Tumgik
#জিয়াউল ফারুক
guardianpubs17 · 3 months
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
ইতিহাসপ্রেমীদের জন্য সুখবর! জুলাইয়ের শুরুতেই গার্ডিয়ান থেকে প্রকাশিত হতে যাচ্ছে ইতিহাস বিষয়ক চারটি বই, ইনশাআল্লাহ! মুসলিম উম্মাহর চাপাপড়া গৌরব ও বেদনাবিধুর ইতিহাস উঠে এসেছে এই বইগুলোয়! এক নজরে চারটি বই : ১. মুসলিম উম্মাহর পতন, উত্তরণের পথ লেখক : জিয়াউল হক পৃষ্ঠা : ১৯০ ২. ইতিহাসের আলোছায়া লেখক : জিয়াউল হক পৃষ্ঠা : ১৮৪ ৩. মুসলিম উম্মাহর অধঃপতন লেখক : আকবর শাহ খান নাজিবাবাদি অনুবাদ : ওমর ফারুক ফেরদৌস পৃষ্ঠা : ১৯২ ৪. বাংলায় ইসলাম ও মুসলিম সভ্যতা (হার্ডকভার) লেখক: ড. সায়ীদ ওয়াকিল পৃষ্ঠা : ২৪০ উম্মাহর এই ক্লান্তিলগ্নে উপরোক্ত চারটি বই পাঠকদের আত্মপরিচয় তুলে ধরে নতুন পথের সন্ধান দেবে ইনশাআল্লাহ!
0 notes
sottersokal · 2 years
Text
বাবা হারালেন অপূর্ব
বাবা হারালেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। অফিসিয়াল ফেসবুক পেজে অপূর্ব লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷’ এদিকে অপূর্বর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল আলম টিপুও। তিনি…
Tumblr media
View On WordPress
0 notes
classyfact7 · 2 years
Photo
Tumblr media
জিয়াউল ফারুক অপূর্ব এর জীবন কাহিনী
জিয়াউল ফারুক অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব (অপূর্ব নামে পরিচিত) (জন্ম ২৭ জুন) একজন বাংলাদেশী অভিনেতা এবং মডেল। জিয়াউল ফারুক অপূর্ব এর জীবন কাহিনী-  তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে তার ক্যারিয়ার শুরু করেন, 2014 সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীত চর্চাও করতেন।
2017 সালে, তার নাটক বিগ বয় প্রশংসিত হয়েছিল এবং তিনি স্টার সার্ভেতে সেরা টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম-আলো পুরস্কার জিতেছিলেন।
https://classyfact.com/ziaul-faruk-apurba/
4 notes · View notes
paathok · 3 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/148156
গণতন্ত্রের নামে চলছে দেশে স্বৈরতন্ত্রের শাসন : ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্��ের নামে চলছে দেশে স্বৈরতন্ত্রের শাসন।গত ১২ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই সরকার একদলীয়ভাবে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সরকারের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। একদলীয়ভাবে দেশ শাসন করছে। জনগণকে ভোট সেন্টারে যেতে দেওয়া হয় না। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের সাংবাদিক ভাইদের টুঁটি চেপে ধরেছে সরকার। পত্রিকায় লিখতে পারছে না। সাগর-রুনির হত্যার ১০ বছর অতিবাহিত হচ্ছে আগামী ১১ ই ফেব্রুয়ারি।কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি নেই। এখনো হত্যাকারীদের কোন বিচার হয়নি। আওয়ামীলীগ লুটপাটের রাজনীতি করছে। সর্বত্র চলছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি-দুঃশাসন।
তিনি আজ, শুক্রবার ৪ ফেব্রুয়ারি, বিকালে ১৭ নং পশ্চিম বাকলিয়া খালপাড় সংলগ্ন মাঠে ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গরীব, অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজির কারণে আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী। জনগণের নাগালের বাহিরে চলে গেছে। সরকারের বাজার মনিটরিং বলতে কিছু নেই। কোন কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই। চালের দাম, তেলের দাম হু হু করে বাড়ছে। তেল ও গ্যাসের চরম মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশে চলছে এক দলীয় শাসন। গণতন্ত্রের নামে চলছে মাফিয়ার শাসন। এই সরকারের অধীনে কোন ভোট নেই, জনগণের অধিকার নেই, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা নেই। এই ভাবে চলছে স্বাধীন বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল। কিন্তু কি দিয়েছে? দিয়েছে ঘরে ঘরে মামলা, গুম ও খুন। জনগণের কোন অধিকার নেই। বিদ্যুতের দাম প্রতিদিন বাড়ছে। পানির দাম বাড়ছে। কমছে শুধু মানুষের দাম।
বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ওয়ার্ড যুবদল নেতা শফিউল বশর সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ,১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেকেন্দার, সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ, আরিফুল ইসলাম ডিউক,নগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম,নগর যুবদল নেতা কামাল উদ্দিন, আসাদুর রহমান টিপু, জিয়াউল হক মিন্টু,মোহাম্মদ সালাউদ্দিন, শেখ কামাল আলম, মোঃ আলাউদ্দিন, চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, সাব্বির ইসলাম ফারুক, কোতয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুসা, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল জলিল, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ সোহেল, যুবদল নেতা বাবুল, মোঃ রিদওয়ান, মোঃ রায়হান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাহিদ, মোঃ ফরিদ, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইউনুস, মোঃ রহিম মিনু,মোঃ মামুন,,মোঃ রাসেল, ফারুক, টিপু প্রমুখ।
0 notes
shownarbangla · 3 years
Text
তৃতীয়বারের মতো বিয়ে করলো অপূর্ব
মঞ্জুর মোর্শেদ : আবারও বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, এটা তার তৃতীয় বিয়ে। কেমন মাত্র হাতে গোনা কিছু লোক ও কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি জেনেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার অপূর্ব শ্যাম্মা নামের এক আমেরিকা প্রবাসী নারীকে বিয়ে করতে চলেছেন। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওল্ড ডিওএইচএস শ্যাম্মার বাসায় মঙ্গলবার (৩১শে আগস্ট) গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে।…
Tumblr media
View On WordPress
0 notes
sobarpotrika · 3 years
Text
অপূর্ব আবার বিয়ে করছেন
অপূর্ব আবার বিয়ে করছেন
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা। পারিবারিক আয়োজনেই অভিনেতার এই বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব। তিনি জানান, আগামীকাল ২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এই তারকা। এটি অপূর্বর তৃতীয় বিয়ে। শাম্মার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে…
Tumblr media
View On WordPress
0 notes
dailynobobarta · 4 years
Text
��েলের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইলেন অপূর্ব (ভিডিও)
ছেলের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইলেন অপূর্ব (ভিডিও)
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অপূর্বের হাতে গিটার, পাশে বসা তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। অপূর্ব গিটার বাজিয়ে গাইতে শুরু করলেন ‘ওরে নীল দরিয়া…’, একটু একটু করে তার সঙ্গে গানটিতে কণ্ঠ মেলাতে শুরু করে ছেলে আয়াশও। নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেছেন অপূর্ব নিজেই। ক্যাপশনে লেখেন, ‘সবচাইতে প্রিয় গান…। ’ এতে…
Tumblr media
View On WordPress
0 notes
monokotha59395-blog · 5 years
Link
অপূর্বের আয়-বয়স-গাড়ি-বাড়ি-গার্লফ্রেন্ড-অজানা তথ্য-Apurba Lifestyle Apurba lifestyle, Apurba Wife, Apurba income, Ziaul Faruq Apurba unknown facts, Apurba biography, celebrity reality, celebrities lifestyle, bd celebrities lifestyle, celebrity facts, জিয়াউল ফারুক অপূর্ব, অপূর্বের আয়, গাড়ি, বাড়ি, গার্লফ্রেন্ড, অজানা তথ্য
0 notes
radiobaksho-blog · 5 years
Photo
Tumblr media
আজকের এই দিনে...... শুভ জন্মদিন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন, ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়।অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেরও চর্চা করেন। ২০১৭ সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। রেডিওবাক্স পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আর শুভ কামনা। #জিয়াউল_ফারুক_অপূর্ব #শুভ_জন্মদিন #Music #RadioBaksho #Apurbo https://www.instagram.com/p/BzLyefEFJrs/?igshid=16hwmm33dyjp0
0 notes
sottersokal · 2 years
Text
প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলছেন অপূর্ব
প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলছেন অপূর্ব
প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ঠেলা দিয়ে গাড়িটি চালানোর চেষ্টা করছেন অপূর্ব। তবে বাস্তবে নয়, এমন দৃশ্য দেখা যাবে ‘উড়ো প্রেম’ নাটকে। সিএমভি’র ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ নাটকটি চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান। নাটকটির গল্পে দেখা যাবে, আদিল খান সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়! সিনেমার সেই অসাধারণ ঘটনাটি নিজের জীবনেও ঘটুক, এটাই তার একমাত্র…
Tumblr media
View On WordPress
0 notes
sylhetpress · 4 years
Text
অপূর্বকে জড়িয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবেন তিশা
অপূর্বকে জড়িয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবেন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সাজানো সংসার ভেঙে গেছে। ৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি হলো তাদের। শোনা যাচ্ছে, চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তবে এতদিন গোপন ছিল বিষয়টি। বোববার ডিভোর্সের খবর প্রকাশ্যে আনেন অদিতি।
এই দম্পতিকে অনেক পছন্দ করতেন নাটকের দর্শকরা। তাই বিয়ে ভাঙার সংবাদ প্রকাশ হতেই অবাক হয়েছেন অনেকেই। এত সুন্দর একটা সংসার ভেঙে যাওয়ার কারণ…
View On WordPress
0 notes
kalerkhobor · 4 years
Text
যে কারণে মামলার হুমকি দিলেন অভিনেতা অপূর্ব
যে কারণে মামলার হুমকি দিলেন অভিনেতা অপূর্ব
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় সংসারও টিকল না জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলো।
তবে তাদের বিচ্ছেদ নিয়ে তৃতীয় কাউকে জড়িয়ে রসাল গল্প তৈরি করা থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছেন অপূর্ব। অন্যথায় মামলার হুমকি দিয়েছেন তিনি।
গণমাধ্যমে বিচ্ছেদের খবর প্রকাশের পর রোববার…
View On WordPress
0 notes
paathok · 3 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/132450
আমাকে কারাগারে বন্দি রেখে সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করা হয়েছে: ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার প্রভাবে সরকারী লকডাউনের কারণে চট্টগ্রামে কয়েক লাখ হতদরিদ্র এবং বেকার মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে। করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ ত্রাণ বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই আমি ব্যক্তিগত ও দলীয়ভাবে চট্টগ্রামে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রতিদিন আমার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছি। কিন্ত বিগত দুই মাস সরকারী ষড়যন্ত্রে মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে বন্দি করে রাখায় সাধারণ মানুষগুলো ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি শুক্রবার (২১ মে) বিকালে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড়ের চকবাজার ধুনিরপুল ফালাহ গাজী জামে মসজিদের সামনে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ ও ১০ দিন ব্যাপী কর্মসূচীর উদ্ভোধনকালে এসব কথা বলেন।
ডাঃ শাহাদাত বলেন,গত চসিক নির্বাচনে ভোট চুরির বিরুদ্ধে মামলা করায় আমাকে বানোয়াট মামলা দিয়ে অন্যায়ভাবে কারাবন্দি করেছিলো সরকার। এঅবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিটি ওয়ার্ড়ে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচী অব্যাহত থাকবে।
তিনি বলেন-করোনা ভাইরাস পরিস্থিতিতে দলীয় স্বার্থের ঊর্ধে উঠে এই মুহূর্ত থেকেই আমাদের প্রতিটি নাগরিককে একে অপরের সহায়তায় ভূমিকা রাখা এখন সময়ের দাবি। এখন রাজনীতি করার সময় নয়। এখন মানুষের সহায়তায় হাত বাড়ানোর সময়। আমাদের সময়মত কার্যকর পদক্ষেপ না নেয়ার মাশুল হিসাবে করোনা দ্বিতীয় ধাপ অতিক্রম করছে। সামনে সর্বোচ্চ সতর্ক না হলে সেটা আর সামাল দেয়া যাবে না। অকল্পনীয় পরিণতি বরণ করতে হবে। তাই জরুরি ভিত্তিতে পর্যাপ্ত করোনার টিকা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি সকল সক্ষম মানুষকে নিজের অবস্থান থেকে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন মানুষের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন, বর্তমান সভাপতি মো. সেকান্দর, মহানগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক হাজী এমরান উদ্দীন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাসিম, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড়ের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, বিএনপি নেতা হাফিজুল ইসলাম মিলন, মো. আলাউদ্দিন, হাজী আবদুল কাদের, ইসমাইল শরীফ, রোকন উদ্দৌলাহ, শ্রমিকদলের গুলজার হোসেন লেদু, নগর যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল, জাফর আহমেদ খোকন, আসাদুর রহমান টিপু, আব্দুল্লাহ আল মামুন জিতু, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম, সাব্বির ইসলাম ফারুক, আবদুল জলিল, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, সালাউদ্দিন সাহেদ, গাজী শওকত, সামিয়াত আমিন জিসান, যুবদল নেতা মোহাম্মদ সেলিম, ইসমাইল হোসেন লেদু, জাবেদুল হক, সাদ্দামুল হক, মো. বাবুল, মো. রহিম মিনু, রিদওয়ানুল হক রিদু, মো. ফোরকান, মো. জাহেদ, মো. রায়হান, মো. নাসিম, হৃদয় দাস, মো. মাসুদ, মো. সাঈদ, মো. মোবিন, আবুল হোসেন, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মো. রাসেল প্রমূখ।
0 notes
shahzadpursangbad · 4 years
Text
অপূর্ব-অদিতির ডিভোর্স, তানজিন তিশার ভাষ্য
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির বিবাহ বিচ্ছেদ ঘটেছে। কিন্তু এই বিচ্ছেদের পেছনে কতিপয় সংবাদ পোর্টাল তানজিন তিশার যোগসূত্র খুঁজছেন। অপূর্ব-তিশা জুটির প্রচুর নাটক জনপ্রিয়তা পেয়েছে। গুজব ছড়িয়েছে নিয়মিত জুঁটি বেঁধে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফরমে এমন খবর ছড়ালেও বিভিন্নভাবে খোঁজ নিয়ে তানজিন তিশার সংশ্লিষ্টতা…
View On WordPress
0 notes
rupalialo · 5 years
Text
ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‌'মিঃ পরিবর্তনশীল'
ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‌’মিঃ পরিবর্তনশীল’
ভালোবাসা দিবসে জিয়াউল ফারুক অপূর্ব হাজির হচ্ছেন ‘মিঃ পরিবর্তনশীল’ হিসেবে। । আমাদের সমাজ সংসারে প্রতিদিনের খুটিনাটি অনিয়মের পরিবর্তন করে নিয়মের মধ্যে আনতে চান তিনি। হ্যাঁ, এবারে ভালোবাসা দিবসে এমনই এক চরিত্রে দেখা যাবে অভিনেতা অপূর্বকে। নাটকের নাম ‘মিঃ পরিবর্তনশীল’। স্টুডিও এক্স ফর ম্যান নিবেদন করছে নাটকটি । এবারের ভালোবাসা দিবসে মোশনরক এন্টাটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মিঃ…
View On WordPress
0 notes
dailynobobarta · 5 years
Text
ঢাবিতে ভর্তি জালিয়াতি: বহিষ্কৃতদের তালিকা প্রকাশ
New Post has been published on https://is.gd/jIW0Yo
ঢাবিতে ভর্তি জালিয়াতি: বহিষ্কৃতদের তালিকা প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতি করা ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের তালিকা প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ। তারা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের মো. আব্দুল ওয়াহিদ (বিজয় একাত্তর হল), মো. ইছহাক আলী (স্যার এফ রহমান হল) ২০১৬-১৭ সেশনের আনিকা বৃষ্টি (বঙ্গমাতা হল), ফিউনা মহিউদ্দিন মৌমি (শামসুন্নাহার হল) মো. মাসুদ রানা (জিয়া হল), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের সালমান এফ রহমান হৃদয় (বিজয় একাত্তর হল), মো. রাকিবুল হাসান (স্যার এফ রহমান হল), সৌভিক সরকার (জগন্নাথ হল), মো. মেহেদী হাসান (মুহসীন হল), মো. হাসিবুর রশীদ (বঙ্গবন্ধু হল), মো. মারুফ হাসান (জিয়া হল), ২০১৬-১৭ সেশনের ইসরাত জাহান ছন্দা (কুয়েত মৈত্রী হল)। ইংলিশ ফর স্পিকার অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের ২০১৬-১৭ সেশনের সাফায়াতে নূর সাইয়ারা নোশিন (সুফিয়া কামাল হল), ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট ২০১৬-১৭ সেশনের জিএম রাফসান কবির (মুহসীন হল)। পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ সেশনের মো. আবু জুনায়েদ সাকিব (একুশে হল), তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের মোস্তাফিজ-উর-রহমান (একুশে হল), ২০১৬-১৭ সেশনের মো. তৌহিদুল হাসান আকাশ (শহীদুল্লাহ হল)। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শরমিলা আক্তার আশা (বঙ্গমাতা হল), জাকিয়া সুলতানা (কুয়েত মৈত্রী হল), জেরিন হোসাইন (শামসুন্নাহার হল), আবির হাসান হৃদয় (জসীমউদ্দীন হল) ও ২০১৫-১৬ সেশনের মো. লাভলুর রহমান লাভলু (এফ রহমান হল), অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের সামিয়া সুলতানা (সুফিয়া কামাল হল), সিনথিয়া আহম্মেদ (শামসুন্নাহার হল), জান্নাত সুলতানা (শামসুন্নাহার হল)। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. আশরাফুল ইসলাম আরিফ (এফ রহমান হল), আলামিন পৃথক (সূর্যসেন হল), ২০১৫-১৬ সেশনের আমরিন আলম জুটি (বঙ্গমাতা হল), ২০১৭-১৮ সেশনের নওশীন আফরিন মিথিলা (মৈত্রী হল), টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৬-১৭ সেশনের মেহজাবিন অনন্যা (রোকেয়া হল), মো. শাদমান শাহ (বিজয় একাত্তর হল)। সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের আফসানা নওরিন ঋতু (বঙ্গমাতা হল), ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের ফাতেমা আক্তার তামান্না (কুয়েত মৈত্রী হল), বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের এম ফাইন ফাইজার নাঈম (বঙ্গবন্ধু হল), ২০১৬-১৭ সেশনের জিয়াউল ইসলাম (সূর্যসেন হল)। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের তাজুল ইসলাম সম্রাট (মুহসীন হল), (নুরুল্লাহ মুহসীন হল), সাদিয়া সুলতানা (শামসুন্নাহার হল), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের মাসুদ রানা (সলিমুল্লাহ মুসলিম হল), সাবিরুল ইসলাম (সূর্যসেন হল), ২০১৬-১৭ সেশনের ফাতেমা তুজ জোহরা (রোকেয়া হল)। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ সেশনের ইফতেখারুল আলম জিসান (বিজয় একাত্তর হল), ২০১৬-১৭ সেশনের নাফিসা তাসনিম বিন্তি (রোকেয়া হল), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ সেশনের শাশ্বত কুমার ঘোষ (জগন্নাথ হল), ২০১৬-১৭ সেশনের সাদিয়া সিগমা (মৈত্রী হল), ফাইন্যান্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শেখ জাহিদ বিন হোসেন ইমন (সূর্যসেন হল), মো. আশেক মাহমুদ জয় (জহরুল হক হল), মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের মাহবুবুল আলম সিদ্দিকী সম্রাট (সূর্যসেন হল)। ফার্মেসি বিভাগের ২০১২-১৩ সেশনের মো. মোহাইমিনুল ইসলাম, ২০১৬-১৭ সেশনের সাইদুর রহমান, ২০১৭-১৮ সেশনের আব্দুর রহমান। এরা সবাই ফজলুল হক মুসলিম হলের ছাত্র। আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের সুবহা লিয়ানা তালুকদার (রোকেয়া হল) ও সালমান হাবীব আকাশ (মুহসীন হল), ২০১৭-১৮ সেশনের আজলান শাহ ফাহাদ (সূর্যসেন হল)। মনোবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের বেলাল হোসেন (সলিমুল্লাহ মুসলিম হল), মো. মশিউর রহমান (একুশে হল), ২০১৬-১৭ সেশনের মোরশেদা আক্তার (মৈত্রী হল), তানজিনা সুলতানা ইভা (শামসুন্নাহার হল)। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ২০১৬-১৭ সেশনের মো. মোহাইমিনুল রায়হান ফারুক (জহুরুল হক হল)। পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের আবুল কালাম আজাদ (একুশে হল), সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ সেশনের শিহাব হাসান খান ( সলিমু্ল্লাহ মুসলিম হল), যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৫-১৬ সেশনের মো. আবু মাসুম (জহুরুল হক হল), ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ সেশনের শাহাৎ আল ফেরদৌস ফাহিম (ফজলুল হক মুসলিম হল)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বল��ন, বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়। তেমনি বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশের জন্য কতগুলো প্রক্রিয়া আছে। নামের তালিকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। শিগ্‌গিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
0 notes