Tumgik
raffsani · 2 years
Text
Nasek nasek ❤️❤️❤️❤️
4 notes · View notes
raffsani · 3 years
Text
https://vm.tiktok.com/ZSJvb5173/
0 notes
raffsani · 4 years
Text
Tumblr media
1 note · View note
raffsani · 7 years
Text
নিরুদ্দেশ
তোমায় ব্যাখ্যা করবো তাই, কলম হাতে নিয়ে কোথায় যাই? কাগজে পড়েনা কবিতার কালি, কবিতার ভাষা হারিয়ে ফেলি, সব কিছু ভুলে গিয়ে শুধু তোমার গান গাই। তোমায় ফেলে আজ কোথায় যাই?
নয়তো আমি রবীন্দ্র, নই নজরুল। নই প্রেমের পারদর্শী, নাই বাবরি চুল। কবিতা লিখতে গিয়ে আজ, শত করি ভুল।
ছন্দ মিলে না মাত্রায় বেশ কম, কাটে না তোমার রেশ, ভয়ে ছমছম।
খুশিতে কাঁদি, দুঃখে হাসি, মনে হয় দিয়েছি, জীবন্ত ফাসি।
কখনও হয়ে যাই পাখি, আবার হই, তোমার ঐ দুটি আখি।
তোমার নয়নে নিজেরে পাই, তোমায় ফেলে আজ বলো কোথায় যাই?
0 notes
raffsani · 8 years
Text
ভালবাসি
হাতের তালুতে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া। স্বর্গ যেন সেথায় স্থেয়, চোখ বুজে তাহাতে হারিয়ে যাওয়া অপ্রিয় হাজারো আজ সেথায় প্রিয় আগাম দিনে সাতরায় চারদিক খুশি ছিটিয়ে বেরায় সত্যি ভালোবেসে ফেলা নতুন অনুভূতির অমায়িক খেলা
0 notes
raffsani · 8 years
Text
কল্পনা
পৃথিবী থেকে একটু বাহির বায়ুমন্ডলের কাছে,
বাস করি আমি সেথায় যেথায়, সাদা মেঘেরা আছে।
বাতাসের দোলায় সারাক্ষন নাচি, মন ভোলানো কোনো এক সুরে।
রংধনুর রোলার কোস্টারে চড়ে, আকাশটাকে, দেখি ঘুরে।
চুপটি করে কখনও নামি, এই পৃথিবীরই বুকে
হাসতে হাসতে কখনো কাঁদি, আপন পৃথিবীটার দুঃখে
কখনও গাছের শীর্ষে বসে, মনে হয় আমি রাজা
আর পৃথিবীর সব মানুষ গুলো, আমার তাওয়ায়  ভাজা
ডুব দিয়ে নদীতে আমি, মাছের সাথে করি গল্প
অনুভব করি সমুদ্রোজীবন, সৌন্দর্য তার নয়তো অল্প।
কল্পনাতে অবিশ্বাস্য অনেক কিছুই করি
বাস্তব তার রূপ নেই তবু কল্পনা কেনো ছাড়ি?? :p
0 notes
raffsani · 8 years
Text
দিব্য উন্মথিত
ছেড়া কাগজের মতো পরাধীন
তবে সূর্যের কিরনের মতো প্রখর
ভাঙ্গা কাচের মতো অসহায়
তবুও ফুলের সুবাসে মুখর
পথের ধুলোর মত অস্থির
তবে তপ্ত লাভার মতো ভয়ানক
রাতের আধারের মতো গম্ভীর
তবু অপরূপ তার খনক
পাতার আড়ালে লুকানো কিরণ
পড়লো যখন চোখে
তাকিয়ে দেখি ঐ যে আকাশ
হাতছানি দিয়ে ডাকে
বজ্রপাতের হুঙ্কার দিয়ে
আসবে একদিন জীবনে
ধ্বংস করবে ধরণীকে
তবে পবিত্রতার মরণে।
0 notes
raffsani · 8 years
Text
বৃত্তান্ত
বরষার খনকে তোমায় দেবো মাতিয়ে,
পড়ন্ত বৃষ্টির ফোঁটায়, আমি রবো লুকিয়ে।
চুপি চুপি এসে কিছু বলে যাবো কানে,
পাগল করবো তোমায় ,এই বর্ষারই দিনে।
সূর্যের খিপ্ত আঁচেও পাবে তুমি আমায়;
স্বর্ণালি আলোক রশ্মির সৌন্দর্য যেথায়।
তোমার প্রতিটি পলকে থাকবো আমি,
বাতাসের স্নিগ্ধতায় রবো সারাদিনই
জীবনের কোন মুহূর্তেও তুমি রইবে না একা,
পাশে রবো আমি আর কারো হবে না থাকা।
তোমার পদচিহ্নের উপর থাকবো আমি দাঁড়িয়ে ,
চলবো তোমারই সাথে তালে তাল মিলিয়ে।
দুজন মিলে যাবো একদিন শুখের সেই বাড়িতে,
থাকবে না কষ্ট, রবেনা দুঃখ কোন হাঁড়িতে।
নিজেদের জীবনকে ফুলের মতো সাজিয়ে
দুজন মিলে করবো জয় এই সারা বিশ্বকে
শুখের সেই পবিত্র মোহ চারিদিকে ছড়িয়ে
একদিন করবো জয় নিজেদেরই মৃত্যুকে।
0 notes