Tumgik
#অ
atik-08 · 2 years
Text
“প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা”।
Tumblr media
4 notes · View notes
muslimmember1 · 5 months
Video
youtube
ত!হেরির বক্ত্যব্যের ভুল কোথায় শায়েখ অ!হমদুল্ল!হ সম্পর্কে Mustafiz Rahman...
0 notes
designerripon · 2 years
Link
বাংলা স্বরবর্ণ  অ আ ই ঈ | Sorborno | বাংলা ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ | Banjonborno | ছন্দে ছন্দে বর্ণমালা শিখি | Bangla Bornomala Shikkha
0 notes
onenews24bd · 2 years
Text
তিন দেশ থেকে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত
তিন দেশ থেকে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত
চলতি বছর ডিসেম্বরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা মোদী-শাহের রাজ্য গুজরাটে। আর তার জন্য এখন থেকেই নেমেছে দেশটির একাধিক রাজনৈতিক দল। দিল্লি থেকে একাধিকবার গুজরাটে ছুটে গিয়েছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীওয়াল। হাত গুটিয়ে বসিয়ে নেই বিজেপিও। সম্প্রতি গুজরাটে একাধিক শিল্প কর্মসূচির উদ্বোধন করেছেন মোদীও। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও চলছে জনসংযোগ ও প্রচার। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয়…
Tumblr media
View On WordPress
0 notes
papiyaskitchen · 3 months
Video
youtube
অ অসাধারণ স্বাদের মুচমুচে কলমি শাকের বড়া | Kolmi Shaker Bora Recipe | Water Spinach Recipe in Bengali
2 notes · View notes
abidblog25 · 7 months
Text
Tumblr media
মারায়ন তং – বান্দরবান – Marayantong
বান্দরবান জেলার মারায়ন তং (Marayan Tong) অ্যাডভেঞ্চারপ্রেমী ভ্রমনপিপাসুদের কাছে খুবই জনপ্রিয়। কেউ কেউ এই পাহাড়কে মারায়ন ডং (Marayan Dong) নামেও ডেকে থাকে। প্রায় ১৬৪০ ফুট উচ্চতার এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত যেমন- মারায়ান তং, মারায়ং তং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি।
বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয়। একটি ছোট বটগাছসহ আরো দুটি গাছ। চারদিকে খোলা ও ওপরের দিকে চালা। এতে আছে বুদ্ধের এক বিশাল মূর্তি। খোলা প্রকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরও গাম্ভির্যময় করে তোলেছে। দিগন্তজোড়া পাহাড় আর নিচে দক্ষিণ দিকে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী, ফসলের ক্ষেত সবকিছু মিলিয়ে এ যেন এক কল্পনার রাজ্য।
ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশিকিছু আদিবাসীর বসবাস এই মারায়ন তং পাহাড়ে। পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্রতা যুক্ত করেছে আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্যে। পাহাড়ের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাদ প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের।
চূড়ায় উঠতে হবে সর্বমোট ৫টি ট্রেইল, যার মধ্যে সবচেয়ে খাড়া ট্রেইলটা ৭২ ডিগ্রি কোণে ভূমি থেকে চূড়ার দিকে চলে গিয়েছে। তবুও যত ওপরে উঠবেন, চারপাশ আরও বেশি সুন্দর হয়ে উঠবে।
মারায়ন তং ভ্রমনের জন্য বিশেষ টিপস যাত্রাপথে প্রচুর পরিমাণে পানি, গ্লুকোজ, স্যালাইন, শুকনো খাবার, ফ্রাস্ট এইড বক্স, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেবেন। রান্না করতে চাইলে প্রয়োজনীয় উপকরণ, ম্যাচ ও জ্বালানিও নিয়ে নেবেন। আগুন জ্বালাতে শুকনো কাঠের অভাব হবে না। রাতে ক্যাম্পিং করতে চাইলে সঙ্গে তাঁবু, স্লিপিং ব্যাগ, হালকা চাদর নিয়ে নেবেন। কেননা গরমের মৌসুমেও রাতে খানিকটা ঠাণ্ডা পড়ে পাহাড়ে। পাহাড়ে ওঠার আগে সমতলেই স্থানীয় প্রশাসনের কাউকে পেলে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে রাখবেন। তাঁদের কোনো পরামর্শ থাকলে সেগুলো মনোযোগ দিয়ে শুনুনু। আর পাহাড়ে ওঠা কিংবা ক্যাম্পিং করতে চাইলে পথিমধ্যে সংশ্লিষ্ট পাড়ার হেডম্যানদের জানিয়ে রাখুন। সম্ভব হলে তাঁদের কাছ থেকে ফোন নম্বর চেয়ে নেবেন। পরে সাহায্যের প্রয়োজন হলে তাঁদের জানাতে পারেন। পাড়ার আশপাশে চলতি পথে পাহাড়িদের কোনো ফল বা ফুলের গাছ থেকে অনুমতি ছাড়া কিছু পাড়তে বা ছিঁড়বেন না। দরকার হলে কিনে নেবেন। সস্তাতেই তা পাওয়া যাবে। পাহাড়িদের ছবি তোলার ক্ষেত্রে তাদের অনুমতি নেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন। পাহাড়ে রান্নাবান্না করলে অবশ্যই তা সাবধানে করবেন। যাতে আগুন চারদিকে ছড়িয়ে না পড়ে। চিপস, বিস্কুট, আচার কিংবা অন্যান্য ড্রাই ফুডের প্যাকেট অবশ্যই সংগ্রহ করে নিচে নিয়ে আসবে। যেভাবে যাবেন : ঢাকা থেকে বাসে করে চকরিয়া। (ভাড়া ৭৫০) চকরিয়া থেকে চান্দের গাড়ি বা জীপে করে আবাসিক (আলিকদম)। আবাসিক থেকেই মারায়ন তং এ উঠতে হবে। পরেরদিন সকালে আবার জীপ বা চান্দের গাড়ি করে আদুপাড়া। আদুপাড়া থেকে ট্র্যাক করে দামতুয়া/তুক অ ঝর্না। ট্রেক শেষে আবার আলিকদম। আলিকদম থেকে চকরিয়া। চকরিয়া থেকে ঢাকা।
2 notes · View notes
weebwhocries · 1 year
Text
Begin of #খেরো(Bengali scribble) #medessay(sametype shit as for English)
◆৲৴৲৴| রুবায়েৎ |৲৴৲৴◆
রুবায়েৎকে আমি দেখেছি।
রুবায়েৎকে আমি বৃষ্টিতে ভিজতে দেখেছি যেদিন
সন্ধ্যায় আমি ছাতা মাথায় রাস্তার পাশে ফুটপাথ ধরে
চুপচাপ হেঁটে চলেছিলাম।
রুবায়েৎ আমাকে দেখতে পায়নি।
রুবায়েৎ আমাকে দেখতে পায়নি,
আমার দুচোখের দৃষ্টি-তীর তাকে বারবার করে বিদ্ধ করে চলেছিল নিস্তব্ধে,
রুবায়েৎ বুঝতে পারেনি।
রুবায়েৎ বুঝতে পারেনি, সে দৃষ্টি আমার ভালোবাসার না রাগের না হিংসার না বিরক্তির না লালসার।
আমি বুঝতে দিইনি।
আমি বুঝতে দিইনি রুবায়েৎকে,
বহুদিন ধরে স্বপ্নে ওর কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে থাকতাম।
যতসব উস্ক তারারা জ্বলে নিভে এক ঝকঝকে আলোর বৃষ্টি নামিয়ে আনতো।
হাওয়ায় কেঁপে ওঠা ঘাসের ওপর সে আলোর ঝলকানি সৃষ্টি করতো ঢেউ।
সে ঢেউয়ে রুবায়েৎকে ভাসিয়ে নিয়ে যেতাম দূরে
অ-চেতনার পারে, যে পারে আসতো শালিক, সবুজ রঙীন বাগান মালিক, বসতো ডালে।
ইদানিং স্বপ্ন ভুলে দিব্যি আছি, চলছে ভালোই।
রুবায়েৎ তো জানেই না কে-কোথায়-কবে-কী ঘটেছে।
বৃষ্টি আর থামে না, সে সন্ধ্যায় মেঘ অঝোর ধারায় ঝরতে থাকে পিচের ওপর, যে রাস্তার ফুট ধরে আজ হাঁটতে থাকি সুদূর পথে।
আজ আমি রুবায়েৎকে দেখেছি।
- একটা গাধা '২৩
4 notes · View notes
bmjahidorpun · 1 year
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
Dhaka Art Summit ২০২৩ ষষ্ঠ আসরে এবারের নান্দনিক থিম ছিল ("বন‍্যা") যা প্রথম বারের মতো বাংলায় প্রতিপাদ্য । আর এইটাই আমার প্রথমবারের মতো ঢাকা আর্ট সামিট দেখতে যাওয়া ছিল ।
ঢাকা আর্ট সামিট হল একটি দ্বিবার্ষিক অ-বাণিজ্যিক আন্তর্জাতিক শিল্প ও গবেষণা প্রদর্শনী যা ঢাকায় অনুষ্ঠিত হয় । এটি প্রথম 2012 সালে Samdani Art Foundation দ্বারা সংগঠিত হয়েছিল এবং তারপর থেকে এখন এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ইভেন্টে পরিণত হয়েছে ।
শীর্ষ শিল্প প্রদর্শনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সমসাময়িক শিল্প প্রদর্শন করা হয় এবং এটি সমালোচনামূলক চিন্তাভাবনা এবং ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম । এটি প্রদর্শনী, পারফরম্যান্স, আলোচনা, স্ক্রীনিং এবং ইতিহাস সংস্কৃতির কর্মশালার বৈশিষ্ট্যযুক্ত এবং সারা বিশ্ব থেকে শিল্পী, কিউরেটর, সংগ্রাহক এবং শিল্প উত্সাহীদের একত্রিত করে । শিল্পের সব ধরনের সমন্বয়ে রয়েছে ঢাকা আর্ট সামিটে দুই বছর পর পর দেশি বিদেশি শিল্পিদের নানা ভাবনার চিন্তা মিশ্রিত হয় জাতীয় শিল্পকলা একাডেমিতে ।
বাংলাদেশে যেহুতু উল্লেখযোগ্য কোনো আর্ট মিউজিয়াম নেই এবং আর্ট দেখার জায়গাটাও কম তার জন্য ঢাকা আর্ট সামিট একটা অস্থায়ী বাংলাদেশের সবচাইতে বড় ও জনপ্রিয় মিউজিয়াম হিসেবে কাজ করে ।
ঢাকা আর্ট সামিটের লক্ষ্য বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের শিল্পকর্মগুলো দেখানো ও তাঁদের সরাসরি ভক্ত - দর্শক দের মধ্যে ভাববিনিময়ের সুযোগ সৃষ্টি করা । দেশিও সমসাময়িক শিল্পের বিকাশ এবং সেই সাথে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে সংলাপ ও মতো বিনিময়কে উৎসাহিত করা । এটি দক্ষিণ এশিয়ার উদীয়মান শিল্পীদের আবিষ্কার এবং স্বীকৃতির জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবেও কাজ করে এবং সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করে । 🖼 🎨 🎭
- এই আর্ট একজিবিশন টি শেষ হয় এই বছরের ফেব্রুয়ারি ১১ তারিখে ।
Bm Jahid Orpun
3 notes · View notes
kazisilo · 2 years
Text
অপরাজিতা ফুলের চা বানানোর পদ্ধতি
2 notes · View notes
zibangla24 · 2 days
Video
youtube
রাজধানীর কালশীতে অনলাইন গ্রুপের দখল বানিজ্যে দিশেহারা গ্রুপ ক্যাপ্টেন (অ...
0 notes
keylyrics4u · 16 days
Text
বৃষ্টি আর হবে না | Brishti Ar Hobe Na Lyrics
বৃষ্টি আর হবে না Brishti Ar Hobe Na Lyrics বৃষ্টি আর হবে না বৃষ্টি আর হবে না , দিন ফিরে আসবে না । বৃষ্টি আর হবে না , দিন ফিরে আসবে না আর , রাত্রি উপল । পাখি সে গেছে উরে, জিবনের মদ্ধন্তরে বেশ , যা হয়েছে বেশ । তুই ছিলই যখন , ঘিরে আমার মন , তোরই ছোঁয়ায় সুখের শিরও জীবন । তুই আমার সাথে চল , দুর সাগর অতল , মুছে চোখের জল ,হাসি এনে দেব ক্ষণ । তুই আমার সাথে চল … অ … অ… অ … অ… ল তুই আমার সাথে চল…
0 notes
earthleave · 1 month
Text
Tumblr media
মেয়েটির জন্য তাজা তরুণদের আপ্রাণ লড়াই
বাংলাদেশের বন্যা ২০২৪ একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মেয়েটির জন্য তাজা তরুণদের আপ্রাণ লড়াই। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার স্রোত প্রবাহিত হচ্ছে এবং অনেক মানুষ, বিশেষ করে মেয়ে শিশুরা, এই বিপদের মধ্যে পড়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে যারা আপ্রাণ লড়াই করছে, তাদের সাহসিকতা প্রশংসনীয়। বন্যার প্রচন্ড স্রোতে অসংখ্য প্রাণ চলে গেছে।
বন্যার খবর প্রতিদিন নতুন নতুন তথ্য নিয়ে আসছে। পানি বাড়ছে এবং নদ-নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বন্যা ২০২৪ তে পানির স্রোত এতটাই ভয়াবহ যে, অনেক এলাকা তলিয়ে গেছে এবং অনেক মানুষ ভেসে যাচ্ছে। এসবের মধ্যে মেয়েটি, যিনি একদম নিরুপায় অবস্থায়, তার জন্য তাজা তরুণরা অক্লান্তভাবে লড়াই করছে।
মেয়ে #বন্যার স্রোত #পানির স্রোত #ভেসে যাওয়া #তাজা তরুণ #আপ্রাণ লড়াই #flood in bangladesh #flood Update #flood news #latest bangladeshi news #bonna news today #flood #bangladesh flood news #flood news in bangladesh #bangladesh flood news today #flood in bd #bangladesh news today #flood situation in bangladesh #bangla tv news #bangladesh flood 2024 #jamuna news
মেয়েটি যখন বন্যার স্রোতে আটকে পড়ে, তখন তাজা তরুণদের আপ্রাণ লড়াই তাকে উদ্ধার করার জন্যই হয়ে ওঠে। এসব তরুণেরা ঝুঁকি নিয়েও মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করছে। তাদের সাহসিকতা ও মানবিকতা সত্যিই মুগ্ধকর। তারা কেবলমাত্র নিজের জীবন নিয়ে ভাবছে না, বরং তাদের সততা ও সাহসিকতা দিয়ে এই কষ্টসাধ্য পরিস্থিতিতে অন্যদের সাহায্য করছে।
সবশেষ খবর অনুযায়ী, বন্যার কারণে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং উদ্ধারকারীদের কাজ কঠিন হয়ে পড়েছে। তবুও, তরুণরা তাদের শক্তি ও সম্পদ দিয়ে মেয়েটি এবং অন্যান্য ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে লড়াই করে যাচ্ছে। তাদের এই লড়াই প্রকৃতপক্ষে মানবতার জন্য এক মহান দৃষ্টান্ত।
feni flood news #flood update #weather news #news #বন্যা #বাংলাদেশের বন্যা #বন্যা পরিস্থিতি #ডুম্বুর গেট #bangla news #latest bangla news #latest news #news today #breaking news #world news #bd news #current news #top news #daily news #bangladeshi news #bd newspaper #latest news today #bangla news today #সর্বশেষ সংবাদ #সবশেষ খবর #Bangla TV Channel
বাংলাদেশের বন্যা ২০২৪ এর এই দুঃসময়ে তাজা তরুণদের এই আপ্রাণ লড়াই মানবিকতা ও সহানুভূতির এক চমৎকার উদাহরণ। তাদের সাহসিকতা ও নিষ্ঠা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। মেয়েটির জন্য এই তরুণদের লড়াই কেবলমাত্র একটি উদ্ধার অভিযান নয়, বরং এটি মানবতার জয়গানের একটি প্রমাণ। আশা করা যায়, তাদের এই প্রচেষ্টা ও ত্যাগ দেশের সকল বিপদগ্রস্ত মানুষের জন্য এক নতুন আশার আলো হিসেবে কাজ করবে।
bangladesh news #আজকের খবর #flood in bd 2024 #বন্যা ২০২৪ #bonnar khobor ajker #bonna #bonnar khobor 2024 #bonna 2024 #dumur gate Tripura #tbs #Khulna Flood News #রাতের খবর #সকালের খবর #দুপুরের খবর
বাংলাদেশের বন্যা ২০২৪ একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উন্মোচিত হয়েছে। চলমান বৃষ্টিপাত এবং উঁচু জোয়ারের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। বহু অঞ্চল তলিয়ে গেছে এবং লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে ঘরবাড়ি, কৃষি জমি এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা এবং তাজা তরুণরা আপ্রাণ লড়াই করে যাচ্ছে পরিস্থিতি মোকাবিলার জন্য, কিন্তু পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। সবশেষ খবর অনুযায়ী, সংকটময় এই মুহূর্তে মানবিক সহায়তা ও উদ্ধারের কাজ অত্যন্ত জরুরি।
Flood in Bangladesh 2024, Bangladesh has faced devastating floods due to unprecedented monsoon rains and rising river levels, exacerbated by climate change. Vast swathes of the country are submerged, displacing millions and causing extensive damage to homes and infrastructure. The floods have disrupted agriculture, leading to food shortages and economic hardship. Efforts to provide aid are hampered by the scale of the disaster, with many communities cut off from essential services. The crisis underscores the urgent need for improved flood management strategies and international support to bolster resilience against future climate-related events in the region. We should go for mitigation and adaptation in this deadly crisis. https://www.youtube.com/shorts/xNcVy-EUJls
Deadly floods leave millions stranded in Bangladesh. প্রাণঘাতী বন্যায় বাংলাদেশে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। Flood in Bangladesh August, 2024. 😭 বৃষ্টি বন্যার অভিশাপ বাংলাদেশের উপর পড়েছে। বাংলাদেশের তরুণরা স্বৈরাচারী সরকারের পতন থেকে শুরু করে মোদির বন্যার মোকাবেলা পর্যন্ত খাটতে খাটতে, বিসর্জন দিতে দিতে ক্লান্ত। মহান আল্লাহ্ আমাদেরকে ক্ষমা করুন। @TRAVELMARVEL_71 -YouTube Channel @TravelandMarvel - pinterest ID
0 notes
designerripon · 2 years
Video
Bangla Soroborno | স্বরবর্ণ অ আ ই | Bangla Banjonborno | ব্যঞ্জনবর্ণ ক খ...
0 notes
korea-07-blog · 1 month
Text
কোন দেশ বিদেশীদের জন্য ভাল বেতনের চাকরি অফার করে?
বিদেশীদের জন্য ভাল বেতনের অ-দক্ষ চাকরি খোঁজা দেশ, স্থানীয় চাকরির বাজার এবং ভিসার প্রবিধানের উপর ফলাফল করে পরিবর্তিত হতে পারে। এখানে দেশের সরকারি বাজার এবং ভিসা ব্যবস্থার  সংক্ষিপ্ত বিবরণ সহ বিদেশীদের অ-দক্ষ চাকরি পাওয়া যেতে পারে: আরও পড়ুন
0 notes
Text
রাজা-রানী খান খান! (তাতেই কি হয় অবসান?)…
Posted on 23rd August, 2024 (GMT 16:32 hrs) আখর বন্দ্যোপাধ্যায় একটু ধৈর্য ধরে পড়বার অনুরোধটুকু রইলো। আশা করছি যে আপনাদের খুব খারাপ লাগবে না। ভীষণ ক্রোধ আর আক্রোশ নিয়ে লেখা। ভুল-ত্রুটি মার্জনা করবেন। এ লেখা হলো অনেকগুলো সাম্প্রতিক “সত্য” (অ)ঘটনা অবলম্বনে কল্পনার অবাধ ছুটোছুটির কিত্তিকলাপ! ওপরের ছবি “The Throne” এঁকেছেন শিল্পী রাজীব চৌধুরী। রায় পরিবারের উদ্দেশ্যে নিবেদিত… ১।।রানী সম্ভাষণ…
0 notes
quransunnahdawah · 2 months
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
নবী (সা.)-এর ন্যায়বিচার
ইনসাফ
Justice of the Prophet (PBUH)
আল্লাহর বিধান দ্বারা শাসন
আব্দুল্লাহ বিন উমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ...এবং যতক্ষণ পর্যন্ত তাদের নেতারা (শাসক গোষ্ঠী ও ইমামগণ) আল্লাহর কিতাব অনুযায়ী বিধান (ও ফায়সালা) না দেয় এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা বরণ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের মাঝে গৃহদন্ধ বহাল রাখেন।
(ইবনে মাজাহ ৪০১৯, বাইহাক্বীর শুআবুল ঈমান ১০৫৫০, সহীহ তারগীব ৭৫৯)
নবী (সা.)-এর ন্যায়বিচার যেমন ছিল
ইনসাফ এমন এক মহৎ গুণ, যা মানুষকে প্রিয়ভাজন করে তুলতে সাহায্য করে। প্রিয় নবী (সা.)-এর মাঝে ইনসাফ ছিল সর্বোচ্চ পর্যায়ের। তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের প্রতীক। আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন।
তাই তিনি তাঁর পুরো জীবনে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। নবুয়তপ্রাপ্তির পূর্বে এবং নবুয়তপ্রাপ্তির পরেও রাসুল সমাজে ইনসাফ ও নিষ্ঠা বাস্তবায়ন করে দেখিয়েছেন। স্বয়ং মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ প্রদান করেছেন।’ (সুরা : নাহল, আয়াত : ৯০)
অন্য আয়াতে এসেছে, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহর (বিধানাবলি পালনের) জন্য সদাপ্রস্তুত হয়ে যাও (এবং) ইনসাফের সঙ্গে সাক্ষ্যদানকারী এবং কোনো সমপ্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের ইনসাফ পরিত্যাগে প্ররোচিত না করে।
ইনসাফ অবলম্বন করো। এ পন্থাই তাকওয়ার বেশি নিকটবর্তী। এবং আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। (সুরা : মায়েদা, আয়াত : ৮)
আয়াতে ন্যায়-ইনসাফ অর্থে দুটি শব্দ এসেছে। ‘আদল ও কিসত’ যা খুবই তাৎপর্যপূর্ণ। বোঝানো হচ্ছে, সাক্ষ্যদান, বিচার-নিষ্পত্তি ও অন্য আচার-আচরণ হতে হবে সব রকম কমবেশি ও বাড়াবাড়ি-ছাড়াছাড়ির প্রান্তিকতা থেকে মুক্ত একদম পরিমাণমতো মাপাজোখা। এটা বান্দার হক। শত্রু-মিত্র কারো ক্ষেত্রেই এ হক আদায়ে গড়িমসি করার সুযোগ নেই।
এমনকি আল্লাহর ঘোর দুশমন কাফের-অমুসলিমও যদি হয়, তার সঙ্গেও ন্যায়-ইনসাফ রক্ষা করা অপরিহার্য। সে আল্লাহর দুশমন এই ভাবনায় তার প্রতি বেইনসাফির আচরণ করা হলে তা হবে ইসলামী শরিয়তের সুস্পষ্ট লঙ্ঘন। এবার চিন্তা করুন, যারা আল্লাহর বন্ধুজন ও তাঁর প্রিয়পাত্র, সেই মুমিন-মুসলিমের সঙ্গে ইনসাফ রক্ষায় যত্নবান থাকা কতটা গুরুত্বপূর্ণ। (তাওজিহুল কোরআন)
নবুয়তপ্রাপ্তির আগে
নবুয়তপ্রাপ্তির পূর্বে তিনি সমাজে ইনসাফ কায়েমের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল নামে একটি সংগঠন। নবীজির ইনসাফের প্রতি শতভাগ আস্থা থাকার কারণে কুরাইশরা কাবার দেয়ালে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে যখন মতবিরোধে লিপ্ত, তখন নবীজি (সা.)-কে তারা বিচারক হিসেবে গ্রহণ করেন এবং প্রিয় নবী (সা.)-এর প্রতি সকলেই ইনসাফকারী হিসেবে সন্তুষ্ট হয়। তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা সবাই এক বাক্যে মেনে নেওয়ার কথা প্রকাশ করে। অথচ নবীজির গোত্র বনু হাশিমও ফায়সালায় শরিক ছিল। তার পরও নবীজির ইনসাফের প্রতি শতভাগ আস্থা রেখে তারা তাঁকে বিচারক হিসেবে গ্রহণ করে।
সবার সঙ্গে ন্যায় ও ইনসাফ
আর এই ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের প্রিয় নবী (সা.) ছিলেন সদা জাগ্রত। কারণ যে সমাজ থেকে ইনসাফ উঠে যায়, সেখানে জুলুম-নির্যাতন, অবিচার আর অনাচারের অনুপ্রবেশ ঘটে। বিভিন্ন ধর্ম ও দর্শন—সবাই ন্যায়বিচারের কথা বলে। প্রিয় নবী ইনসাফের গুরুত্ব সাহাবাদের মনে রোপণ করে দিয়েছেন। কারণ ইনসাফহীন সমাজ ক্রমান্বয়ে বর্বর হতে থাকে। সমাজের উঁচু শ্রেণির মানুষ থেকে যখন অনাচার-অবিচার প্রকাশ পায়, তখন তা ছড়িয়ে পড়ে অধীনস্থদের মাঝে। সে জন্য প্রিয় নবী এ ক্ষেত্রে শক্ত ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন, ‘বনি ইসরাঈল তাদের গণ্যমান্য পরিবারের কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত। এবং দুর্বল কেউ চুরি করলে তারা তার হাত কেটে দিত। আল্লাহর শপথ, ফাতিমা (রা.) (যদি চুরি করে) আমি তার হাত কেটে ফেলব।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৭৩৩)
একবার মাখজুম গোত্রের এক মহিলা মক্কা বিজরের সময় চুরি করেছিল। যা নিয়ে কুরাইশরা অত্যন্ত উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তখন তারা পরামর্শ করল যে রাসুল (সা.)-এর কাছের কোনো সাহাবার মাধ্যমে এ ব্যাপারে সুপারিশ করালে হয়তো রাসুল (সা.) চুরির শাস্তি দেবেন না। সে কথা অনুযায়ী তারা রাসুলের প্রিয় সাহাবি উসামা (রা.)-কে সুপারিশ করার জন্য নির্ণয় করল। উসমা (রা.) রাসুল (সা.)-এর কাছে সুপারিশ করলে রাসুল (সা.) রাগত স্বরে এসব কথা বলেছেন।
অমুসলিমদের সঙ্গে ইনসাফ
কথাবার্তা, চালচলন ও অন্যান্য বিষয়ে মুসলিম ও অমুসলিমদের মধ্যে কোনো পার্থক্য করতেন না। অর্থাৎ মুসলিম ও অমুসলিমদের মধ্যে কোনো ঘটনা ঘটলে তার সত্য ও ন্যায়ের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতেন এবং নিষ্ঠা ও নিরপেক্ষভাবে কাজ করতেন। আবদুল্লাহ (ইবনে মাসউদ) (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের অর্থ-সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা শপথ করে, তাহলে সে আল্লাহর সমীপে এমন অবস্থায় হাজির হবে যে আল্লাহ তার ওপর রাগান্বিত থাকবেন।
আশআস (রা.) বলেন, আল্লাহর কসম। এটা আমার সম্পর্কেই ছিল, আমার ও এক ইহুদি ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় একখণ্ড জমি ছিল। সে আমার মালিকানার অংশ অস্বীকার করে বসল। আমি তাকে নবী (সা.)-এর কাছে নিয়ে গেলাম। রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেন, তোমার কোনো সাক্ষী আছে কী? আমি বললাম, না। তখন তিনি (নবী) ইহুদিকে বলেন, তুমি কসম করো। আমি তখন বললাম, হে আল্লাহর রাসুল, সে তো কসম করবে এবং আমার সম্পত্তি নিয়ে নেবে। তখন আল্লাহ তাআলা (এ আয়াত) নাজিল করেন, যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছমূল্যে বিক্রি করে... আয়াতের শেষ পর্যন্ত (৩ : ৭৭) (সহিহ বুখারি, হাদিস : ২২৫৬)
রাসুল (সাঃ) এর বিচার ব্যবস্থা কেমন ছিল? 
youtube
নবী (সা.)-এর ন্যায়বিচার যেমন ছিল
youtube
নেতৃত্ব নিয়ে
youtube
ন্যায়বিচার সম্পর্কে মহানবী (স) এর যুগের একটি ঘটনা।
youtube
আল্লাহ-রাসূল সা.এর বিচার ব্যবস্থা
youtube
নবী (সা.)-এর ন্যায়বিচার
ইনসাফ
Justice of the Prophet (PBUH)
0 notes