#logodesignsbysaniulcse
Explore tagged Tumblr posts
saniulcse-blog · 5 years ago
Photo
Tumblr media
#পিঙ্ক #কালার কি সুধুই মেয়েলি কালার? অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে এটি ব্যবহৃত হলে কি ধরনের অর্থ প্রদর্শন করবে? পিঙ্ক কালার সম্বন্ধে অনেকের মনে একটা সাধারন ধারনা হল, কোম্পানীগুলো এটি সুধুমাত্র মহিলাদেরকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করে। কিন্তু এটির আরও কিছু মিনিং আছে, যেমন: এটি #সুইট , #সুন্দর , #ফানি , #��োমান্টিক , #মনোমুগ্ধকর , মেয়েলি এবং কোমলতা প্রকাশ করে। এছাড়া এটি #বন্ধুত্ব , #স্নেহ , #সম্প্রীতি , #মানষিক_প্রশান্তি ইত্যাদি বিষয়গুলো #রিপ্রেসেন্ট করে। #ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি #লাল কালার খুব বেশি তীব্র মনে হয় তাহলে পিঙ্ক বিবেচনা করতে পারেন, কারন এটি #তীব্রতার #পরিবর্তে #নমনীয়তার #অনুভুতি দেয়। তবে এটি অত্যাধিক ব্যবহারে #ইম্যাচুউরিটি , #দুর্বলতা এবং #অডিয়েন্সের কাছে গুরুত্বহীন মনে হতে পারে। পিঙ্ক কালারকে ব্র্যান্ড কালার হিসেবে ব্যবহার করছে এমন বেশকিছু পরিচিত কোম্পানী আছে, এবং তারা এই কালারের বৈশিষ্ট্যগুলো অডিয়েন্স এর কাছে সফলভাবে তুলে ধরছে, যেমন: ০১. #জনসন_এন্ড_জনসন (কোমলতা: যদিও তাদের আরও কয়েকটি কালার আছে) ০২. #ডানকিন_ডোনাটস (ফানি এবং সাথে অরেঞ্জ কালারের ক্ষুধাবর্ধক বৈশিষ্ট) ০৩. #কসমোপলিটান (মেয়েলি: ম্যাগাজিন) ০৪. #নাইকা (মেয়েলি: বিউটি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে)) #logodesigner #logodesigns #logodesigners #logodesigning #logodesignlove #LogoDesignersClub #logodesignssaniul #logodesignprocess #logodesigne #logodesignapp #logodesigncompany #logodesignbyshaniulcs #LogoDesignMockup #LogoDesignSpecialist #logodesignsbysaniulcse #logodesignblog #logodesignconcept #logodesignerclub #shaniulcs #saniulcse #saniul #logo #design #graphicdesign #gaphic https://www.instagram.com/p/CD1iCNLH_qy/?igshid=1rl8jza9ddlgk
1 note · View note
saniulcse-blog · 5 years ago
Photo
Tumblr media
লোগো ডিজাইন সম্পর্কিত কিছু ভুল ধারণা। ১. লোগো ডিজাইনে কোম্পানি কি করে সেটা থাকতেই হবে এমন ধারণা। আপনি যদি বিশ্বের বিখ্যাত সব ব্রান্ডগুলোর দিকে তাকান যেমন ( #apple , #nike , #cocacola ) তাহলে দেখবেন তারা কি করে তা কখনোই তাদের লোগোর মাধ্যমে লিটারেলি ফুটে ওঠে না।যেমন #Apple এর #লোগো খাওয়া আপেল হলেও তারা কিন্তু আপেল বিক্রি করে না। ২. লোগোতে #সিম্বল থাকতেই হবে এমন ধারণা। বিখ্যাত অনেক লোগো আছে যারা শুধুমাত্র #টাইপ বেজড। যেমন - #Nokia , #Sony , #Fedex ইত্যাদি । ৩. ইন্ডাস্��্রিতে যে-ধরনের লোগো চলতেছে সেরকমটি হতে হবে, ব্যতিক্রম হওয়া যাবে না। লোগোটিকে স্টান্ড_আউট করবার জন্য মাঝেমধ্যে #ভিন্নভাবে করার প্রয়োজন পড়ে। আসলে লোগো ডিজাইনেরও বিবর্তন ঘটে এবং ঘটবেই এটাই স্বাভাবিক। আগে যেমন কম্পলেক্স , #3D এবং বিভিন্ন ইফেক্ট এর ব্যবহার করা লোগো চলত, এখন সিম্পল, #ফ্লাট, মডার্ণ এবং মিনিমালিস্ট লোগো বেশি চলতেছে। ৪. লোগো টাইমলেস হতেই হবে। দুনিয়ার সবকিছুই খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে। সো লোগোও পরিবর্তিত হবে এটায় স্বাভাবিক। যেমন- দুইদিন আগেই #intel তাদের লোগো পরিবর্তন করলো, #Pespi তো তাদের লোগো চেঞ্জের পিছনেই ১ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। ৫. লোগো পছন্দসই হতে হবে। লোগো সুন্দর কি সুন্দর না তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে লোগোটা ফাংশনাল এবং এফেক্টিভ কি না। ৬. লোগো ডিজাইন শেখার সময় আমাদের রুল অফ থাম হিসেবে শিখিয়ে দেয়া হয়েছে এটা সিম্পল এবং টাইলেস হতেই হবে। ব্যাপারটা এমন নয় কিন্তু লোগোর অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন - মাস্কট এবং ভিন্টেজ এই ধরনের লোগো গুলো খুব একটা সিম্পল হয় না। অবশ্যই সিম্পল লোগো বেটার তবে সবক্ষেত্রে নয়। #logodesigner #logodesigns #logodesigners #LogoDesignSpecialist #logodesignsbysaniulcse #logodesignblog #logodesignconcept #shaniulcs #saniulcse #saniul #logo #design #graphicdesign #gaphic https://www.instagram.com/p/CEuLzvAnvnM/?igshid=ya8za1uvgojz
0 notes
saniulcse-blog · 5 years ago
Photo
Tumblr media
লাল কালার আপনার ব্যবসায়ের ব্র্যান্ডিং এ কি কি প্রভাব ফেলতে পারে এবং লাল কালার কখন কি উদ্দেশ্যে ব্যবহার করবেন? লাল একটি পাওয়ারফুল কালার। কারন এটি উৎসাহ বৃদ্ধি করে, এটি ভালবাসার রঙ এবং এটি আবেগ অনুভুতির সাথে সম্পৃক্ত। এটি যখন সঠিক পদ্ধতিতে ব্যবহৃত হয়, তখন এটি একটি শক্তিশালি বন্ধুত্বপুর্ন অনুভুতি প্রদর্শন করে। কিন্তু কিছু ক্ষেত্রে এই কালার বিপজ্জনক এবং আক্রমনাত্বক সংকেতও দেয়। এটি খুব দ্রুত অডিয়েন্স এর মনোযোগ আকর্ষন করে, তবে নেতিবাচক দিকগুলো এড়াতে লাল কালার খুব কম ব্যবহার করা ভাল। লাল কালার এর সবচেয়ে পাওয়ারফুল বৈশিষ্ট হল: এটি দেহের পাল্স, রক্তচাপ এবং ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। এই বৈশিষ্টগুলো বিবেচনা করলে প্রাথমিকভাবে ধরে নেয়া যায়, খাবার রিলেটেড ব্র্যান্ড এর জন্য লাল একটি আদর্শ কালার। বড় বড় খাবারের ব্র্যান্ডগুলো তাইই করেছে। যেমন: ০১. ম্যাক-ডোনাল্ডস ০২. কেএফসি ০৩. কোকাকোলা এবারে আসুন মানুষের আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধিতে লাল কালার কিভাবে কাজ করে। দু’টি ব্র্যান্ড এর ��দাহরন দেই: ০১. ইউটিউব ০২. নেটফ্লিক্স এই দুটি প্ল্যাটফরম তাদের ব্র্যান্ড কালারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে। এবং আমরাও প্রতিদিন একবার হলেও তাদের প্ল্যাটফরম ব্যবহার করি। #logodesigner #logodesigns #logodesigners #logodesignlove #LogoDesignersClub #logodesignprocess #logodesigne #logodesignapp #logodesigncompany #logodesignbyshaniulcs #LogoDesignMockup #LogoDesignSpecialist #logodesignsbysaniulcse #logodesignblog #logodesignconcept #logodesignerclub #shaniulcs #saniulcse #saniul #logo #design #graphicdesign #gaphic https://www.instagram.com/p/CEcHX0OnlOr/?igshid=17xjqfi82n31p
0 notes
saniulcse-blog · 5 years ago
Photo
Tumblr media
নীল একটি বহুল ব্যবহৃত ব্র্যান্ড কালার এবং প্রায় সবাই পছন্দ করে ব্র্যান্ড কালার হিসেবে এটি একটি দুর্দান্ত কালার, কারন এটি সুশীল, বিশ্বস্ততা, দায়বদ্ধতা এবং নির্ভরতার অনুভুতি দেয়। লাল কালার যেমন শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তেমনি নীল কালার মানসিক প্রতিক্রিয়া বেশি সরবরাহ করে। তবে এটি যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন সেক্ষেত্রে এটি ঠান্ডা, দুরত্ব এবং কিছুটা প্রতিকুলতার অনুভুতি দিবে। নীল কালারের অনেকগুলো ক্যাটাগরী আছে, এর একেকটা একেক রকম অর্থ বহন করে, যেমন: ০১. ফ্যাকাশে নীল (Pale Blue): সৃজনশীলতা, স্বাধীনতা, অনুপ্রেরণা ০২. আকাশী নীল (Sky Blue): শান্ত, নিঃস্বার্থ, হেল্পফুল ০৩. আজুর নীল (Azure Blue): দৃঢ়প্রতিজ্ঞ, উদ্দেশ্যমূলক, উচ্চাকাঙ্ক্ষী ০৪. নেভী ব্লু (Navy Blue): দায়বদ্ধ, সিরিয়াস, জ্ঞানী ০৫. ফিরোজা (Turquoise): স্পষ্টতা, সম্প্রীতি, আত্ম-প্রকাশ এই ৫টি ছাড়াও নীল কালারের আরও কিছু ক্যাটাগরী আছে যেগুলো ছবিতে দেখতে পাচ্ছেন। বড় বড় কোম্পানীগুলো নীল কালার ব্যবহার করে সফলভাবে ব্র্যান্ডিং করছে, যেমন: ফেইসবুক, টুইটার, লিঙ্কডইন, জুম, স্কাইপ, পেপাল, স্যামসাং, ফোর্ড ইত্যাদি। এবং এই সবগুলো ব্র্যান্ড যদি আমরা বিশ্লেষন করি তাহলে ‍দেখা যায় এরা প্রত্যেকেই সৃজনসীলতা, হেল্পফুল, উচ্চাকাঙ্ক্ষী, সিরিয়াস, স্পষ্টতা, বিশ্বস্ততা এবং নির্ভরতার প্রতিক বহন করে। #logodesigner #logodesigns #logodesigners #logodesigning #logodesignlove #LogoDesignersClub #logodesignsaniul #logodesignprocess #logodesigne #logodesignapp #logodesigncompany #logodesignbyshaniulcs #LogoDesignMockup #LogoDesignSpecialist #logodesignsbysaniulcse #logodesignblog #logodesignconcept #logodesignerclub #shaniulcs #saniulcse #saniul #logo #design #graphicdesign #gaphic https://www.instagram.com/p/CEMKZDKntku/?igshid=1ede7ffb5l2zp
0 notes
saniulcse-blog · 5 years ago
Photo
Tumblr media
একটি বেগুনি লোগো: এটি কি আপনার #ব্র্যান্ডের জন্য সেরা কালার? বেগুনী একটি সেকেন্ডারি কালার, এটি লাল এবং নীল এর মিশ্রনে তৈরি হয়। এর ফলে আপনি লাল এর শক্তি ও ক্ষমতা এবং নীল এর #নির্ভরযোগ্যতা ও স্থায়িত্বের অনুভুতি একসাথে পাবেন। বেগুনী কালার মুলত রয়্যালিটি, সাহস, ম্যাজিক এবং রহস্যের সাথে সম্পর্কিত। তবে এটি অতিরিক্ত ব্যবহারে বিভ্রান্তি এবং অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে। বেগুনী কালার সাধারনত পুরুষদের তুলনায় মহিলারা বেশি পছন্দ করে। আন্তর্জাতিক মহিলা_দিবস এর লোগোর জন্য এই কালারটি বেছে নেয়া হয়েছিল। এই কালার নারীদের সাফল্যের ��্রতিক হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়া কিছু কোম্পানী তাদের রয়্যালিটি প্রদর্শনের জন্য বেগুনী কালারে ব্র্যান্ডিং করছে। যেমন: ০১. বেনকিউ ০২. হলমার্ক ০৩. #ক্যাডবারি ০৪. #ইয়াহু অনেকে হয়তো ইতোমধ্যেই বেগুনি কালার ব্যবহার করছেন/করবেন, তবে এবার অবশ্যই এই কালারের #বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিবেন। যদি উল্লিখিত বৈশিষ্টের সাথে আপনার ব্র্যান্ডের কাজ এবং #দৃষ্টিভঙ্গি মিলে যায় এবং #কাস্টমার এটিকে পজিটিভলি গ্রহন করে, তাহলে অবশ্যই বেগুনী আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার। #logodesigner #logodesigns #logodesigners #logodesignlove #LogoDesignersClub #logodesignprocess #logodesigne #logodesignapp #logodesigncompany #logodesignbyshaniulcs #LogoDesignMockup #LogoDesignSpecialist #logodesignsbysaniulcse #logodesignblog #logodesignconcept #logodesignerclub #shaniulcs #saniulcse #saniul #logo #design #graphicdesign #gaphic https://www.instagram.com/p/CD3_FF6HG3R/?igshid=ya25ns6slx8i
0 notes