Tumgik
#bangla story
Text
Bengali Purohit in Electronic City, Bangalore
Bengali Purohit Sanjay Bhattacharya Performing Griha Pravesh Puja in Electronic City, Bangalore.
Tumblr media
2 notes · View notes
Text
youtube
এই শনিবারের গল্প প্রেমেন্দ্র মিত্রের সংশয়।
0 notes
notyourbarney · 1 year
Text
ফতওয়াবাজি
Barney Redowan | Apr 01, '23
১.
মাওলানা হাবিবুর কাদেরী চেয়ার টা ঠিক করে নিয়ে বসলেন নড়ে চড়ে। নাহ আজকের এই চেয়ার এর উপরে দাঁড়ায়ে জিকির করা যাবে নাহ। এমনিতেও তার নিয়তে আজকে ছিলও নাহ জিকির করার। মসজিদ কমিটি অনেক দামাদামি করে হাতে পায়ে ধরে দশ হাজার টাকা কম দিয়েছে, তার নির্ধারিত রেট এ তাকে আনতে পারেনাই। তিনি আজকে শুধু কোনোমতে ওয়াজ করেই চলে যাবেন। কিন্তু এই উৎসুক মুসল্লি জনতা দেখে তিনি নিশ্চিত হতে পারছেননা, জিকির না করাটা কি ঠিক হবে নাকি। কিন্তু সেটা নিয়ে তার আপাতত মাথাব্যাথা নেই। তাদের পেশার এই একটা ভাল দিক, অনেক বড় বড় জনসমাগম আর ভিড় সামলাতে পারা। এতগুলা মানুষ তার বক্তব্যের জন্য অধীরে বসে থাকে, তার প্রতি টা ফতওয়া মন দিয়ে শুনে, তার প্রতিটা আমল শেষে জোরে চিৎকার দিয়ে সম্মতি জানায়। ভালই লাগে এই ধরনের পরিবেশ।
হুজুর সাব ওয়াজ শুরু করলেন মহান আল্লাহ তায়ালার করুন কৃপার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এই আরেকটি রমজান মাস পরিপূর্ণ সুস্থতা আর সামর্থ্য এর সাথে পালন করার তৌফিক দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে ওয়াজ করতে থাকলেন। আজকের মানুষের ভিড় ও ভালই ঠেকছে তার কাছে। কি সুন্দর একটু পর পর “ঠিক ঠিক” বলে সম্মতি জানায়, তাদের একেকটা গর্জন যেন আল্লাহর অসীম রহমতের নেয়ামৎ। একেকটা সুবহানআল্লাহ যেন তার আয়ু বাড়িয়ে দিচ্ছে এক এক বছর করে। তিনি তার বক্তব্য জারি রাখলেন। তিনি এইসব বক্তব্য পেশ, এইসব ধর্মের সঠিক দাওয়াত কে তার একমাত্র কর্তব্য বলে ভাবেন। এটা একটা বিশাল বড় দায়িত্ব, এতগুলা মানুষকে ধর্মের সঠিক পথে আনা এবং পরিচালনা করা অনেক বড় কিছুই বটে। আজকের এই গ্রামের এই হাজার খানেক জনতা কে তার জানাতে হবে সঠিক হাদিস, আনতে হবে সঠিক পথে, সকল বিদআত থেকে মুক্ত করে ইনশাআল্লাহ। তিনি সকলকে দাওয়াত দিলেন ইসলামের সকল দিক অনুসরণ করা আমাদের উপর ফরয। কিন্তু ইসলাম এর বিভিন্ন হাদিস, ফতওয়া, মতবাদ বিভিন্নভাবে কালের সাথে রুপান্তর হয়েছে বিভিন্ন ভুল ব্যাখ্যায়। তিনি আজ জানাবেন হুজুরে করীম মহানবি (স) এর বাণীর সঠিক ব্যাখ্যা, যা বহুকাল ধরে ভুল পালন করে আসছে এই বাঙালি জাতি। তাদের কি দোষ, খোদা তাদের সৃষ্টি করেছেন জ্ঞানের অপরিপূর্ণতা দিয়ে। যাতে তারা এই ত্রিভুবন থেকে জ্ঞান অন্বেষন করে নিতে পারে সঠিক ভাবে।
তিনি বক্তব্য পেশ করেন, আবু হুরায়রা হতে বর্ণিত আছে যে, প্রিয়নবী (স) বলেছেন, “লা ওয়ান আশুক্কা ‘আলা উম্মাতি, লা আমার তুহুম মিসসিওয়াকি ‘ঈন দা কুল্লি সালাহ” অর্থাৎ, “���দি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে আমি প্রত্যেক সালাতের সময় তাদের মিসওয়াক করতে নির্দেশ দিতাম।“ সবাই সজোরে বলে উঠলো সুবহানআল্লাহ। কিন্তু উৎসুক জনতা আসলে বুঝতে পারলো না এই বানীর গুরুত্ব। তাই কাদেরী হুজুর বলতে থাকলেন, “হুজুরে পাক (স) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি সব জেনে বুঝেই বলেছিলেন করেছিলেন, যা আমরা এখন অনুসরণ করছি। তার পথেই চলার সচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত।“
২.
তানভীর সাহেব রোজা রাখেন, আবার পর্দাও করেন। পর্দা করেন বলতে, পর্দা দিয়ে ঢাকা চায়ের দোকানে গিয়ে বসেন। কিন্তু সব দোকানে না, হারুণ মিয়ার দোকানেই শুধু বসেন। কারণ চায়ের দোকান গুলো শুধু চা বিড়ি পানখোর দের আড্ডাশালা হলেও, হারুণ মিয়ার দোকান আলাদা। তিনি তার দোকানে রাজনৈতিক আলাপ এর সুযোগ রাখেন নাহ। কেউ এসে আড্ডা দিতে বসলে সসম্মানে তাড়িয়ে দেন। এর ফলে যে তার দোকানে কাস্টমার কম আসে, তা না। মানুষ তাও আসে তার দোকানের চা-পান খেতে। আবার এখন কাস্টমার আরো আগের থেকেও বেশি আসে। তার কারণ, তিনি তার দোকানে একটা টিভি লাগাইসেন। যদিও তানভীর সাহেব এই সিদ্ধান্তে প্রথম প্রথম তেমন খুশি ছিলেন না। কিন্তু পরে গিয়ে দেখলেন এই টিভিতে ইউটিউব চালানো যায়, আর হারুণ মিয়া পরিষ্কার ভাবে যখন তার এই ইউটিউব ওয়ালা স্মার্ট টিভি লাগানোর উদ্দেশ্য ব্যক্ত করলো, তখন মনে হয় তানভীর সাহেবের থেকে খুশি আর কেউ হয়নাই।
আজকেও তানভীর সাহেব টিভিটা ছাড়লেন, শুক্রবার, মাত্র জুমা পড়ে এসেছেন। মসজিদের হুজুরের বাংলা খুতবা তার পছন্দ নাহ। তাই নামাজ শেষ করেই হারুন মিয়ার দোকানে এসে বসে ইউটিউবে ওয়াজ ছাড়লেন। কিন্তু এত এত বক্তার মধ্যে কার ওয়াজ শুনবেন তা নিয়ে তার মধ্যে কোন সন্দেহ ছিলও নাহ। তিনি সার্চ দিলেন মুখ দিয়ে বলে, লিখতে জানেন না তোহ। সার্চ দিতেই অসংখ্য ভিডিও হাজির তার প্রিয় বক্তা মুফতি আলামিন বগী হুজুরের। তার সর্বশেষ নতুন ভিডিও টা ছেড়ে একদম মনোযোগ এর সাথে শুনতে থাকলেন সেই অমুল্য বক্তব্য। মাঝখানে একটা তরুণ আসলো, সিগারেট কিনে নিয়ে ধরালো তার পাশেই। তিনি বিরক্ত হলেন কিন্তু কিছু বলতে পারলেন নাহ। সে তো পর্দার আড়ালেই খাচ্ছে, এটা তো অনুমিত। কিন্তু এই অনুমতি সাপেক্ষেও তার মন কিছুতেই শান্ত হতে পারলো না। তিনি ভাবতে লাগলেন, এই তরুণ কে তিনি রাস্তায় এভাবে ধূমপানরত অবস্থায় দেখলে কি অবস্থা সৃষ্টি করতে পারতেন, ভেবেই মনে আনন্দ এসে পড়লো। তার একটি ডাকে এই ভরদুপুরেও মানুষ জড়ো হতে সময় লাগতো না।
এসব ভাবনাচিন্তার মাঝে হুজুরের বয়ানের একটি অংশ তার মনোযোগ কেড়ে নিতে বাধ্য করলো। হুজুর আজ বেশিই উত্তেজিত, কিন্তু এটাই বগীহুজুরের বিশেষত্ব। তিনি সত্য বলতে পিছপা হন নাহ। সত্যের দাওয়াত দিতে সর্বদাই তিনি সচ্চোর। যত বেশি উত্তেজনা তিনি আনেন তার বক্তব্যে ততই যেন সত্যের প্রতি আকৃষ্ট হয় জনতা, ততই ভুল পথ থেকে সরে আসে তারা আল্লাহর অশেষ রহমত আর কৃপার আরশে। আজ বগীসাব একইভাবে একটা বড় ফেতনার হাত থেকে আমাদের মুক্ত করার চেষ্টায় আছেন। তিনি বলছেন কিভাবে কতিপয় হুজুর মাওলানা তাদের বানানো ফতওয়া দিয়ে আমাদের ভুল পথে ধাবিত করছে। তিনি নাম বলতেও কখনো সংকোচ বোধ করেন না। তানভীর সাহেব মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে লাগলেন, দেখলেন তার পাশে দাঁড়ানো যুবকও সিগারেট খাওয়া শেষে ওয়াজ শোনা তে ব্যস্ত। বগী হুজুর তার বয়ান দিতে লাগলেন, “হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল যুগের সকল মানুষের নবী। তিনি তার হাদিসে যা বলেন, তা সঠিক ভাবে অনুসরণ করা এবং সেই অনুযায়ী আমল করা আমাদের ফরয দায়িত্ব ও কর্তব্য। বর্তমানে কাদেরী হুজুরের মত বেশ কিছু বক্তা তাদের মতবাদ এই ইসলামের প্রকৃত আমলের মধ্যে মিশিয়ে দিতে দ্বিধাবোধ করে না।“ এরপরে তিনি বলতে লাগলেন কাদেরী হুজুরের মিসওয়াক নিয়ে করা ওয়াজ এ কতো ভুল ছিল এবং তিনি নতুন ফতোয়া দিতে লাগলেন যে মিসওয়াক এর গুরুত্ব কত বেশি এবং আমাদের উপরে কতটা ফরজ দিনে ছয় ওয়াক্ত মিসওয়াক করা।
৩.
আজান দিতে আজ বড্ড বেশিই দেরী হচ্ছে যেন। তানভীর সাহেবের যেন তর সইছে নাহ, প্রচুর পিয়াস পেয়েছে তার। পাওয়ার �� কথা, আজ যেরকম পরিশ্রম হলো কত ঘাম আর রক্ত বইতে হলো। যদিও তার কোন ঘাম আর রক্ত খরচ যায় নাই। কিন্তু তিনি যা করেছেন তাতে তিনি গর্বিত। ইসলাম কে ভুল ব্যাখ্যার মন্দ দোষ থেকে রক্ষা করেছেন তিনি, বগী হুজুরের বয়ান থেকেই জেনেছেন তিনি জিহাদের গুরুত্ব। প্রতিদিন তার সাথে মসজিদের উঠানে যারা ইফতার করতে বসে, তার থেকে আজ ২-৩জন কম। কিন্তু মানুষ কম হলেও, অই মুনাফিক ফতোয়াবাজ ভন্ড কাদেরীর দাঁত ভেঙ্গে দিতে পেরে মনে শান্তি ই লাগছে। আরও কিছু মানুষ কম হতো, কিন্তু বাকি যারা এসেছেন, তারা কি তানভীর ভাইয়ের সান্নিধ্য ছাড়া ইফতার করতে পারে? নাহ এ হতে দেওয়া যায় না। নিজেকে যিনি এভাবে সঁপে দিয়েছেন ইসলাম এর রক্ষার্থে প্রতিনিয়ত, তার সাথে এভাবে ইফতার করতে পারা টাও সৌভাগ্যের ব্যাপার।
ইফতার এর সময় হলো। সবাই খেজুর দিয়ে ইফতার শুরু করলেও, তানভীর সাহেব খেজুর দিয়ে শুরু করলেন না। এটা প্রতিদিন সবাই খেয়াল করলেও কেউ জিজ্ঞেস করেনা, আজ সৈয়দ জিজ্ঞেস করেই নিল। তানভীর সাহেব প্রশ্ন টা শুনে এত সুন্দর একটা হাসি দিয়ে দেখালেন যে তার উপরের পাটির দাঁত গুলো নেই, তিনি প্রস্থেটিক দাঁত ব্যবহার করেন। তাহলে মিসওয়াক এর আমল? তানভীর সাহেব মুখ গম্ভীর করে বললেন, "সবার জন্য হাদীস এক হয় না।"
0 notes
tecrexx · 1 year
Text
0 notes
animation-stories · 1 year
Video
youtube
Teen chakarirata bou | Bangla Stories | Bangla Moral Story | Bangla Golp...
0 notes
quadrupleangst · 24 days
Text
They're so similar I wanna draw them interacting...
Tumblr media Tumblr media
31 notes · View notes
wedarkacademia · 1 year
Text
Tumblr media
264 notes · View notes
Text
Tumblr media
fan চালালে ঠান্ডা লাগছে , বন্ধ করলে গরম লাগছে 😭
16 notes · View notes
prongsmydeer · 3 months
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
"Your little girl is my little girl. I see my daughter's face, when I see your daughter." STORIES BY RABINDRANATH TAGORE (2015): Episode 7 - Kabuliwala
9 notes · View notes
4uru · 4 months
Text
My Bangladeshi queer story's first chapter. I haven't decided on a name yet. But here you go. (It has untranslated Bangla sentences)
Tagging some bangali mutuals: @rone-do-please @mylovelyme @cult-of-the-eye @heavenwontbethe-same (tell me if you want on or off the taglist)
Enjoy
Chapter 1: The snake and the mongoose 
Lalon Chowdhury thought he was straight, until he found himself with his face buried in the crook of Sunny Bose’s neck.
He was kissing the other boy like he was starving.
And maybe he was. 
“Shaala, thambi tui?” Sunny laughed. God the sound was so fucking infuriating. Lalon could feel the laugh on his lips as it vibrated through the throat he had his mouth on. He wanted to dig his nails in Sunny’s skin.
He pulled off, rested his forehead against Sunny’s and tried to catch his breath. A hand rested against his jaw.
“So, now what?” 
Asholei, now what? 
“Oi, bolbi kisu tui?” Sunny asked. Lalon couldn't answer. He didn't know how to.
***
(3 weeks earlier)
Lalon hated Sandeep Bose.
The fucker got 48 on Physics written part. Lalon got 45. he had begged Hashem Sir. But his cries fell to deaf ears. He knew he deserved 48 too. Only if Shafayet Sir checked his copy too along with Sandeep’s. He hated Sandeep, he hated Hashem Sir and he hated this godforsaken school. And wanted to burn this place to the ground. Sometimes he day-dreamed about it. He would burn this place in the dead of night. All the pain, all the frustration would turn to ash along with the flashy fake accolades. 
“Kire? Aibaro kom paili naki?” the snake asked. Sunny. Roll 3. Sandeep Fucking Bose. Lalon stretched the most looking genuine smile he could muster up at that moment. He tried to make it reach his eyes. but the blood rushing past his ears made it hard. 
“Hae re, iktu’r jonno miss.” he clenched his fists into tight balls. He wanted to fight Sunny. He was waiting for one valid trigger.
“Thak, baad deh. Chill out, you still got A+, bro." Sunny slung his arm around him and sat back on the bench.
“So what? I deserve at least 47” Lalon gritted out. He felt like a fussy toddler.
“You know this school is trash, bollam na? baad dey!” 
One more period left. Forty more minutes and he could go home, crash in his not so soft bed and melt on it faster than ice-cream under the summer sun. 
Forty more minutes.
“Sir, iktu ashte pari?” a student asked, the boy was stading by the door wearing the house leader sashe. He was from the Bangla version, Lalon couldn't remember his name.
Hashem sir gave the boy permission to come in. 
“Ami Math club er pokkho theke eshechi, amader ekti Quiz protijogita hotel jacche, agami shonibar. Amar kache form ache, ei form ta akhon niye bhorat lore nam dite paro. 
Toh tomader moddhe jara jara icchuk quiz e nam dite, 1:00 er shomoy 718 no room e chole esho. form ta joma neyoya hobe, o aro details jante parba” 
Lalon felt Sunny tense up beside him. He wondered if Sunny knew what Lalon was thinking. He would have one more opportunity to beat Sunny. Lalon struggled with maths alot. But Beating Sunny is enough motivation to carry him through it.
Lalon took the application form. And started to fill it out. 
He didn't need to win. He just needed to beat this Harami Sunny. 
17 notes · View notes
giantjupiter · 2 months
Text
Bibhutibhushan Bandopadhyay, a Bengali writer, lived in his own native land, yet he could describe places in quite a picturesque manner. He did work as a forest officer though.
For those who are getting to know him for the first time, I'd really recommend watching the film Chander Pahar with English subtitles. It's quite a family-friendly movie, if your kids can handle gore and action scenes. I'd rather say that it's better for teenagers though because of all the adventure through the mountains of Africa.
One of his stories I'm listening to is called "Moroner Donka Baje" (The Death Knell Resounds; the pronounciation is quite different from the word "moron," the first o in that word sounds more like 'a' from "ball").
A short synopsis: The story is set in the 1930s. It is from the POV of a medicine-seller and a doctor, who were trying to earn money by going overseas. Soon, they reach Rangoon and then to Singapore. From there, the two 'are (secretly) asked' if they could go as medical professionals to help the Chinese people and the soldiers against the Japanese invasion. From there, using a junk (a kind of boat), they try to reach Shanghai. What happens to them next?
One more thing I'd like to repeat: he neither visited Africa nor Shanghai. This 20th century writer relied solely upon the writings of others, including geographical/travel magazines.
If you're not much repulsed by research papers, you may read this one, because this is one of the only things written in English pertaining to this:
https://www.jstor.org/stable/44156606
4 notes · View notes
rodeoexoticrentals · 10 months
Text
ক্যামেরায় ধরা পড়া অবিশ্বাস্য ভয়ংকর ভূতের ঘটনা ! সাহস থাকলে একা দেখুন | Bangla Bhuter Golpo
ভূতের কথা শোনা সবার চোখের প্রতি দিকে কিছুটা অবাক উত্তরণ করে। এটি সাধারণভাবে মানুষদের ভীতির সূত্রে আসে, এমনকি স্বর্ণসমূহ অবশ্যই স্পষ্ট দেখা যায় না। তবে, কিছু মানুষ অবিশ্বাস এবং মিথ্যা ঘটনার মাধ্যমে এদের সান্ত্বনা বা ডাকতার মত ব্যবহার করে
Watch Our Video
youtube
অবিশ্বাস্য ভীতিজনক ঘটনাগুলি আমাদের ভূতের সাথে যুক্ত হয়ে থাকে। এগুলি সাধারণভাবে অমানবিক ঘটনা যেমন আত্মার দরকার বা ভূতের সাথে যুক্ত মূর্তির সম্পর্কে থাকে। এই ঘটনাগুলি সাম্প্রতিক কারণে পুরাতন ভূতের চোখে আসতে পারে এবং এগুলির পার্থক্য আমাদের মধ্যে এক ক্ষণের জন্য সৃষ্টি করতে পারে।
এই অবিশ্বাস্য ভূতের ঘটনাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল আত্মা বা ভূতের দরকারের ঘটনা। মানসিক বা শারীরিক অস্তিত্ব থেকে যে কারনে এই ঘটনাগুলি ঘটতে পারে তা সহায়ক করতে সম্ভাবনা রয়েছে। বহুজন মনে করেন যে ভূত বা আত্মা এই ঘটনাগুলির পরে দেখা যায়, কিন্তু এই ধরণের ঘটনাগুলির বিজ্ঞানগত প্রমাণ
অনেকেই ভূতের ঘটনা নিরাপদে নিতে আসা বলে মনে করেন, কিন্তু বিশ্বাস তাদের প্রাণে অভ্যন্তরীণ অবস্থায় নেয়। অবিশ্বাস্য এবং ভয়ংকর ভূতের ঘটনাগুলি পৃথিবীর প্রান্তিক থেকে প্রান্তিকে শুনানীত হয়ে থাকে। এগুলি চমৎকার ভাবনা, অদ্ভুত সত্য এবং রহস্যে ভরপুর। এই অদ্ভুত ভূতের ঘটনাগুলি মানবজাতির মতো অমূল্য সম্পদ, যা অবশ্যই আমাদের মন্তব্য এবং পরিস্থিতির ��্যাখ্যা প্রয়োজন করে।
ভূতের ঘটনাগুলির মধ্যে অজানা উপায়ে যেতে মানুষকে আত্মঘাতী ধারনা দেওয়া হয়, কেউ কেউ এই ভীতিতে পড়ে। বিজ্ঞান এবং তত্ত্বের মাধ্যমে এই ভুতের ঘটনাগুলির পেছনে অবজ্ঞান ও মিথ্যা বের করার চেষ্টা করা হয়। কিন্তু কোনো ভূতের ঘটনার মূল্যায়ন করা কখনও সহজ নয়। যে ঘটনাগুলি বিজ্ঞানের প্রতিষ্ঠান প্রমাণিত হয়, সেগুলি সামান্য সামান্য ঘটনার ভেতরে লুকিয়ে থাকতে পারে যা এখনও নিয়মিত ভাবে ব্যক্ত হয়নি।
অবিশ্বাস্য ভয়ংকর ভূতের ঘটনাগুলির একটি উদাহরণ হল অজ্ঞাতনামা চরমঙ্গল। এটি একটি অদ্ভুত অপরাধের ঘটনা, যেটি বহুতকাল ধরে আবদ্ধ করেছে মানুষের মনে। চরমঙ্গল ঘটনাটি এতটুকু বিদ্যমান যে, এই ঘটনার মূল কারণ বুঝা অসম্ভব। প্রাচীন সময়ে, মানুষ এই ঘটনাটির পার্শ্বপর্যাপ্ত ব্যাখ্যা না পেয়া গিয়ে বিশ্বাস করেছে যে এটি অতিরিক্ত প্রাকৃতিক শক্তির প্রতীক।
অবিশ্বাস্য ভয়ংকর ভূতের ঘটনাগুলি যে ভাবে ব্যাখ্যা করা হয়, তা সাধারণভাবে নয়। এগুলি বিভিন্ন কারণে ঘটতে পারে, যেগুলি মানুষের বুদ্ধিমত
2 notes · View notes
Link
#natok #bangla #webseries
7 notes · View notes
Text
ভাগ্যচক্র
সাফা ও নিবা দুই বান্ধবী। ঘনিষ্ঠতার বর্ণনা করতে গেলে তাদের উপরে কোন সম্পর্ক পাওয়া যাবে না। ছোটবেলা থেকে একসাথে বড় দেখতেও দুজনের চেহারা একিরকম যেন জমজ দুই বোন। দুজনকে আলাদা করতে হিমশিম খেতে হয় অপরিচিত সকলেরই। দুজনে এখন বড় হয়েছে স্কুল ছেড়ে কলেজ লাইফে পা দিবে।
নিবার বাবার ট্রানস্ফার হচ্ছে তা নিয়ে কত ভাবনা! সাফাও  বাড়িতে জেদ ধরে বসে আছে সেও  ওই শহরে গিয়েই পড়বে। মেয়ের বাড়াবাড়ির ওপর শেষ পর্যন্ত বাবা-মার পেরে উঠতে পারল না। শেষ পর্যন্ত দুজনে একই শহরে পড়া শুরু করল। কলেজে উঠে সে কী সুখ চুল উড়িয়ে ঘুরে বেরানো, প্রেম প্রেম ভাব, দুষ্টমিতে সেরা পড়াশোনায় ফাঁকি।
"প্রেম" প্রেমে পড়েছে সাফা। এদিকে নিবা ও ক্রাশ খেয়ে বসে আছে।কেন যেন দুজনেই দুজনের থেকে ব্যাপারটা আড়াল করছে বলতে চেয়েও বলে উঠতে পারছেনা যেন নিজেদের কাছে লজ্জাই মাথা কাটা যাচ্ছে তাদের! এর আগে প্রিমে তো কেউ পরেনি, আর একজনকে ছেড়ে আরেকজন প্রেম করবে তাই বা নিজের চোখে কিভাবে ঠিক হয়। ইতস্ত বোধ এ দুজনেই ভুগছে দুজনের থেকে।
বৈশাখী মেলা লেগেছে। ঘুরতে বেরবে সাফা ও নিবা। দুজনে শাড়ী পড়ে প্রস্তুত। তবে এই প্রথমবার একসাথে না যাওয়া নিয়ে তাদের নানান বাহানা। কোন ভাবে দুজনে আলাদা ভাবেই বের হল। সাফা তার প্রেমিকের খোঁজে বের হয় আর নিবা তার ক্রাশকে পিছু করে বেড়ায়।
- কীরে সাফা কাকে খুঁজছিস তুই?! তুই না বললি তোর কি যেন কাজ আছে?!
- তুই ও  তো আমাকে বলেছিলি তোর কাজ আছে তুই কি করছিস এখানে।
পাশ থেকে এক জ্যোতিষী গুরু ভরা কন্ঠে বলে গেলেন, "ভাগ্যচক্র "  এ তো এক সুতোর ভাগ্যচক্র! প্রেমে পড়েছে দুজন সখী এক সখারি সনে!
ভাগ্য বাবু তোমার আমার রইবো একই ঘরে। 
সাফা ও নিবা দুজনেই জ্যোতিষীর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল, যে জ্যোতিষী আবার হঠাত করে এমন ভাগ্যচক্র নিয়ে বলে গেল কেন?!  যাই হোক কোনভাবে কি আমরা দুজনেই প্রেমে পড়েছি?!
- এই সাফা, কি বুঝলি?!
- আমি আর কি বুঝবো?! তুই কি বুঝলি?
- আমি কি বুঝলাম তাতো আমিও কনফিউজ। তাছাড়া এসব জতিসীর কথা!!
- তুই বল তুই আজকে আমার সাথে বের হোলি,না কেন?!
- আচ্ছা বলছি তবে তুইও সত্যি করে বলবে কিন্তু।
- আমি প্রেমে পড়েছি!
- আমি ক্রাশ খেয়েছি!
দুজনেই কথা বলতে না বলতেই একে অপরকে জড়িয়ে মেলা ভর্তি জায়গায় চিল্লিয়ে বলে উঠেছে প্রেমে পড়েছে আমার সখি প্রেমে পড়েছে!!
পরদিন কলেজে দুজনে দুজনের প্রেমিককে দেখার জন্য আকুল হয়ে রইল কে কার প্রেমে পড়লে আসলে। 
সকাল হতেই দুজনে রওনা হল কলেজের উদ্দেশ্যে। বৈশাখের আমেজে পরিবেশটা যেন ভালোবাসায় মাখো মাখো হয়ে আছে! এমন সময় কলেজের ফটকে দাঁড়িয়ে গেল সাফা ও নিবা দুজনেরই চোখ যেন একই দিকে একই বিন্দুতে আটকে গেছে।
- সাফা, ওই দেখ আমার ক্রাশ! তোর বান্ধবীর প্রেমে পড়েছে। সাফা, আই এ'ম ইন লাভ!
নিবা এসব বলতে বলতে সাফার হাত ধরে টানছে তবে সাফা কেন যেন স্তব্ধ হয়ে গেছে!
- এই সাফা দেখতে পাচ্ছিস না? একটা মানুষই তো আসতেছে এদিকে এখন তো কেউ নাই তাও কি দেখতে পাচ্ছিস না? কিছু বলছিস না কেন?!
সাফা ঘোর ভেঙে উঠে বলল,
- ওহ্ ভালই পছন্দ করেছিস। তা আমাকে একটু আগে বলবি না?! এই হ্যানসাম কে তোর আগে নাহয় আমি পটাতাম! 
- কেন তোর প্রেমিক কি কম হ্যান্ডসাম নাকি?!
- ওটার কথা ছাড় তো, তুই যে হ্যান্ডসামকে পাচ্ছিস এরপর আমার একটু ভালো খোঁজা লাগবে ওটার কথা বাদ দে।
- তুইও না জীবনে একটা প্রথম প্রেমে পড়লি তাও আবার আমার হ্যান্ডসাম কে দেখে সেটা বাতিল?! 
- ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
- মোনালিসা মিতু।
2 notes · View notes
animation-stories · 2 years
Video
youtube
Maa Durgar Ashru | মা দুর্গার অশ্রু | Bangla Stories | Bangla Moral Stor...
0 notes
spondan1 · 2 years
Link
#movieexplanation #movieexplanationmanalayam #movieexplanationmalayalam #movieexplanationinbengali #movieexplanationswithpriyanka #movieexplanationinbangla #movieexplanation2022 #movieexplanationintamil #movieexplanationhindi #movieexplanationswithpriyaka #movieexplanationinsinhala #movieexplanationinmalayalam #movieexplanationvideointamil movie explanation bangla movie explained
 bangla random video channel Asd story rupali poddar golpo afnan cottage movie golpo সিনেমার রহস্য hollywood movie explained hollywood movie সিনেমা movie explained movie movie explanation Korean movie Korean movie explained bangla Korean movie explanation bangla Korean movie explained Korean movie movie in Bangla movie Bangla #movietubebangla #autumnfairytale #moviebanglaexplanation #baddaughter #thesoundofmagic #annarasumanara #moviebanglaexplanation #romanticmovie #schoollovestorymovie #movie #bengaliexplainer #chineseromanticdrama #bossemployeelovestory #ceoemployeelovestory #chinesedrama #girlfriend
 #chinesedramabanglaexplanation #girlnextroom #richyrich  #thaidramabanglaexplanation #romanticdrama  #kdrama #koreandrama #lovestorybangla  #romance #funnydrama #thairomanticdrama #lovestory #highschooldrama #crazygirl #ecstasybymimi #chinisedramagirlfriend
 #girlfrienddramabanglaexplanation My Love Explained in Bangla My Love 2021 Bangla Explanation On Your Wedding Day Explained in Bangla Bangla Movie Explanation Hollywood Movie Bangla Explain Bangla Movie Explanation Channel Movie Explained in Bangla Korean Drama Bangla
11 notes · View notes