Tumgik
sangbadprotidinbd · 3 years
Quote
শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তুলে দিচ্ছেন অতিথিরানাঈম আলী, কমলগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ বদরুন নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত মাস্ক বিতরণ, দোয়া মাহফিল ও ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) সভাপতি মোঃ নূরউদ্দিন, ৫নং ওয়ার্ড আ'লীগ সভাপতি আব্দুল হামিদ কালা, আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি শাব্বির এলাহি,  আদমপুর ইউপি যুবলীগের যুগ্ম সম্পাদক এএসএম কাইয়ুম, আদমপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ঔষধি গাছের চারা বিতরণ করা হয়৷ 
http://www.sangbadprotidin.live/2021/09/blog-post.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নাঈম আলী, কমলগঞ্জ: সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা, কবিতা প্রতিযোগিতা, আলোচনা সভা  এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ই আগস্ট) সকালে সংস্থার নয়াপত্তনস্থ কার্যালয়ে অর্ধনিমিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মানপ্রদর্শন পূর্বক দিনব্যাপী নানান কার্যক্রমের সূচনা করা হয়। তারপর শিশুদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় একে বাংলা স্কুলের শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় ও প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে ১৫ আগস্ট  হত্যা করে ঘাতকরা। ওই সময়ে দেশের বাইরে থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উনার বোন শেখ রেহানা বেঁচে যান। আজকে শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু নেই তবে তার পথপ্রদর্শক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন বক্তারা। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং বৃক্ষরোপনের মাধ্যমে দিনটির পরিসমাপ্ত ঘটে। 
http://www.sangbadprotidin.live/2021/08/blog-post_15.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নাঈম আলী, কমলগঞ্জ: “খাদ্য ব্যবস্থার রূপান্তর, মানুষের জন্য যুব উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির এর আয়ােজনে অফিস হলরুমে এ দিবস পালন করা হয়। আল মবিন জাকির এর সঞ্চালনায় ও প্রজেক্ট ও প্রকল্প ম্যানেজার রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, যুবরা সমাজের প্রাণ শক্তি। একমাত্র যুবকরাই পারে সমাজকে উন্নয়নে উচ্চ শিখরে পৌঁছে দিতে। বর্তমানে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ সমাজের উপকারে যুবকদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই মহামারী মোকাবেলা করা সম্ভব।  পরে যুবদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়। 
http://www.sangbadprotidin.live/2021/08/blog-post.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন মূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি'র কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কভিড-১৯ রেসস্পন্স প্রোগ্রাম-১ আওতায় অসহায় ১১৯৯ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ই মে) সকাল ১০ টায় নয়াপত্তনস্থ কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদাল হোসেন। ১১৯৯ টি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম হুইল পাউডার এবং একটি এন্টিসেপ্টিক সাবান বিতরণ করা হয়। 
http://www.sangbadprotidin.live/2021/05/blog-post.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
সুমন হত্যা মামলায় ধৃর্ত বিশ্বজিৎ ও সঞ্জিতনাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে পূর্ব বিরােধের জের ধরে সুমন গােয়ালা (৩২) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযােগে চাচাতাে দুই ভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিহত সুমন গােয়ালার ভাই সঞ্জয় গােয়ালা বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে তাদের দুইজনকে আটক করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের মাধবপুরে চা বাগান থেকে তাদের আটক করা হয়। ঘটনার পরপরই তারা পালিয়ে চা বাগানে গিয়ে আত্মগােপন করেছিল। এর আগে মঙ্গলবার বিকালে চাম্পারায় চা বাগানের ২৫ নং সেকশনে পূর্ব বিরােধের জেরে সুমন গােয়ালাকে তার চাচা ও চাচাতাে দুই ভাই মিলে দা ও কোড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পালানোর কয়েক ঘন্টার ভেতর বুধবার (২৮ এপ্রিল) ভােরে ভগ্নীপতির বাড়ি থেকে দুজনকে আটক করা হয়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সােহেল রানার নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এএসআই আনিছুর রহমান, অফিসার হামিদসহ পুলিশের একটি টিম হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ার বৈকুণ্ঠপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভগ্নীপতি দিপক গোয়ালার বাড়ি থেকে পলাতক তিন হত্যাকারীর মধ্যে দুই সহােদর বিশ্বজিৎ ও সঞ্জিত গোয়ালাকে আটক করা হয়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, আটক দুই আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মামলার অন্য আসামীদেরও আটকের চেষ্টা চলছে৷ 
http://www.sangbadprotidin.live/2021/04/blog-post_75.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নিহত সুমন গোয়ালানাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা-বাগানে এক চা-শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযােগ উঠেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল বেলায় চা-বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সােমবার আম পাড়া নিয়ে চাম্পারায় চা-বাগানের সুমন গােয়ালার সঙ্গে তার চাচা মনােহর গােয়ালা ও তার ছেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় সুমন গােয়ালা মঙ্গলবার চা-বাগান অফিসে গিয়ে বিচারপ্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে মনােহর গােয়ালা ও তার দুই ছেলে বিশ্বজিৎ গােয়ালা ও সঞ্চিত গােয়ালা একা পেয়ে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে সুমন গােয়ালাকে (৩২) জখম করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ও ওসি তদন্ত সােহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপাের্ট তৈরি করেন। নিহত সুমন গােয়ালা চাম্পরায় চা-বাগানের বড় লাইনের চা-শ্রমিক সাধু গােয়ালার ছেলে। এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, পূর্ববিরােধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত তাদের পারিবারিক বিরােধ ছিল। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সােহেল রানা বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
http://www.sangbadprotidin.live/2021/04/blog-post_28.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চলছেসংবাদ প্রতিদিন ডেস্ক:বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাস্থ আদমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭শে এপ্রিল) আদমপুর বাজার দক্ষিণ চৌমুহনী আড্ডা ক্যাফেতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা, আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মসদ্দর আলী, সহ সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবুল কাহের অশ্রু, যুবদল নেতা বাবলু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জুয়েল, সম্পাদক তুহিন উদ্দিন, ছাত্রদল নেতা রাসেল আহমদ, ফাহিম আহমেদ, মাসুম মাহমুদ সিয়াম, মিলন আহমেদ, আবু তালহা, ওয়াজেদ আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ। 
http://www.sangbadprotidin.live/2021/04/blog-post_27.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা খাসিয়া পুঞ্জির পানজুমে প্রবেশ করে পুঞ্জির এক খাসিয়া যুবককে ধরে নিয়ে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে প্রথম একদফা মারপিট করা হয়। পরে আবার তার হাত-পা বেঁধে নিয়ে কুরমা বনবিট কার্যালয়ের একটি অন্ধকার কক্ষে আটকিয়ে রেখে অমানসিক নির্যাতন করা হয়। বিকেলে পানপুঞ্জির সহকারী হেডম্যান একটি মুচলেখায় স্বাক্ষর দিয়ে আহত যুবকে ছাড়িয়ে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতিত যুবক কুরমা পান পুঞ্জির রিয়াং খংলার ছেলে ফরমি সুছিয়াং (২৮)। নির্যাতিত ফরমি সুছিয়াং আবার ফরেষ্ট ভিলেজার। কুরমা বনবিটের বনকর্মীরা এ নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১টায় এ ঘটনাটি ঘটে। নির্যাতিত ফরেস্ট ভিলেজার আজ বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানায়, মঙ্গলবার বেলা ১টায় কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে কুরমা বনবিটের নব নিযুক্ত বিট কর্মকর্তা রাজ্জাক আহমেদসহ বনকর্মীরা পান জুমের ভেতর প্রবেশ করেন। করোনাকালে পানজুম এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না বলে এসময় পুঞ্জির যুবক ফরমি সুছিয়াং তাদের প্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে বনপ্রহরী জহির মিয়া, বনপ্রহরী ফুরকান মিয়া ও নতুন বনবিট কর্মকর্তা রাজ্জাক আহমেদসহ ৪/৫ জন মিলে ফরমি সুছিয়াংকে ধরে নিয়ে লাঠি দিয়ে পেটায়। পরে আবার তার হাত-পা বেধে নিয়ে কুরমা বনবিটের একটি অন্ধকার কক্ষে আটকিয়ে রেখে অমানসিক নির্যাতন করে। ঘটনাটি দেখে দুটি শিশু কুরমা খাসিয়া পুঞ্জিতে খবর দিলে নির্যাতিত যুবকটির মামা ডালিম সুছিয়াং ও পুঞ্জির সহকারি মান্রী ছারলেস সু:ঙ এসে মঙ্গলবার বিকালে কুরমা বনবিট থেকে একটি মুচলেখায় স্বাক্ষর দিয়ে আহত ফরমি সুছিয়াংকে ছাড়িয়ে নিয়ে পুঞ্জিতে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তাকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কুরমা খাসিয়া পুঞ্জির সহকারী মান্রী ছারলেস সু:ঙ মুঠোফোনে বলেন, ‘তারা বনের জমিতে ফরেস্ট ভিলেজার হিসেবে বসবাস করে পান চাষ করেন। তাদের যুবক যদি কোন অপরাধ করে থাকে তা হলে তার বিচার করা যেত। এভাবে বনে প্রথম দফা মারপিট করে আবার বনবিটে নিয়ে একটি অন্ধকার কক্ষে হাত-পা বেঁধে নির্যাতন করা উচিত হয়নি।’ ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এভাবে কাউকে মারপিট করা ঠিক হয়নি। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘যুবকটি বনের গাছ গাছালি ছাটাই করছিল। এজন্য তাকে শাসন করা হয়েছে। তবে মুচলেকা সম্পর্কে তিনি কিছুই বলেননি।’ খাসিয়া মন্ত্রীদের, সংগঠন ‘খাসি সোশ্যাল কাউন্সিল’র সভাপতি মাগুরছড়া পুঞ্জির মান্রী, জিডিসন প্রধান সুছিয়াং বলেন, এভাবে কাউকে হাত-পা বেঁধে মারধর করা ঠিক হয়নি। তিনি এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান। সাথে সাথে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারও দাবি করেন তি
http://www.sangbadprotidin.live/2021/04/blog-post_21.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
সংবাদ প্রতিদিন ডেস্ক:সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করেছেন সার্চ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খাঁন রেজাউল ইসলাম রেজা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সার্চ সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর এ কে মিলন আহমেদ এর সুপারিশক্রমে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার এস এম ওয়াহিদুল ইসলামকে সভাপতি ও তুহিনুর রহমান শাহজাহান সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব কে দিয়ে ৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. এনামুল হক এনাম, সহ সভাপতি রোটারিয়ান নিজাম উদ্দিন, সহ সভাপতি মো. ইদ্রিস আহমদ চৌধুরী, সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি মোহন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সোহেল, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তোফায়েল আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মো. আজাদ মিয়া, দপ্তর সম্পাদক আক্তার সাদিক, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক সানোয়ার হোসেন তাহমিদ, মহিলা সম্পাদিকা আখি আক্তার, সহ মহিলা সম্পাদিকা নুরুন্নাহার আক্তার মীম, সাংস্কৃতিক বিষয়ক কামরুল ইসলাম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরান হোসাইন, ক্রীড়া সম্পাদক সাইয়েদ আহমদ সামাদ, সহ ক্রীড়া সম্পাদক লিজান আহমদ, নির্বাহী সদস্য মো. বক্কর মিয়া প্রমুখ।কমিটি অনুমোদনের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদ্য ঘোষিত সিলেট জেলা কমিটির সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম নবগঠিত সিলেট জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি খাঁন রেজাউল ইসলাম রেজা, ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী হুসনা হুদা ও সিলেট বিভাগীয় কো অর্ডিনেটর একে মিলন আহমেদকে আন্তরিক কৃকজ্ঞতা ও অভিনন্দন জানান।
http://www.sangbadprotidin.live/2021/04/blog-post_18.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
সংবাদ প্রতিদিন ডেস্ক:সুনামগঞ্জের ধর্মপাশা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. খালেদ চৌধুরী। রোববার (১১ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ সুপার মিজানুর রহমান এক আদেশে তাকে ধর্মপাশা থানায় বদলি করেন। পুলিশ সুপার নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। মোঃ খালেদ চৌধুরী এর আগে ফেঞ্চুগঞ্জ থানায় ওসি তদন্ত হিসেবে কাজ করেছেন। হেফাজতে ইসলামের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের এক নেতাকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে হেনস্থার ঘটনায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
http://www.sangbadprotidin.live/2021/04/Dhormopasha-thanay-.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
সংবাদ প্রতিদিন ডেস্ক:  মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের আন্ডারগ্রাউন্ডের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি মাে. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মাে. হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক পৌর মেয়র মাে. জুয়েল আহমদ, কাউন্সিলর গােলাম মুগ্নী মুহিত, জসিম উদ্দিন শাকিল, পৌরসভার প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, কবি শহীদ শাগ্নিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, সভাপতি বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, সম্পাদক মােস্তাফিজুর রহমানসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সরকারি-বেসরকারি সহযােগিতা ও দেশ-বিদেশের বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযােগিতায় এ ঢালাই সম্পন্ন করা হচ্ছে।
http://www.sangbadprotidin.live/2021/04/blog-post.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাধীনতার সূবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি'র আয়ােজনে কমলগঞ্জ উপজেলার আদমপুর নয়াপত্তনস্থ কার্যালয়ে যথাযােগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলােচনা সভায় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও প্রকল্প ব্যাবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের শিক্ষক আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, একাডেমিক কাউন্সিল সভাপতি শাপলা বেগম, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ সহ উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযােগীতা কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত পরিবেশন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
http://www.sangbadprotidin.live/2021/03/blog-post_26.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন মূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের সন্ধ্যাকালে নির্বিগ্নে পড়াশোনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে সোলার ল্যান্টেন বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷ বুধবার (২৪ মার্চ) বেলা ১২ ঘটিকায় কনফারেন্স হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও প্রকল্প ব্যাবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র কুমার সিংহ, সাংবাদিক এম এ হামিদ, পিন্টু দেবনাথ, নাঈম আলী, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ সহ গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির সকল কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগী শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের প্রকল্প ব্যাবস্থাপক রোমিও রতন গমেজ বলেন- গুড নেইবারস বাংলাদেশ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য এবং তাদের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করছে। কারণ আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে অধিকার ও মূল্যায়ন করতে হবে। তিনি আরো বলেন, আদমপুর ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের ৩ হাজার শিক্ষার্থীদের বিদ্যুৎ চলে গেলেও অন্ধকারে সোলার লাইট জ্বালিয়ে লেখাপড়া করতে পারবে। এই লাইটগুলো সরাসরি কুরিয়ার স্যামস্যাং কোম্পানি থেকে আসে। সৌর থেকে চার্জ হয়। যা ৭ ঘন্টা পর্যন্ত থাকে। এরপর গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির একে বাংলা স্কুলের ১০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ল্যাম্প বিতরণ করা হয় এবং আলো জ্বলার নিয়ম শিখিয়ে দেয়া হয়৷ 
http://www.sangbadprotidin.live/2021/03/blog-post_24.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন মূলক সংস্থা গুডনেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে শিশুদের স্বপ্ন পূরণ ও শিশুদের নতুন কিছু হওয়ার স্বপ্ন দেখানোর উদ্দেশ্যে "আমি হতে চাই" ইভেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টায় একে বাংলা স্কুল প্রাঙ্গনে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও প্রকল্প ব্যাবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং আদমপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন। মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের প্রকল্প ব্যাবস্থাপক রোমিও রতন গমেজ বলেন, প্রত্যেকেরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে এবং প্রতিটি শিশুই স্বপ্ন দেখে সে তার জীবনে কি হতে চায়। গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজর সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) শিশুদের অধিকার রক্ষায় এবং শিশুদের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ, এডমিন অফিসার অজয় কুমার দে, হেলথ অফিসার ইমরান হোসেন সরকার, আই জি অফিসার রবিন্দ্রনাথ শীল এবং অন্যান্য স্টাফবৃন্দ। এসময় বক্তারা আরোও বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। তাই শিশুদের প্রতি আমাদের বেশি যত্নশীল হতে হবে। তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে হবে। এখন শুধু স্বপ্ন দেখলে হবে না সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। পরে শিশুরা ভবিষ্যতে কি হতে চাই তা ব্যক্ত করেন, তাদের স্বপ্নগুলো বোর্ডে লিখেন এবং তাদের স্বপ্নগুলো ড্রনিং এর মাধ্যমে ফুটিয়ে তুলা হয়। 
http://www.sangbadprotidin.live/2021/03/blog-post_23.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
সংবাদ প্রতিদিন ডেস্ক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটেী কীন ব্রীজের পাশে উদীয়মান চিত্রশিল্পিদের নিয়ে তৈরি 'প্রকৃতির রূপ অন্বেষণ' আর্ট ক্যাম্পের আয়োজন করে। (বুধবার) ১৭ই মার্চ সকাল ১০ ঘটিকায় আর্ট ক্যাম্পটি রং তুলির মাধ্যমে শুভ উদ্বোধন করেন সিলেট আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব 'অরবিন্দ দাস গুপ্ত'। এসময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হ্যারল্ড রসিদ, ইসমাইল গণি হিমন, অমলেশ রায়। এছাড়াও আরো উপস্থিত ছিলে উদীয়মান চিত্রশিল্পিরা। আর্ট ক্যাম্পে উপস্থিত সকল অতিথি ও চিত্রশিল্পিদের একটি প্রত্যাশা সরকার যেন সিলেট বিভাগে একটি চারুকলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন।
http://www.sangbadprotidin.live/2021/03/blog-post_38.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
নাঈম আলী, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বেসরকারী আর্ন্তজাতিক উন্নয়ন মূলক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় নয়াপত্তনস্থ একে বাংলা স্কুল হলরুমে দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও প্রকল্প ব্যাবস্থাপক রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন একাডেমিক কাউন্সিল সভাপতি শাপলা বেগম, প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৌরচন্দ্র বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
http://www.sangbadprotidin.live/2021/03/blog-post_0.html
0 notes
sangbadprotidinbd · 3 years
Quote
সংবাদ প্রতিদিন ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উসমান আলী ইসলামীয়া দাখিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় মাদরাসা হলরুমে মাদরাসা সুপার আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমান আলী ইসলামীয়া দাখিল মাদরাসার দাতা সদস্য ও এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক একে এম আব্দুস সালাম। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সদস্য সাংবাদিক নাঈম আলী সহ মাদরাসার সকল শিক্ষক ও স্টাফবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রূহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ৷ 
http://www.sangbadprotidin.live/2021/03/blog-post_17.html
0 notes