Tumgik
#সৈয়দ আশরাফুল ইসলাম
americabangla · 2 years
Text
ব্রিটেনে ৫ বাঙালির নামে পাঁচটি ভবনের নামকরণের ঘোষণা
ব্রিটেনে ৫ বাঙালির নামে পাঁচটি ভবনের নামকরণের ঘোষণা
আমেরিকা বাংলা ডেস্ক:  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটেনে বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পাঁচ বিশিষ্ট বাঙালির নামে পাঁচটি নতুন ভবনের নামকরণের ঘোষণা করেছে। এই পাঁচ বিশিষ্ট বাঙালি হলেন- কবি সুফিয়া কামাল, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লন্ডনের প্রয়াত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ বেলাল। এছাড়া পূর্ব লন্ডনে…
Tumblr media
View On WordPress
0 notes
khulnabazar · 2 years
Text
যুক্তরাজ্যে ৫ বাঙালির নামে ৫ ভবন
নিউজনাউ ডেস্ক: যুক্তরাজ্যে ৫ বিশিষ্ট বাঙালির নামে ৫টি নতুন ভবনের নামকরণ করা হয়েছে। দেশটির বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পাঁচটি নতুন ভবনের এই নামকরণ ঘোষণা করে। সোমবার রাতে বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ৫ বিশিষ্ট বাঙালি হলেন- কবি সুফিয়া কামাল, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লন্ডনের প্রয়াত সাংবাদিক…
Tumblr media
View On WordPress
0 notes
citynewsdhaka · 2 years
Link
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত সজ্জন, সৃজনশীল মানুষ ছিলেন। তার আচরণ, কথাবার্তা ছিল পরিশিলীত। দুঃসময়ে তিনি ছিলেন অকুতোভয়।
সোমবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
0 notes
newsbee24 · 3 years
Text
সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরকারীদের গ্রেপ্তার দাবি হানিফের
সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরকারীদের গ্রেপ্তার দাবি হানিফের
অনলাইন রিপোর্ট:কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে এক বিবৃতিতে মাহবুবউল আলম হানিফ বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন। স্বল্পভাষী, মিষ্টভাষী, নির্লোভ, নিরহংকারী ব্যক্তি ছিলেন সৈয়দ আশরাফ।…
Tumblr media
View On WordPress
0 notes
paathok · 3 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/135039
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ৪০তম বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
.
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ৪০তম বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭জুন র‌বিবার ২১ইং বিকাল ৪০তম বা‌র্ষিক সাধারণ সভা ভারপ্রাপ্ত সভাপ‌তি এস এম মো‌র্শে‌দ হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে ও দাতা সদস্য ই‌ঞ্জিঃ মোঃ জা‌বেদ আবছার চৌধুরীর সার্বিক পরিচালনায় হাসপাতা‌ল মে‌ডিকেল ক‌লেজ ক্যাম্পা‌স হল রু‌মে অনু‌ষ্ঠিত হয়।
সভায় উপ‌স্থিত ছি‌লেন হাসপাতাল পরিচালনা পরিষদের ডোনার সদস্য আ‌জিজ না‌জিম উ‌দ্দিন, সদস্য মোঃ আহছান উল্যাহ, এসএম কুতুব উ‌দ্দিন, আলহাজ্ব হারুন ইউছুপ, এম জা‌কির হো‌সেন তালুকদার, মো: সা‌গির, চমা‌শিহা মে‌ডি‌কেল ক‌লে‌জের প্রি‌ন্সিপাল প্র‌ফেসর ডা: এএসএম মোস��তাক আহ‌মেদ, হাসপাতা‌লের প‌রিচালক প্রশাসন ডা: মো: নূরুল হক ও উপ পরিচালক প্রশাসন মো: মোশারফ হোসেন সহ সংশ্লিষ্ট গন। এছাড়া জেনারেল সেক্রেটারি ডা: আঞ্জুমান আরা ইসলাম ও জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: মো: আরিফুল আমিন হাসপাতালের জেনারেল সেক্রেটারির কার্যালয় থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভার সুচনাতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: জসিম উদ্দিন।
.
এসময় বিগত ১ বছ‌র সময়কা‌লে যে সকল বি‌শিষ্ট ব্য‌ক্তিবর্গ, হাসপাতা‌লের আজীবন সদস্য, কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ ক‌রে‌ছেন তাঁ‌দের জন্য শোক প্রস্তাব উত্থাপন করার মাধ্য‌মে তাঁহাদের রু‌হের মাগ‌ফেরাত কামনা করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ২০২০ ইং হাসপাতা‌লের বা‌র্ষিক প্রতি‌বেদন জেনা‌রেল সে‌ক্রেটারীর প‌ক্ষে উপস্থাপন ক‌রেন পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ লায়ন ডক্টর মো: সানাউল্লাহ। প্র‌তি‌বেদ‌নে বিগত বছরের সা‌র্বিক কার্যক্রম এবং প‌রিচালনা প‌রিষ‌দের বি‌শেষ অর্জন সমূহু আজীবন সদস্যাগ‌ণের উ‌দ্দে‌শ্যে তু‌লে ধরা হয়।
হাসপাতাল পরিচালনা পরিষদের ট্রেজারার আলহাজ্ব মোঃ রেজাউল ক‌রিম আজা‌দ ২০২০ সা‌লের হাসপাতা‌লের নিরীক্ষা প্র‌তি‌বেদন, ২০২১ সা‌লের বা‌জেট ও ২০২১ সা‌লের নিরীক্ষক নি‌য়ো‌গের প্রস্তাবনা সভায় উপস্থাপন ক‌রে বা‌জে‌টের বি‌শেষ দিক সমূহ তু‌লে ধ‌রেন।
হাসপাতালের মে‌ডি‌কেল ক‌লে‌জের ২০২০ সা‌লের নিরীক্ষা প্র‌তি‌বেদন ও ২০২১ সা‌লের বা‌জেট উপস্থাপন ক‌রেন মে‌ডি‌কেল ক‌লে‌জ গভ‌র্নিং বডি ভাইস চেয়ারম্যান এস এম মো‌র্শেদ হো‌সেন। হাসপাতা‌লের বা‌র্ষিক প্র‌তি‌বেদন, হাসপাতাল ও মে‌ডি‌কেল ক‌লে‌জের নিরী‌ক্ষিত হিসাব প্র‌তি‌বেদন, ২০২১ সা‌লের বা‌জেট এবং নিরীক্ষক হি‌সাবে রহমান রহমান হক একাউন‌টেন্টস ফার্ম‌কে সভায় সর্বসম্ম‌তিক্র‌মে অনু‌মোদন করা হয়।
.
আজীবন সদস্যগণের ম‌ধ্যে আ‌লোচনায় সভায় উন্নয়ন ও অগ্রগ‌তি‌তে তা‌দের মূল্যবান মতামত ও পরামর্শ প্রস্তাবনা বি‌ভিন্ন দিক‌ নি‌র্দেশনা মূলক বক্তব্যে অংশগ্রহন ক‌রেন যথাক্র‌মে ডা: আ ম ম মিনহাজুর রহমান, মো: ই‌লিয়াস, মো: শামসুল আলম, মো: সোলায়মান হো‌সেন বাচ্চু, লায়ন মো: মাহমুদুর রহমান শাওন, এড‌ভো‌কেট জিয়া হা‌বিব আহসান, আবদুল ম‌ন্নান রানা, রোটারিয়ান এমদাদুল আ‌জিজ চৌধুরী, মাওলানা রহমত উল্লাহ, মো: জিয়া উ‌দ্দিন, খন্দকার রাজু আহ‌মেদ, সে‌লিম হো‌সেন, মো‌বিনুল হক ম‌বিন, সন্তোষ নন্দী, ওয়া‌জি উল্লাহ, শ‌হিদুল ইসলাম, লায়ন মো: না‌সির উ‌দ্দিন, ফজলুল ক‌রিম মুন্না, এমদাদ উল্লাহ, মোর‌শেদ আকবর, জা‌হিদ হো‌সেন তান‌সির, খায়রুল বাশার, আকবর আলী, মো: সোলায়মান এফ‌সিএ, মো: শাহজাহান, শ‌ফি উল্লাহ, প্রবীর দত্ত এবং অনলাই‌নে যুক্ত হ‌য়ে বক্তব্য রা‌খেন না‌জিম উ‌দ্দিন, শাহনাজ পার‌ভিন ও প্র‌ফেসর রেজাউল ক‌রিম প্রমুখ।
হাসপাতাল পরিচালনা পরিষদের পক্ষ হতে বেস্ট সার্ভিস এওয়ার্ড ২০২০ এবং করোনা রোগীদের চিকিৎসা সেবায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
এতে হাসপাতাল হতে এওয়ার্ড গ্রহণ করেন আবাসিক সার্জন ডা: ফারজানা আহমেদ সুরভী (গাইনী), মেডিকেল অফিসার ডা: উম্মে সাবিয়া (পেডিয়াট্রিক্স), ডা: আজমাইন মাহতাব (ইন্টানী চিকিৎসক) প্রশাসন-হিসাব বিভাগ হতে মো: কামরুজ্জামান (সুপারভাইজার ইনচার্জ),মো: জাবের আহমেদ (এমএলএস) বেলাল হোসেন (সিকিউরিটি গার্ড), রুবি আক্তার (ক্লিনার), কোভিড ইউনিট হতে সহকারি অধ্যাপক ডা: মো: মাহাদী হাসান (আইসিএইচ), সিনিয়র মেডিকেল অফিসার ডা: মাহমুদা সুলতানা আফরোজা, মেডিকেল অফিসার ডা: মাকসুদা হক মিতা এবং ডা: রিহুল জান্নাত, নার্সিং স্টাফ হতে রুপনা বড়ুয়া (সিনিয়র স্টাফ নার্স এন্ড ইনচার্জ),মীর শাকওয়াত হোসেন (এমএলএসএস), আবদুল শুক্কুর (সিকিউরিটি গার্ড), সুজন দাস (ক্লিনার), মেডিকেল কলেজ হতে তাহমিনা আক্তার (অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/এইচআরডি), নার্সিং ইনস্টিটিউ এন্ড কলেজ হতে আবিদা সুলতানা (সিনিয়র স্টাফ নার্স এন্ড ইনচার্জ), বিউটি আক্তার (নার্সিং এটেনডেন্ট) ইঞ্জিনিয়ারিং ডিপারমেন্ট হতে মো: খোরশেদ আলম (ফোরম্যান/বৈদ্যুতিক)। করোনা রোগীদের চিকিৎসা সেবা ক্ষেত্রে সম্মাননা গ্রহণ করেন প্রফেসর ডা: এএসএম মোস্তাক আহমেদ, প্রফেসর ডা: নাহিদ সুলতানা, প্রফেসর ডাঃ সঞ্জয় কান্তি বিশ্বাস, প্রফেসর ডা: অলক কুমার নন্দী, ডা: মো: নুরুল হক, ডা: আশরাফুল করিম, অ্যাসোসিয়েট প্রফেসর ডা: শেফাতুজ্জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা: আবু সৈয়দ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা: ফাহিম হাসান রেজা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা: কামাল হোসেন জুয়েল প্রমুখ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ৪০তম বা‌র্ষিক সাধারণ সভায় যে সকল আজীবন সদস্যাগণ‌ উপ‌স্থিত হ‌য়ে সভা‌কে সফল করে‌ছেন তাঁ‌দের প্র‌ত্যেককে হাসপাতাল পরিচালনা পরিষদ আন্ত‌রিক ভা‌বে ধন্যবাদ জানান। এসময় ভারপ্রাপ্ত সভাপ‌তি এস এম মো‌র্শেদ হো‌সেন আজীবন সদস্যদের ম‌ধ্যে হ‌তে উত্থা‌পিত বি‌ভিন্ন পরামর্শ ও প্রস্তবনা মূলক বিষয়গু‌লো‌কে চি‌হ্নিত ক‌রে আলাদা ভা‌বে বক্তব্য প্রদান ক‌রেন। সভাতে বিপুল সংখ্যক আজীবন সদস্য/সদস্যা অংশগ্রহণ করেন। আজীবন সদস্যবৃন্দ‌দের বক্ত‌ব্যে উ‌ঠে আসা বি‌ভিন্ন গঠন মূলক আলোচনা ও সমা‌লোচনার জবাব দেওয়ার পাশা পা‌শি বেশ ক‌য়েক‌টি প্রস্তাবনা বিষ‌য়ে অ‌চি‌রেই বাস্তবায়ন কর‌বে ব‌লে সভায় আশ্বস্ত ক‌রা হয়।
0 notes
shownarbangla · 4 years
Text
সৈয়দ আশরাফকে ভুলে যাচ্ছে আওয়ামী লীগ
সৈয়দ আশরাফকে ভুলে যাচ্ছে আওয়ামী লীগ
Tumblr media Tumblr media
সৈয়দ আশরাফুল ইসলাম। ছবি : সংগৃহীত
সৈয়দ আশরাফুল ইসলাম সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী। এ বছরের ৩ জানুয়ারি মারা যান এই মহান মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। কিন্তু বছর না যেতেই ভুলতে বসেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
শুক্রবার সকাল কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় আওয়ামী মৎসজীবী লীগের আনুষ্ঠানিক প্রথম সম্মেলন। সম্মেলনে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী…
View On WordPress
0 notes
banglashangbad · 5 years
Photo
Tumblr media
সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত " প্রবাসীদের ঘামের টাকা - সচল রাখে দেশের চাকা " এই শ্লোগান নিয়ে প্রবাসীদের কল্যাণে সিলেটস্থ সংগঠন সিলেট প্রবাসীকল্যাণ মঞ্চের উদ্যোগে সিলেট নগরীর হোটেল পলাশে সংগঠনের পরিচালক সাংবাদিক আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ৩০ সেপ্টেম্বর সোমবার এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসোসিয়েশন অব ট্র্যাভেলস এজেন্টস বাংলাদেশ- আটাব এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল জব্বার জলিল বলেছেন, মুক্তিযুদ্ধে লন্ডনপ্রবাসীদের অবদান ইতিহাস হয়ে আছে। তাই, প্রবাসীদের জন্যে আমরা সিলেট বাসীদের অনেক করনীয় রয়েছে। প্রবাসীদের অবদান আমরা ভুলতে পারব না। সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের সেক্রেটারি ইসমাইল হোসেন কয়েছ ও ফাস্ট জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মুবিন তার বক্তব্যে বলেন, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সংগঠন সংস্থা গড়ে উঠছে দেখে আমরা খুব খুশি। এতে জনগণ সচেতন হবে এবং উপকৃত হবে। বিশেষ অতিথির বক্তব্যে  ব্রিটিশ কনজারভেটিভ পার্টির কেন্দ্রীয় নেতা রাফাত খান জিলানী বলেন, বাংলাদেশ থেকে বৃটেনের জন্যে শেফ কর্মী নিতে আমরা কাজ করছি। আশা করা যায় শীঘ্রই ফলাফল আসবে। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে হলে সিলেটে শেফ ইন্সটিটিউট গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসাবে আটাব সিলেট জোনের জয়েন্ট সেক্রেটারি মাহমুদ আহমদ চৌধুরী,  সিলেট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার আবুল খয়ের, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, ফ্রান্স প্রবাসী ও অনুষ্ঠানের অন্যতম সংবর্ধিত অতিথি কমিউনিটি নেতা সুহাইল আহমদ সুহেল, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস শাকুর, এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ, নবদূত সামাজিক ফোরামের চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান, এডভোকেট নুরুল আমিন, প্রবাসীকমিউনিটি নেতা আব্দুল মন্নান, সাচ্চু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন । আলোচনা পেশ করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সালুটিকর জাগ্রত জনতার সভাপতি মাওলানা রফিক আহমেদ মহল্লী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ মঞ্চের সহ-সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি ব্যবসায়ী ফয়জুর রহমান, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল, সাংবাদিক এম এ রহিম, আদনান তায়্যিব, আজমল হোসেন, এম  বি তালহা,  সহ-সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, সিলেট মহানগরস্থ গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক আহমেদ আল মাসুদ, মাসুদুল হুদা খান, নাজমুল বিন সিরাজ, সহ-সভাপতি ফয়জুর রহমান, সাবেক ছাত্র নেতা ইমরান আহমেদ, ব্যবসায়ী নেতা শামীম আহমেদ, তরুন ব্যবসায়ী যুবনেতা আব্দুল আহাদ, সমাজ কর্মী আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক নুরুল মুত্তাকিন, সাংবাদিক কাওছা�� রাহাত, দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিয়াজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,  আশরাফুল আলম ফাহাদ, মাষ্টার মালেক আহমদ, হাফেজ হামিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুস্তাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, মনসুর আহমদ, নোমান আহমেদ, শামীম আহমেদ, ব্যবসায়ী রোটারিয়ান আব্দুর রশীদ, রায়হান আহমদ, মাষ্টার আব্দুল মুমিন, মনসুর রহমান, ইকবাল হোসেন, এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী জবরুল ইসলাম প্রমুখ।
0 notes
crime-protidin-blog · 5 years
Photo
Tumblr media
কিশোরগঞ্জ-১ : মনোনয়ন নিলেন সৈয়দ আশরাফের ছোট ভাই ক্রাইম প্রতিদিন, কিশোরগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় কিশোরগঞ্জ-১ আসন পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দ শাফায়েতুল ইসলামের পক্ষে ফরম সংগ্রহ করেন সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। গেজেটও প্রকাশ করা হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান। তাই এ আসনে উপনির্বাচন নয়, পুনর্নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, যেহেতু সৈয়দ আশরাফুল ইসলাম শপথগ্রহণ করেননি, তাই এটিকে সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করা হচ্ছে। প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।
0 notes
samiulamin-blog · 5 years
Text
Sayed Ashraful Isalm MP
https://www.facebook.com/samiulamin007/videos/350109579150644/?t=3 🇧🇩️ সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি Published on Jan 5, 2019 =========================== 🇧🇩️"শুভ নববর্ষ ১৪২৫" উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী,শ্রদ্ধেয় সৈয়দ আশরাফুল ইসলাম চাচা কে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে উনার বাস-ভবনে পৌঁছাই। শুভেচ্ছা বিনিময় শেষে আলােচনার ফাঁকে শ্রদ্ধেয় সৈয়দ আশরাফুল ইসলাম চাচা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম স্নেহভাজন জননেতা জনাব "মরহুম শামস উদ্দিন আহমেদের" রাজনৈতিক জীবনী নিয়ে আলােচনা শুরু করেন। তিনি বলেন "শামছু ভাই" (মরহুম শামস উদ্দিন আহমেদের) ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের নেতা ও বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতা, যার নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত প্রতিটি মহকুমা, কলেজ ও থানা স্তরে ছাত্রলীগ প্রতিষ্ঠা কমিটি গঠন হয়। আজকে বৃহত্তর ময়মনসিংহ জেলা যতটুকু অনুকূল পরিবেশ তৎসময় তা ছিলোনা, ছিল প্রতিকূল পরিবেশ, সেই পরিবেশ কেই তিনি জয় করেছেন। এভাবেই তিনি বঙ্গবন্ধু'র স্নেহধন্য ও আস্থাভাজন লাভ করেন। "শামছু ভাই" (মরহুম শামস উদ্দিন আহমেদের) ছাত্রলীগের নেতা থেকে এক সময়  বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাতে পরিনিত হন, হন কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা। ১৯৭১ সালে "শামছু ভাই" (মরহুম শামস উদ্দিন আহমেদের) মুক্তিযোদ্ধের সংগঠক ছিলেন। তিনি দেরাদুনে ভারতের সেনাবাহিনীর জেনারেল উবানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বৃহত্তর ময়মনসিংহ জেলা, টাংগাইল ও সুনামগঞ্জ জেলার অর্ধাংশ নিয়ে মুজিব বাহিনীর ৪নং সেক্টরে ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন। ৭১ এর যুদ্ধবিধ্বস্ত দেশ পু���ঃগঠন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যে রাজনৈতিক দলটি ১৯৭৩/৭৪ সালে রাশিয়া সফর শেষে সফলতার সাথে দেশে ফিরে আসেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন "শামছু ভাই" (মরহুম শামস উদ্দিন আহমেদ)। আলোচনার এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৬০ ও ৭০ দশকের উল্লেখ্য রাজনীতিবিদ "মরহুম শামস উদ্দিন আহমেদের" কবর জিয়ারত করার প্রবল ইচ্ছা পােষণ করেন এবং সহজ সাবলীল ভাষায় বলেন, আমি সৈয়দ আশরাফুল ইসলাম রাজনৈতিক ভাবে নিজের যে অবস্থানে আজ পৌঁছাতে পেরেছি তা "শামছু ভাইয়ের" (মরহুম শামস উদ্দিন আহমেদের) রাজনৈতিক শিক্ষা ও আদর্শের অবদান এবং আরো বলেন  "শামছু ভাই" (মরহুম শামস উদ্দিন আহমেদের) এই ঋন আমি তথা আমরা কেউ পরিশোধ করতে পারিনি ও পারবোও না। আমার পূর্বে ও পরে বৃহত্তর ময়মনসিংহ থেকে যে সকল নেতা / এমপি / মন্ত্রী হয়েছেন তাদের প্রায় সকলের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন  "শামছু ভাইয়ের" (মরহুম শামস উদ্দিন আহমেদ) । এরকম উল্লেখযোগ্য আরও অনেক কথা বলে "মরহুম শামস উদ্দিন আহমেদ" প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি নিজ থেকে বলেন যে, আগামী রাজনীতিতে  "শামছু ভাইয়ের" (মরহুম শামস উদ্দিন আহমেদ) পরিবারের কি করণীয়, তা বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা মূলক উপদেশ, একই সাথে লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নিজে উপস্থিত থাকার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। সর্বজন গ্রহণ যোগ্য শ্রদ্ধাভাজন দূরদর্শিক রাজনীতিবিদ, রাজনৈতিক ফিলোসোফার মাননীয় জনপ্রশাসন মন্ত্রী  সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি'র মাগফিরাত কামনায় - "শামস উদ্দিন আহমেদ" পরিবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বেহেশত নসিব করুন - আমিন। Category News & Politics
0 notes
cehrdf · 5 years
Text
সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সিইএইচআরডিএফ'র শোক।
সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সিইএইচআরডিএফ’র শোক।
Tumblr media
প্রেস বিজ্ঞপ্তি: ——————–­­­—— সাবেক রাষ্ট্রপ্রতি সৈয়দ নজরুল ইসলাম এর সুযোগ্য পুত্র ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার পরিবেশ,মানবাধিকার ও উন্নয়ন ফোরাম গভীর শোক জানিয়েছে।
এক বিবৃতিতে ফোরামের প্রধান পরিচালক মো: ইলিয়াছ মিয়া বলেন-সজ্জন রাজনীতিবিদ, নিঃস্বার্থ মানুষ সৈয়দ অাশরাফুল ইসলাম নিঃসন্দেহে জাতীয় পরিমন্ডলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন।তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা…
View On WordPress
0 notes
md-mustakim-blog · 5 years
Photo
Tumblr media
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। তার একটি উক্তি:- "আমি হিন্দু ও নয় মুসলিম ও নয়" তাহলে এখন কি হবে কবরে মাটি দেওয়া হবে নাকি আগুনে জ্বালানো হবে।
0 notes
Video
youtube
সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় | Sayed Ashraful Islam | awami league news toda...
0 notes
bangladaily · 4 years
Text
ভবিষ্যৎ রিটেইলকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হল রিটেইল কংগ্রেস ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ খুচরা বিপণন পেশাদারদের মাঝে দক্ষতা ও জ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য চতুর্থবারের মত অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস। শনিবার ঢাকার লে মেরিডিয়ানের গ্র্যান্ড বল্রুমে এটি অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক প্রফেশনাল এই কংগ্রেসে অংশগ্রহণ করেন। স্বপ্নের পরিবেশনায় এবং লোটোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।      দক্ষতার উন্নয়নে দিকনির্দেশনা, সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট খাতের যথাযথ বিশ্লেষণের মাধ্যমে এ বছর বাংলাদেশ রিটেইল কংগ্রেসের থিম ছিল “ফিউচার অব রিটেইল”।  অনুষ্ঠানটিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে রিটেইল বিশেষজ্ঞ এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্বকে একত্রিত হয় যারা কিনোট উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।   উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এসিআই লজিস্টিকস এর হেড অফ হিউম্যান রিসোর্স, শাহ মোঃ রিজভি রনি। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। তিনি বলেন,”রিটেইল এর ভবিষ্যৎ হল পরিবর্তন ও উদ্ভাবন নিয়ে। রিটেইল খাতকে এই পরিবর্তনকে সাগ্রহে গ্রহন করে নতুন করে সম্পূর্ণ খাতকে সাজাতে হবে।    বিভিন্ন প্যানেল আলোচনা ও ইনসাইট ও কেস স্টাডি প্রেসেন্টেশনের আলোচনার কিছু আলোচ্য় বিষয় ছিল: "দা ফিউচার অফ ভার্চুয়াল রিটেইল ", "কাস্টমার এক্সপেরিয়েন্স ইস দা গেম চেঞ্জার ইন রিটেইল", দিসরূপশন অফ পেমেন্ট সিস্টেম ইন রিটেইলস", "দা ডেলিগ্রাম  ওয়ে  অফ  ডেলিভারিং  গুডস", দা চেঞ্জিং  রিটেইল   ল্যান্ডস্ক্যাপ  ইন  বাংলাদেশ  – এ মাইক্রো -মার্চেন্ট পার্সপেক্টিভ ইত্যাদি। অনুষ্ঠানটিতে ছিল ৩টি কিনোট সেশন, ৪টি প্যানেল সেশন, ৩টি ইনসাইট সেশন এবং ৩টি কেইস স্টাডি প্রেজেন্টশন।  কিনোট সেশনে বক্তব্য রাখেন – কান্তার ব্যবস্থাপনা পরিচালক হেমন্ত মেহতা ও প্রধান কৌশল কর্মকর্তা, কান্তার দক্ষিণ এশিয়া; মনুকৃষ্ণ নায়ার, ফিচ ইন্ডিয়ার উন্নয়ন পরিচালক; এবং পুলক চৌধুরী, বিজনেস হেড, মাল্টি ব্র্যান্ড চ্যানেল, পুমা গ্রুপ।    প্যানেল আলোচকরা ছিলেন আশরাফ বিন তাজ, ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশান কোম্পানি (প্রাঃ) লিমিটেড এবং প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); সাব্বির হাসান নাসির, নির্বাহী পরিচালক, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন); রেজাউল কবির, চিফ অপারেটিং অফিসার, নাবিক (ইপিলিয়ন গ্রুপ); রাজন পিল্লাই, প্রধান নির্বাহী অফিস, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড; তানভীর হায়দার চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড; জিশান কিংসুক হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, সিন্ধাবাদ ডটকম; মরিন তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিকাবু ডটকম; এ কে এম ফাহিম মাশরুর, প্রতিষ্ঠাতা, আজকারডিয়াল ডটকম, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, বিডিজবস.কম; মিরাজুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাগডুম ডটকম; সুম্বল মোমেন, পরিচালক, প্রাইড গ্রুপ; নাজমুল করিম চৌধুরী, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্রাইম ব্যাংক লিমিটেডে, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসের প্রধান; সোনিয়া বশির কবির, সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান, ডমনি বাংলাদেশ লিমিটেড; সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড; এ কে এম মঈনুল ইসলাম মইন, সিওও (রান্নাঘর, নুডলস, ফ্রোজেন, মিষ্টান্ন ব্যবসায়), প্রান-আরএফএল গ্রুপ; মিজানুর রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার, বিকাশ লিমিটেড; মোহাম্মদ রাশেদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, এবং প্রত্��য়িত ডিজিটাল ফিনান্স প্র্যাকটিশনার (সিডিএফপি); ডঃ মোহাম্মদ বখতিয়ার রানা, সহযোগী অধ্যাপক, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মোঃ কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর, এসিআই লিমিটেড; এ এফ এম আসিফ, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার; ফিরোজ আলম, উপ-নির্বাহী পরিচালক, জনসংযোগ, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং (বিপণন), ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড; সাব্বির আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিংয়ের কান্ট্রি হেড; ওয়াইজ রহিম, প্রতিষ্ঠাতা ও সিইও, ডেলিগ্রাম; মুনাফ মোজিব চৌধুরী, পরিচালক, ক্লায়েন্ট লিডারশিপ, এডিএ - অ্যানালিটিক্স · ডেটা · বিজ্ঞাপন, বাংলাদেশ; জি এম কামরুল হাসান, গ্রুপ সিইও, ইগলু আইসক্রিম, ফুড অ্যান্ড ডেইরি লিমিটেড; মোঃ আশরাফুল আলম, কান্ট্রি প্রজেক্ট কো-অর্ডিনেটর, শিফট-সার্ক, ইউএনসিডিএফ, ডিএফসিজির সচিবালয়; রেফাতুল করিম, সিআরএম এবং ই-কমার্স, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড; ফাদারমা ফাহমিদা, সিআরএম এবং ই-কমার্স, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড; মুর্তোজা জামান, শেফের টেবিল, সিইও, ইউনিমার্ট হোল্ডিং। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পরিবেশনায় ছিল স্বপ্ন। এছাড়াও এপেক্স পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আয়োজনের সহযোগীতায় ছিল লোটো,আয়োজনটির সমর্থনে রয়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ও ইউনিমার্ট,  ইভেন্ট পার্টনার – লে মেরিডিয়েন ঢাকা; স্ট্র্যাটেজিক পার্টনার – দ্য ডেইলি স্টার; নলেজ পার্টনার – এমএসবি; লাইফ স্টাইল পার্টনার – অ্যাডভানসড টেকনোলোজিস লিঃ, টেকনোলোজি পার্টনার – আমরা টেকনোলোজিস, মিডিয়া পার্টনার - একাত্তর টিভি, ডিজিটাল পার্টনার – অ্যাপ্লাইড বিজনেস ইনিশিয়েটিভ (এ বি আই) পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর। -শিশির Read the full article
0 notes
paathok · 3 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/130716
ডা. শাহাদাতের মুক্তি চেয়েছেন চট্টগ্রামের ১০১ জন চিকিৎসক
.
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা শাহাদাত হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও চাঁদাবাজির মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ১০১ জন বিশিষ্ট চিকিৎসক।
শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে চিকিৎসকবৃন্দ বলেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা অত্যন্ত নম্র, ভদ্র, সৎ ও বিনয়ী ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে তার দীর্ঘদিনের পথচলা । ব্যক্তি জীবনে ক্লীন ইমেজের অধিকারী ডা. শাহাদাত হোসেন । তিনি ইতিমধ্যেই তার নানামুখী জনস্বার্থ ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে চট্টগ্রামবাসীর কাছে জনতার মেয়রে পরিণত হয়েছেন। চট্রগ্রামের রাজনীতি ও বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির আন্দোলন থেকে দূরে রাখতেই তাকে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় গ্রেফতার করে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার জোর করে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য যে কোনো পন্থায় ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। সেজন্য ডা. শাহাদাত হোসেনের মতো জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি করে যাচ্ছে। কিন্তু এতো নির্যাতন নিপীড়ন করেও তাকে দমানো যায়নি। বারবার গ্রেফতার ও কারাবরণ উপেক্ষা করে তিনি রাজপথে জাতীয়তাবাদী শক্তির পক্ষে সরব থেকেছেন। চট্টগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে তিনি বর্তমান অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। করোনাকালীন এই দুর্যোগে তিনি অবিরাম অসহায় মানুষকে খাদ্য, ঔষধ এবং আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে চট্টগ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এজন্যই একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন এবং জনবিচ্ছিন্ন করতে মিথ্যা, আজগুবি মামলা দিয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে টার্গেট করেছে।
চিকিৎসকবৃন্দ বলেন, বিগত চসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন ডা. শাহাদাত হোসেন। সেই নির্বাচনে ডা. শাহাদাত হোসেনের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং নগরবাসীর ভালবাসা ও অকুণ্ঠ সমর্থনের কারনে তিনি সরকারের রোষানলে পড়েছেন। অতি জনপ্রিয়তাই আজ তার জন্য কাল হয়েছে। এজন্য তাকে বারবার কারাগারে নিক্ষেপ করে নির্যাতন করছে বর্তমান সরকার। আমরা সরকারের এ অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ কোতোয়ালি থানায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে ডা. শাহাদাত হোসেনকে মুক্তি দিয়ে করোনাকালে বিগত সময়ের মত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এবং চিকিৎসা সেবা প্রদান করার সুযোগ দেওয়া�� দাবি জানান।
বিবৃতি দিয়েছেন : ডা এ এ গোলাম মুর্তাজা হারুন, ডা মোঃ আবু জাফর, অধ্যাপক ডা আবদুল আলীম, ডা আবদুল মান্নান, ডা মোঃ আবুল কালাম, অধ্যাপক ডা সাইফুদ্দিন মোঃ তারেক, ডা মর্তুজা রেজা হাসান, ডা মোঃ জিয়া উদ্দিন, অধ্যাপক ডা জসীম উদ্দিন, অধ্যাপক ডা তমিজ উদ্দিন আহমেদ, ডা খুরশিদ জামিল চৌধুরী, ডা আশরাফুল কবির ভূঁইয়া, অধ্যাপক ডা সানাউল্লাহ শেলী,ডা মিয়ান জসিম উদ্দিন, ডা শাহানা বেগম, অধ্যাপক ডা আব্বাস উদ্দিন,ডা শেখ মুজিবুর রহমান, ডা কামরুন্নাহার দস্তগীর, ডা কামরুল আহসান, ডা আবদুল মোত্তালিব, ডা একেএম জাফর উল্লাহ, ডা কামরুল হাসান, ডা এবিএম ইয়ামিন, ডা বদিউল আলম বাদল, ডা আবদুর রব, ডা রকিব উল্লাহ, ডা মোতাহার হোসেন, ডা মোঃ টিপু সুলতান, ডা রাজীব চৌধুরী,ডা আবদুল গফুর, ডা অজয় দেব, ডা নাইমুর রশিদ, ডা মোঃ ইয়াছিন, ডা ফয়েজুর রহমান, ডা খুরশিদ উল আলম টিপু, ডা জসীম উদ্দিন আহমেদ, ডা আনিসুল হোসেন, ডা মোহাম্মদ আইয়ুব, ডা এ এ রাইহান উদ্দিন, ডা নিয়াজ আহমেদ, ডা জাহাঙ্গীর আলম, ডা বেলায়েত হোসেন ঢালী, ডা ইফতেখারুল ইসলাম, ডা কাজী মাহবুব আলম, ডা শাহাবুল হুদা, ডা সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা এস এম সরোয়ার আলম, ডা ফেরদৌস আরা সালমা, ডা আবদুর রাজ্জাক সিকদার, ডা এনামুল হক, ডা হোসনে আরা বেগম, ডা মেজবাহ উদ্দিন, ডা জাহিদ হাসান, ডা এ কে এমন হারুন, ডা ফজলে রাব্বী শিহাব, ডা মোহাম্মদ এহসান, ডা মিরাজুল ইসলাম,ডা নুরুল করিম চৌধুরী,ডা শামীমা সুলতানা, ডা রাহাত খান, ডা রাসেল ফরিদ চৌধুরী, ডা মীর ওয়াজেদ আলী, ডা রিফাত আক্তার, ডা দেলোয়ার হোসেন, ডা রিজওয়ানুল হক, ডা আবদুল্লাহ আল মন্জুর, ডা খন্দকার জিয়াউর রহমান, ডা কাজী শামীম আল মামুন, ডা ইমরোজ উদ্দিন, ডা ময়নাল হোসেন, ডা সোয়াইবুল করিম, ডা গিয়াস সাগর, ডা কমর উদ্দিন চৌধুরী, ডা আবুল কালাম আজাদ, ডা শাহনেওয়াজ সিরাজ মামুন,ডা নুরুল আবছার খান, ডা ইফতেখার মোঃ আদনান, ডা তানভীর হাবীব তান্না, ডা রানা চৌধুরী, ডা বেলাল উদ্দিন , ডা ইয়াছিন আরাফাত, ডা নুরুল আজিম, ডা মোদাচ্ছির রহমান, ডা মিনহাজুল আলম, ডা শাকির উর রশিদ, ডা মোঃ মইনুদ্দিন, ডা ওমর ফারুক পারভেজ, ডা জুনায়েদ রায়হান, ডা আরাফাত উর রহমান,ডা আরফান খান নিবিড়, ডা মীর কাসেম মজুমদার, ডা মেহেদী হাসান, ডা মোহাম্মদ শাহীন, ডা রকিবুল হাসান তান্না, ডা তৌকিরুল ইসলাম, ডা ইমরান হাসান, ডা জাহেদ ঈমন, ডা ওয়াসিফ কামাল নাদিম, ডা রাহুল মজুমদার, ডা নাভীম কবির প্রতীক, ডা নয়ন খান প্রমূখ।
0 notes
kabirbd · 4 years
Text
সৈয়দ আশরাফুল ইসলাম
সাজেদ রহমান।। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও মন্ত্রী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে সপ্তম ও অষ্টম, কিশোরগঞ্জ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। আজ তাঁর মৃত্যু বার্ষিকী। গত বছর ৩ জানুয়ারি তিনি মারা যান।
সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫২ সালের ১লা জানুয়ারি ময়মনসিংহে…
View On WordPress
0 notes
dhaka18 · 4 years
Text
আজ সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী
আজ সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকী
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সেখানেই ২০১৯ সালের ৩ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই প্রবীণ রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি এক কন্যার জনক। তার স্ত্রী শিলা ইসলাম ২০১৭ সালের অক্টোবরে মারা যান।
সৈয়দ আশরাফের প্রথম…
View On WordPress
0 notes