Tumgik
tituhin67 · 4 months
Text
সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ।
১. তোমার বাবার যদি ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং, ইলেকট্রিক, এসি ফ্রিজ,পাইপলাইন এর কাজ শিখো মনোযোগ দিয়ে। একবছরে ভিতরে শিখে যাবে, এর মাঝে পার্সপোর্ট করে রাখো, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যাও। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই, মাসে লাখ টাকা কামাবে কোন ব্যাপার নয়।
২. তথ্যপ্রযুক্তির যুগে নিজেকে এগিয়ে রাখতে বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েভ ডেভেলপ, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন কোর্স করে স্কিল অর্জন করো। চাকরী তোমাকে খুঁজবে। তবে অবশ্যই সঠিক গাইডলাইনের প্রয়োজন লাগবে।
৩. বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হও। অটো মোবাইল এর কাজ শিখো। দেশে বিদেশে এর ডিমান্ড হিউজ পরিমাণ আছে।
৪. তোমার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে তোমাকে বিদেশ যাওয়ার দরকার নাই। বাবার কাছ থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করো, তোমার বন্ধু ইন্টারমেডিয়েট পাশ করার আগেই তুমি দশটা গরুর মালিক হয়ে যাবে।
৫. রাশিয়ান, চায়না, জার্মান, কোরিয়ান, ইংরেজি(স্পোকেন/IELTS), যেকোন ভাষা শিখো কাজের অভাব থাকবেনা। এমন কোম্পানি আছে মাসে ২/৪ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারমেডিয়েট লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।।
৬. তোমার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনো আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসো।
৭. সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবে, তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।
৮. তুমি যদি লম্বা, ফিটপাট হয়ে থাকো তাহলে বয়স থাকাকালীন বিভিন্ন বাহিনীতে সব সার্কুলারে আবেদন করতে হবে। যদি লেগে যায়।
উপরের পরামর্শ গুলা স্কিন শর্ট দিয়ে রাখো, এখন তোমারদের কাছে এসব হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবে তখন দেখবে একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে। তখন বুঝবে এসব বলার মানে কী।
সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভ কামনা।
©
Tumblr media
0 notes
tituhin67 · 3 years
Text
Tumblr media
0 notes
tituhin67 · 3 years
Text
Tumblr media
0 notes
tituhin67 · 3 years
Text
Hi
0 notes
tituhin67 · 3 years
Text
Hi
1 note · View note