নারীর রূপ দেখে নিজেই ব��ভোর হয়ে পড়ল।
সে বলল, “এই কৃষক তো তোমার যোগ্য নয়, আমি তোমাকে বিয়ে করব!”
তখনই শুরু হলো তর্ক-বিতর্ক।
বিবাদের সুর চড়তে চড়তে তারা হাজির হলো আদালতে।
বিচারক নারীর দিকে তাকিয়ে রীতিমতো হতবাক।
বললেন, “তোমরা কেউই তার যোগ্য নও। আমিই তার যোগ্য বর!”
তিন পুরুষ—কৃষক, রেজিস্ট্রার, বিচারক—তখন নারীর দিকে চেয়েই রয়ে গেল।
নারী বলল, “যে আমাকে দৌড়ে ধরে ফেলতে পারবে, আমি তাকেই বিয়ে করব।”
এই শর্তে শুরু হলো এক অসীম দৌড়।
দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত কৃষক ধ্বসে পড়ে।
রেজিস্ট্রার তার কিছু দূর গিয়েই প্রাণ হারায়।
অবশেষে একা থেকে যায় বিচারক।
তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, “এখন তো আর কেউ বাকি নেই, চলো এবার আমরা বিয়ে করি।”
নারী তখনো শান্তভাবে বলে, “তোমাকেও আমাকে দৌড়ে ধরতে হবে।”
বিচারক অবাক হয়ে প্রশ্ন করল, “তুমি কে? কেন এত কিছু?”
নারী হেসে বলল, “আমি এই দুনিয়া। আমার ভিতর আছে মোহ, লালসা আর এক মায়াবী জ্বলজ্বলে মোড়ক।
যে আমার পেছনে দৌড়াবে, সে এভাবেই হারিয়ে যাবে… কিছুই পাবে না।”
জীবনের আসল শিক্ষা এখানেই—
এই পৃথিবীর চাকচিক্য, মোহ ও প্রলোভন যতই সুন্দর হোক না কেন,
তাতে ডুবে গেলে শেষ পর্যন্ত কিছুই থাকে না…
শুধু ফাঁকা হাত আর নিঃশেষ হওয়া জীবন।
হে সৃষ্টিকর্তা, আমাদের সেই পর্যন্ত বাঁচিয়ে রেখো
যতদিন আমাদের বেঁচে থাকাটা কল্যাণকর।
আর মৃত্যু এনে দিও, যখন তা হবে শান্তিময় ও কল্যাণের পথ।
#everyonefollowers
শুভেচ্ছা রইলো❣️❣️❣️
One day, a beautiful woman came to a simple farmer and said, “I want to marry you.”
The farmer, captivated by the woman’s beauty, immediately decided to take her to the registry office.
The registrar was himself amazed by the woman’s appearance.
He said, “This farmer is not worthy of you, I will marry you!”
Immediately, the argument began.
With the tone of the argument rising, they appeared in court.
The judge looked at the woman in shock.
He said, “None of you are worthy of her. I am her worthy groom!”
The three men—the farmer, the registrar, and the judge—then stared at the woman.
The woman said, “I will marry the one who can catch me running.”
With this condition, an endless race began.
While running, the tired farmer collapsed.
The registrar died a short distance away.
Finally, the judge was left alone.
He gasped, “Now there is no one left, let’s get married now.”
The woman still said calmly, “You also have to run after me.”
The judge asked in surprise, “Who are you? Why so much?”
The woman smiled and said, “I am this world. I have delusion, lust, and a magical, shining envelope inside me.
Whoever runs after me will be lost like this… will get nothing.”
The real lesson of life is here—
No matter how beautiful the glitter, delusion, and temptation of this world are,
if you drown in it, in the end there is nothing left…
Only empty hands and a wasted life.
O Creator, keep us alive
As long as it is beneficial for us to live.
And bring us death, when it will be a peaceful and beneficial path.
#everyonefollowers
Best wishes❣️❣️❣️
0 notes
mdkhyrul · 1 month ago
Text
Tumblr media
3 notes · View notes