Tumgik
#ওয়েব ডিজাইনার
websourceitsolution · 12 days
Text
🚀ওয়েব সোর্স আইটি সলিউশন | 01947203573 🌐
ঢাকা, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওয়েব ডিজাইন কোম্পানি হিসেবে, আমাদের লক্ষ্য আমাদের গ্রাহকদের সেরা সেবা প্রদান করা।
👨‍💻 কেন আমাদের বেছে নিবেন? ✅ অভিজ্ঞ ও বিশ্বস্ত টিম ✅ সাশ্রয়ী মূল্য পরিসীমা ✅ উচ্চমানের HTML এবং ওয়ার্ডপ্রেস ডিজাইন ✅ কাস্টম ডায়নামিক টুলস ✅ বিস্তৃত ওয়েব ডিজাইন সমাধান
আমাদের সেবাসমূহ:
স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন
ডায়নামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট
কাস্টম ওয়েব সমাধান
📍 অবস্থান: হাউস #১২৮৩, রোড #১১, এভিনিউ #২, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬, বাংলাদেশ
📞 যোগাযোগ করুন:
ফোন এবং হোয়াটসঅ্যাপ: ০১৯৪৭২০৩৫৭৩
হটলাইন: +৮৮০৯৬৩৮৬০৬৭৭২
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: websourcebd.com
💡 মিরপুর, ঢাকার সেরা ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটারের সাথে আপনার স্বপ্নের ব্র্যান্ড তৈরি করুন। এখনই যোগাযোগ করুন!
#ওয়েব_ডেভেলপমেন্ট #ওয়েব_ডিজাইন #ঢাকা #মিরপুর #ওয়েবসোর্সআইটিসলিউশন #সাশ্রয়ী_মূল্যে_সেবা #বাংলাদেশ #ডিজিটাল_মার্কেটিং #শ্রেষ্ঠ_নির্মাতা
Tumblr media
1 note · View note
kestaspitter · 12 days
Text
“ গ্রাফিক্স ডিজাইন “
গ্রাফিক্স ডিজাইন কি :
গ্রাফিক্স ডিজাইন হলো একটি সৃজনশীল প্রক্রিয়া যা ব্যবহার করে চিত্র, প্রেজেন্টেশন, লোগো, বিজ্ঞাপন, ওয়েবসাইট, বুকলেট, মোবাইল অ্যাপ্লিকেশন ইত্যাদির ডিজাইন তৈরি করা হয়।গ্রাফিক্স ডিজাইন করে নিজের ধারণা বা ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমাদের বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে টি শার্ট ডিজাইন করার জন্য অনেক ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার নিয়ে থাকেন। আপনি যদি এ বিষয়ে দক্ষ হতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত।
গ্রাফিক্স ডিজাইন শেখার কারন:
বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার দিয়েই করতে হবে।
তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরী আপনাকে খুজে নিবে।
বর্তমানে আমাদের দেশে নতুন অনেক কোম্পানী তৈরি হচ্ছে তাদের ডিজাইনার প্রয়োজন হয়।
মূলকথা হচ্ছে একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। বর্তমানে অনলাইনে ভালো কাজ জানলে অনেক কাজের সুযোগ আছে ।
এটি আপনাকে সামাজিক ও পেশাদার মানের পরিচয় দেয়, যা আপনার কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা অনলাইন জগতে বেড়েই চলেছে।
গ্রাফিক্স ডিজাইন কাজের সেক্টর:
গ্রাফিক্স ডিজাইন কাজের সেক্টর অনেকগুলো, যেমন
প্রিন্ট ডিজাইন : প্রিন্ট ডিজাইন সহজভাবে বলতে গেলে যে সকল আইটেম প্রিন্ট করা হয় বা আমরা আমাদের চোখের সামনে অথবা হাতে নিয়ে ভিজিওলাইজেশন করত�� পারি এটি হচ্ছে প্রিন্ট ডিজাইন .
প্রিন্ট ডিজাইনের কাজ (উদাহরণ- বিজনেস কার্ড,ব্যানার)। আপনার কম্পিউটারের মাধ্যমে কোন মেসেজকে সৃজনশীলতার সাথে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলে মার্কেটিং এর জন্য প্রিন্ট করার যে ব্যাপারটা এটি হচ্ছে প্রিন্ট ডিজাইন।
ওয়েব ডিজাইন: একজন প্রোগ্রামারের জন্য ওয়েবসাইট ডিজাইন করা হাস্যকর। এর অন্যতম কারণ হচ্ছে প্রোগ্রামিং আর ডিজাইনের জগতটা সম্পূর্ণ আলাদা। একজন ভালো ওয়েব ডেভলোপার এর জন্য ওয়েব টেম্পলেট অনেক উপকারী। টেম্পলেট মূলত ওয়েবসাইটের ব্যানার, লোগো, এডভাটাইজমেন্ট সেকশন। ওয়েবসাইট দেখতে কতটা সুন্দর হতে পারে তা টেম্পলেট দেখেই বুঝা যায়।ওয়েব ডিজাইন এর জন্য অনেক সময় লোগো লাগে, কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যারা গ্রাফিক্স ডিজাইনার নিয়ে আসে লোগো বানানোর জন্য। আপনি যদি ওয়েব ডিজাইনের সাথে আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো যুক্ত করে দিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট হয়ে উঠবে এট্রাক্টিভ।
লোগো ডিজাইন: লোগো একটি কোম্পানির ব্রান্ড আইডেন্টিটি। একটি ছোটো কম্পানি থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানিরও লোগো থাকে। খুব ছোট সাইজের একটি লোগোর মধ্যে বিশাল সাইজের কোম্পানির সম্মান নির্ভর করে। সুন্দর ডিজাইনের একটি লোগো আপনার ব্যবসায়ের বিক্রি এবং সুনাম দুটোই বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কোম্পানি, সংস্থা কিংবা ব্যবসাকে শক্তিশালী এবং ব্রান্ড আইডেন্টিটি দিতে হলে অবশ্যই একটি লোগো থাকা বাধ্যতামূলক।
এনিমেশন: অ্যানিমেশন হলো স্থিতির পরিবর্তন দেখানোর প্রক্রিয়া, যেখানে স্থিতির সাথে সাথে কিছু ছবি বা ফ্রেম একে অপরের পর প্রদর্শিত হয়, তাতে একটি সময় সারণি বানিয়ে যায় ফলে একটি চলচ্চিত্র বা গ্রাফিক্যুলেটেড ইমেজের স্থিতির পরিবর্তন দেখা যায়।
প্যাকেজিং ডিজাইন: পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে। এরূপ ডিজাইনের ক্ষেত্রে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমনঃ আমরা প্রায় গুণে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈরিকৃত চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এতে পরিবর্তিত প্যাকেজিং এ ক্রেতারা আকৃষ্ট হতে পারে।
ব্র্যান্ডিং: ব্র্যান্ডিং মানে শুধু প্রতিষ্ঠান বা প্রোডাক্টের লোগো বা নামকে চেনানো নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিনিয়ত আপনার চোখের সামনে বিভিন্ন বিজ্ঞাপন আসে। সামাজিক মেলামেশাতেও অনেক প্রোডাক্টের নাম শুনে থাকেন আপনি। এগুলো ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। এছাড়া প্রোডাক্ট প্যাকেজিংয়ের ধরন বা প্রোডাক্ট ব্যবহারের অভিজ্ঞতাও ব্র্যান্ডিং.
Tumblr media
একজন সফল গ্রাফিক্স ডিজাইনার
একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে বিভিন্ন দক্ষতা এবং জ্ঞান অর্জন করা প্রয়োজন। একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে কী গুণাবলী থাকা প্রয়োজন?
শেখার প্রতি আগ্রহ এবং আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শিখি বা কাজ শুরু করি আমাদের অনেকেরই শেখার প্রতি আগ্রহ কম থাকে। যার কারণে আমরা অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়ি। আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের অনেক অনেক বেশি শেখায় নজর দিতে হবে। নিদিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরিতে নিজেকে দক্ষ করে তুলতে প্রয়োজন প্রচুর প্র্যাক্টিস ও রিসার্চ। একজন প্রফেশনাল ডিজাইনার কিভাবে কাজ করছেন, ইউনিক আইডিয়া কিভাবে জেনারেট করা যায়,কোন ডিজাইনগুলোর মার্কেটপ্লেসে চাহিদা বেশি সব কিছু মাথায় রেখে নিয়মিত শিখতে হবে । মনে রাখবেন যত বেশি শিখবেন, আপনার দক্ষতা তত বেশি বাড়বে । যা শিখছেন এবং দেখছেন তা নিয়ে প্র্যাক্টিস করার কথায় আছে practice makes a man perfect । বিগিনার হিসেবে নিয়মিত চর্চা না করলে কখনো গ্রাফিক ডিজাইনে দক্ষ হওয়া সম্ভব না। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার দক্ষতা ততবেশি বৃদ্ধি পাবে এবং আপনি নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারেন। ধৈর্য্য ধরতে শিখা ধৈর্য্য একজন মানুষ এর সবচেয়ে বড় গুন। গ্রাফিক ডিজাইন এর মতো সেক্টরে হুট করেই ভালো কিছু করা সম্ভব নয়, ধৈর্য্য ধরে সঠিক নিয়মে কাজ করে যেতে হবে।যেকোনো কিছু শেখার ক্ষেত্রে প্রয়োজন একটি নির্দিষ্ট গাইডলাইন! আর সে গাইডলাইন যদি একজন অভিজ্ঞ কারো থেকে পেতে পারেন তাহলে শেখার পথ অনেকটাই সহজ হয়ে যায়! কারণ একজন অভিজ্ঞ মেন্টর জানেন কোন জিনিসটা নতুন হিসেবে আপনার শেখা উচিত, কিভাবে সামনে আগলে আপনার জন্য এবং আপনার ক্যারিয়ার এর জন্য ভালো হবে। একজন প্রফেশনাল মেন্টর আপনাকে শেখাবেন তার কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে
একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সফল হওয়া কখনোই খুব সহজ নয়! তবে ইচ্ছে শক্তি,পরিশ্রম, ধৈর্য্য এবং শেখার প্রতি আগ্রহ আপনাকে সফল হতে অনেক বেশি সাহায্য করবে । তাই অবশ্যই অবশ্যই আমাদের সবার উচিত নিয়ম মেনে সঠিক ভাবে, সঠিক উপায়ে কাজ করে যাওয়া। ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন।
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সফল হতে হলে নিম্নলিখিত বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ:
১. প্রযুক্তিগত দক্ষতা:
ডিজাইন সফটওয়্যার: Adobe Creative Suite (Photoshop, Illustrator, InDesign) এবং অন্যান্য সফটওয়্যার যেমন Sketch, CorelDRAW, এবং Figma ব্যবহার করার দক্ষতা।
ডিজিটাল ইলাস্ট্রেশন: ডিজিটাল পেইন্টিং ও ইলাস্ট্রেশনের প্রাথমিক জ্ঞান।
ওয়েব ডিজাইন: HTML, CSS, এবং কিছুটা জাভাস্ক্রিপ্ট জ্ঞান, পাশাপাশি UX/UI ডিজাইন ধারণা।
২. নকশার মৌলিক বিষয়:
টাইপোগ্রাফি: টাইপফেস নির্বাচন, ফন্ট সংমিশ্রণ, এবং টাইপোগ্রাফির মৌলিক নীতিমালা।
রঙ তত্ত্ব: রঙের সংমিশ্রণ, রঙের মানসিক প্রভাব এবং রঙের তত্ত্বের জ্ঞান।
লেআউট ও কম্পোজিশন: গঠনমূলক নীতি, ভারসাম্য, কনট্রাস্ট এবং হায়ারার্কির ধারণা।
৩. সৃজনশীল চিন্তা ও ধারণা বিকাশ:
সমস্যা সমাধান: সৃজন��ীল সমস্যা সমাধান এবং নতুন আইডিয়া উদ্ভাবনের ক্ষমতা।
কনসেপ্ট ডেভেলপমেন্ট: ধারণা থেকে শেষ পণ্য পর্যন্ত একটি কনসেপ্ট ডেভেলপ করার প্রক্রিয়া।
৪. যোগাযোগ দক্ষতা:
প্রেজেন্টেশন স্কিল: ক্লায়েন্ট বা দলের সামনে ডিজাইন ধারণা উপস্থাপন করার ক্ষমতা।
ক্লায়েন্ট ম্যানেজমেন্ট: ক্লায়েন্টদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করা এবং তাদের প্রয়োজন বুঝে কাজ করা।
৫. আপডেটেড থাকা:
ট্রেন্ড ফলো করা: ডিজাইন ট্রেন্ড এবং নতুন প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকা।
নেটওয়ার্কিং: অন্যান্য ডিজাইনার ও পেশাদারদের সাথে সংযোগ স্থাপন করা।
৬. প্রজেক্ট ম্যানেজমেন্ট:
টাইম ম্যানেজমেন্ট: সময়মত প্রজেক্ট ডেলিভারি এবং ডেডলাইন মেনে চলা।
অর্গানাইজেশন স্কিল: ফাইল ও রিসোর্স সংগঠিত রাখা।
৭. অন্যান্য:
ক্রিটিক্যাল থিংকিং: ডিজাইনকে সমালোচনামূলক দৃষ্টিতে দেখা এবং উন্নতির জন্য পরিবর্তন করার সক্ষমতা।
টিমওয়ার্ক: দলবদ্ধভাবে কাজ করতে পারার ক্ষমতা।
এই দক্ষতাগুলো একজন গ্রাফিক্স ডিজাইনারকে সফল হতে এবং তাদের কাজের মান উন্নত করতে সাহায্য করবে।
আরেকজন ব্যাক্তি ২-৫ঘন্টা ব্যায় করে একটি লগো ডিজাইন করে সেটি একটি দক্ষতার মধ্য ই পড়ে। সো নির্ভর করবে আপনি কেমন দক্ষতা হতে চান। একজন প্রফেশনাল দক্ষতা হতে হলে আপনাকে আপনার ক্রিয়েটিভ নলেজ ব্যবহার করতে হবে। নতুন নতুন ডিজাইন এর সাথে পরিচয় হতে হবে। রির্সাস করতে হবে। অনেক সময় দিতে হবে। আসল কথা হচ্ছে আপনি অল্প সময়ে একজন ভালো ডিজাইনার আশা করা বোকামি। নিজের সবটুকু বিলিয়ে দিন। সময় দিন নিজেই নিজের দক্ষতা বুঝতে পারবেন।
0 notes
Text
ওয়েব ডিজাইন মানে হলো একটি ওয়েব সাইট দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। এক কথায় আপনার ওয়েব সাইটের ইনফরমেশন গুলো কিভাবে উপস্থাপন করা হবে, সেটা নির্ধারণ করাই একজন ওয়েব ডিজাইনার এর কাজ।
ফ্রীল্যানসিং মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা। অনলাইনে এ কাজের কোনো শেষ নেই বরং প্রয়োজন ওয়েব ডিজাইনারের । তাই এ ক্ষেত্রে আমাদেরও কাজেরও সম্ভাবনা অনেক বেশি এবং এ ধরনের কাজের দামও বেশি। একজন সাধারন মানের ফ্রীলান্সারের ঘণ্টাপ্রতি কাজ করার রেট শুরু হয় ২ ডলার থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনার এর ঘণ্টাপ্রতি রেট শুরুতেই ১০ বা ১২ ডলার হয়ে থাকে। ওয়েব ডিজাইন শিখলে শুধু ফ্রীল্যানসিং করতে হবে এমনটা না, আপনি কর্পোরেট লাইফে ও এগিয়ে যেতে পারেন ওয়েব ডিসাইনার হয়ে ।
অনেক মার্কেটপ্লেস আছে যেখানে Web Template এবং Web Element খুবই ভাল দামে বিক্রি করা যায়। themeforest.net এ ধরনের সাইটের একটি উদাহরণ। আর এসব সাইটের আপনি আপনার তৈরী করা টেমপ্লেট বহুবার বিক্রি করতে পারবেন এবং কোয়ালিটি ভালো হলে প্রতিমাসে এইসব টেমপ্লেটের আয় দিয়েই আপনি একটি স্বাচ্ছন্দ্যময় জীবানযাপন করতে পারবেন।
একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে হলে আপানাকে যেসব বিষয়ে জানতে হবে সেগুলো হলো HTML, CSS, Javascript, jQuery, Bootstrap. আর এ সকল বিষয়কে সামনে রেখেই আমাদের ওয়েব সাইট ডিজাইন কোর্সটি তৈরি করা হয়েছে।
তাই আর দেরী না করে আজই আসুন আমাদের “আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে "।
আমাদের সাথে যোগাযোগ:
মোবাইলঃ 01776-388899
আমাদের ওয়েবসাইটঃ https://lnkd.in/gYUsuawx
আমাদের ঠিকানাঃ House 10, 6/A Level 7, Road 02, Sector 6, House Building, Uttara 1230 Dhaka, Dhaka Division, Bangladesh
#Freelancing #Outsoucing #OnlineIncome #OnlineCourse #GraphicDesign #Digialmarketing #SEO #Socialmediamarketing #Emailmarketing #Webdevolopment #Webdesign #digitalmarketing
Tumblr media
0 notes
projuktirpathshalabd · 11 months
Text
ফ্রীল্যানসিং এ স্মার্ট ক্যারিয়ার গড়ুন গ্রাফিক্স ডিজাইনে
গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প (art) এবং দক্ষতা (skills) ব্যবহার কোরে ছবি (pictures), শব্দ (words), পাঠ (text) এবং ধারণার মিশ্রণ (combine) কোরে একটি আলাদা এবং নতুন ছবি (picture) তৈরি করি।
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা। পূর্বে গ্রাফিক ডিজাইনাররা শুধু অফলাইনে কাজ করতো অর্থাৎ, ফিজিক্যাল জিনিসই ছিল তাদের বিচরণ ক্ষেত্র। কিন্তু! বর্তমানে একটি ব্লগ থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানি কেউই গ্রাফিক ডিজাইন ছাড়া ভাবতে পারেনা। ইন্টারনেট গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এমন এক দড়জা খুলে দিয়েছে, যার কোনো টার্মিনাল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন আপনি যতগুলো ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখছেন, সবকিছুতেই কোনো না কোনো গ্রাফিক ডিজাইনারের তুলির ছোয়া রয়েছে। মানুষ এখন প্রচুর ব্যস্ত, তাকে আকৃষ্ট করার জন্য একমাত্র হাতিয়ার উন্নত গ্রাফিক ডিজাইন। ঠিক একারণেই এখন ফ্রিল্যান্সিং সাইট গুলোতে ওয়েব ডেভেলপারদের সাথে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং পেশা।
একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়লে নিজের সৃজনশীলতার প্রকাশ করার সুযোগের পাশাপাশি বিভিন্ন উপায়ে অনলাইনে ইনকাম করতে পারবেন।
তাই আর দেরী না করে আজই আসুন আমাদের “প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে"। নিজেকে মার্কেটপ্লেসের জন্য তৈরি করতে আমাদের রয়েছে গ্রাফিক্স ডিজাইনএর বিশেষ কোর্স । আর এ সেক্টরে দক্ষ করে তুলতে ১০০% নিশ্চয়তা দিচ্ছি শুধুমাত্র আমরাই। 
👉 আমাদের সাথে যোগাযোগ:
☎️ ফোন: :+8801733-662435 (Anytime)
📩 ইমেইল: [email protected]
🌎 ওয়েবসাইট: http://www.projuktirpathshalabd.com
🕍 ঠিকানা: © Flat # 6/A, Level 7, House # 10, Road # 02, Sec# 06, Housebuilding Uttara, Dhaka-1230
#Freelancing #Outsoucing #OnlineIncome #OnlineCourse #graphicriver #GraphicDesign   #Graphicdesign #Digialmarketing #SEO #Socialmediamarketing
Tumblr media
0 notes
vertigosourcing · 1 year
Text
বিনামূল্যে আপনার চ্যারিটির ওয়েবসাইট তৈরি করুন
#দানশীলতা #nonprofitwebdesign #freewebsitebuilding #onlinepresence #WebsiteBuilding #VertigoSourcing বিনামূল্যে আপনার চ্যারিটির ওয়েবসাইট তৈরি করুন ভার্টিগো সোর্সিং আপনার অনলাইন উপস্থিতির গুরুত্ব বোঝে, বিশেষ করে দাতব্য সংস্থাগুলির জন্য৷ এই কারণেই আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনার চ্যারিটির ওয়েবসাইট তৈরি করার প্রস্তাব দিচ্ছি। আমাদের অভিজ্ঞ ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের দল আপনার সাথে একটি ওয়েবসাইট…
Tumblr media
View On WordPress
0 notes
articlelevy25 · 1 year
Text
পপ আর্ট স্টুডিও বিনামূল্যে ডাউনলোড
 পপ আর্ট স্টুডিও বিনামূল্যে ডাউনলোড   পপ আর্ট স্টুডিও উইন্ডোজের জন্য সর্বশেষ সংস্করণ বিনামূল্যে ডাউনলোড করুন। এটি পপ আর্ট স্টুডিও ফ্রি ডাউনলোডের সম্পূর্ণ অফলাইন ইনস্টলার স্বতন্ত্র সেটআপ। পপ আর্ট স্টুডিও ওভারভিউ পপ আর্ট স্টুডিও একটি অসামান্য গ্রাফিক এডিটিং অ্যাপ্লিকেশন যা আপনাকে দ্রুত এবং সহজেই আকর্ষণীয় গ্রাফিক কম্পোজিশন তৈরি করতে দেয়৷ এটি একটি শক্তিশালী এবং বিস্তৃত অ্যাপ্লিকেশন যা উদ্ভাবনী সরঞ্জাম এবং বৈশিষ্ট্যগুলির সাথে লোড হয় যা আপনাকে কোলাজ, স্লাইড, সিল, স্ট্যাম্প সহ অস্বাভাবিক সামগ্রী তৈরি করতে সহায়তা করে৷ , মোজাইক ইমেজ এবং এমনকি টেক্সট মোজাইক। প্রোগ্রামটি ইন্টারেক্টিভ ওয়েব ডিজাইন যেমন লোগো, বোতাম, ব্যানার এবং বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। প্রোগ্রামটি জেপিইজি, পিএনজি, বিএমপি, জিআইএফ, পিডিএফ, ওয়েবপি, এসভিজি, আইসিও বা টিআইএফএফ-এর মতো সমস্ত জনপ্রিয় ইমেজ ফরম্যাট সমর্থন করে। এটি ব্যাচ প্রসেসিংকেও সমর্থন করে যা ডিজাইনারদের প্রচুর পরিমাণে ফটোগ্রাফিক সামগ্রীর সাথে দ্রুত এবং সহজে কাজ করতে সক্ষম করে। এছাড়াও আপনি Xara ফটো এবং গ্রাফিক ডিজাইনার 2021 বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। পপ-আর্ট-স্টুডিও-ফ্রি-ডাউনলোড-GetintoPC.com_.jpg পপ আর্ট স্টুডিও একটি সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত স্যুট যা ইমেজ প্রসেসিংয়ের জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম এবং ফাংশন এবং সম্পূর্ণ ফটো সম্পাদনার জন্য অন্যান্য অনেক বৈশিষ্ট্য সরবরাহ করে৷ এটি বিস্তৃত পাঠ্য এবং অঙ্কন সরঞ্জাম, ফিল্টার এবং রঙ সামঞ্জস্য করার ক্ষমতা দেয় যা আপনাকে জটিল তৈরি করতে দেয়৷ কম্পোজিশন। অতিরিক্তভাবে, এটি একটি সমৃদ্ধ ফন্ট ফ্যামিলি প্রদান করে বিভিন্ন ভেভি ইফেক্ট যেমন স্ট্রোক, শ্যাডো ইত্যাদির সাথে সাথে অনুভূমিক, উল্লম্ব, তির্যক, উত্তল, অবতল, বাঁকা ইত্যাদির মতো তাদের বিন্যাসের বিকল্পও। এটি আপনাকে সক্ষম করে। অস্বচ্ছতা, অস্পষ্টতা সামঞ্জস্য করতে, তাদের আকার এবং ব্রাশের পুরুত্ব, সেইসাথে রঙ এবং গ্রেডিয়েন্ট এবং বৈসাদৃশ্য কাস্টমাইজ করুন। আপনাকে কাস্টম ওয়াটারমার্ক সন্নিবেশ করার বা আপনার গ্রাফিকাল ডিজাইনে আকর্ষণীয় বার্তা যোগ করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও আপনি মেন্টর গ্রাফিক্স এইচডিএল ডিজাইনার সিরিজ বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। পপ-আর্ট-স্টুডিও-ডাইরেক্ট-লিঙ্ক-ফ্রি-ডাউনলোড-GetintoPC.com_.jpg পপ আর্ট স্টুডিও বৈশিষ্ট্য নীচে কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা আপনি পপ আর্ট স্টুডিও বিনামূল্যে ডাউনলোড করার পরে অনুভব করবেন   আপনাকে দ্রুত এবং সহজে আকর্ষণীয় গ্রাফিক রচনা তৈরি করতে দেয়। কোলাজ, স্লাইড, সিল, স্ট্যাম্প, মোজাইক ইমেজ এবং এমনকি টেক্সট মোজাইক সহ অস্বাভাবিক কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আপনাকে লোগো, বোতাম, ব্যানার এবং বিভিন্ন অ্যানিমেশনের মতো ইন্টারেক্টিভ ওয়েব ডিজাইন তৈরি করতে দেয়। JPEG, PNG, BMP, GIF, PDF, WebP, SVG, ICO বা TIFF এর মতো সমস্ত জনপ্রিয় ইমেজ ফরম্যাট সমর্থন করে। ব্যাচ প্রসেসিংকে সমর্থন করে যা ডিজাইনারদের প্রচুর পরিমাণে ফটোগ্রাফিক সামগ্রীর সাথে দ্রুত এবং সহজে কাজ করতে সক্ষম করে। সম্পূর্ণ ফটো সম্পাদনার জন্য ইমেজ প্রসেসিং এবং অন্যান্য অনেক বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম এবং ফাংশন প্রদান করে। জটিল রচনাগুলি তৈরি করতে পাঠ্য এবং অঙ্কন সরঞ্জাম, ফিল্টার এবং রঙ সমন্বয় ক্ষমতার বিস্তৃত পরিসর অফার করে। স্ট্রোক, শ্যাডো ইত্যাদির মতো বিভিন্ন vavy প্রভাব সহ একটি সমৃদ্ধ ফন্ট পরিবার প্রদান করে। ফন্ট বিন্যাসের বিকল্পগুলি অন্তর্ভুক্ত করে যেমন অনুভূমিক, উল্লম্ব, তির্যক, উত্তল, অবতল, বাঁকা ইত্যাদি। আপনাকে অস্বচ্ছতা, অস্পষ্টতা, তাদের আকার এবং ব্রাশের পুরুত্ব, সেইসাথে রঙ এবং গ্রেডিয়েন্ট এবং বৈসাদৃশ্য সামঞ্জস্য করতে সক্ষম করে। আপনাকে কাস্টম ওয়াটারমার্ক ঢোকাতে বা আপনার গ্রাফিকাল ডিজাইনে নজরকাড়া বার্তা যোগ করার অনুমতি দেয়। পপ-আর্ট-স্টুডিও-ফুল-অফলাইন-ইনস্টলার-ফ্রি-ডাউনলোড-GetintoPC.com_.jpg পপ আর্ট স্টুডিও প্রযুক্তিগত সেটআপ বিশদ পপ আর্ট স্টুডিও ফ্রি ডাউনলোড শুরু করার আগে, নীচের তালিকাভুক্ত সিস্টেম স্পেসিফিকেশনের উপলব্ধতা নিশ্চিত করুন সফটওয়্যারের পুরো নাম: পপ আর্ট স্টুডিও সেটআপ ফাইলের নাম: Pop_Art_Studio_v10.2.rar সেটআপ সাইজ: 227 MB সেটআপের ধরন: অফলাইন ইনস্টলার / সম্পূর্ণ স্বতন্ত্র সেটআপ সামঞ্জস্য যান্ত্রিক: 64 বিট (x64) সর্বশেষ সংস্করণ রিলিজ যোগ করা হয়েছে: 22শে মার্চ 2022 বিকাশকারী: পপ আর্ট স্টুডিও পপ-আর্ট-স্টুডিও-লেটেস্ট-সংস্করণ-ফ্রি-ডাউনলোড-GetintoPC.com_.jpg পপ আর্ট স্টুডিওর জন্য সিস্টেমের প্রয়োজনীয়তা অপারেটিং সিস্টেম: Windows XP/Vista/7/8/8.1/10 RAM: 512 MB হার্ড ডিস্ক: 250 এমবি প্রসেসর: ইন্টেল ডুয়াল কোর বা উচ্চতর প্রসেসর পপ আর্ট স্টুডিও বিনামূল্যে ডাউনলোড পপ আর্ট স্টুডিও বিনামূল্যে ডাউনলোড শুরু করতে নীচের লিঙ্কে ক্লিক করুন. এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি সম্পূর্ণ অফলাইন ইনস্টলার স্বতন্ত্র সেটআপ। এটি 32 বিট এবং 64 বিট উভয় উইন্ডোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ডাউনলোড 64 বিট x64 v10.2 পাসওয়ার্ড 123 Read the full article
0 notes
cslit · 1 year
Text
⭕ ওয়েব ডিজাইন কাজের মার্কেটপ্লেস কোথায়❓
ফ্রিলান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট-ইন্ড-ওয়েব ডেভেলপমেন্টের হাজারো কাজ পাওয়া যায় এবং এই ধরনের কাজে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক কম তবে চাহিদা বেশি। তাই সহজে কাজ পাবেন এবং এধরনের কাজের দামও বেশি। একজন সাধারনমানের ফ্রিলান্সারের ঘণ্টাপ্রতি কাজ করার রেট হয় ২ ডলার, কিন্তু একজন ওয়েব ডিজাইনার এর ঘণ্টাপ্রতি রেট শুরুতেই ১০ বা ১২ ডলার হয়ে থাকে।
ফ্রিলান্স মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট-ইন্ড-ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য যেসকল সাইটগুলো উল্লেখযোগ্য -
• upwork.com
• freelancer.com
• fiverr.com
• guru.com
তবে অনেকের ধারনা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখলে শুধু ফ্রিলান্স করতে হবে এবং না করলে আয় বন্ধ, তাদের জন্য বলছি, themeforest.net এবং এধরনের অনেক মার্কেট আছে যেখানে ওয়েব টেম্পলেট এবং ওয়েব ইলিমেন্ট খুবই ভালো দামে বিক্রি করা যায়। এক্ষেত্রে আপনি আপনার একটি ডিজাইন করা টেম্পলেট বহুবার বিক্রি করতে পারবেন এবং এবং কোয়ালিটি ভালো হলে প্রতিমাসে একেকটা টেম্পলেট এর আয় দিয়েই আপনি রাজার হালে চলতে পারবেন।
#webdesign
#CSLiT
#training
#job
0 notes
standoutltd · 2 years
Text
Tumblr media
তথ্য প্রযুক্তির যুগে আপনার ব্যক্তিগত অথবা প্রথিষ্ঠানের DIGITAL IDENITITY নেই সেটা মানা যায় না। কারণ, বর্তমানে এই চ্যালেঞ্জিং সময়ে আপনার ব্যবসায়িক কার্যক্রমকে অনলাইনে ২৪/৭ প্রসারিত করতে একটি ওয়েবসাইট এর বিকল্প নেই। তাছাড়া একটা কোম্পানি এর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন হবে একটি ওয়েবসাইট। এছাড়াও আপনার প্রতিষ্ঠানকে পুরো পৃথিবীর কাছে পৌঁছে দেয়ার এটি একটি মাধ্যম। তাই আর দেরি না করে আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা আপনার জন্য আজই তৈরী করে নিন আপনার পছন্দমত ওয়েবসাইট।
★彡 আপনার প্রয়োজনে আমরা দিচ্ছি : 彡★
আমরা একটা লাইসেন্স কোড দিবো যেইটা দিয়ে আপনারা ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করলে ৯৭ ডলার সম মুল্যের প্যাকেজ ৯৯০ টাকায় পেয়ে যাবেন | আমরা এই লাইসেন্স আনলিমিটেড স্পেশাল অফারে বিজনেস এর জন্য নিয়েছি! যেই লাইসেন্স এর মাধ্যমে আমরা আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে পারবো! এর জন্য আমরা আপনাদেরকে এতো কম মুল্যে সার্ভিস দিতে সক্ষম আপনারা ফ্রিতে ও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমাদের ফ্রি ইউজের সুবিধা আছে ফ্রি ইউজ করে ভালো লাগলে প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড করবেন যদি আমাদের সার্ভিসে সন্তুষ্ট হন তারপর চিন্তা করবেন
৩০ দিন পর্যন্ত টাকা ফেরত পাবেন যদি আপনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট না হন আমরা দেশ সেরা অফার দিচ্ছি এমন অফার কেউ দিতে পারবেনা আমরা দীর্ঘ ৭/৮ মাস ব্যাবহারের পরে সবকিছু দেখে তারপর বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইউকে তে রেজিস্টার করা কোম্পানি আছে ডেমো দেখার জন্য নিচে দেয়া ওয়েবসাইট ভিজিট করুন www.standout.ltd www.akkasmiah.pro ❇️ ১টা ওয়েবসাইটের সবকিছু আনলিমিটেড লাইফটাইমের জন্য প্রিমিয়াম সুবিধা ❇️ ওয়েবসাইট তৈরি করার টিউটোরিয়াল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া হবে। যেই ভিডিও দেখে আপনি একটা ওয়েবসাইট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে হয় সেটা অনেক সহজেই ভিডিও দেখে শিখে যাবেন। যদি এর আগে আপনার ওয়েবসাইট সম্পর্কে বেসিক কোনো ধারনা না থাকে এই ভিডিও দেখে খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ❇️ খুব সহজেই ইডিট করা সম্ভব কোনো ধরনের টেকনিক্যাল নলেজ বা কোডিং নলেজ ছাড়াই এডিট করা যাবে। ড্রাগ এন্ড ড্রপ কাস্টমাইজেশন সুবিধা রয���েছে। প্রয়োজনীয় সব ধরনের রেডি টেম্পলেট আছে। ❇️ ২৪ ঘন্টা চ্যাটে সাপোর্ট পাবেন বিল্ডারের সাপোর্ট টিম থেকে এবং আমিও আপনাদের সাপোর্ট দিবো ❇️ Lifetime Access মাসে অথবা বছরে কোনো খরচের চিন্তা নেই একবার লাইসেন্স নিলে লাইফটাইম ব্যাবহারের সুযোগ ❇️ 49$ সমমুল্যের SSL Certificate লাইফটাইমের জন্য ❇️ Unlimited Hosting Lifetime এর জন্য ❇️ Unlimited Page ❇️ Unlimited Bandwidth / Unlimited Visitor ❇️ Automatic Backup Update ❇️ আপনার নিজের ডোমেইন এড করতে পারবেন 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐎𝐟𝐟𝐞𝐫 ❌ Unlimited User For Unlimited forever Plan Selling Feature Available 🆘 ওয়েবসাইট তৈরী করে বিক্রি করতে পারবেন। ওয়েবসাইট বিক্রি করে মাসে ৫০/৭০ হাজার টাকা আয়ের সুবিধা রয়েছে। কিভাবে এই আয় করবেন এই বেপারটা বুঝিয়ে দেয়া হবে। অথবা আমাদের সাথে কমিশন বেইজ এ কাজ করতে পারবেন কোনো ধরণের ইনভেস্টমেন্ট ছাড়া। এই সুবিধার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে এই অফার শুধুমাত্র ওয়েব ডিজাইনার , ডিজিটাল মার্কেটের অথবা এজেন্সি ওউনারদের জন্য প্রযোজ্য ✮ 🎀 🔎 ওয়েবসাইট সার্ভিস সমূহঃ 🎀 ✮ ✅ পারসোনাল সার্ভিস ওয়েবসাইট ✅ পোর্টফলিও ওয়েবসাইট ✅ আর্টস অ্যান্ড ডিজাইন ওয়েবসাইট ✅ হেলথ রিলেটেড ওয়েবসাইট ✅ ফটোগ্রাফি ওয়েবসাইট ✅ রেস্টুরেন্ট ওয়েবসাইট ✅ ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ✅ ফ্যাশন বিউটি ওয়েবসাইট ✅ ওয়েডিং ওয়েবসাইট ✅ মিউজিক ভিডিও ওয়েবসাইট ✅ কোম্পানী ওয়েবসাইট ✅ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ✅ ব্যক্তিগত ওয়েবসাইট ✅ ব্লগ ওয়েবসাইট ✅ ট্রেইনিং প্রতিষ্ঠান ওয়েবসাইট ✅ কোচিং সেন্টার ওয়েবসাইট ✅ ট্যুর/ভিসা ফার্ম/রিসোর্ট ওয়েবসাইট ✅ হোটেল ও পর্যটন ওয়েবসাইট ✅ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট ✅ রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট ✅ ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট ✅ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট ✅ বায়িং হাউজ ওয়েবসাইট ✅ গার্মেন্টস ওয়েবসাইট ✅ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট ✅ মার্কেটিং ফার্ম ওয়েবসাইট ✅ ল-ফার্ম ওয়েবসাইট ✅ হাসপাতাল ওয়েবসাইট ✅ ক্লিনিক ওয়েবসাইট ✅ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ওয়েবসাইট বিস্তারিত জানতে মেসেজ অথবা কল করুন Website : www.standout.ltd Demo Website : www.akkasmiah.pro 📲 Phone +880 1710-820034 💌 Email: [email protected] #website #webdesigner #hosting #hostingservices #domain
1 note · View note
mybdtech · 2 years
Text
২০২২ এর জন্য সস্তা রিসেলার হোস্টিং
২০২২ এর জন্য সস্তা রিসেলার হোস্টিং
আজকাল অনেকেই Freelance ওয়েব ডিজাইন ও হোস্টিং করিয়ে থাকেন আর সে জন্য রিসেলার হোস্টিং তাদের জন্য খুবই লাভজনক। সস্তা রিসেলার হোস্টিং গুলো ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, ফ্রিল্যান্স ডিজাইনার, এবং প্রোগ্রামারদের জন্য একটি দুর্দান্ত মাধ্যম হতে পারে যারা একই সাথে অনেক প্রকল্পে কাজ করে। রিসেলার হিসাবে প্রধান হোস্টিং ব্র্যান্ডগুলির সাথে প্রতিযোগিতা করা সহজ নয়, তবে আপনি লাভ করতে পারেন। রিসেলার হোস্টিং এর…
Tumblr media
View On WordPress
0 notes
akasha124-blog · 3 years
Video
আজকের ক্লাসে আমরা HTML এর Form সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট এর মাধ্যমে জানান। Coding World এর ওয়েব ডিজাইন ফুল কোর্স ভিডিওগুলো  আপনাকে ওয়েব ডিজাইন বিস্তারিতভাবে বুঝতে এবং শিখতে ��াহায্য করবে। আপনি যদি ওয়েব একজন প্রফেশনাল WEB DESIGNER ডিজাইনার হতে চান তবে আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত প্র্যাকটিস করুন।এই ওয়েব ডিজাইন টিউটোরিয়ালগুলো নতুনদের পাশাপাশি পেশাদারদের জন্য আদর্শ যারা ওয়েব ডিজাইন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে চান। আপনি যদি আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের Coding World চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিন
1 note · View note
Link
আগের যুগের মানুষ হাট-বাজার দেখে বসবাস করতো, যাতে কষ্ট কম হয়। এখন ডিজিটাল যুগ। এখন কেউ আর হাট-বাজার খোঁজে না। এই ডিজিটাল যুগের বাজারও হয়ে গেছে ডিজিটাল। মানে ডিজিটাল মার্কেট। সেই ডিজিটাল মার্কেট মানুষের খুবই নাগালের মধ্যে। মানুষ মোবাইল বা কম্পিউটারের এক ক্লীকেই সেখানে ��্রবেশ করছে, আবার ফিরেও যাচ্ছে সহজে তাদের ইচ্ছেমতো কেনা কাটা সেরে।
ডিজিটাল মার্কেট
ডিজিটাল মার্কেটের আয়তন বিশাল। এখানে রাত দিন বলে কিছু নেই। এখানে আসা ক্রেতাদের কোন ভৌগলিক সীমা নেই। তারা সব দেশীয়, সব জাতের, সব বয়সের আর তারা বিচিত্র সব ইচ্ছার মানুষ। এই মার্কেটে ক্রেতার সংখ্যা হাজার হাজার, কোটি কোটি। বিকিকিনির ডিজিটাল পসরা সাজানো মার্কেট। এখানে চলছে বাটন টিপে কেনাবেচা, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। মুহূর্তেই পণ্যের পর পণ্য চলে যাচ্ছে ব্যবসায়ীর মুঠো থেকে ক্রেতার ঘরে। আর কোটি কোটি ডলার, পাউন্ড, ইউরো ঝন ঝনৎকার শব্দ তুলছে এই মার্কেটে। এ তো সাধারণ কোন বাজার নয়, বরং যেন এক বিশ্ব বাজার।
ডিজিটাল ব্যবসার ধরণ
এ জাতীয় ডিজিটাল মার্কেটে আছে অসংখ্য ব্যবসায়ী। ব্যবসায়ীদেরও কোন ভৌগলিক সীমা নেই। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা তাদের দোকান সাজিয়ে বসে গেছেন। আছে তাদের লোভনীয় পণ্যের সম্ভার। প্রতিটি পণ্যের রঙ্গিন ফুলকি ঝরানো বর্ণনা। এই ডিজিটাল মার্কেটে আছে তীব্র এক প্রতিযোগিতা। আর ব্যবসায়ীরা সেই প্রতিযোগিতায় তাদের পসরা সাজিয়ে অপেক্ষা করেন, উত্থান পতনের দোলাচলে তারা শুধু স্বপ্ন বোনেন Ñ না জানি এই ডিজিটাল মার্কেট তাদের ব্যবসাকে এক ফুৎকারে কতোটা বনেদী বানিয়ে দিতে পারে, আর রাত ফুরোলেই তারাও হয়ে যেতে পারেন লাখপতি থেকে কোটিপতি। তাদের স্বপ্ন যে অলীক তাও নয়। সত্যি সত্যি এই ডিজিটাল মার্কেটে খালি হাতে এসে আজ অনেকে হয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরের মানুষ, এক এক জন সফল ব্যক্তিত্ব।
ডিজিটাল মার্কেটে অংশগ্রহণ
ডিজিটাল মার্কেটে ঢোকার পথ খুব কঠিন নয়। দিনকে দিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেই পথ সহজ থেকে সহজতর হচ্ছে। ব্যবসায়ীদের দরকার শুধু একটাই জিনিস Ñ একটা ভাল মানের ইন্টারনেট সাইট। হ্যাঁ, একটা ডিজিটাল ওয়েবসাইটই চাই ডিজিটাল মার্কেটে ঢুকতে। এটিই তাদের বিশ্ব বাজারের ডিজিটাল দোকান। এই ডিজিটাল দোকানের মালিক হওয়ার জন্য ব্যবসায়ীদের খুব বেগ পেতেও হচ্ছে না। তাদের আশে পাশে প্রচুর প্রযুক্তির প্রশিক্ষিত মানুষ আছেন। তারা উৎসাহী, তারাই খুব কম খরচে কম সময়ে বানিয়ে দেন এরকম ডিজিটাল বেচাকেনার দোকান।
ওয়েবসাইট ডিজাইন এবং আউটসোর্সিং
প্রযুক্তির ভাষায় এই প্রশিক্ষিত মানুষগুলোকেই বলা হয় ওয়েবসাইট ডিজাইনার । আর তারা যে প্রক্রিয়াটা করেন, যার উপর নির্ভর করে বিশ্ব বাজারে প্রবেশের এই সুযোগ, সেই কাজটুকুই হচ্ছে ওয়েব সাইট ডেভেলপমেন্ট। এটিই ডিজিটাল ব্যাবসার প্রথম সোপান এবং বৈশ্বিক ডিজিটাল ব্যবসায় ওয়েবসাইট ডেভেলপমেন্ট সত্যিকারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর দ্বারাই উন্মুক্ত হয় বিশাল বিকিকিনির হাটে প্রবেশের দ্বার। বলা হয়, ব্যবসায়িক ওয়েবসাইট গুণে মানে যতোটা সুন্দর, আকর্ষণীয়, মনগ্রাহী আর কার্যকরী হবে, প্রতিযোগিতায় উতরে যাওয়ার সুযোগ ততোটাই বেশি। সেখানে বাড়বে ক্রেতার আগমন, বৃদ্ধি হবে মালের কাটতি। তারপর রমরমরমা ব্যবসা আর উন্নতির সিঁড়িতে পা রাখা।
মানসম্মত ওয়েবসাইট
বর্তমানে একটি উন্নত মানের ওয়েবসাইটে পাঁচটি বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হচ্ছে। যেমন Ñ
১. ওয়েবসাইট সহজে দৃশ্যমান হবে
২. ওয়েবসাইট মোবাইল ব্যবাহারকারীদের উপযোগী হবে
৩. ওয়েবসাইট নিরাপদ হবে
৪. ওয়েবসাইট দ্রæতগতির হবে
৫. ওয়েবসাইট ব্যবহারকারীকে যথেষ্ট তথ্য দিতে সক্ষম হবে
বর্তমানে এ ধরণের একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ডেভেলপাররা তাদের অভিজ্ঞতাকে খুব বেশি কাজে লাগাচ্ছেন। তারা নিয়ত ক্রেতার মনভাবকে স্টাডি করেন, তারা স্টাডি করেন ব্যবসায়ীর চাহিদাকেও, তারা ইন্টারনেট সাইটগুলোর হাল-চাল বোঝেন, তারা বোঝেন প্রতিযোগিতার দিকগুলো। সব কিছুকে মাথায় রেখে তারা এখন ওয়েব ডিজাইন সার্ভিস বেশ কিছু প্রযুক্তিগত বিষয়ও যোগ করেছেন, যার ব্যবসায়িক গুরুত্ব এক কথায় অপরিসীম। যেমন Ñ
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট Ñ বর্তমানের ডেভেলপাররা প্রায় ২৯% ক্ষেত্রেই বর্তমানে এই ধরণের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করছেন। এটির প্লাটফর্ম সহজ। এটি ব্যবহারকারীকে কাস্টমাইজেশনের সুুেযাগ করে দেয়, অপর দিকে সার্চ ইঞ্জিন ব্যবহারও এখানে সন্নিবেশ থাকে বলে ক্রেতারা সাচ্ছন্দ বোধ করেন।
ইউজার ফ্রেন্ডলি রেসপনসিভনেস Ñ বলার অপেক্ষা রাখে না, বর্তমানে ৫০% বেশি ব্যবহারকারীরা ক্ষুদে মোবাইল ফোন সেট ব্যবহার করেন বিধায় ডেভেলপাররা তাদের দিকটাও মাথায় রেখেছেন। তারা ওয়েবসাইট তৈরি করেন সেই ভাবেই। এটা নিঃসন্দেহে সময়ের বিশাল চাহিদা।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন Ñ সার্চ সুবিধার সমন্বয় ঘটিয়ে ইদানীং তৈরি হচ্ছে ওয়েবসাইট। যেন যে কোন সময় ব্যবহারকারী খোঁজ করলেই কাঙ্খিত সেই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন।
ই-কমার্স সোলিউশন Ñ যাতে ওয়েব সাইট থেকে পণ্য বিকিকিনি, অর্থ লেনদেন, ইত্যাদি, সহজতর হয়, সেটাও ডেভেলপাররা যোগ করে দিচ্ছেন।
আধুনিক চৌকষ ডেভেলপাররা এর বাইরেও ওয়েবসাইট ডেভেলমেন্টের ক্ষেত্রে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হাই কাস্টমাইজেশন, ব্র্যান্ডিং সোলিউশন, ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। প্রতিটি বিষয়ই সময়ের সাথে সাথে যেন প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। ওয়েবসাইটের আরেকটা দরকারী বিষয় হচ্ছে তোর দশর্ণীয় দিকটি, যেন সাইটটি দৃষ্টি নন্দন হয়। গ্রাফিক ডিজাইনরা এ ক্ষেত্রে বড় কৌশলী, তারা মেপে মেপে বুঝে শুনেই এ সব যোগ করেন।
উপসংহার
বর্তমান চরম প্রতিযোগিতার যুগে ডিজিটাল মার্কেটে প্রবেশ করা একজন ব্যবসায়ীর জন্য বড় বেশি কাঙ্খিত। এটি একই সঙ্গে বড় বেশি চ্যালেঞ্জেরও। প্রথম ধাপেই চাই একটি ভাল মানসম্মত ওয়েবসাইট। এটি একটি ডিজিটাল দোকানের মতোই। ব্যবসায়ীর আগামী দিনের স্বপ্নের সিঁড়ি। এ ক্ষেত্রে মোটেই ভুল করা চলবে না। তাদের বুদ্ধিমান হওয়াটা ভয়ঙ্কর রকম জরুরী। সে জন্য তাদের কৌশলীও হতে হবে, ওয়েবসাইট তৈরির জন্য বুঝে শুনে বেছে নিতে হবে ভাল কোন ডেভেলপার ফার্ম বা কোম্পানী যারা ওয়েব ডিজাইন সার্ভিস এর ব্যাপারে দক্ষ যেমন https://backlinkexpress.com/web-development-services/
শুরুতেই যদি ত্রæটিপূর্ণ কোন সিদ্ধান্ত হয়, আগামী দিনে তার চরম খেসারত গুণতে হবে। আর ভুগতে হবে পরাজয়ের গ্লানি, সারা জীবনের জন্যই।
https://backlinkexpress.com একট ডিজিটাল মার্কেটিং কোম্পানি -ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এস ই ওঃ, আর্টিকেল মার্কেটিং ইত্যাদি ।
1 note · View note
tonmoy19-blog · 5 years
Text
বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্র ক্রমান্বয়ে নিম্নগামী, শুধু বাংলাদেশই নয় সারাবিশ্বে কমে আসছে বাস্তব কর্মক্ষেত্র।একদিকে কমে আসছে কর্মক্ষেত্র আরেক দিকে বারছে ক্রমে। অনলাইনে কাজের বৃদ্ধির কারোনেই কমে আসছে বিভিন্ন অফিসের কাজ, তবে অনলাইনের কিছু কাজের উপর বিশেষ জ্ঞান থাকলে মোটা অংকের অর্থ উপার্জন সম্ভব যাকিনা কোনো অফিসে বসে আয় করা অর্থের চেয়ে কম নয়। ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভোলপমেন্ট তাদের মোধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ কাজ। অনলাইনে ওয়েব ডিজাইন এর উপর যথেষ্ট জ্ঞান নিয়ে কাজ করতে পারলে উপার্জিত মোটা অংকের অর্থ সচ্ছলতা এনে দিতে পারে আপনাকে। ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইট এবং প্রগ্রামিং নিয়ে কিছু কাজ। ওয়েবসাইট  অথবা শুধু সাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি ,যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়।ওয়েব পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে "ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব" বা "বিশ্বব্যাপী জাল" নাম দেয়া হয়েছে। এই ওয়েবসাইট তৈরি করা এবং উন্নত করাই ওয়েব ডিজাইন / ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ। তবে এই বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন যা অবশ্যই প্রাতিষ্ঠানিক হওয়া উচিত। ওয়েব ডিজাইন /ওয়েব ডেভেলপমেন্ট শেখা খুবি সহজ বিষয় তবে বিশ্বমানের ডিজাইনার হওয়ার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণের সুপরিকল্পিত শিক্ষার । কিন্তু তথ্য প্রযুক্তির বিপ্লব-এর এই সময়ে আমাদের চারদিকে অসংখ্য আইটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার মধ্যে কনটা সঠিক তা নিজেকে বেছে নিতে হবে। বাংলাদেশে উল্লেখযোগ্য আইটি প্রশিক্ষণ কেন্দ্র গুলার মোধ্যে ভরসাযোগ্য দুইটি প্রতিষ্ঠান হলো ঢাকাতে অবস্থিত (Kaz Software) এবং খুলনাতে অবস্থিত "চেঞ্জ দ্যা গ্লোব" (www.ctgac.com) আইটি প্রতিষ্ঠান। এর মোধয়ে চেঞ্জ দ্যা গ্লোব প্রতিষ্ঠানটি অল্পসময়ে বিশেষ সফলতা অর্জনেও সক্ষম হয়েছে। এবং চেঞ্জ দ্যা গ্লোব -এ অন্য প্রতিষ্ঠান থেকে সল্পমূল্যে কোর্সটি সম্পূর্ণভাবে শেখানো হয়। সুতরাং আমাদের অনলাইনে কাজের মাধ্যমে সফলতা অর্জনের জন্য সঠিক দক্ষতা অর্জন কোরতে হবে এবং তার জন্য নেবুলাস আইটি প্রতিষ্ঠান অথবা "চেঞ্জ দ্যা গ্লোব" হতে পারে আপনার গন্তব্য। #www.ctgac.com www.ctgac.com
2 notes · View notes
eqrthquake63-blog · 5 years
Text
আপনার নিজস্ব ওয়েবসাইট চান? নিজে করো!
এই গাইড আপনাকে প্রোগ্রামার এবং ডিজাইনারদের সহায়তায় আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক জীবনের কোন��� ধরণের জন্য নিজের ওয়েবসাইটগুলি কীভাবে তৈরি করতে হবে তা শেখাবে।
সুন্দর, পেশাদার এবং খুব দ্রুত।
আপনি যদি শীতল জিনিস তৈরি করেন এবং আপনি এটি সম্পর্কে সারা বিশ্বকে বলতে চান, তবে অবশ্যই আপনার নিজস্ব ওয়েবসাইট দরকার! এই গাইডটি আপনাকে ব্যয়বহুল প্রোগ্রামার এবং অভিনব ডিজাইনারদের ভাড়া না দেওয়ার জন্য ব্যক্তিগত লাইফস্টাইল ব্লগ, কর্পোরেট প্রোফাইল বা ই-কমার্স ওয়েবসাইটগুলির মতো বিভিন্ন উদ্দেশ্যে কোন ওয়েবসাইট তৈরি করবেন তা শিখাবে। আপনি আপনার নিজের উপর খুব দ্রুত সুন্দর এবং পেশাদার খুঁজছেন ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হবে। ওয়েবসাইট নির্মাতাদের দ্রুত বিবর্তন একটি ওয়েবসাইট তৈরি করেছে যা আইকেইএ কিভাবে একটি DIY (এটি নিজে করুন) পদ্ধতির জন্য মৌলিক আসবাবপত্র একত্রিত করার জটিলতা জটিল করেছে। আমার চাচাত ভাই তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন: তিনি গুদামের জন্য কিছু আসবাবপত্র বিক্রি করেছেন। কোম্পানির খোলার পরপরই তিনি একটি কর্পোরেট ওয়েবসাইট তৈরি করেন এবং খুঁজে বের করেন যে তিনি এভাবেই সঠিক ছিলেন। আপনার গ্রাহকদের আকর্ষণ করার জন্য আপনি কোন বিক্রয় কৌশলগুলি ব্যবহার করেন তা কোন ব্যাপার না, আপনি যাই হোক না কেন, এটি আপনার ব্যবসায়ের ডিজিটাল উপস্থাপনা সর্বদা উপকারী। একই সময়ে আপনার ব্যক্তিগত বা কর্পোরেট ওয়েবসাইট খুব কম পেশাদার বা শালীন চেহারা উচিত। একটি সুদর্শন ওয়েবসাইট তৈরি করা যা সর্বদা অনলাইনে উপলব্ধ হওয়া উচিত এবং আপনার দর্শকদের জন্য নেভিগেট করা সহজ, এটি সাধারণত সস্তা হওয়া থেকে দূরে থাকে যা একটি স্টার্ট-আপ সংস্থার বাজেটের প্রায় সবসময়ই সীমিত থাকে। একটি প্রোগ্রামার নিয়োগ এবং একটি ডিজাইনার খরচ নতুন ব্যবসা অগ্রাধিকার না কিছু হতে পারে। আপনি, অবশ্যই, কম খরচে বিশেষজ্ঞদের খুঁজে পেতে পারেন, কিন্তু ফলাফল প্রত্যাশা কম হতে পারে। যদি আপনি হঠাৎ কয়েকটি বিয়ার বা ওয়াইনের বোতল বিনিময়ের জন্য প্রতিভাধর বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে চান বলে ধারণা করেন - আমাকে বিশ্বাস করুন, এটি কোনও ধারণাটির পক্ষে ভাল নয়। সেখানে ছিল, যে কাজ এবং আমি আমার পাঠ শিখেছি। Bottomline, এটা করবেন না! যেমন বাজেট সীমাবদ্ধতা দেওয়া, একমাত্র অবশিষ্ট টেকসই বিকল্প ওয়েবসাইট নিজেকে তৈরি করা হয়। প্রত্যেকেই শুনেছেন যে অনেকগুলি ওয়েবসাইট নির্মাতা বা সাইটমার্ক রয়েছে যা আপনাকে একটি ভাল ওয়েবসাইট তৈরি করতে দেয়, এমনকি যদি আপনি শূন্য কোডিং দক্ষতার সাথে ডিজাইনার না হন। প্রকৃতপক্ষে, আমি এইরকম চিন্তাভাবনার শক্তিশালী প্রতিপক্ষ ছিলাম। আমার পূর্ববর্তী মতামত প্রতি পেশা একটি পেশাদারী দ্বারা করা উচিত - অপেশাদার বলতে "না"! কিন্তু সময়ের সাথে সাথে, আমি বুঝতে পেরেছিলাম যে আমি খুবই সমালোচনামূলক ছিলাম। আচ্ছা, কেন ছোট ব্যবসায়ের মালিক 15,000 থেকে 25,000 পেসো (~ $ 300- $ 500) দিতে চান, নকশা এবং বৈশিষ্ট্যগুলির আলোচনার সময় এবং শক্তি ব্যয় করেন, যদি আপনি কয়েক দিনের মধ্যে বা এমনকি ঘন্টার মধ্যে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারেন? পুরোপুরি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির সাথে কীভাবে মিলিত হওয়া উচিত তার ফলাফলের সাথে? আমার মতামত এই পরিবর্তন কারণে, আপনি যদি একটি ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যদি প্রাথমিক পর্যায়ে সম্পর্কে চিন্তা করতে হবে কি এই নিবন্ধটি নিবেদিত হবে। উদাহরণ এবং ছবি সহ এই পোস্টটি ব্যাক আপ করার জন্য, আসুন আমরা অনুমান করি যে আমরা www.easybuilder.pro ওয়েবসাইট নির্মাতার মুক্ত সংস্করণ ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করি। আমি ইতিমধ্যে এই পণ্য সম্পর্কে একটু জানি, এবং আমি এটি বাংলাদেশের মানের এবং মূল্য দ্বারা শ্রেষ্ঠ হিসাবে এক হিসাবে দেখতে। তাই, আপনার নিজস্ব ওয়েবসাইট বা অনলাইন দোকান নির্মাণ শুরু হয়? আপনি একটি ওয়েবসাইট প্রয়োজন কেন একটি শক্তিশালী কারণ খুঁজুন আপনাকে বুঝতে হবে (এবং এটি লিখে রাখা ভাল) আপনার ওয়েবসাইট কী সমস্যার সমাধান করবে এবং এটি কী ভূমিকা পালন করবে। আপনি কি এটি জন্য কি করছেন, এটা কি ধরণের পৃষ্ঠা থাকবে? এই প্রশ্নগুলির উত্তরগুলিতে যথেষ্ট চিন্তা ও মনোযোগ দিন কারণ এটি একটি গুণমান ওয়েবসাইট তৈরির ভিত্তি। টিপ: আপনার সম্পদ কী হবে তা সম্পর্কে আপনার স্পষ্ট বোঝা আছে, তাই এটি একটি প্রোটোটাইপ তৈরি করুন। এই সমস্যার সমাধান করার জন্য অনেকগুলি পরিষেবা রয়েছে তবে এটি কাগজে একটি টুকরাতে স্কেচ করার জন্য আরও বেশি সুবিধাজনক। ওয়েবসাইট নির্মাতারা প্রায় সমস্ত ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনের জন্য প্রায়শই সাংগঠনিকভাবে সংগঠিত টেম্পলেটগুলি অফার করে। ব্লগ, ভ্রমণ, রেস্টুরেন্ট, webshop ইত্যাদি জন্য বিকল্প আছে। যদি আপনি স্পষ্টভাবে জানেন যে আপনি যা খুঁজছেন তা যদি টেমপ্লেটের বিশাল ধরণের থেকে চয়ন করা খুব সহজ। উদাহরণস্বরূপ, একটি অনলাইন দোকান তৈরি করার জন্য টেমপ্লেট একটি ল্যান্ডিং পৃষ্ঠা টেমপ্লেট থেকে খুব ভিন্ন হবে।
আপনার লক্ষ্য শ্রোতা যারা বুঝতে আপনি আপনার ওয়েবসাইট ব্যবহার করে "কথা বলতে" চান? তাদের পটভূমি, তাদের পছন্দ, জীবনধারা এবং অভ্যাস কি? তারা কোথায় কাজ করে, তারা তাদের বিনামূল্যে সময় কি করবেন? তারা কি আগ্রহী এবং তাদের আপনার পণ্য বা পরিষেবা অফার প্রয়োজন কেন? তারা আপনার প্রতিদ্বন্দ্বী পরিবর্তে আপনি কেন নির্বাচন করা উচিত? আপনি একটি ব্যবসায়িক পরিকল্পনা লিখেছেন যখন সম্ভবত আপনি ইতিমধ্যে এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনও ওয়েবসাইট তৈরি করার সময়, আপনার বোঝা দরকার যে কীভাবে আপনি আপনার পণ্য বা পরিষেবাটিকে অবস্থান করবেন। আপনার স্পষ্টতই আপনার কোম্পানির চিত্রটি এবং আপনার দর্শকদের কাছে আপনার বার্তাটি দেখার সময় আপনি যে বার্তাটি পেতে চান তা তৈরি করতে হবে।
সাবধানে আপনার প্রতিযোগীদের বাজারে নিজেদের অবস্থান কিভাবে অধ্যয়ন। আপনি হয়তো মনে করতে পারেন যে এটি কোনও ব্যক্তির সফল ধারণাগুলিকে দুর্ঘটনাক্রমে অনুলিপি না করার জন্য এটি জানা ভাল। এটা ভুল চিন্তা। আপনি যদি বাজারে একটি বিশেষ জায়গা নিতে চান তবে আপনাকে বুঝতে হবে আপনার পণ্য বা পরিষেবাটি ঠিক কতগুলি থেকে আলাদা। একটি ডোমেইন নাম এবং হোস্টিং চয়ন করুন একটি ডোমেন নাম নির্বাচন করা একটি কাজ যা আপনাকে অন্তত একটি দিন বা অর্ধেকের জন্য বাস্তবতা থেকে পৃথক করে। আপনি যা যা করবেন তা হল ওয়েবসাইট ডোমেন নাম এবং গুণকগুলির অনেকগুলি বিকল্পের সাথে আসা, এই ডোমেনটি ইতিমধ্যে দখল করা আছে কিনা তা যাচাই করে দেখুন অথবা আপনি এটি উপলব্ধ হওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান। এটা আপনার ব্যবসার সারাংশ প্রতিফলিত করে যা একটি ছোট এবং স্মরণীয় নাম দিয়ে আসা কত গুরুত্বপূর্ণ পুনরাবৃত্তি কোন ধারনা করে তোলে। একটি ডোমেন নাম নির্বাচন করা, আপনি অন্য বরং গুরুতর সমস্যা সম্মুখীন হবে - একটি হোস্টিং খুঁজে পেতে প্রয়োজন যা আপনার ওয়েবসাইট হোস্ট হবে। এখানে আপনাকে এমন পেশাদারের সহায়তা দরকার যিনি হোস্টিং পরিষেবাগুলির গুণমান এবং মূল্যের মধ্যে সর্বোত্তম সম্ভাব্য সংমিশ্রণটি নির্বাচন করতে পরামর্শ দেবেন। Easybuilder.pro পড়ুন সঠিক সময়: এই লোকেরা তাদের সাবস্ক্রিপশন মডেলের সাথে বিনামূল্যে হোস্টিং সরবরাহ করে যা আপনাকে সময়, অর্থ এবং শক্তি সঞ্চয় করে। একটি রঙ এবং শৈলী চয়ন করুন ওয়েবসাইট নির্মাতা থেকে একটি আদর্শ টেমপ্লেট নির্বাচন করার সময়, আপনি অন্যান্য হাজার হাজার ওয়েবসাইটের মত হতে ধ্বংস হতে পারে। যেমন, সমস্ত সম্ভাব্য উপাদান সম্পাদনা করা বাধ্যতামূলক। ডান রঙের স্কিম, ফন্টের শৈলী, এবং ছবি নির্বাচন করুন। মনে রাখবেন গুরুত্বপূর্ণ, কোডিংয়ের বুনিয়াদিগুলি বোঝার দরকার নেই: মাউসের এক ক্লিকেই সমস্ত উপাদান টেনে নিয়ে যেতে পারে। আপনি সত্যিই সৃষ্টি প্রক্রিয়া ভোগ করবে: মজা, সহজ, দ্রুত এবং এটি আপনার সৃজনশীল পাশে taps। ব্যক্তিগতভাবে, আমি কখনও কখনও নিশ্চিত না আমার গ্রাহকদের আমার ওয়েবসাইট বা না চান। এইজন্যই আমি চূড়ান্ত প্রবর্তনের আগে আমার বন্ধুদের বা পরিবারের সদস্যদের প্রতি প্রোটোটাইপ দেখাই। অন্যান্য মূল্যবান টিপ ফেসবুক গ্রুপ বা ফোরামে পেশাদার গ্রাফিকাল ডিজাইনার সাবস্ক্রাইব করা হয়। এটি বিনামূল্যে এবং যদি আপনি ভাগ্যবান হন তবে আপনি শিল্প পেশাদারদের কাছ থেকে সত্যিই ভাল উপদেশ পেতে পারেন।
কন্টেন্ট প্রস্তুত করুন আপনি যদি গ্রাফিক ডিজাইন প্রোগ্রামগুলির সাথে খুব পরিচিত না হন তবে আপনি অবশ্যই আপনার প্রকৃত ওয়েবসাইটের লেআউটটি ডিজাইন করতেও পারবেন না এমন প্রকৃত আনন্দ অনুভব করবেন। বেশিরভাগ ওয়েবসাইট উপাদান এবং প্লাগইন পূর্বনির্ধারিত এবং কেবল এক বা দুটি ক্লিকে ব্যবহার করার জন্য প্রস্তুত। যাইহোক, আপনি এখনও কন্টেন্ট গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ফটো এবং ছবি আইনগত হতে হবে এবং যতটা সম্ভব অনন্য হতে হবে। গ্রন্থে বিচিত্র, আকর্ষণীয় এবং কোন ব্যাকরণগত ত্রুটি ছাড়া বুঝতে সহজ হওয়া উচিত। যদি আপনার সামগ্রীটি লেখার জন্য পর্যাপ্ত সময় বা দক্ষতা না থাকে তবে এটি সহজেই আউটসোর্স করা যেতে পারে। মৌলিক অনুলিপি খরচ এত বেশি নয়। তবে, সামগ্রীতে কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই অনেকগুলি প্রশ্ন বিবেচনা করতে হবে: - আপনার ওয়েবসাইট দর্শকদের কী বার্তা কি? প্রতিটি ওয়েবসাইট পৃষ্ঠায় ফোকাস বার্তা কি হবে? - আপনার দর্শকদের উত্সাহিত করতে এবং সন্তুষ্ট করতে কী করবে: পণ্যগুলি কিনুন, নিবন্ধন করুন, সাবস্ক্রাইব করুন বা আপনার পরিষেবাদি অর্ডার করুন? বিষয়বস্তুটি কীভাবে হওয়া উচিত তা সম্পর্কে কয়েকটি টিপস: 1. প্রাসঙ্গিক। সবসময় আপনার ওয়েবসাইটে তাজা এবং আপডেট তথ্য আছে চেষ্টা করুন। কোম্পানির বা "সংবাদ" সম্পর্কে পুরানো তথ্য যা এক বছর আগে প্রকাশ করা হয়েছিল, দর্শকদের আপনার ব্যবসা এবং কর্মক্ষমতা সম্পর্কে নেতিবাচকভাবে চিন্তা করবে। 2. কর্মের জন্য কলিং। প্রধান পৃষ্ঠায় দুই বা তিনটি (আরও নয়!) ক্রিয়াকাণ্ডের জন্য কল করুন: "কেনাকাটা করতে যান", "আমাদের কাজ দেখুন" এবং এভাবে। যে আপনার দর্শকদের আরও অন্বেষণ এবং পরবর্তী পদক্ষেপ নিতে উত্সাহিত করা হবে। 3. কাঠামোগত। অসীম প্লেইন টেক্সট কেউ বহন করবে। গুরুত্বপূর্ণ বাক্যাংশগুলি হাইলাইট করতে শিরোনাম বৈশিষ্ট্যগুলি ব্যবহার করুন: শিরোনাম, অনুচ্ছেদ, সাহসী ফন্ট এবং অন্যান্য শৈলী। এই তথ্য ভাল প্রকাশ করতে সাহায্য করবে। 4. Catchy। দয়া করে মনে রাখবেন যে আপনার দর্শকদের সামান্য এবং দীর্ঘতর পাঠ্যগুলি পড়তে একটু কম সময় আছে। প্রতিটি লাইন একটি সমস্যা সমাধান বা একটি প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যথায় কেউ এটা পড়তে হবে। শিরোনাম বিশেষ মনোযোগ দিতে। তারা প্রাথমিকভাবে আপনার দর্শকদের মনোযোগ আকৃষ্ট।
আপনার ওয়েবসাইট প্রকাশ করুন এবং তার উন্নয়ন সম্পর্কে ভুলবেন না নকশা এবং উন্নয়নশীল যখন আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনার ওয়েবসাইট গবেষণা করেছেন। সবকিছু খুব বন্ধুত্বপূর্ণ এবং বুঝতে সহজ: নিশ্চিত করুন, সঠিক কর্ম, রং ​​এবং নকশা জন্য কল। তবে, আপনার নিজস্ব মতামত এই সীমাবদ্ধ না। ব্যবহারকারীদের অন্তত একটি ছোট গ্রুপের সাথে এটি নিশ্চিত করা ঠিক হবে: বন্ধু, পরিবার সদস্য বা বিভিন্ন সামাজিক মিডিয়া গোষ্ঠী বা ফোরামের অজানা সদস্য। অগ্রিম একটি প্রশ্নপত্র তৈরি করা ভাল। এটি একটি নির্দিষ্ট মতামত এবং নির্দিষ্ট প্রশ্নের জন্য কিছু উত্তর পেতে সাহায্য করবে। সর্বশেষ টিপ, শুধুমাত্র বৈধ সমালোচনা মনোযোগ দিতে!
অভিনন্দন! এখন আপনি আপনার ওয়েবসাইট প্রকাশ করতে পারেন! অবশেষে! প্রকাশ একটি আনন্দদায়ক মুহূর্ত, কিন্তু এটি রাস্তা শেষ হয় না। আপনি শুধু জাহাজ উত্থাপিত, কিন্তু আপনি এগিয়ে এবং এগিয়ে যাওয়ার জন্য বায়ু প্রয়োজন। ক্রমাগত আপনার ওয়েবসাইট বিকাশ: 1. এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) সম্পর্কে আরও তথ্য পান যাতে আপনার ওয়েবসাইট গুগল, ইয়াহু, বিং বা অন্যের প্রথম পৃষ্ঠার অনুসন্ধান ফলাফলে প্রদর্শিত হয়। আদর্শভাবে শীর্ষে। 2. পর্যায়ক্রমে বিষয়বস্তু আপডেট করুন। এই সার্চ ইঞ্জিন সূচী উন্নত এবং আপনার ওয়েবসাইটে দর্শকদের আগ্রহ বৃদ্ধি হবে। 3. সামাজিক নেটওয়ার্কগুলিতে মেলিং, প্রচার এবং প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের সাথে মিথস্ক্রিয়া বিকাশ করুন।
আমি আশা করি এই নিবন্ধটি আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার নিজের প্রথম ওয়েবসাইট তৈরিতে দ্বিধাগুলি সরিয়ে দেবে। গুড লাক!
Source: www.freesitemaker.net
2 notes · View notes
sabbir-hasan-blog · 5 years
Text
Change The Globe
বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্র ক্রমান্বয়ে নিম্নগামী, শুধু বাংলাদেশই নয় সারাবিশ্বে কমে আসছে বাস্তব কর্মক্ষেত্র।একদিকে কমে আসছে কর্মক্ষেত্র আরেক দিকে বারছে ক্রমে। অনলাইনে কাজের বৃদ্ধির কারোনেই কমে আসছে বিভিন্ন অফিসের কাজ, তবে অনলাইনের কিছু কাজের উপর বিশেষ জ্ঞান থাকলে মোটা অংকের অর্থ উপার্জন সম্ভব যাকিনা কোনো অফিসে বসে আয় করা অর্থের চেয়ে কম নয়। ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভোলপমেন্ট তাদের মোধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ কাজ। অনলাইনে ওয়েব ডিজাইন এর উপর যথেষ্ট জ্ঞান নিয়ে কাজ করতে পারলে উপার্জিত মোটা অংকের অর্থ সচ্ছলতা এনে দিতে পারে আপনাকে। ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইট এবং প্রগ্রামিং নিয়ে কিছু কাজ। ওয়েবসাইট  অথবা শুধু সাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি ,যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়।ওয়েব পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে "ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব" বা "বিশ্বব্যাপী জাল" নাম দেয়া হয়েছে। এই ওয়েবসাইট তৈরি করা এবং উন্নত করাই ওয়েব ডিজাইন / ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ। তবে এই বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন যা অবশ্যই প্রাতিষ্ঠানিক হওয়া উচিত। ওয়েব ডিজাইন /ওয়েব ডেভেলপমেন্ট শেখা খুবি সহজ বিষয় তবে বিশ্বমানের ডিজাইনার হওয়ার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণের সুপরিকল্পিত শিক্ষার । কিন্তু তথ্য প্রযুক্তির বিপ্লব-এর এই সময়ে আমাদের চারদিকে অসংখ্য আইটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার মধ্যে কনটা সঠিক তা নিজেকে বেছে নিতে হবে। বাংলাদেশে উল্লেখযোগ্য আইটি প্রশিক্ষণ কেন্দ্র গুলার মোধ্যে ভরসাযোগ্য দুইটি প্রতিষ্ঠান হলো ঢাকাতে অবস্থিত (Kaz Software) এবং খুলনাতে অবস্থিত "চেঞ্জ দ্যা গ্লোব" (www.ctgac.com) আইটি প্রতিষ্ঠান। এর মোধয়ে চেঞ্জ দ্যা গ্লোব প্রতিষ্ঠানটি অল্পসময়ে বিশেষ সফলতা অর্জনেও সক্ষম হয়েছে। এবং চেঞ্জ দ্যা গ্লোব -এ অন্য প্রতিষ্ঠান থেকে সল্পমূল্যে কোর্সটি সম্পূর্ণভাবে শেখানো হয়। সুতরাং আমাদের অনলাইনে কাজের মাধ্যমে সফলতা অর্জনের জন্য সঠিক দক্ষতা অর্জন কোরতে হবে এবং তার জন্য নেবুলাস আইটি প্রতিষ্ঠান অথবা "চেঞ্জ দ্য��� গ্লোব" হতে পারে আপনার গন্তব্য। #www.ctgac.com www.ctgac.com
1 note · View note
Text
গ্রাফিক্স ডিজাইন এর বর্তমান চাহিদা
গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প (art) এবং দক্ষতা (skills) ব্যবহার কোরে ছবি (pictures), শব্দ (words), পাঠ (text) এবং ধারণার মিশ্রণ (combine) কোরে একটি আলাদা এবং নতুন ছবি (picture) তৈরি করি।
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা। পূর্বে গ্রাফিক ডিজাইনাররা শুধু অফলাইনে কাজ করতো অর্থাৎ, ফিজিক্যাল জিনিসই ছিল তাদের বিচরণ ক্ষেত্র। কিন্তু! বর্তমানে একটি ব্লগ থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানি কেউই গ্রাফিক ডিজাইন ছাড়া ভাবতে পারেনা। ইন্টারনেট গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এমন এক দড়জা খুলে দিয়েছে, যার কোনো টার্মিনাল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন আপনি যতগুলো ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখছেন, সবকিছুতেই কোনো না কোনো গ্রাফিক ডিজাইনারের তুলির ছোয়া রয়েছে। মানুষ এখন প্রচুর ব্যস্ত, তাকে আকৃষ্ট করার জন্য একমাত্র হাতিয়ার উন্নত গ্রাফিক ডিজাইন। ঠিক একারণেই এখন ফ্রিল্যান্সিং সাইট গুলোতে ওয়েব ডেভেলপারদের সাথে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং পেশা।
একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়লে নিজের সৃজনশীলতার প্রকাশ করার সুযোগের পাশাপাশি বিভিন্ন উপায়ে অনলাইনে ইনকাম করতে পারবেন।
তাই আর দেরী না করে আজই আসুন আমাদের “প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে"। নিজেকে মার্কেটপ্লেসের জন্য তৈরি করতে আমাদের রয়েছে গ্রাফিক্স ডিজাইনএর বিশেষ কোর্স । আর এ সেক্টরে দক্ষ করে তুলতে ১০০% নিশ্চয়তা দিচ্ছি শুধুমাত্র আমরাই। 
👉 আমাদের সাথে যোগাযোগ:
☎️ ফোন: :+8801733-662435 (Anytime)
📩 ইমেইল: [email protected]
🌎 ওয়েবসাইট: http://www.projuktirpathshalabd.com
🕍 ঠিকানা: © Flat # 6/A, Level 7, House # 10, Road # 02, Sec# 06, Housebuilding Uttara, Dhaka-1230
#Freelancing #Outsoucing #OnlineIncome #OnlineCourse #graphicriver #GraphicDesign   #Graphicdesign #Digialmarketing #SEO #Socialmediamarketing
Tumblr media
0 notes
codersoft · 2 years
Text
ওয়েব ডিজাইন
ওয়েব ডিজাইন কি ? (What Is Web Design In Bangla)
আজ, ইন্টারনেট এবং এর ব্যবহার সবখানেই হচ্ছে এবং এর ব্যবহার দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এক্ষেত্রে, সব রকমের ছোট বড়ো কোম্পানি, ফার্ম বা বেশির ভাগ ব্যবসা, অনলাইন ইন্টারনেটে তাদের ব্যবসার প্রচার বা মার্কেটিং করার জন্য একটি হলেও ওয়েবসাইট (website) চালু করছেন।
আলাদা আলাদা, কারণ নিয়ে আলাদা আলাদা রকমের ওয়েবসাইট বানানো যেতে পারে।
এখন, এই বিভিন্ন ধরণের ওয়েবসাইট যারা ডিজাইন করেন এবং তৈরি করেন, তাদের ওয়েব ডিজাইনার (web designer) বলা হয়। এবং, ওয়েব ডিজাইনাররা যেসব দক্ষতা (skills), অভিজ্ঞতা বা প্রক্রিয়া ব্যবহার করে একটি ওয়েবসাইট ডিজাইন করেন বা তৈরি করেন, সেটাই হলো ওয়েব ডিজাইনিং।
সোজা ভাবে বললে, একটি ওয়েবসাইট সুন্দর ভাবে ডিজাইন বা তৈরি করার প্রক্রিয়াকেই ওয়েব ডিজাইন বলা হয়।
0 notes