Tumgik
#পুলিশে চাকরির খবর
mshbsbd · 3 years
Text
চাকরির খবর Career BD
আপনারা যারা চাকরির খুজছেন তাদের জন্য সুখবর আর আপনাকে কোনো ভুল তথ্য ও কোনো ভুল বিজ্ঞপ্তি দিয়ে কেউ হয়রানি করতে পারবেনা । সবার আগে  আপনি সকর চাকরির বিজ্ঞপ্তি পেতে এখনি ভিজিট করুন । আমাদের পাশে থাকুন শত ভাগ বিশ্বাস যোগ্য ও আপনার আস্তার প্রতিক আশা করি আপনারা উপকৃত হবেন আপনি careerbd.com.bd ওয়েব সাইটটি গুরে আসতে পারেন আপনি সকল ধরনের চাকরির খবর এই ওয়েব সাইটে পাবেন
bank job , bd jobs, bdjobs, careerbd. career bd, jobs today
1 note · View note
governmentjobbd · 4 years
Link
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
Police Job Circular 2020
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Bangladesh Police job circular 2020: aপুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ৩ টি পদে মোট ২২ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( Police Headquarter Dhaka Job Circular 2020 ) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা : ০২টি। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।      (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা। পদের নাম: পরিসংখ্যান সহকারী পদসংখ্যা: ০১ টি। শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়সহ স্নাতক ডিগ্রী। বেতন: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা। পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা : ১৯টি। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। অন্যান্য যোগ্যতা : ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০। বেতন স্কেল : ৯,৩০০ – ২২,৪৯০ টাকা। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://phqcr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Apply Now 
আবেদন শুরুর সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।      (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…      (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
View Circular
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); View Circular 2
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); View Circular Other Post.... কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় নিয়োগ CAG Job Circular 2020 আবেদন শুরুর সময়: ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২০ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। Click Here To Full Details.... http://www.governmentjobbangladesh.com/2020/02/cag-job-circular-2020.html?m=1
0 notes
sentoornetwork · 5 years
Text
সিভিক ভলান্টিয়ারদের রাজ্য সরকার বিল আনছে
New Post has been published on https://sentoornetwork.com/civic-volunteers-west-bengal/
সিভিক ভলান্টিয়ারদের রাজ্য সরকার বিল আনছে
নিজস্ব প্রতিনিধি: সিভিক ভলান্টিয়ার নিয়ে নতুন আইন করতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনেই আসতে চলেছে সিভিক ভলান্টিয়ার বিল ২০১৯। সূত্রের খবর, সিভিক পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থানের বিষয় সুনিশ্চিত করা, আর্থিক নিরাপত্তা-সহ নানা বিষয় থাকতে চলেছে এই বিলে। এই বিল বিধানসভায় পাস হলে তারপর তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল সিলমোহর দিলেই বিল রূপান্তরিত হবে আইনে। যা হলে বর্তমানে রাজ্যের দেড় লক্ষেরও বেশি সিভিক ভলান্টিয়াররা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দিতে তড়িঘড়ি সিভিক ভলান্টিয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম, জঙ্গলমহলের প্রায় ১০০০০ ছেলে-মেয়েকে কর্মসংস্থানের মাধ্যমে শুরু হলেও তারপর আস্তে আস্তে সারা রাজ্যজুড়েই নিয়োগ হয় সিভিক ভলান্টিয়ার। পুলিশের দৈনন্দিন কাজে বিশেষ করে ট্রাফিকের কাজ সামলাতেই এদের কাজে লাগানো হয়। প্রথমে মাসে ৫৫০০ টাকা থাকলেও ১ অক্টোবর, ২০১৮ থেকে ৮০০০ টাকা কিংবা তার বেশি ভাতা পেতে শুরু করেন তাঁরা। এর পাশাপাশি সরকার নতুন নির্দেশিকা জারি করে জানিয়েও দিয়েছিল যে অন্য অস্থায়ী কাজের মতো এই সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও ৬০ বছর পর্যন্ত বহাল থাকবেন। প্রতি বছর ৩% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং ৬০ বছরের কর্মজীবনের শেষে ৩ লক্ষ টাকা গ্র‍্যাচুয়িটি পাবেন তাঁরা। যদিও, এই সবটাই এতদিন ছিল সরকারের সিদ্ধান্ত, এগজিকিউটিভ অর্ডার। আগামী দিনে সরকারের পরিবর্তন হলে এই অর্ডারেরও বদল হতে পারে কিংবা চাইলে পুরনো সরকারের সিদ্ধান্ত খারিজ করে ‘সিভিক ভলান্টিয়ার’ তুলেও দিতে পারে নতুন সরকার। ফলে, সেইসব ভাবনা-চিন্তা করে এই নিয়ে নতুন আইন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি থাকতে পারে এই বিলে? সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও প্রশাসনিক সূত্রের খবর, নতুন বিলে সিভিক ভলান্টিয়ারদের কাজ এবং আর্থিক নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করতে পারে সরকার। তবে, কীভাবে এই সংস্থান সরকার করবে, তা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, পুলিশের চাকরির ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের অগ্রাধিকার দেওয়া হবে। সেইমতো যাঁরা ‘ভালো’ কাজ করছেন, তাঁদের জন্য পুলিশের হোমগার্ড, কনস্টেবলের কাজে ঢোকার সুযোগ থাকতে পারে। তবে, পুলিশ রিক্রুমেন্ট বোর্ড রয়েছে, ফলে সিভিক ভলান্টিয়াররা সেই বোর্ডের মাধ্যমে পুলিশে কাজ পাবে নাকি অন্য কোনও মাধ্যমে সেই সংস্থান করা হবে, সেটাই দেখার। মাঝেমধ্যেই সিভিক ভলান্টিয়ারদের কাজকর্ম নিয়ে অভিযোগ ওঠে, তাঁদের কী কী কাজ করতে হবে তার নির্দেশিকাও রয়েছে। কিন্তু তার পরেও সঠিক প্রশিক্ষণের অভাব থাকার কারণে অনেক ক্ষেত্রেই নানা অভিযোগ ওঠে। সেক্ষেত্রে, সিভিক ভলিন্টিয়ারদের কাজ নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব থাকতে পারে এই নতুন বিলে। এই বিল বিধানসভায় পাস হয়ে গেলে রাজ্য সরকারের সেটা বড়সড় পদক্ষেপ হবে। লোকসভা ভোটের আগে এই সিভিক ভলান্টিয়ারদের একটা অংশের বিক্ষোভ শুরু হয়েছিল সরকারের বিরুদ্ধে, ছিল নানা দাবিদাওয়া। বিজেপিও ইন্ধন দিয়েছিল।একটা সংগঠনের লোকজন বিজেপিতে যোগদানও করে। ফলে, আগামী ২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রায় দেড় লক্ষের বেশি এই সিভিক ভলান্টিয়ারদের বিষয়ে সরকার যদি ‘স্থায়ী’ কোনও আইন তৈরি করে তবে সেটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলেই মত রাজনৈতিক মহলের|
0 notes
pinknutreview · 7 years
Text
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার একটি বাসা থেকে শুক্রবার দুপুর ১টার দিকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
  তারা হলেন- পৌর শহরের সাতপাই বাবলু স্মরণী এলাকার প্রাক্তন শিক্ষক  মিহির কান্তি বিশ্বাস (৭০) ও  তার স্ত্রী  এনজিও কর্মী স্ত্রী তুলি রানী নন্দ (৫৮)। তাদের দুদিন আগেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বাড়িতে শুধু স্বামী-স্ত্রী বসবাস করতেন। তাদের এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। 
  নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, শুক্রবার দুপুর ১টার দিকে মিহির কান্তির বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে মিহির কান্তি ও তার স্ত্রী তুলি রানীর লাশ উদ্ধার করে। পরে তাদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের শরীরে আঘাতে চিহ্ন না পাওয়ায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
  ইত্তেফাক/ইউবি
  from The Daily Ittefaq :: The Daily Ittefaq RSS Feed RSS http://ift.tt/2yh8FEW via IFTTT
0 notes
meshtarua · 7 years
Photo
Tumblr media
চোর পেল চাকরি খবরটা ছোট। ঘটনাটা বড়। টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে গত ১৪ আগস্ট কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ। দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল ঘটনাটি তদন্ত করতে আসেন ১৮-বছর বয়সী আসামীর সাথে কথা বলার তার খুব মায়া হয়। তিনি ঐ তরুণকে গ্রেফতার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন। কনস্টেবল নিরান জয়ানেসান এখন জানাচ্ছেন তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়ে গেছেন। "সে আমাকে জানিয়েছে, আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে, এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে," উৎফুল্ল হয়ে বলছিলেন কনস্টেবল জয়ানেসান। তিনি জানান, ঐ বেকার তরুণ এক কঠিন সময়ে পার করছিল। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোন রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল। এ নিয়ে বিবিসির সাথে কথা বলার সময় টরন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া মি. জয়ানেসানের কাজের প্রশংসা করেন। "ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই," তিনি বলেন, "আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।" সূত্র: বিবিসি, ছবি পুলিশ কনস্টেবল জয়ানেসান
0 notes
alammym-blog · 7 years
Text
মুম্বাইয়ের ফ্ল্যাটে গণধর্ষণ, পালাতে ৬তলা থেকে ঝাঁপ যুবতীর!
মুম্বাইয়ের ফ্ল্যাটে গণধর্ষণ, পালাতে ৬তলা থেকে ঝাঁপ যুবতীর!
খবর২৪:চাকরির প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ডেকে রাতভর গণধর্ষণ করা হল এক যুবতীকে। ভোররাতে ওই যুবতী পালাতে গিয়ে বহুতল থেকে ঝাঁপ দেন। এ ঘটনায় মারাত্মক জখম হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ মুম্বাইয়ের পাইধনির এই ঘটনায় শুক্রবার অভিযুক্ত ২ যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার ভোরে পাইধোনির একটি বহুতলের নালার সামনে এক যুবতীকে পড়ে কাতরাতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।…
View On WordPress
0 notes
careerhelpbd · 3 years
Text
বাংলাদেশ পুলিশে চাকরির খবর – Police Job Circular 2021
বাংলাদেশ পুলিশে চাকরির খবর – Police Job Circular 2021 #Capitol, #Trump, #America, #Antifa, #Pence
Bangladesh Police job circular 2021: বাংলাদেশ পুলিশ, সিআইডি’র শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। সিআইডি অফিস সহায়ক পদে ১৬ জনকে নিয়োগ দেবে। নারী-পুরুষ উভ��়ই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( CID Job circular 2021 ) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন। CID Job circular…
Tumblr media
View On WordPress
0 notes