Tumgik
saimajebinshreyan · 3 years
Text
আমার সংজ্ঞায় কিছু শব্দের অর্থঃ
তসলিমা নাসরিনের এই উক্তিটা দেখে হুট করে আমার নিজস্ব অভিধানের কিছু শব্দ প্রকাশ করার ইচ্ছে হলো।
Tumblr media
চরিত্রহীনতা- আত্মনিয়ন্ত্রণের প্রচন্ড অভাব। overindulgence ( অতিভোগবাদী প্রবণতা)।
লজ্জাহীনতা - কৃতজ্ঞতাবোধের অভাব।
ভালোবাসা- কম প্রত্যাশা, অধিক ক্ষমাশীলতা।
ঘৃণা- অতি প্রত্যাশা, কম ক্ষমাশীলতা।
ভালোত্ব (Good)- নায্যতার বোধের উপস্থিতি।
মন্দত্ব ( Evil)- ন্যায্যতার অনুপস্থিতি। স্পষ্টভাবে বললে- প্যাথলজিক্যাল স্বার্থপরতা, অকৃতজ্ঞতা ও নিজের থেকে সামান্য দূর্বল পেলেই তার undue advantage ( অনুচিত সুবিধা নেওয়া) নেওয়া।
ইবলিশ শয়তান- চাইল্ড এবিউজার ( সেক্সুয়াল এবং ফিজিক্যাল দুটোই)।
সাহসিকতা - যখন নির্বুদ্ধিতা সফল হয়।
নির্বুদ্ধিতা- যখন সাহসিকতা ফেইল খায়/ বিফলে যায়।
আধুনিকতা- যুক্তিবাদ ও সহনশীলতা।
সভ্যতা- প্রবৃত্তির সাথে যুদ্ধ করে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মানুষের ভোগান্তি কমিয়ে আনা ও ন্যায্যতা প্রতিষ্ঠার প্রক্রিয়া।
উত্তরাধুনিকতা- এম্প্যাথি, অতিসহনশীলতা ও আইলসামীকে অতিগুরুত্ব প্রদানের মাধ্যমে মিডিওক্রিটির জয়জয়কার।
আদর্শবাদ( আইডিয়ালিজম) - আত্মাকে রক্ষা করতে গিয়ে আত্মবিধ্বংসী হয়ে ওঠা।
বাস্তববাদ (প্র‍্যাগমাটিজম) - আত্মকে রক্ষা করতে গিয়ে আত্মাকে খুন করা।
আত্মা- মনন।মস্তিষ্কের জটিল ও ইর‍্যাশনাল চিন্তাপদ্ধতির বহিঃপ্রকাশ- শিল্প, দর্শন,বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি যে কোন ফর্মে।
বুদ্ধিমত্তা- র‍্যাশনাল সিদ্ধান্ত ( যেখানে অতি অবশ্যই মানুষের ইর‍্যাশনালিটিকে ফ্যাক্টর ইন করা হবে, লেম্যান'স টার্মে —আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয় সাধন করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা) ।সেইসাথে জটিল ও সূক্ষ্ম চিন্তাপদ্ধতি।
মেধা- দ্রুত তথ্যকে প্রসেস বা কম্প্রিহেন্ড করার ক্ষমতা, সুবিশাল মেমোরি ক্যাপাসিটি, ও বিভিন্ন তথ্যের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষমতা - অর্থাৎ এই তিনের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়া। অর্থাৎ এই তিন যার যত বেশী সে আমার দৃষ্টিতে তত মেধাবী।
কনট্রারি টু পপুলার ধারনা- মেধার সাথে কোন প্রতিষ্ঠান, যেমন- বুয়েট, অক্সফোর্ড; কোন ডিগ্রী- যেমন - পি এইচ ডি পোস্ট ডক; কিংবা কোন সাবজেক্ট সুপ্রিমেসি- যেমন- দর্শন, বিজ্ঞান বা কলা ইত্যাদির সম্বন্ধ ভুলেও খুঁজিনা। এর সাথে সৃজনশীলতার, প্রবলেম সলভিং এবিলিটি ও বিশ্লেষণের সাথে সম্পর্ক আছে আর কোন কিছুর সাথে নাই।
ভালো স্টুডেন্ট - ভালো পরিক্ষার্থী ও ডিসিপ্লিন্ড শিক্ষার্থী । কোন বিষয়ের প্রতি প্যাশন ও ভালো পরিক্ষার্থী মিউচুয়ালি এক্সক্লুসিভ এমনটা না। তবে ভালো পরীক্ষার্থী, এবং প্যাশনেটলি ইনকুইজিটিভ ( অনুসন্ধিৎসু) শিক্ষাপিপাসু মানুষ এক জিনিসও না।
আশরাফুল মাখলুকাত- প্রচলিত ধারনা অনুযায়ী আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী -মানুষ। যার আয়েশের জন্য অন্য সকল প্রাণীকে সৃষ্টি করা হয়েছে। মানুষসেন্ট্রিক মডেল আরকি।
আমার সংজ্ঞানুযায়ী -বিবর্তনের মেধার দৌড়ে সবচে' বেশী এগিয়ে থাকা প্রজাতি- মানুষ। যে প্রাণীর দ্বায়িত্ব নিজের ও অন্য সকল প্রাণের প্রতি দ্বায়িত্বশীলতা ও রক্ষণাবেক্ষণ এর মনোভাব।
পৌরষত্ব- নিজের সমান বা শক্তিশালীর সাথে যে টেক্কা দেয়।
কাপুরুষ- যে নিজের থেকে দূর্বলকে শোষণ করে বা অত্যাচার করে, আর সমান ও শক্তিশালীদের ত্যালায়ে চলে।
রক্ষণশীল ( কন্সার্ভেটিভ) - ভীতু প্রকৃতির মানুষ, যারা সাধারণত ডিসিপ্লিন্ড হয়।
উদারপন্থী(লিবারেল) - সাহসী ও এডভেঞ্চারাস প্রকৃতির মানুষ, যাদের শৃঙখলার অভাব থাকে।
রাগী মানুষ- এবিউসিভ ব্যক্তিত্বের ধৈর্যহীন মানুষ।
ফ্রী উইল - ( মানুষের সিচুয়েশনকে উপেক্ষা করে) মানুষের থেকে অতি প্রত্যাশা।
ডিটারমিনিজম- মানুষের সিচুয়েশন অতি এম্প্যাথাইজ করতে গিয়ে, মানুষের প্রতি প্রত্যাশাহীনতা ও অভিযোগহীনতা।
সামঞ্জস্যবাদ ( কম্প্যাটিবিলিজম) - অতিপ্রত্যাশা ও অতি এম্প্যাথির মধ্যে সমন্বয় সাধন করা। ( আমার কাছে ডিটারমিনিজম র‍্যাশনাল লাগলেও, ফাংশনাল সেন্সে এটাই বেস্ট)
সাম্যবাদ - প্রতিটা মানুষের প্রতিভার সর্বোচ্চ বিকাশের পরিবেশ সৃষ্টি। এটার সাথে মার্ক্সবাদের সম্বন্ধ নাই।
মনুষ্যত্ব - যা কিছু আমাদের মানুষ বানায় তাই-ই মনুষ্যত্ব, যেখানে- আমাদের কু ও সু প্রবৃত্তি ও সভ্য আচরণ দুটোই অন্তর্ভুক্ত।
জীবন- আমাদের মেমোরী ও কনশাসনেস (চেতনা) যতদিন কাজ করে। অজস্র সম্ভবনা।
মৃত্যু- সম্ভাবনার পরিসমাপ্তি। আমাদের মেমোরি কিংবা চেতনা যখন কাজ করা বন্ধ করে দেয়।
সুন্দর - যা চোখে মানানসই লাগে। এটা সাব্জেক্টিভ।
যেটা ভালো লাগে, সেটা নার্সিসিস্টিক, সাইকোপ্যাথিক,ম্যাকিয়েভেলিয়ান যেমনই হোক, সেটা পুল অফ করতে পারলেই আমার কাছে সেটা সুন্দর। যেমন- কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা।
কুৎসিত- যা আমার চোখে মানানসই লাগেনা। এটাও সাব্জেক্টিভ।
মানসিক সুস্থতা - এবসোলিউট মিডিওক্রিটি।
ভাষা- ভাব প্রকাশের ধরণ ও মাধ্যম।
তরুণ - অমিত সম্ভাবনাময় ও প্রাণবন্ত, পরিবর্তনকে আমন্ত্রণ জানায়।
বৃদ্ধ - স্বল্প সম্ভাবনা থাকলেও থাকতে পারে, প্রাণহীন ও গোমড়া, পরিবর্তনের ঘোরতর বিরোধী।
ফাংশনাল - যা ব্যবহারিক, প্রায়োগিক ও বাস্তব।
2 notes · View notes