Tumgik
#আইটি সেক্টরে চাকরি
banglakhobor · 9 months
Text
কমছে চাকরির সুযোগ! ঘোর 'সঙ্কট' IT সেক্টরে, ভেসে থেকে আসছে খারাপ খবর
নিউ দিল্লি: দেশে সর্বাধিক সংখ্যক চাকরি প্রদানকারী আইটি সেক্টরগুলি বর্তমানে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রয়েছে। গত এক বছর ধরে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলো ছাঁটাই ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। ভবিষ্যতেও এর প্রভাব পড়তে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইটি কোম্পানিগুলো চলতি আর্থিক বছরে নিয়োগ অনেক কমিয়েছে এবং ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,…
View On WordPress
0 notes
topnews24online · 3 years
Text
অষ্টম শ্রেণি ফেল এই যুবক ২২ বছরেই কোটিপতি
অষ্টম শ্রেণি ফেল এই যুবক ২২ বছরেই কোটিপতি
টপ নিউজ ডেস্ক :  একজন মানুষ কত বছর বয়সে সফল হন কিংবা নিজের পায়ে দাঁড়ান? ২৫, ২৮ বা ৩০? ঠিকই তো, ৩০ বছর তো লাগতেই পারে। আগে গ্র্যাজুয়েশন শেষ করো, তারপর না হয় চাকরি-বাকরি, সব মিলিয়ে ৩০ তো লেগেই যায়। তবে যদি বলি  অষ্টম শ্রেণি ফেল একটি ছেলে ২২ বছর বয়সেই কোটিপতি হয়ে বসে আছেন।  তাও আবার যেন-তেন ব্যবসা নয়, রীতিমতো রাজত্ব করছেন আইটি সেক্টরে। অল্প বয়সী এই মিলিয়নিয়ার নাম তৃষিত অরোরা। ক্লাস এইট…
Tumblr media
View On WordPress
0 notes
shahideal · 3 years
Photo
Tumblr media
নববর্ষের গুড নিউজ: গুজরাটের আইটি সেক্টরে आगामी-৮ মাসের মধ্যে ৩৫ হাজার বেশি কর্মসংস্থান রয়েছে হিন্দি সংবাদ ব্যবসায় গুজরাতের সংবাদ আপডেটে আইটি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি; আটমাসে 35 হাজারেরও বেশি শূন্যপদ বিজ্ঞাপনগুলি কি ঘটন?
0 notes
enewsz · 4 years
Text
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মঘাতী এক অনুরাগী
Tumblr media
বলিউডের এইপ্রণোচ্ছ্বল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। শোকাহত তাঁর সমস্ত ফ্যানেরাও। কারণ এই সবে কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন। অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে তাঁরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হুগলি জেলার উত্তরপাড়ায়, গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই অনুরাগী। উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছরের তরুণী, অরুন্ধতী দাস। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরি চলে গিয়েছিল। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। ১৪ ই জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান এবং গত ১৬ ই জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন- ‘তুমি রবে নীরবে’। অভিনেতার মৃত্যু তাঁকে ভিতর থেকে নাড়া দিয়েছিল অনেকটাই।  বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে  স্নান করতে যায় অরুন্ধতী।  কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বেরোননি। বাড়ির লোক ডাকাডাকি করেও কোনও সাড়া পায় নি। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর দরজা ভেঙে দেখা যায় শৌচালয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দূর্ভাগ্যবশত তরুণীটিকে বাঁচানো যায় নি। পরে জানা যায়, ব্যক্তিগত জীবনে সুখ ছিল না অরুন্ধতীর।  বছর চারেক আগে বিয়ে হয় কিন্তু ২ বছরের বেশি সংসার করতে পারেননি। বছর দুই আগে বিচ্ছেদ হয় তাঁর। এর উপর লকডাউনে কাজ হারানোর হতাশা তিনি নিতে পারেননি। যদিও হতাশায় একেবারে চুপচাপ হয়ে যাননি তিনি। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় তাঁর। তিনিও মেয়ের আচরণে অন্য রকম কিছু লক্ষ্য করেননি। অরুন্ধতী এই পথ কেন বেছে Read the full article
0 notes
nazmulahmednoyon · 5 years
Text
আর্টিকলটি NDTV খবর থেকে নেওয়া, রিপোর্ট করেছে Ravish Kumar
আইটি সেক্টর একসময় খুব ভালো অবস্থা ছিল। পাশ করার সাথে সাথে অনেকেই চাকরি পেয়েছে। এক সময় জব ফিল্ডে এই সাবজেক্টের খুব ডিমান্ড থাকার কারণে প্রচুর পরিমাণে প্রাইভেট ইউনিভার্সিটির সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমানে যা অবস্থা চাকরি পাওয়ার চেয়ে চাকরি ছাঁটাই হচ্ছে বেশি। একমাত্র আইটি সেক্টরে এমন একটা সেক্টর যেখানে সবসময় দেখবেন তরুণদেরকে লোভ দেখানো হয়। কিন্তু তারা জানে না যে কিছুদিন পর কারণে-অকারণে আইটি সেক্টরে সবচেয়ে বেশি ছাঁটাই করা হয়। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রিকা বা ম্যাগাজিন ছাঁটাইয়ের খবর বেশি বেশি করে আসছে। আইটি বাজারে এমন কি ঘটছে যে এত বেশি ছাটাই হচ্ছে? আইটি সেক্টরে একটা অন্ধকার দিক আছে। সবাই এই অন্ধকার দিকটা লুকায় রাখতে চায়। সহজে বলতে চায় না বা বলার মত সাহস রাখে না। কারণ সবাই তখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে। লোভনীয় technology নিয়ে পড়ালেখার সুযোগ অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মত। এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভারসিটি গড়ে উঠেছে। এবং তারা এই বিষয়টার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ টাকা আয় করছে বা ব্যবসা করছে। আর স্টুডেন্টরা না বুঝেই লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অনেক আশা নিয়ে পড়ালেখা করছে। দেখবেন ৮ম সেমিস্টার স্টুডেন্টরা সবচেয়ে বেশি লাফালাফি করে।   কিন্তু বাস্তবতা হলো যাদের লবিং নাই, পরিচিত বড় ভাই নাই, তারা  বেকার বসে থাকছে বা বিভিন্ন জায়গায় নতুন করে ট্রেনিং এবং সার্টিফিকেশন করছে। আরো টাকা খরচ করছে ভাল একটা চাকরি পাওয়ার জন্য়। অনেকে বড় ভাইদের ঘুষ দিয়ে চাকরি পাবার চেষ্টা করছে।     বর্তমানে অন্যান্য সেক্টরে যে অবস্থা, সবাই ভাবে যে আইটিতে আসলেই ভাল বেতনে চাকরি হয়ে যাবে। এটা কয়দিন আগে বাস্তব ছিল। কিন্তু বর্তমানে অবস্থা সম্পূর্ণ বিপরীত। কারণ তারা খুটিনাটি অনেক বিষয় জানে না। পরে কাজ করতে গেলে আটকে যায়।   তাছাড়া ফ্রেশারদেরকে যখন জব দেওয়া হয়। তারা অনেক কাজ করতে পারে না। তখন সিনিয়র এক্সপেরিয়েন্স ভাইয়ের হেল্প লাগে। আর আপনার যদি পরিচিত সিনিয়র এক্সপেরিয়েন্স ভাই না থাকে। প্রেসার দিলে তারা কাজ করতে পারে না। তাই অনেকেই পড়ালেখা শেষ করার পর প্রথম প্রথম হতাশ হয়ে যায়। অনেক কোম্পানি আছে যারা বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে কাজ না করিয়ে বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পছন্দ করে। কারণ তাদেরকে তাড়াতাড়ি প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে কম বেতনে চাকরি দেওয়া যায়। দিন কি দিন সবার বেতন কমে যাচ্ছে। আগে কোন কোম্পানিতে ঢুকলে মোটামুটি বেতন পাওয়া যেত। এখন একদম কম বেতন হতে শুরু করতে হয়। টেস্টিং পিরিয়ডে রাখা হয়। তাই চাকরিজীবিদের সবসময় একটা টেনশন মধ্যে থাকতে হয়। কেউ চাকরি ছাড়লে সে ওই কোম্পানিতে যে বেতন পেত সেটা নতুন কোম্পানিতে আর পায়না। আবার নতুন করে অল্প বেতনে চাকরী করতে হয়। আর যারা একই কোম্পানিতে বছরের পর বছর চাকরি করছে, তাদের বেতন বাড়ানো হয় না। এদিকে দ্রব্যমূল্য, গ্যাস, কারেন্ট, পানির  সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আর তাদের জীবন মান দিন দিন কমে যাচ্ছে। আর একমাত্র আইটির চাকরিতে প্রচন্ড প্রতিযোগিতা, রেষারেষি, politics। বেশিরভাগ সফটওয়্যার কোম্পানিগুলোর প্রফিট মার্জিন কম হওয়ার কারণে তারা সেলারি দিতে পারছে না। কিছু কিছু কোম্পানি আছে যারা এসি চালানো কমায় দিছে, টাকা বাঁচানোর জন্য। আবার কিছু কিছু কোম্পানি আছে তাদের অবস্থা এত খারাপ যে তারা টয়লেট পেপার সরাইয়া দিছে, টাকা বাঁচানোর জন্য। এদিকে আবার পাশ করার পর জব না থাকার কারণে অনেকেই বিভিন্নভাবে সাজেশন দিয়ে থাকেন যে কৃষিকাজ বা মৎস্যচাষ করো। কারণ সেখানে ইনকাম বেশি। কিন্তু আমার কথা হচ্ছে কৃষিকাজে যদি করতে হয় তাহলে এত টাকা-পয়সা খরচ করে পড়ালেখা করার দরকার ছিল কি? টাকাটা পুরাটা waste হয়ে গেল না? এখন যে অবস্থা হাই এডুকেটেড ইঞ্জিনিয়াররা একটা সরকারি পিয়নের চাকরির জন্য লাইনে দাঁড়ায় থাকে। কারণ একটা সরকারি পিয়নের কামাই প্রাইভেট কোম্পানির এক্সিকিউটিভ লেভেলের ইঞ্জিনিয়ার থেকে বেশি।   বিভিন্ন কোম্পানি থেকে বলা হচ্ছে যে যেসব ইঞ্জিনিয়ারিং পাশ করে আসছে তারা চাকরির উপযুক্ত না। তাদেরকে নতুন করে টাকা-পয়সা খরচ করে ট্রেনিং দিতে হয়। তাহলে এসব ইনভারসিটি গুলোতে  লক্ষ লক্ষ টাকা খরচ করে কি শেখানো হচ্ছে? চার বছর ধরে আলতু ফালতু থীয়রিটিক্যাল বা কম্পিউটার ইতিহাস পড়ায় লাভ কি? তারা ফিউচার টেকনোলজি সম্পর্কে ভাল ধারনা পাচ্ছে না, ভাল টিচার পাচ্ছে না।   আর কম্পিউটার ইন্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে থীয়রিটিক্যাল বিষয়ে এত বেশি চাপ দেওয়া হচ্ছে যে সারাদিন মুখস্থ করতেই তাদের সময় চলে যায়, কার্রিকুলাম একটিভিটিস বাহিরে যে তারা কিছু শিখবে তার কোন উপায় নেই।   আইটি সেক্টরে ঘন হারে চাকরি ছাটাইয়ের কারণে অনেকে ইউনিয়ন করার প্রস্তাব দিচ্ছে। কারণ আইটি সেক্টরের চাকরি যারা করে তাদের চাকরির পাশাপাশি নিজেদেরকে বারবার সময়ের সাথে সাথে আপডেট হতে হয়। যা কতটা painful সেটা যারা চাকরি করে তারাই বুঝে। বেতনের সব টাকা ট্রেনিংএর পিছনেই চলে যায়। এত পড়ালেখা অন্য কোন সাবজেক্টে নেই। কিন্তু কোম্পানিগুলো সে গুলো বুঝতে চায় না। তারা মনে করে এমপ্লয়ী নিজেদেরকে আপডেট করলেই বেতন চাবে বা অন্য কোথাও চলে যাবে। এজন্য তারা কোন সময় দিতে চায় না।   এখন থেকে মানে ২০১৮ পর থেকে প্রতি বছরই লাখ লাখ আইটি ইঞ্জিনিয়ার চাকরিজীবীকেে ছাঁটাই করা হবে এবং ৩৫ বছরের উপরে যাদের বয়স তাদেরকে বেশি করে ছাটাই করা হবে। সবচেয়ে বেশি ছাঁটাই করা হবে সিনিয়র ইঞ্জিনিয়ারদের যাদের বেতন অনেক বেশি। বিদেশি বিভিন্ন কোম্পানিগুলো তাদের portability নিয়ে চিন্তা করছে। তারা তাদের বিজনেস প্রসেস আউটসোর্সিং করছে ঠিকই   কিন্তু আগের থেকে তাদের রেট অনেক বেশি কমায় দিচ্ছে। তাছাড়া Automation And Robotics আসার কারণে ১০০ জনের কাজ একটা রোবট একাই করে। এই রোবটগুলো মেইনটেইন করতে মানুষের তুলনায় অনেক খরচ কম হয়। বেতন দিতে হয় না। ২৪ ঘন্টা কাজ করতে পারে। Perfectly কাজ করতে পারে। এখন থেকে বুদ্ধিমান রবোটরা  মুহুর্তে সমস্যা সমাধান বের করে কাজ করে ফেলবে। তাদের যেসব ইনফরমেশন জানা দরকার হবে, সেগুলো তারা দ্রত ডাউনলোড করে নেবে। মানুষের মত দিনের পর দিন প্রাকটিস করতে হবে না। যারা এখন স্টুডেন্ট তাদেরকে সঠিক জিনিসটা জানতে হবে। অভিভাবকদের বাস্তব অবস্থা জানতে হবে। সরকার সাধারণত এগুলো প্রপাগান্ডা হিসেবে চালিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা চাকরি করছে তারাই শুধু এই জিনিসগুলো জানে এবং ফ্যামিলিতে বলার মত সাহস থাকে না। তারা আরো বেশি করে পড়ালেখা করে কিন্তু অফিসে প্রমোশন হয় না। ব্যাংকের আইটি সেক্টরের অবস্থা খুব একটা ভালো না। বেশিরভাগ সময় inhouse আইটি ইঞ্জিনিয়ারদের সেই রকম কোন কাজ থাকে না। ভেন্ডর কোম্পানির আইটি ইঞ্জিনিয়ার এসে সব কাজ করে দিয়ে যায়। Inhouse আইটি ইঞ্জিনিয়ারদেরকে সেখানে খুব একটা অ্যাক্সেস দেওয়া হয় না। নতুন একটা ব্রাঞ্চ খোলার সময় নেটওয়ার্কিং এবং সেটআপ রিলেটেড কিছু কাজ থাকে। তারপর আর সেই রকম কোন কাজ থাকে না। তাই প্রতিটা ব্রাঞ্চ এ ২/১ জন আইটি ইঞ্জিনিয়ারকে রেখে বাকি সবাইকে ছাঁটাই করা হবে। তাছাড়া ব্যাঙ্ক সেক্টরে দিন দিন জটিলতা বাড়ছে। ইন্টারেস্ট রেট কমে যাওয়া এবং ঋণ খেলাপি সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাঙ্কগুলো আর্থিক সংকট মূল কারন। ব্লাক মানি সম্পতি দেখায় ঋণ নেওয়া এবং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকায় ঋণ খেলাপি এখন ওপেন সিক্রেট। যার প্রভাব বেতন স্কেলে এবং রিক্রুটমেন্ট উপরেও পরছে। তাছাড়া Blockchain technology এবং virtual money আসাতে সারা দুনিয়ায় ব্যাঙ্কিং সেক্টর বাতিল হতে বেশি দিন সময় লাগবে না। তখন ব্যাপক সংখ্যায় আইটি ইঞ্জিনিয়ার বেকার হয়ে যাবে। Telecom sector অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। বিভিন্ন ধরনের ফ্রি (VoIP) application আসার কারনে তাদের ব্যবসার অবস্থা এমনিতেই খারাপ। কর্পোরেট জায়ান্টরা ওয়েব কলিং এ ব্যাপক হারে  ইনভেস্ট করছে। তাই বেশির ভাগ সময় দেখবেন দুইটা কর্পোরেট কোম্পানি মিলে একটা কোম্পানি হয়ে যাচ্ছে টিকে থাকার জন্য়। এর ফলে আরো বেশি চাকরি কমে যাবে। আরো বেশি ছাঁটাই হবে।  
0 notes
crime-protidin-blog · 6 years
Text
যুক্তরাষ্ট্রে ৮০ লাখ টাকা বেতনে চাকরি পাচ্ছেন বাংলাদেশিরা
ক্রাইম প্রতিদিন, ডেস্ক : মাত্র চার থেকে ছয় মাসের ট্রেনিং শেষে বছরে ৮০ হাজার থেকে ১ লাখ ডলার বেতনের চাকরি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান পিপলএনটেক এই সুযোগ করে দিচ্ছে।
গত ২৪ মার্চ শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবিতে অনুষ্ঠিত এক সেমিনারে একথা জানানো হয়। ফলে ‘অড জব’ ছেড়ে প্রবাসীরা এখন আইটি সেক্টরে আগ্রহী হয়ে উঠেছেন।
View On WordPress
0 notes
tgn247 · 6 years
Video
youtube
সৌদিতে আকামা পরিবর্তন ছাড়াই কাজের সুযোগ। আকামা পরিবর্তন ছাড়াই আন্তর্জাতিক বিদ্যালয়ে কাজ করা যাবে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের প্রধান সমস্যা কাফালা পদ্ধতি। বাংলাদেশ সরকার কাফালের ব্যবস্থা নিচ্ছে। সৌদি আরবের পুরুষদের জন্য নতুন আইন জারী। বাংলাদেশসহ চার দেশের নারী বিয়েতে সৌদি আরবে নিষেধাজ্ঞা। সৌদিতে চাকরি হারানোর আতঙ্কে প্রবাসী শ্রমিকরা। দেশটির নতুন শ্রম আইন ‘নিতাকত’ প্রণয়ন করা হয়েছে । বাংলাদেশকে নতুন এক সুখবর দিলো সৌদি আরব। দেখুন যে নিয়মে ভিসা পাবে বাংলাদেশিরা !!! বাংলাদেশ-সৌদি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু। আইটি হিসাবরক্ষণ ও ব্যাংক খাতে দক্ষ জনশক্তি নেবে সৌদি । সৌদি প্রবাসীরা এক্ষনি সাবধান হয়ে যান। কার রেন্টাল সেক্টরে প্রবাসী কাজ করলে ২০ হাজার রিয়াল জরিমানা ! আকামা থাকার পরও পুলিশ ধরছে কেন ? সৌদিতে পুলিশ ধরলে বিচলিত না হয়ে কি করতে হবে ভিডিওতে দেখুন। সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা ট্রাফিক হতে সাবধান। ড্রাইভিং করার সময় আপনি ক্যামেরার দিকে লক্ষ্য রাখুন। অবশেষে ৪ মাসের জামিন পেলেন খালেদা জিয়া। আগামীকাল দুপুরে কারাগার থেকে মুক্তি পাবেন খালেদা জিয়া। আমাদের "TGN 24" চ্যানেলটির প্রোগ্রাম যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ❤ ▶ আমাদের সবগুলি ভিডিওর আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ✌ ➽ https://goo.gl/PfWqbY 😍 Our Social Media Links: ========================== ❤ ▶ Facebook: http://ift.tt/2zAy9Qq ❤ ▶ Twitter: https://www.twitter.com/tgn247 ❤ ▶ Blogger: http://ift.tt/2zQV7ni ❤ ▶ Google Plus: http://ift.tt/2igINVT ❤ ▶ Tumblr: http://ift.tt/2zAyans ❤ ▶ Pinterest: http://ift.tt/2zQV7Uk ❤ ▶ Wordpress: http://ift.tt/2zBK2pr My Top Video: ================ বাংলাদেশীদের জন্য বিশাল সুখবর !! ২০১৮ সালের জানুয়ারি থেকেই বিদেশীদের ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি আরব!! https://youtu.be/WRNqWoU1Ux8 প্রবাসী ভাইরা শুনুন প্লিজ !! সৌদিতে নির্ধারিত সময়ে আকামা না করলে ৫০০ রিয়াল জরিমানা গুনতে হবে। https://youtu.be/uaOVvhPZDjw বাংলাদেশ সেনাবাহিনীকে শত্রুদের হাত থেকে উদ্ধার করল পাকিস্তানী সেনাবাহিনী। জাতিসংঘের যুদ্ধে https://youtu.be/zjlXu-zymsc হায় হায় !! বাংলাদেশের গ্যাস লুট করতে জোর করে বঙ্গোপোসাগর দিয়ে ঢুকবে আমেরিকা II গরম খবর https://youtu.be/rSI0ZZdVOQs সৌদি আরবকে করা জবাব দিলো লেবানন । যেকোনো সময় যুদ্ধের সম্ভাবনা !! দেখুন বিস্তারিত https://youtu.be/moa79GWPIvk রুখে দাঁড়াচ্ছে পুরো মুসলিম বিশ্ব সৌদি যুবরাজের বিপক্ষে!! এবার ইরান জবাব দিতে যাচ্ছে সৌদি কে !! https://youtu.be/AAzMC_hvyDI দেখুন কিভাবে সৌদিতে আটক প্রিন্সদের নির্যাতন করছে ! আটক প্রিন্সদের ঝুলিয়ে পিটিয়েছে মার্কিন গুন্ডারা https://youtu.be/gzM_JNfMDe4 আবারো চীন থেকে সাবমেরিন কিনছে বাংলাদেশ, আতংকে ভারত !! Bangladesh SUBMARINE from China | News 24 https://youtu.be/19fYJ4R4dZg প্রবাসী ভাইরা দয়া করে সতর্ক থাকুন !! সৌদি আরবে ধরপাকড় অভিযানে হাজার হাজার বাংলাদেশী প্রবাসী আটক। https://youtu.be/j-cszJMbA7k একি বললো সৌদি আরবের গোয়েন্দা প্রধান !! জেরুজালেম হবে ইসরাইল এর কবর ?? দেখুন বিস্তারিত tgn 24 https://youtu.be/0x-WM6rTA_w My Liked Videos: ================ কল রেকর্ড!! দেখুন নিজের জীবনের বিনিময়ে ১০ নেপালি যাত্রীকে যেভাবে বাঁচিয়েছিলেন বীর নারী পাইলট! https://youtu.be/xurkJeaph68 খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন না! লজ্জা শরম ভেঙ্গে একি বললেন অ্যাটর্নি জেনারেল?? https://youtu.be/7plrKBDG_2M কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস ও ফখরুল!! কিন্তু কেন? জানলে আপনি ও কান্না করে ফেলবেন https://youtu.be/CQnHpq9ANyY আদা পানির এই ভিডিওটি দেখলে আপনি ডাক্তারকে এত টাকা দিবেন না https://youtu.be/_2R2Mgg3BRk প্রধান বিচারপতিকে কঠিন থ্রেট দিলেন খালেদার আইনজীবীরা। থ্রেট দেবেন না, খালেদার আইনজীবীদের প্রধান বিচা https://youtu.be/w5xNYTXBl-4 তখন সবাই চিৎকার করছিল আর দোয়া পড়ছিল:বেঁচে ফেরা বাংলাদেশি !! https://youtu.be/GpamzkI33Xw প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে একি হল আজ? একতরফা শুনানি শুনে রায় দিয়ে বিপাকে প্রধান বিচারপতি ! https://youtu.be/wyuc0rbSFTc নেপাল বিমানবন্দর কতটা ভয়ংকর দেখুন ! মৃত্যুফাঁদ ত্রিভুবন বিমানবন্দর ! দুর্ঘটনার কেন হয় জানুন https://youtu.be/Frt_oQMReUQ একজন নায়ক হয়ে কীভাবে পাড়লেন রিয়াজ, যা এখন পর্যন্ত অন্য কোন নায়ক কল্পনাও করতে পারেনি। https://youtu.be/VIQ54x5sLOY ইতিহাসের দোড়গোড়ায় বাংলাদেশ !! এবার মহাকাশ কাঁপাবে বাংলাদেশের স্যাটেলাইল বঙ্গবন্ধু-1 !! BD Satellite https://youtu.be/ZJIgQJmGScI লন্ডনে যেভাবে কাটছে তারেক রহমানের সময়? দেখুন কতটা মজায় আছেন https://youtu.be/GSlR3odjS1k ----------------------------------------------------- মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের প্রধান সমস্যা কাফালা পদ্ধতি। বাংলাদেশ সরকার কাফালের ব্যবস্থা নিচ্ছে। সৌদি আরবের পুরুষদের জন্য নতুন আইন জারী। বাংলাদেশসহ চার দেশের নারী বিয়েতে সৌদি আরবে নিষেধাজ্ঞা। সৌদিতে চাকরি হারানোর আতঙ্কে প্রবাসী শ্রমিকরা। দেশটির নতুন শ্রম আইন ‘নিতাকত’ প্রণয়ন করা হয়েছে । বাংলাদেশকে নতুন এক সুখবর দিলো সৌদি আরব। দেখুন যে নিয়মে ভিসা পাবে বাংলাদেশিরা !!! বাংলাদেশ-সৌদি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু। আইটি হিসাবরক্ষণ ও ব্যাংক খাতে দক্ষ জনশক্তি নেবে সৌদি ।
0 notes
Photo
Tumblr media
যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বসছে জেলায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর চাকরি মেলা বসছে। ওইদিন সকাল ৯টায় চাকরি মেলার উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মেলায় দিনব্যাপী চলবে সেমিনার ও সিম্পোজিয়াম। মেলায় দেশের ৪০টি বড় বড় আইটি কোম্পানি অংশ নেবে। সেখানে তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেয়া হবে। শনিবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলম। এসময় তার সাথে ছিলেন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এ পার্কে কাজের সুযোগ থাকবে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রি-ল্যাঞ্চিং, কল সেন্টার ও রিচার্স এন্ড ডেভেলপমেন্ট-এ চারটি সেক্টরে দেশ-বিদেশের আইটি (তথ্য ও প্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
0 notes
tatkhonik-blog · 7 years
Photo
Tumblr media
যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বসছে জেলায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর চাকরি মেলা বসছে। ওইদিন সকাল ৯টায় চাকরি মেলার উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মেলায় দিনব্যাপী চলবে সেমিনার ও সিম্পোজিয়াম। মেলায় দেশের ৪০টি বড় বড় আইটি কোম্পানি অংশ নেবে। সেখানে তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেয়া হবে। শনিবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলম। এসময় তার সাথে ছিলেন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এ পার্কে কাজের সুযোগ থাকবে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রি-ল্যাঞ্চিং, কল সেন্টার ও রিচার্স এন্ড ডেভেলপমেন্ট-এ চারটি সেক্টরে দেশ-বিদেশের আইটি (তথ্য ও প্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
0 notes
dailymail24-blog · 7 years
Text
'আইটি সেক্টরে ২০২১ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে'
‘আইটি সেক্টরে ২০২১ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে’
‘আইটি সেক্টরে ২০২১ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে’
আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি সফটওয়্যার পার্কের একটি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এর আগে চাকরি মেলায় বায়োডাটা জমা দিতে সকাল থেকেই সফটওয়্যার পার্কে আসতে শুরু করে তরুণ তরুণীরা। শহরের সব পথ যেন শেষ হয়েছে হাইটেক পার্কে। দুপুর ১২টার মধ্যে অন্তত ২০ হাজার তরুণ…
View On WordPress
0 notes
Photo
Tumblr media
শুরু হচ্ছে স্টাডি অন আইসিটি জব মার্কেট ইন বাংলাদেশের কার্যক্রম বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও চাকরী সন্ধানীদের যথাযথ তথ্যপ্রযুক্তি দক্ষত্য়া উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি চাকরি অনুসন্ধানের ওয়েবপোর্টাল জবসবিডি ডটকমের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু করতে যাচ্ছে ‘স্টাডি অন আইসিটি জব মার্কেট ইন বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম। আজ (২০ আগস্ট) রোববার বিকেল ৩.০০টায় রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এর সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব শ্যাম সুন্দর শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বার এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি আলী আশফাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যানাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভ‚ইয়া ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। প্রধান অতিথর বক্তব্যে শ্যাম সুন্দর শিকদার বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই জরিপ একটি সময়পোযোগী উদ্যোগ। এই জরিপের ফলাফল থেকে আমরা জানতে পারবো বাংলাদেশের আইসিটি খাতে কী পরিমাণ কর্মসংস্থানের প্রয়োজন এবং কোন ধরনের দক্ষতাসম্পন্ন লোকবল প্রয়োজন। জরিপটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না হয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে হওয়া উচিত। কারণ বিশ্বায়নের এই যুগে সারা বিশ্ব পৃথিবী চাকরির জন্য উন্মুক্ত। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের জরিপের উদ্যোগ নেওয়ার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জবসবিডি ডটকমকে সাধুবাদ জানিয়ে শ্যাম সুন্দর শিকদার আরও বলেন, প্রতি বছর আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে হাজার হাজার গ্রাজুয়েট বের হয়, কিন্তু চাকরির বাজারে দক্ষ লোক পাওয়া যায় না। কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে তার কারণও এই জরিপ থেকে উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্যাম সুন্দর শিকদার বলেন, জরিপের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই জরিপের ক্ষেত্রে পারপসিভ স্যামপ্লিংয়ের (purposive sampling) পদ্ধতি অনুসরণ করা হলে ফলাফল সবচেয়ে যৌক্তিক হবে বলে মনে করেন শ্যাম সুন্দর শিকদার। এই জরিপের সঙ্গে এডিবির সম্পৃক্ত হওয়ার আগ্রহের কথা জেনে শ্যাম সুন্দর শিকদার বলেন, এডিবির সম্পৃক্ত হলে এই জরিপ নিঃসন্দেহে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান বলেন, ইদানিং প্রায়ই সবাই একটা কথা বলেন যে, বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম পরিবর্তন করা দরকার, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলেন না, কোন ধরনের পরিবর্তন দরকার। অনেক বিশ্ববিদ্যালয় কোর্স কারিকুলাম পরিবর্তন করতে গিয়েও পারে না, কারণ তাদের হাতে কোনো তথ্য নেই। এই প্রয়োজনীয়তা থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে। মোঃ সবুর খান বলেন, এই জরিপ সফল হলে তারা ক্রমান্বয়ে অন্যান্য বিষয়েও এ ধরনের জরিপের আয়োজন করবেন। এসময় তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই যেন জানতে পারে তার কোন বিষয়ে পড়া উচিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা তারা জানতে পারে না। কারণ তাদের সামনে এমন কোনো তথ্য নেই যা দেখে তারা বুঝবে যে বর্তমানে কর্মক্ষেত্রে কোন বিষয়ের চাহিদা বেশি। মোঃ সবুর খান আরও বলেন, একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরও বেকার থাকে তখন তার দায়ভার গিয়ে পড়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপর। বিশ্ববিদ্যালয় তাকে প্রকৃতভাবে বা যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে পারেনি বলেই তাকে বেকার থাকতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের অপরাধের পর্যায়ে পড়ে। বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে অনেককিছু পড়ানো হয়, যার বেশিরভাগই কর্মক্ষেত্রে কাজে আসে না। এখন সময় এসেছে কর্মক্ষেত্রের উপযোগী করে কোর্সকারিকুলাম প্রণয়ন করা। এই জরিপের মাধ্যমে আমরা জানতে পারব প্রকৃতপক্ষে কোন সেক্টরে কেমন দক্ষ লোকবল প্রয়োজন। কোর্স কারিকুলামে কী কী পরিবর্তন আনা প্রয়োজন সেটাও জানা যাবে। এসময় তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমির সমন্বয়ের প্রতি গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক বলেন, বাংলাদেশের আইটি সেক্টরে বিগত কয়েক বছর ধরে বিপ্লব চলছে। সত্যিকার অর্থেই দেশ ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আইসিটি সেক্টরে প্রচুর কর্মসংস্থানের তৈরি হচ্ছে। কিন্তু আমরা জানিনা, আইটি সেক্টরের কোন অংশে কী পরিমাণ কর্মসংস্থানের প্রয়োজন। অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলো জানে না, তারা যে গ্রাজুয়েট তৈরি করছে তা আদৌ চাকরি বাজারের উপযাগী কি না। এই দুই সেক্টরের তথ্যগত সমন্বয়হীনতা কাটাতে এই জরিপ সাহায্য করবে।
0 notes
melonparvez-blog · 7 years
Photo
Tumblr media
ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ার ১১ ফেব্রুয়ারি মুক্তিনিউজ24.কম ডেস্ক: আইটি সেক্টরে চাকরি খুঁজছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ার ২০১৭। ফেয়ারে অংশ নিতে এবং বাংলাদেশের প্রথম সারির ৫০ টিরও বেশি আইটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে আজই রেজিস্ট্রেশান করুন! অনুষ্ঠানটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প, আর্নস্ট এন্ড ইয়াং, আইবিএ এবং Bikroy.com-এর সহযোগিতায় আয়োজন করবে আইসিটিডিভিশন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর্নস্ট এন্ড ইয়াং, পৃথিবীর অন্যতম বড় একটি পেশাদারী সেবা সংস্থা যেটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সাথে অংশ নিয়ে বিভিন্ন এলআইসিটিপ্রজেক্টের সাথে কাজ করে আসছে। আইটি-আইটিইএস এর এই প্রকল্পে এখন পর্যন্ত ৩০ হাজার জন স্নাতকোত্তরদের উচ্চমানের প্রশিক্ষণ চলছে। ইতিমধ্যে ৫ হাজার জন স্নাতকোত্তর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন এবং আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাগুলো দ্বারা প্রত্যয়িত সার্টিফিকেট অর্জন করেছেন। বিক্রয় ডট কম’র মার্কেটিং ডিরেক্টর মিশা আলী, ‘আইসিটি ডিভিশন, এলআইসিটি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সাথে অংশ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।  আর্নস্ট এন্ড ইয়াং এবং আইবিএ কে তাদের সার্বিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ারের কল্যাণে অনেক যোগ্য আইসিটি পেশাদারী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সেবা প্রদান করতে সক্ষম হবেন।  আমরা আশাবাদী যে, সারা দেশব্যাপী কার্যক্রমের এটা কেবল মাত্র শুরু যা আইসিটি পেশায় আগ্রহীদের উপযুক্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে সহায়তা করবে’। ঢাকা আইটি- আইটিইএস জব ফেয়ারে অংশ নিয়ে আপনার স্বপ্নের চাকরি খুঁজে পেতে রেজিস্ট্রেশন করুন নিম্নের ঠিকানায়: |
0 notes
muktinews24-blog · 7 years
Photo
Tumblr media
ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ার ১১ ফেব্রুয়ারি মুক্তিনিউজ24.কম ডেস্ক: আইটি সেক্টরে চাকরি খুঁজছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ার ২০১৭। ফেয়ারে অংশ নিতে এবং বাংলাদেশের প্রথম সারির ৫০ টিরও বেশি আইটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে আজই রেজিস্ট্রেশান করুন! অনুষ্ঠানটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প, আর্নস্ট এন্ড ইয়াং, আইবিএ এবং Bikroy.com-এর সহযোগিতায় আয়োজন করবে আইসিটিডিভিশন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর্নস্ট এন্ড ইয়াং, পৃথিবীর অন্যতম বড় একটি পেশাদারী সেবা সংস্থা যেটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সাথে অংশ নিয়ে বিভিন্ন এলআইসিটিপ্রজেক্টের সাথে কাজ করে আসছে। আইটি-আইটিইএস এর এই প্রকল্পে এখন পর্যন্ত ৩০ হাজার জন স্নাতকোত্তরদের উচ্চমানের প্রশিক্ষণ চলছে। ইতিমধ্যে ৫ হাজার জন স্নাতকোত্তর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন এবং আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থাগুলো দ্বারা প্রত্যয়িত সার্টিফিকেট অর্জন করেছেন। বিক্রয় ডট কম’র মার্কেটিং ডিরেক্টর মিশা আলী, ‘আইসিটি ডিভিশন, এলআইসিটি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সাথে অংশ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।  আর্নস্ট এন্ড ইয়াং এবং আইবিএ কে তাদের সার্বিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ঢাকা আইটি-আইটিইএস জব ফেয়ারের কল্যাণে অনেক যোগ্য আইসিটি পেশাদারী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সেবা প্রদান করতে সক্ষম হবেন।  আমরা আশাবাদী যে, সারা দেশব্যাপী কার্যক্রমের এটা কেবল মাত্র শুরু যা আইসিটি পেশায় আগ্রহীদের উপযুক্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে সহায়তা করবে’। ঢাকা আইটি- আইটিইএস জব ফেয়ারে অংশ নিয়ে আপনার স্বপ্নের চাকরি খুঁজে পেতে রেজিস্ট্রেশন করুন নিম্নের ঠিকানায়: |
0 notes
tgn247 · 6 years
Video
youtube
সৌদি আরবের পুরুষদের জন্য নতুন আইন জারী। বাংলাদেশসহ চার দেশের নারী বিয়েতে সৌদি আরবে নিষেধাজ্ঞা। সৌদিতে চাকরি হারানোর আতঙ্কে প্রবাসী শ্রমিকরা। দেশটির নতুন শ্রম আইন ‘নিতাকত’ প্রণয়ন করা হয়েছে । বাংলাদেশকে নতুন এক সুখবর দিলো সৌদি আরব। দেখুন যে নিয়মে ভিসা পাবে বাংলাদেশিরা !!! বাংলাদেশ-সৌদি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু। আইটি হিসাবরক্ষণ ও ব্যাংক খাতে দক্ষ জনশক্তি নেবে সৌদি । সৌদি প্রবাসীরা এক্ষনি সাবধান হয়ে যান। কার রেন্টাল সেক্টরে প্রবাসী কাজ করলে ২০ হাজার রিয়াল জরিমানা ! আকামা থাকার পরও পুলিশ ধরছে কেন ? সৌদিতে পুলিশ ধরলে বিচলিত না হয়ে কি করতে হবে ভিডিওতে দেখুন। সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা ট্রাফিক হতে সাবধান। ড্রাইভিং করার সময় আপনি ক্যামেরার দিকে লক্ষ্য রাখুন। অবশেষে ৪ মাসের জামিন পেলেন খালেদা জিয়া। আগামীকাল দুপুরে কারাগার থেকে মুক্তি পাবেন খালেদা জিয়া। সৌদিতে বাংলাদেশিদের চরম হতাশায় দিন কাটছে । সৌদিতে ১৯ পেশায় কাজ বন্ধ হওয়ায় অনেক প্রবাসী না খেয়ে আছে । সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নতুন কুকীর্তি। ৪৮টি অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান কিনবে সৌদি আরব। সৌদিতে বেকার হয়ে পড়ছেন বাংলাদেশি শ্রমিকরা। রিজিকের জন্য এখন সৌদি প্রবাসীরা কি কি করছে দেখুন । বিনা ভিসায় সৌদিতে বসবাসকারী সাবধান। গত ৮ মাসে প্রায় ২ লাখ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি । প্রবাসীদের নিয়ে যুবরাজের নতুন উদ্যোগ। বিদেশী বিনিয়োগকারী আর দক্ষ পেশাজীবিরাই পাবেন সৌদি গ্রীনকার্ড । আমাদের "TGN 24" চ্যানেলটির প্রোগ্রাম যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ❤ ▶ আমাদের সবগুলি ভিডিওর আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ✌ ➽ https://goo.gl/PfWqbY 😍 Our Social Media Links: ========================== ❤ ▶ Facebook: http://ift.tt/2zAy9Qq ❤ ▶ Twitter: https://www.twitter.com/tgn247 ❤ ▶ Blogger: http://ift.tt/2zQV7ni ❤ ▶ Google Plus: http://ift.tt/2igINVT ❤ ▶ Tumblr: http://ift.tt/2zAyans ❤ ▶ Pinterest: http://ift.tt/2zQV7Uk ❤ ▶ Wordpress: http://ift.tt/2zBK2pr My Top Video: ================ বাংলাদেশীদের জন্য বিশাল সুখবর !! ২০১৮ সালের জানুয়ারি থেকেই বিদেশীদের ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি আরব!! https://youtu.be/WRNqWoU1Ux8 প্রবাসী ভাইরা শুনুন প্লিজ !! সৌদিতে নির্ধারিত সময়ে আকামা না করলে ৫০০ রিয়াল জরিমানা গুনতে হবে। https://youtu.be/uaOVvhPZDjw বাংলাদেশ সেনাবাহিনীকে শত্রুদের হাত থেকে উদ্ধার করল পাকিস্তানী সেনাবাহিনী। জাতিসংঘের যুদ্ধে https://youtu.be/zjlXu-zymsc হায় হায় !! বাংলাদেশের গ্যাস লুট করতে জোর করে বঙ্গোপোসাগর দিয়ে ঢুকবে আমেরিকা II গরম খবর https://youtu.be/rSI0ZZdVOQs সৌদি আরবকে করা জবাব দিলো লেবানন । যেকোনো সময় যুদ্ধের সম্ভাবনা !! দেখুন বিস্তারিত https://youtu.be/moa79GWPIvk রুখে দাঁড়াচ্ছে পুরো মুসলিম বিশ্ব সৌদি যুবরাজের বিপক্ষে!! এবার ইরান জবাব দিতে যাচ্ছে সৌদি কে !! https://youtu.be/AAzMC_hvyDI দেখুন কিভাবে সৌদিতে আটক প্রিন্সদের নির্যাতন করছে ! আটক প্রিন্সদের ঝুলিয়ে পিটিয়েছে মার্কিন গুন্ডারা https://youtu.be/gzM_JNfMDe4 আবারো চীন থেকে সাবমেরিন কিনছে বাংলাদেশ, আতংকে ভারত !! Bangladesh SUBMARINE from China | News 24 https://youtu.be/19fYJ4R4dZg প্রবাসী ভাইরা দয়া করে সতর্ক থাকুন !! সৌদি আরবে ধরপাকড় অভিযানে হাজার হাজার বাংলাদেশী প্রবাসী আটক। https://youtu.be/j-cszJMbA7k একি বললো সৌদি আরবের গোয়েন্দা প্রধান !! জেরুজালেম হবে ইসরাইল এর কবর ?? দেখুন বিস্তারিত tgn 24 https://youtu.be/0x-WM6rTA_w My Liked Videos: ================ কল রেকর্ড!! দেখুন নিজের জীবনের বিনিময়ে ১০ নেপালি যাত্রীকে যেভাবে বাঁচিয়েছিলেন বীর নারী পাইলট! https://youtu.be/xurkJeaph68 খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন না! লজ্জা শরম ভেঙ্গে একি বললেন অ্যাটর্নি জেনারেল?? https://youtu.be/7plrKBDG_2M কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস ও ফখরুল!! কিন্তু কেন? জানলে আপনি ও কান্না করে ফেলবেন https://youtu.be/CQnHpq9ANyY আদা পানির এই ভিডিওটি দেখলে আপনি ডাক্তারকে এত টাকা দিবেন না https://youtu.be/_2R2Mgg3BRk প্রধান বিচারপতিকে কঠিন থ্রেট দিলেন খালেদার আইনজীবীরা। থ্রেট দেবেন না, খালেদার আইনজীবীদের প্রধান বিচা https://youtu.be/w5xNYTXBl-4 তখন সবাই চিৎকার করছিল আর দোয়া পড়ছিল:বেঁচে ফেরা বাংলাদেশি !! https://youtu.be/GpamzkI33Xw প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে একি হল আজ? একতরফা শুনানি শুনে রায় দিয়ে বিপাকে প্রধান বিচারপতি ! https://youtu.be/wyuc0rbSFTc নেপাল বিমানবন্দর কতটা ভয়ংকর দেখুন ! মৃত্যুফাঁদ ত্রিভুবন বিমানবন্দর ! দুর্ঘটনার কেন হয় জানুন https://youtu.be/Frt_oQMReUQ একজন নায়ক হয়ে কীভাবে পাড়লেন রিয়াজ, যা এখন পর্যন্ত অন্য কোন নায়ক কল্পনাও করতে পারেনি। https://youtu.be/VIQ54x5sLOY ইতিহাসের দোড়গোড়ায় বাংলাদেশ !! এবার মহাকাশ কাঁপাবে বাংলাদেশের স্যাটেলাইল বঙ্গবন্ধু-1 !! BD Satellite https://youtu.be/ZJIgQJmGScI লন্ডনে যেভাবে কাটছে তা��েক রহমানের সময়? দেখুন কতটা মজায় আছেন https://youtu.be/GSlR3odjS1k ----------------------------------------------------- বিনা ভিসায় সৌদিতে বসবাসকারী সাবধান। গত ৮ মাসে প্রায় ২ লাখ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি । প্রবাসীদের নিয়ে যুবরাজের নতুন উদ্যোগ। বিদেশী বিনিয়োগকারী আর দক্ষ পেশাজীবিরাই পাবেন সৌদি গ্রীনকার্ড । কেউ আর নতুন করে দালাল ধরে সৌদি আসবেন না। দালালের অত্যাচারে চোখ হারাতে বসেছেন সৌদি প্রবাসী বাহাদুর। সৌদি যুবরাজের খামখেয়ালীর স্বীকার প্রবাসী শ্রমিকরা। সৌদি আরবের নতুন ফাঁদে প্রবাসীরা ফিরতে হচ্ছে দেশে ।
0 notes