Tumgik
akibmahmud-blog · 7 years
Text
মায়ের মতো সাথী পেয়েছেন বলেই বঙ্গবন্ধু সফল হয়েছেন
ডেস্ক রিপোর্টঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের মতো সাথী পেয়েছেন বলেই বঙ্গবন্ধু সফল হয়েছেন মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত শেখ হাসিনা বলেন, আমার আব্বা (বঙ্গবন্ধু) মায়ের মতো (শেখ…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
সাংবাদিকদের ওয়েজবোর্ডের প্রয়োজন নেই: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ সাংবাদিকদের বেতন সরকারি চাকরিজীবীদের চেয়েও বেশি; তাই তাদের কোনও ধরনের ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- নোয়াবের সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ড আননেসেসারি (অপ্রয়োজনীয়)। তাদের বেতন নির্ধারণ বাজারের উপর ছেড়ে দেয়া উচিৎ।
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Photo
Tumblr media
বরিশালে পুলিশের সেই এসআই এর বিরুদ্ধে মামলা নিজস্ব প্রতিবেদকঃ পরকীয়া প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থায় আটকের পর ক্লোজড হওয়া বিমানবন্দর থানার এসআই মাইনুল ইসলাম ও পরকীয়া প্রেমিকা জেবুন্নেছার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জেবুন্নেছার ব্যবসায়ী স্বামী শামীম তালুকদার। চীফ মেট্রোপলিটন মেজিষ্ট্রেট আদালতে সোমবার বিকেলে শেষকার্যদিবসে দায়ের করা মামলাটি বিচারক আমলে নিয়ে কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এজাহারে জানা গেছে, বিমানবন্দর থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই মাইনুলের সাথে ব্যবসায়ী শামীম তালুকদারের পরিচয়ের সূত্রধরে মাইনুল প্রায়ই শামীমের বাসায় যাতায়াত করতো। একসময়ে এসআই মাইনুল প্রভাব খাটিয়ে শামীমের স্ত্রী জেবুন্নেছার সাথে অবৈধ সর্ম্পক তৈরী করে। তারই ধারাবাহিকতায় গত ১ আগস্ট শামীম তার গ্রামের বাড়ি বাবুগঞ্জের মাধবপাশায় যাওয়ার সুযোগে এসআই মাইনুল রাত নয়টার দিকে নগরীর গোরস্থান রোডের ভাড়া বাসায় আসে। ওইসময় ব্যবসায়ী শামীমের আট বছরের একমাত্র পুত্র সাদমীকে কৌশলে ঘুমের ওষুধ সেবন করিয়ে জেবুন্নেছার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। ওইদিন রাতেই জরুরী প্রয়োজনে বাসায় ফিরে এসে ওই ঘটনা প্রত্যক্ষ করে দরজার বাহির থেকে তালাবদ্ধ করে দেয় শামীম। পরে স্থানীয় লোকজন ও পুলিশ কর্মকর্তারা তাদের উদ্ধার করে। এ ঘটনায় এসআই মাইনুলকে ক্লোজড করে পরেরদিন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই ঘটনার প্রেক্ষিতে শামীম মামলা করতে চাইলে এসআই মাইনুল বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করে শামীমকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় ব্যবসায়ী শামীম তালুকদার জীবনের নিরাপত্তা চেয়ে গত ৫ আগস্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওইসময় শামীম তালুকদার তার স্ত্রী জেবুন্নেছা এবং এসআই মাইনুলের পরকীয়ার ছবি সংবাদকর্মীদের মাঝে সরবরাহ করেন।
0 notes
akibmahmud-blog · 7 years
Text
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ জেলার মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুতের তারে জড়িয়ে নজরুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নজরুল ওই গ্রামের আলী হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পুকুর পাড়ে পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে পরে। দুপুরে নজরুল পুকুর পাড়ে গেলে তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন
নিজস্ব প্রতিবেদকঃ দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তানিয়া খানম (২৩) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে বাবার বাড়িতে তাড়িয়ে দিয়েছে স্বামী ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত তানিয়াকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার বিজয়পুর মহল্লার। গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন টিকাসার গ্রামের হাকিম হাওলাদারের কন্যা তানিয়া খানম জানান, বিজয়পুর…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Photo
Tumblr media
ঝালকাঠিতে উন্নয়নকর্মীকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে উন্নয়নকর্মী মিরাজ খানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার শতশত মানুষ। মঙ্গলবার সকালে জেলার রাজাপুর উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রাজাপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রদূত সংস্থার নির্বাহী সদস্য মিরাজ খান সম্প্রতি বেগম ফজিলাতুন্নেছা মুজিব নামে একটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেন। আর এরপর থেকেই এলাকার জুলফিকার আলীর নেতৃত্বে একটি প্রভাবশালী চাঁদাবাজ মহল মিরাজের কাছে মোটা অংকের চাঁদার দাবি করে আসছে। এতে অসম্মত হলে মিরাজ ও তার প্রতিবন্ধী স্কুলের ওপর নানারকম ষড়যন্ত্র ও হয়রানি করে আসছে এ প্রভাবশালী চক্রটি। তারাই ধারাবাহিকতায় স্কুলে হামলাও চালানো হয়। সর্বশেষ উন্নয়নকর্মী মিরাজ খানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই চিহ্নিত চাঁদাবাজ চক্রটি। মানববন্ধন থেকে মিরাজ খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চাঁদাবাজ চক্রটির বিচার দাবি জানানো হয়। মানববন্ধনে এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
0 notes
akibmahmud-blog · 7 years
Photo
Tumblr media
ঝালকাঠির আলোচিত ৩৫ কেজি গাঁজা উদ্ধারের মূল হোতা মজিবর আটক ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির আলোচিত ৩৫ কেজি গাঁজা উদ্ধারের মূল হোতা মো. মুজিবুর রহমান দোলা ওরফে বাতেন (৫০) অবশেষে ধরা পড়লো ডিবির খাচায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ মো. কামরুজামান মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাত সোয়া ১০ টার দিকে বাতেনকে আটক করেন। ডিবি ওসি কামরুজ্জামান মিয়া জানান, ৪ জুলাই সদর উপজেলার আশিয়ার গগন এলাকার আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি প্যাকেটে ভর্তি ৩৫ কেজি গাজা উদ্ধার এবং তাকে আটক করা হয়। আটকের পর তার জামাতা বাতেন ৩৫ কেজি গাঁজা ওই বাড়িতে রেখেছেন মর্মে মোতালেব স্বীকারোক্তি দিলে বাতেনকে প্রধান আসামী করে আদালতে প্রতিবেদন দেয়া হয়। প্রতিবেদনে বাতেনকে পলাতক দেখানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাতেনকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
0 notes
akibmahmud-blog · 7 years
Photo
Tumblr media
ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন রিলিফের চালসহ ব্যবসায়ী আটক ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন রিলিফের চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। সে ঝালকাঠি শহরের বিসমিল্লাহ চাল আড়তের মালিক। মঙ্গলবার দুপুরে শহরের পালবাড়ি এলাকার বাসন্ডা নদীতে একটি কার্গো থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলনের সময় এ চালসহ তাকে আটক হয়। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহাবল থেকে ৩০ কেজি করে আশ্রায়ন প্রকল্পের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ চাল বরাদ্দ হয় ভোলা জেলায়। সেখান থেকে ঝালকাঠির এ ব্যবসায়ী চালগুলো ক্রয় করে সকালে নিজের আড়তে মজুত করছিলেন। এ সময় গোপন সংবাদে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে আটক করা হয়। বৈধভাবে এ চাল ক্রয় করা হয়েছে বলে ব্যবসায়ী দাবী করেছেন। তবে অভি��ান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রওশন আলী জানিয়েছেন, এ চাল বাইরে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনী। তাই নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 notes
akibmahmud-blog · 7 years
Photo
Tumblr media
ঝালকাঠিতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার মালোয়ারা গ্রামের মেয়ে ইভা ইসলাম (২০) হত্যার বিচারের দাবিতে সংবাদ সংম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইভা ইসলামের বাবা ইউনুস আলী তালুকদার। সংবাদ সম্মেলনে ইউনুস আলী তালুকদার অভিযোগ করেন, তার মেয়ে ইভা ইসলামের সাথে প্রায় দেড় বছর পূর্বে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মোঃ আল আমিন মল্লিকের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। এই বিয়ের আগে আল আমিনের স্ত্রী ও এক পুত্র সন্তান ছিল যা সে ইভার কাছে গোপন রাখে। পরবর্তীতে ইভা এই প্রথম বিয়ের ঘটনা জেনে গেলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এবং প্রায়ই ঝগড়া হত। এসময় আল আমিন ইভা ইসলামকে হত্যার হুমকি দিত। এ বিষয়টি ইভা মুঠোফোনে তাদেরকে (ইভার পরিবার) জানান। এরপর এ বছরের ২০এপ্রিল টেলিভিশনে প্রচারিত সংবাদের মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর খবর জানতে পারি। আল আমিন মল্লিক তার স্ত্রী ইভা ইসলামকে হত্যা করে মাটি চাপা দেয়। হত্যার কয়েকদিন বাড়ির মালিকের ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার (৪২) তাদের বাড়ির পাশে মাটি ভরাট করা স্থানে অজ্ঞাতনামা একটি মৃতদেহের হাটু এবং হাতের অংশ মাটির বাহিরে দেখতে পেয়ে ডাকচিৎকার করে। পরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশ ইভার মৃতদেহ মাটির নিচ থেকে উদ্ধার করে। এরমধ্যে আল আমিন তার ভাড়া বাসা থেকে পালিয়ে যায়। পরে ইভাকে হত্যার অভিযোগে আল আমিন মল্লিককে প্রধান আসামী করে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়। মামলার আসামী আল আমিন ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাদুরতলা গ্রামে নিজ বাড়িতে বসবাস করলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
0 notes
akibmahmud-blog · 7 years
Text
ফরিদপুর পতিতাপল্লী থেকে তিন কিশোরী উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার রথখোলা পতিতাপল্লী থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮। এসময় ওই পল্লীর বাড়ি মালিকসহ দুই জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই কিশোরীদের উদ্ধার করা হয় বলে র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান।
র‌্যাবের ওই কর্মকর্তা জানান, একটি অপহরণকারী চক্র কিশোরীদের ভাল চাকরির প্রলোভন দেখিয়ে যৌন পল্লীর ভিতর বসবাসরত নারায়ণ…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
টাঙ্গাইলে কলেজছাত্র হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড
ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলে কলেজছাত্র রাজন মিয়া হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।
মুত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সাইদুল, আব্দুল মজিদ-১, আব্দুল মজিদ-২, মজনু, আবদুল মোমিন, নিজাম প্রামাণিক, আবু বকর সিদ্দিক, হানু, নূরুল ইসলাম, বাবু, মিরাজ প্রামাণিক ও আব্দুল ওয়াহাব।
এদের মধ্যে আব্দুল মজিদ-১, আব্দুল…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
‘আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি’- কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
বঙ্গমাতার সমাধিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অপর্ণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে আজ মঙ্গলবার সকালে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সেখানে তার রুহের মাগফেরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
হার্ট ও রক্ত চলাচল ভাল রাখে বেদানার জুস!
নানা রকম ফলের মধ্যে স্বাদের গুণে বেদানা ফলটি সবার প্রিয়। বেদানা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! আর ক্লান্তি মেটাতে এক গ্লাস বেদানার জুস হলে তো আর কোনও কথাই নেই।
সেই সাথে বেদানার রয়েছে অসংখ্য ঔষধি গুণাবলি। চলুন জেনে নিই বেদানার উপকারিতা।
১. হার্টে অক্সিজেন সরবরাহে ও রক্ত চলাচল ভালো রাখতে বেদানার রস উপকারী। গবেষণায় দেখা গেছে, তিন মাস প্রতিদিন এক কাপ করে বেদানার রস খেলে হার্টের…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
১৪০ বছরের ইতিহাসে মঈনের অনন্য রেকর্ড
স্পোর্টস ডেস্কঃ ওল্ড ট্রাফোডে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়েছেন ইংল্যান্ড, জিতেছে চার ম্যাচের টেস্ট সিরিজও। আর এ জয়ে যিনি মূল কান্ডারির ভূমিকা রেখেছেন তিনি মঈন আলী।
দক্ষিণ আফ্রিকা সিরিজটা ব্যাটে-বলে দুর্দান্ত কেটেছে এ ইংলিশ ক্রিকেটারের। মঈন প্রথম ও শেষ ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন। হয়েছেন সিরিজসেরাও।
তবে টেস্ট ইতিহাসের ১৪০ বছরের ইতিহাসে একটা অনন্য কীর্তি যোগ হয়েছে তার নামের পাশে। প্রথম…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
'অহংকার'র টাইটেল গানে বুবলী-শাকিব-তমা
বিনোদন ডেস্কঃ শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবিটির টাইটেল গান মুক্তি দেয়া হয়েছে গতকাল সোমবার।
গানের শিরোনাম ‘ভেঙে দেবো মাইয়্যারে তোর অহংকার’।  গানটিতে শাকিব-বুবলীর পাশাপাশি দেখা গেছে তমা মির্জাকেও।
‘অহংকার’ শাকিব-বুবলী জুটির তৃতীয় ছবি। গত বছর এ জুটির ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটি মুক্তি পায়। ‘অহংকার’ ছবির ‘তুই যে আমার এই অন্তরে’, ‘বুকের ভিতর…
View On WordPress
0 notes
akibmahmud-blog · 7 years
Text
'গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে মা আব্বাকে সাহায্য করতেন'
নিজস্ব প্রতিবেদকঃ ‘দেশের ক্রান্তিকালে যখন কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়তো, তখন আমার মা আব্বাকে সাহায্য করতেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মা আব্বাকে সবকিছু থেকে কিছুক্ষণের জন্য আলাদা করে রাখতেন।
বলতেন- ১৫ মিনিট শুয়ে রেস্ট নাও। অনেকে অনেক কথা বলবে, কিন্তু তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। গোটা দেশ তোমার দিকে তাকিয়ে। তোমার মনে যে কথাটা আসবে সেই কথাটাই বলবে। এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
View On WordPress
0 notes