Tumgik
#কুরআন18
khutbahs · 3 years
Photo
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
সুরা কাহফ জান্নাত লাভের প্রস্তুতি নিতে শেখায়।
 #কুরআন18 #সুরাহকাহফ #গুহাবাসী #আলকাহাফ (আরবি: الكهف, আল-কাহফ; অর্থ: গুহা)। পবিত্র কোরআনের সুরা কাহফে বিস্ময়কর কিছু কাহিনী বর্ণিত হয়েছে। এই কাহিনীগুলো আল্লাহ উল্লেখ করেছেন- যেন তাঁর বান্দারা এগুলো বারবার পড়ে পার্থিব জীবনের বিভিন্ন পরীক্ষায় সফল হয় এবং উপমা ও উদাহরণগুলো উপলব্ধি ও অনুসরণ করে। যার মাধ্যমে মানুষ নেক আমল করে পরকালমুখী জীবন যাপন করতে সক্ষম হবে। আল্লাহ বলেন –“পৃথিবীর উপর যা কিছু আছে, আমি সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করে দিয়েছি। যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, কর্মের দিক থেকে তাদের মধ্যে কে উত্তম।” [সূরা কাহাফ, আয়াত – ৭]। সমাজ, সম্পদ, জ্ঞান ও ক্ষমতা – এ চারটি জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে যেমন নেয়ামত, তেমনি পরীক্ষা বা ফিতনাও বটে। তাই এই ঘটনাগুলো বর্ণনা করার পূর্বেই আল্লাহ বলে দিচ্ছেন যে, এগুলো হচ্ছে পৃথিবীর শোভা এবং তোমাদেরকে পরীক্ষা করার উপায়। সমাজের বিভিন্ন ফিতনা থেকে বাঁচতে হলে ভালো মানুষগুলো সমাজের খারাপ মানুষদের বলয় থেকে বের হয়ে নিজেরা নিজেরা একসাথে সঙ্ঘবদ্ধভাবে জীবনযাপন করতে হয়। এতে পার্থিব জগতের সৌন্দর্য কম থাকলেও প্রশান্ত মনে জীবনযাপন করা সম্ভব হয়। আসুন, আমরা সূরা কাহাফের শিক্ষা গ্রহণ করি এবং প্রতি জুমাবারে সূরা কা’হফ পাঠের অভ্যাস গড়ি, এবং এর সুফল লাভে সচেষ্ট হই।
https://www.youtube.com/watch?v=4mktIk2GfC8
https://www.youtube.com/watch?v=v9DgIaIGGgU
https://www.youtube.com/watch?v=WhB61RNw_hw
https://www.youtube.com/watch?v=vJg2UFpWDoc
https://www.youtube.com/watch?v=qdTjLK8GX8M
0 notes